পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘোরবস্ত [ 8७ ] ঘোরাসর

  • কবন্ধং নাম রূপেণ বিকৃতং ঘোরদর্শনম্। |- (ब्रॉमfब्र" >।>।**)

খোররাসন (পুং স্ত্রী ) ঘোরং ভয়ানকং রাসনং শস্কোষন্ত ৰছত্ৰী। ১ শৃগাল । (ত্রি ) ২ ঘোরতর শব্দযুক্ত। স্ত্রীলিঙ্গে উীষ হয় । ঘোররাসিন (পুং স্ত্রী ) বোয়ং রসতি রস-ণিনি । ১ শৃগাল । (হেম") স্ত্রীলিঙ্গে উীপ হয় । ( ত্রি ) ২ যে ঘোরতর শব্দ করে । ঘোররূপ ( পুং ) ঘোরং উগ্ৰং রূপং যন্ত বহুব্রী। ১ মহাদেব । “ঘোরার খোররূপীয় খোরঘোরতরায় চ * (ভারত ১৩১৭৷৪৯) ( ত্রি ) ২ উগ্ররূপবিশিষ্ট । ঘোররূপ ( স্ত্রী ) বেরিং উগ্রং রূপং যন্তাঃ বহুত্ৰী টাপ । চওঁী, তুর্গ । “বোররূপ ঘোরতম ঘোর ষে ভুবন । ঘোররব কৈলে ঘন ঘন্টার বাজন - (কবিকঙ্কণ ) ঘোরবপস (ত্রি ) ঘোরং বপ; রূপং যন্ত বহুব্রী। উগ্ররূপবিশিষ্ট। "যে শুভ্র ঘোরবপদঃ সুক্ষত্রাসো রিশাদসঃ * ( ঋক্ ১১৯৫ ) ‘ঘোর বর্পস উগ্রন্ধপধরণঃ’ ( সারণ । ) ঘোরবস্ত বা ঘোরবন্দ, মক্রাণ প্রদেশে যে সমস্ত ধ্বংসাবশিষ্ট প্রাচীর অাছে ও এখানকার পর্বত হইতে যে যে স্থানে প্রবল বেগে জলস্রোত বহিয়া পড়ে সেই সেই স্থানে ইষ্টকাদি নিৰ্ম্মিত যে সমুদায় বঁiধ আছে তাহার নাম ঘোরবন্দ । বৰ্ত্তমান মক্রাণ-অধিবাসীরা এই “ঘোর বন্দ” নিৰ্ম্ম ত:দিগকে ঘোরবনী বা ঘোরবস্ত নামে অভিহিত করিয়াছে। য়ুরোপের স্থানে স্থানে যেরূপ কাইক্লে’পীয়দিগের নিৰ্ম্মিত প্রাচীরদির ংসাবশেষ দেখা যায়, এই ঘোর বনাদিগের পূর্ব কীৰ্ত্তিও ঠিক তদনুরূপ । বৰ্ত্তমান মক্রাণবাসীরা এই দেশে আসি বার বহুপূৰ্ব্বে এই স্থানে ঘোরবন জাতির বাস ছিল । মক্রাণবাসীরা তাহদের প্রাচীর ভবনাদির কোন প্রকৃত তত্ত্বাদি নিরূপণ করিতে ন পারিয়া কেবলমাত্র ইসলামধৰ্ম্ম বিদ্বেষী কোন কাফেরজাতি কর্তৃক নিৰ্ম্মিত বলিয়া মনে করিয়া থাকে । বাঘবৰ্ণনার নিকটবর্তী উপত্যক ও ঝালাবন প্রদেশে ইহাদের কৃত অনেক আশ্চর্য্যাশ্চর্য্য কীৰ্ত্তি দেখিতে পাওয়া যায় । কেহ কেহ অনুমান করেন যে সময়ে ঘোরবন জাতি কর্তৃক প্রাচীন গুঞ্জক নগরী নিৰ্ম্মিত হয় । সেই সময়কার ইহাদিগের অসংখ্য কীৰ্ত্তি দেখিয়া বিলক্ষণ বোধ হয় যে এই জাতির সংথ্য। অত্যন্ত অধিক ছিল । ইহার মানলিক বল, সহিষ্ণুতা ও নিজ বুদ্ধিকৌশলে আত্মরক্ষা করিবার জন্তু সীমান্ত প্রদেশে এইরূপ ছুর্ভেদ্য প্রাচীর ও গড় প্রভৃতি নিৰ্ম্মাণ করিয়াছিল । সম্ভবতঃ ইহারা মক্রাণ হইতে بييمييجيجا পূৰ্ব্বাভিমুখে