পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেইলিংছ [ *లి ) - চেংসিংহ SSAAAAASLSLLLLLSCLLLLLSSCSCSCSCSCSCSSCSSLSSLLCCLS LCLLSCLLLLCSCLLSSLSLSLSS চেভ (জষ্য) চিখছি তপ্ত লোপ ১ টি। শাৱতাৰ ধারণ করিলেন। তিনি ভঁাহার পিতৃপদ পাইবার মিস্তি চেদগুযায়শম । , - क्रूरशाञ्चडा बउडेिप्थबरि उन्डरव९" ("कानै ४is२) ২ পক্ষাপ্তয় । ( অমর' ) ৩ যে স্থলে সন্দেহ নাই, সেই স্থলেও সন্দেহ কখম । - “সত্যঞ্চেদগুরুবাক্যমেব পিতরে দেবাচ্চ চেযোগিনী । প্রীত চেৎপরদেবতা চ যদিচেজ বেদা: প্রমাণং হি চেৎ . শাস্ত্ৰীয়ং যদি দর্শনং ভবতি চেদাজ্ঞাপ্যমোবাস্তিচেৎ। স্বাতন্ত্র্য জপি কৌলিকাশ্চ যদি চেৎস্তানমে জয়ঃ সৰ্ব্বদা ।” • , (শৰার্থচিন্তামণিধূত তন্ত্র ) t চো দেখ। ] চেৎবাই, মশ্রিীজ প্রেসিডেন্সির অন্তর্গত মলবার জেলার একটা গ্রাম। এই গ্রাম বাদানপল্লী নগরের একটী অংশ । খাড়ীর শেষে অবস্থিত বলিয়া পূৰ্ব্বে এই স্থান বাণিজ্য জন্য বিখ্যাত ছিল। ১৭১৭ খৃঃ অষে ওলন্দাজগণ সামীরাজের নিকট হইতে ইহা কাড়িয়া লয় ও এখানে একটা দুর্গ নিৰ্ম্মাণ করিয়া পাপিনীপত্তম্ প্রদেশের রাজধানী স্থাপন করে। ১৭৭৬ খৃঃ অব্দে হায়দরআলী সমস্ত জেলা আক্রমণ করিয়া সেই দুর্গ অধিকার করে। ১৭৯০ খৃষ্টাবো ঐ স্থান ইংরাজরাজ্যভূক্ত হইলে উহা কোচিন-রাজকে প্রদত্ত হয়, অবশেষে ১৮০৫ খৃঃ জন্ধে কোম্পানি এই স্থান খাস করিয়া লন। চেৎসিংহ, কাশীর একজন বিখ্যাত রাজা । ইনি সাহসী ও তেজশ্বী ছিলেম এবং রাজনীতিতে ইহার অভিজ্ঞতা ছিল। যে সময়ে মোগলরাজ্য ছিন্ন বিচ্ছিন্ন হয়, সেই সময়ে বারাণসী প্রদেশ অযোধ্যার নবাবের অধীনে আইসে। তখন বলবন্তসিংহ এই প্রদেশের অধিপতি ছিলেন । দিল্লীর পাদশাহ মহম্মদ-শ। তাহার পিতা মনসারামকে যে রাজ-উপাধি প্রদান করেন, তিনি সেই উপাধি প্রাপ্ত হইয়াছিলেন । ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির সহিত অযোধ্যার নবাবের যুদ্ধের সময়ে, বলবন্তসিংহ অধীনতা পরিত্যাগ করিয়া কোম্পানির সহিত যোগ দিয়াছিলেন । ১৭৬৫ খৃষ্টাৰো এই বিগ্রহ শেষ হইলে নবাবের সহিত কোম্পানির যে সন্ধি সংস্থাপিত হয়, তন্মধ্যে এই কথাটী লেখা ছিল যে, তিনি পুনরায় অযোধ্যার নবাবের অধীনে থাকিবেন, কিন্তু পূৰ্ব্ব অধিকৃত জমিদারী তিনি অবিৰাদে ভোগ করিবেন এবং যে পরিমাণে রাজস্ব দিয়া । আসিয়াছেল সেই পরিমাণেই রাজস্ব দিবেন। ১৭৭০ খৃষ্টাৰো বলবন্তসিংহ স্বর্গারোহণ করিলে, অযোধ্যার নবাৰ উহার পুত্র চেৎসিংহকে ণ্ডাহার পিতৃপদে অভিষিক্ত হইবার সমন্ন