পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা । ইনি চম্পৎরায়ের পুত্র । লালকবি প্রণীত ছত্রপ্রকাশ নামক গ্রন্থে ইহার বহুসংখ্যক যুদ্ধজয়ের বিবরণ সুবিস্তৃতক্ষপে বর্ণিত আছে। , - পিতার মৃত্যুর পর ছত্রশাল রাজাসন লাভ করেন । এই সময়ে মোগল সম্রাটগণ হীনবল ও মহারাষ্ট্রগণ প্রবল হইতেছিল । ছত্রশাল প্রথম হইতেই মুসলমান সম্রাট্রদিগের শাসন অবহেলা করিয়া প্রথমে কঁাসি অধিকার করিয়া, রাজ্য বিস্তার করিতে লাগিলেন । ১৬৭১ খৃঃ অবো জলায়ুন হইতে ভিনি প্রথম যুদ্ধ আরম্ভ করেন। ১৬৮৭ খৃঃ জন্ধে হামিরপুর অধিকার করিয়া নিজ রাজ্যভুক্ত করিলেন। পাঞ্জানগরে ছত্রশালের রাজধানী ছিল। ১৭০০ খৃষ্টাব পৰ্য্যন্ত দামনী নগর সম্রাটু | প্রেরিত শাসনকৰ্ত্ত স্বারা শালিত হইতেছিল, ঐ অষো ছত্রশাল উহার শেষ শাসনকর্তা নবাব মৈরতখীকে পরাজিত করিয়া নিজ রাজ্যভূক্ত করিলেন । ১৭•৭ খৃঃ অন্ধে সম্রাট বাহাদুরশাহ ছত্রশালকে বাসি প্রদেশ দান করিলেন, কিন্তু ইহাতেও মুসলমানগণ বুনোলা রাজ্য আক্রমণ করিতে লাগিল। অবশেষে ১৭৩৩ খৃঃ অক্সে ফরস্কাবাদের পাঠানশাসনকৰ্ত্ত আহ্মদ-খাবঙ্গস ছত্রশালের রাজ্য আক্রমণ করিলে তিনি মহারাষ্ট্রদিগের সাহায্য চাহিলেন । পেশবা বাজীরাও সাহায্যদানে সম্মত হইলেন। ছত্রশাল বাজীরাওর সাহায্যে সমস্ত বুন্দেলখণ্ড অধিকার করিয়া প্রত্যুপকার স্বরূপ পেশবাকে রাজ্যের এক তৃতীয়াংশ দান করিলেন । এই সময়ে সন্ধি হইল যে, পেশব ও তাহার উত্তরাধিকারীগণ ছত্রশাল ও তাহার উত্তরাধিকারাদিগকে সাহায্য করবে। ১৭৩৪ খৃঃ অন্ধে ছত্রশালের মৃত্যু হয়। এই ছত্রশাল বুন্দেলা রাজপুতবংশীয় । ইনি বিদ্যাচর্চার অতিশয় অাদর করিতেন । ইনিই বিখ্যাত লালকবিকে নিজের সভায় রাখিয়াছিলেন এবং তাহাকে ছত্রপ্রকাশ নামে তাহার কীৰ্ত্তিকলাপবিষয়ক পুস্তক লিখিতে আদেশ করেন । এই সময়ে বিশ্বনাথ পণ্ডিত তাহারই জীবনীমূলক সংস্কৃত ভাষায় “শত্রুশল্যকাব্য” প্রণয়ন করেন। ছত্রশালই বহুতর যুদ্ধাদির পর বুন্দেলখণ্ডের স্বাধীনতা স্থাপন করিয়া যান, ছত্রপুরে আজিও তাহার নিৰ্ম্মিত এক মন্দিরের ভগ্নাবশেষ আছে। তাহার সময়ে বুন্দেলখণ্ডে অভিনব সাহিত্য-যুগের আবির্ভাব হইয়াছিল, শত শত ব্যক্তি দেশীয় হিন্দীভাষায় গ্রন্থ লিখিয়া মাতৃভাষাকে অলঙ্কৃত করিয়া গিয়াছেন। ছত্রসিংহ, ১ খগুরের জায়গীরদার মোকামসিংহের পুত্র। ইনি গৃহ-বিবাদে বিরক্ত হইয়া দিল্লীতে গিয়া বাস করেন এবং নিজ গুণে সম্রাটের প্রিয়পাত্র হইয় উঠেন । সম্রাটু ছত্রসিংহকে কাবুল জয় ক্ষরিতে পাঠাইলে তিনি