পৰ্ব্বতের উপরে বাস করিত। কালক্রমে हेश८लद्र cगाकग१५r। दूकि श्sग्रांप्र हेशत ऊँखङ्ग ७ পূৰ্ব্বতিমুখে ছড়াইয় পড়ে । ক্রমে ইহার কলাং ( খিলাৎ ) উপত্যকায় আইসে এবং এই স্থান হইতে মুল্লা গিরিসঙ্কট দিয়া ভারতবর্ষের সমতল ক্ষেত্রে জাসিয়া বাস করে । অদ্যাবধি এই জাতির কোন প্রকৃত ইতিহাস জানিতে পারা যায় নাই। গ্রীসের কাইক্লোপীয়ার প্রাচীর নিৰ্ম্মাতা পেলালগি জাভি এবং এই ঘোরবন জাতি সম্বন্ধে দুই একটা বিশেষ cगोनालूथ नृटे श्छ। उहाब्र! भश्मान कब्र बांद्र ८१ ইহার পরস্পরে একজাতি ও এক প্রকার প্রকৃতিবিশিষ্ট । औग हेडिशप्न गिषिङ आप्इ ८य ७३ ८°गान्शिजाडि ७निप्रां९७ श्रेष्ठ श्रानिद्रां८झ्, किड़ हेशद्र! ५निब्रा भाहेमद्र, সিরীয়, এসিরীয়া বা পারস্তদেশ হইতে মাসে নাই । এসিয়ারাজ্যের যে থও হইতে ভূমণ্ডলের সমস্ত সভ্যজাতিই বিস্তৃত হইয়াছে, সম্ভবতঃ এই পেলাস্গিজাতিও সেইস্থান হইতে আসিয়া থাকিবে । সেইরূপ বেলুচিস্থানবাসী এই ঘোরবন জাতিও সেই স্থান হইতে মকরণ অভিমুখে আসিয়াছিল। যখন ইহার কলাং উপত্যক হইতে মুল্লা সঙ্কট দিয়া ভারতের সমতল ক্ষেত্রে আসিয়া বাস করে, তাহার বহুপূৰ্ব্ব হইতেই ইহার প্রাচীর ও ভবনাদি নিৰ্ম্মাণকৌশল ও বহুতর শিল্প কাৰ্য্য অবগত ছিল । ঘোর বশন (পুং ) ঘোরং বাশতে শঙ্কায়তে বাশ লু। ১ শৃগাল। স্ত্রীলিঙ্গে ঙীপ । ( ত্রি ) ২ ভয়ানক শব্দকারী । ঘোরবাশিম্ (পুং ) ঘোরং বাশতে শব্দায়তে বাশাণিনি। ১ শৃগ{ল। স্ত্রীলিঙ্গে উীন্থ । ( ত্রি ) ২ ভয়ানক শব্দকারী । ঘোরা ( স্ত্রী ) ঘুর অচটাপ ১ দেবতাড়ী লতা, চলিত কথায় ঘোষালল তা । ২ রাত্রি । ৩ সাজ্য মতসিদ্ধ রাজসিক মনোবৃত্তি । ৪ রবিসংক্রাস্তিবিশেষ, ভরণী, মঘ, পুৰ্ব্বফল্গুনী, পূৰ্ব্বাষাঢ় ও পূৰ্ব্বভাদ্রপদ এই কয়ট নক্ষত্রের কোন একটা নক্ষত্রে রবিসংক্রাস্তি হইলে তাহকে ঘোর বলে । “রবাবুগ্ৰভে সংক্রমে ভাস্করস্ত ভবেদঘোরনামী।” ( জ্যোতি) ঘোরাল ( ঘোর শব্দজ ) ১ ঘূর্ণায়মান। ২ অন্ধকার । ঘোরাসর, বোম্বাই প্রদেশে গুজরাটের অন্তর্গত মহীকান্ত এজেন্সীর মধ্যস্থ একটী ক্ষুদ্র রাজ্য । এখানে তুলা প্রধান উৎপন্ন দ্রব্য। এখানকার রাজার উপাধি ঠাকুর, তিনি জাতিতে কোলি। রাজার জ্যেষ্ঠ পুত্রই রাজ্য প্রাপ্ত হয় । রাজার পোষ্যপুত্র লইবার ক্ষমতা নাই । প্রধান নগর ঘোরাসর ২৩, ২৮ উত্তর অক্ষাংশে ও ৭৩ ২• পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। এখানে দুইটী বিদ্যালয় আছে ।