দিতে সশ্বত হইলেন না । চেংসিংহ ইহা অবগত হইয়া ক্রোধে জলিয়া উঠিলেন, কিন্তু আত্মীরগণের পরামর্শে VI సిసి কল্প নবাবকে বিনীতভাবে একখালি আবেদনপত্র পাঠাইল দিলেন, এবং নবাবের প্রধান প্রধান খপাচারীগণকে, তাছাকে সহায়তা করিবার জন্ত, বিশেষরূপে অছুরোধ করিলেন, কিন্তু র্তাহার সমগ্র চেষ্টা বিফল হইল। অবশেষে, তিনি ইংরাজদিগের শরণাগত হইলেন। ওয়ারেন হেষ্টিংস সাহেবের অমুরোধে, নবাব সুজাউদ্দৌলা ১৭৭৩ খৃষ্টাবো চেৎসিংহকে ' কাশীর রাজত্ব প্রদান করেন, তবে কিয়ৎপরিমাণে রাজস্ব বাড়াইয়া দেন । ১৭৭৫ খৃষ্টাৰে নবাব সুজাউদ্দৌলার মৃত্যু হইল। এদিকে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি তাহাদের আধিপত্য বিস্তারের চেষ্ট৷ পাইলেন। তাহারা সুজাউদ্দৌলার পুত্র আসফ উদ্দৌলার সহিত একটা নুতন সন্ধি সংস্থাপন করিলেন । এই সন্ধির একটা ধারা অনুসারে চেংসিংহ কোম্পানির অধীনে আসিলেন। চেৎসিংহ রাজনীতিকুশল ছিলেন । ওয়ারেন হেষ্টিংস সাহেবকে সন্তুষ্ট করিতে পারিলে যে তিনি তাহার প্রভুত্ব বাড়াইতে পরিবেন, তাহার ইহা খুব বিশ্বাস ছিল এবং এই জন্ত তিনি সাধ্যমতে হেষ্টিংস সাহেবের আজ্ঞা পালন করিতে লাগিলেন । হেষ্টিংস সাহেবও তাহার প্রতি সদয় হইলেন । চেংসিংহ সুযোগ বুঝিয়া ক্রমে ক্রমে কোম্পানির নিকট হইতে এক একটা ক্ষমতা গ্রহণ করিয়া নিজের নামে লিঙ্কা চালাইতে লাগিলেন এবং কাশীপ্রদেশ মধ্যে শাস্তি-রক্ষা, বিচার এবং জমিদারী সংক্রাস্তু বমোবস্ত করিবার ভার তাহার হস্তগত হইল । কেবল নিৰ্দ্ধারিত কর ২২,৬৬,১৮০ সিঙ্ক টাকা উহাকে প্রতিবৎসর কোম্পানিকে দিতে হইত । কিন্তু এ সম্ভাব অার অধিক কাল রহিল না । চেৎসিংহ প্রভূত ক্ষমতা লাভ করায় অহঙ্কারে স্ফীত হইয়া ইংরাজগণের প্রতি তাচ্ছিল্য প্রকাশ করিতে লাগিলেন, তিনি নিৰ্দ্ধারিত সময়ে রাজস্ব প্রদান না করাতে, র বিবাদভাজন হইলেন । কোন কোন ইতিহাসবেত্ত লিখিয়াছেন—চেৎসিংহ নিয়মমতই রাজস্ব প্রদান করিয়াছিলেন । ১৭৭৮ খৃষ্টাব্দে ইংরাজগণ একদিকে মরাঠাদের সহিত এবং অপর দিকে ফরাসিদের সহিত যুদ্ধে লিপ্ত হওয়ায় তাহাদের অর্থ এবং সৈন্তের প্রয়োজন হইল। তাহারা চেৎসিংহের নিকট হইতে পাচলক্ষ টাকা চাহিয়া পাঠান। চেংসিংহ যদিও মদোন্মত্ত হইয়াছিলেন, ङशां*ि ईश्ङ्गांजमिश्रंएक डग्न कब्रिहङम । डिनि दिनैोऊष्ठांहरु হেষ্টিংস সাহেবকে একখানি পত্র লিখিয়া, তাহার অর্থাভাব জানাইলেন, কিন্তু হেষ্টিংস সাহেব তাহাতে কর্ণপাত না করায়, চেংসিংহ টাকা দিতে সক্ষত হইলেন, পর বৎসরে ভাষার কাছে