গজনীনগরে শক্রগণকে পরাজয় করেন। সম্রাট এই কার্থ্যের পুরস্কার স্বরূপ ওঁহোকে ৬•ট গ্রাম প্রদান করেন । " छ्खनिश् श्राऊन्नैौयांला, नर्माग्न-हेरब्राजब्राजनिषूख काँचौরের হজার জেলার এক শাসনকর্তা । ইঞ্জি জাফগানস্থানের আমীর দোস্ত মহম্মদের সহিত ষড়যন্ত্র করিয়া পঞ্জাবজয়ের চেষ্টা করেন। ঐ অভিপ্রায়ে তিনি কাশ্মীরের রাজা গোলাবসিংহের নিকট দূত পঠাইয়াছিলেন । গোলাৰসিংহ সাহায্যদানে অসম্মত হওয়ায় তিনি দোন্ত মহম্মদের সহিত cश* निम्नां विरजांशै श्न ( swev धूः श्रष्क ) ।। ७छद्रांरकेद्र যুদ্ধে সর্দার ছত্রসিংহের পরিচালিত শিখগণ প্রবল পরাক্রমে যুদ্ধ করিলেও ইংরাজসৈন্য কর্তৃক পরাজিত হইল । পরাজিত হইয়া ছত্রসিংহ, অনুচর সহিত অস্ত্র ত্যাগ করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন। ছত্রসিংহ ও র্তাহার পুত্র সেরসিংহের বিদ্রোহই পঞ্জাবের শেষ বিদ্রোহ । ছত্রা (স্ত্রী) ছদ-ষ্ট্রন (সৰ্ব্বধাতুভ্যং স্ট্রন । উৎ ৪।১৫৮) ১ মধুরিকা, মৌরী। ২ শলুক্ষ,শলফ। ৩ধষ্ঠাক, ধনে। ৪ মঞ্জিঠা । ৫ শিলীন্ধ, কোড়কছাতা । ৬ ধাত্রী । ৭ কাশ্মীরদেশজাত ধনের স্থায় গাছ । ৮ রসায়ন ওষধিভেদ । ( সুশ্রুত চিকিৎসা" ৩০ অ' ) চন্ত্রেীক ( ক্লী ) ছত্রাইব কায়তি ছত্রাকৈ-ক। ১ কবক । ইহা ব্রাহ্মণের অভক্ষ্য । *ছত্রাকং বিড় বরাহঞ্চ লণ্ডনং গ্রাম্যকুকুট । পলাণ্ডুং গৃঞ্জনং চৈব মত্যা জঙ্কা পতেঙ্গ দ্বিজঃ ” ( মন্ত্র ৫১৯ ) 'ছত্রাকং কবকানি’ (মেধাতিথি ) (পুং) ২ জালবৰ্ব্ব রক বৃক্ষ । ছত্রাকী (স্ত্রী) ছত্রাক-গৌরাদিত্বাৎ ডীপ। ১ রান্না। ২ সপাক্ষী । ছত্রাঙ্গ (ল্পী) গোদস্ত, হরিতাল । ছত্রাতিচ্ছত্র (পুং ) ছত্রমতিক্রম্য ছত্রমাবরণমস্ত্যন্ত অশাদিত্বাদছ। ছত্রাকার জলজাত সুগন্ধি তৃণভেদ । পৰ্য্যায়— পাল্য, অতিপুত্র, সুগন্ধা, ছত্রক, কটুক, কটু। চলিত কথায় ছাতু বলে । [ ছত্রক দেখ । ] ছত্রাদি (পুং ) ছত্ৰং আদি র্যস্ত বহন্ত্রী। পাণিনি উক্ত গণভেদ। ইহার উত্তর শীলার্থে শ প্রত্যয় হয় । (ছত্রাদিভ্যে পঃ । পা ৪।৪।৬২) ছত্রাদিগণ যথা—ছত্র, শিক্ষা, প্ররোহ, স্থা, বুভুক্ষ, চুরা, তিতিক্ষ, উপস্থান, কৃষি, কৰ্ম্মন, বিশ্বধা, তপস, সত্য, অমৃত, বিশিখ, বিশিকা, ভক্ষ, উদস্থান, পুরোভাশ, বিক্ষ, চুক্ষ, মন্ত্র। ছত্রাধান্ত (ক্লী ) ছত্রাধান্তমিৰ কৰ্ম্মধা । ধষ্ঠাক, ধনে । ছত্রি, ছত্রী (ক্ষত্রিয় শবের অপভ্রংশ) অনেক রাজপুত আপনাদিগকে ছন্ত্রি বলিয়া থাকে । উত্তরপশ্চিমাঞ্চলের চৌহান, ভদৌরিয়া, শিকল্পবাড়, মোড়ি; পরীহার, পরমায়, যাদব, বরেগিরি, তোময়, কচ্ছ