পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৫৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अनंखौदनभांन f в ककॉर्डौ জগজীবনদাস, সৎনামী সম্প্রদায়ের প্রবর্তক একজন মহাত্মা। চন্দেল-ঠাকুরবংশে ইহার জন্ম । ইহার পিতার নাম গঙ্গাস্নাম । বারবাকি জেলার অন্তর্গত সর্দছীগ্রামে ১৭৩৮ সম্বতে জগজীবন জন্মগ্রহণ করেন। ছয়মাসের সময় তাহার পিতৃ- [ গুরু বিশ্বেশ্বরপুরী এক দিন তাহার মাথায় উত্তরীয় প্রদান করিয়ুছিলেন, কিন্তু প্রদান করিবামাত্র তাহার ব্ৰহ্মতলে কুছ্‌মলিপ্ত তিলক দেখা দিয়াছিল, বিশ্বেশ্বর তদর্শনে বলিয়াছিলেন, “ভবিষ্যতে এই বালক এক মহাসাধু হইয়া উঠিবে।” গুরুদেবের কথা সত্য হইল। জগজীবনের যতই বয়স হইল, গ্রামবাসী ততই তাহার প্রতি ভূমুরক্ত হইতে লাগিলেন । তিনি রীতিমত শাস্ত্রচর্চা না করিলেও সময়ে সময়ে তাহার মুখ হইতে ভূতপূৰ্ব্ব আধ্যাত্মিক কথা বাহির হইত, তাহাতে সকলেই তাহাকে মহাপুরুষ জ্ঞান করিত । শুনিয়া ব্রাহ্মণ হইতে নীচ চামার, এমন কি মুসলমান পৰ্য্যন্ত তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিল । জগজীবন বেদাস্ত প্রতিপাদ্য ব্রহ্মকেই ঈশ্বর বলিয়া স্বীকার করিতেন । তাহার মত ও বিশ্বাস অনেকটা গুরু নানকের মত । তিনি জাতি ভেদ মানিতেন না । তিনি আপন শিষ্যদিগকে উপদেশ দিবার জন্য সুললিত হিন্দী কবিতায় অঘবিনাশ, জ্ঞান প্রকাশ, মহাপ্রলয় ও প্রথমগ্রন্থ প্রকাশ করেন, তন্মধ্যে অঘবিনাশ নামক গ্রন্থখানি অতি বৃহৎ এবং জ্ঞানপ্রকাশ ১৮১৭ সংবতে রচিত হয় । মৃত্যুর দশবর্ষ পূৰ্ব্বে তিনি জ্ঞাতিবর্গ কর্তৃক উত্তাক্ত হইয়া জন্মস্থান পরিত্যাগ করিয়া ৫ মাইল দুরে কোটবা গ্রামে আসিয়া বাস করেন। এখানে ১৮১৭ সস্বতে ইনি ইহলোক পরিত্যাগ করেন । সৎনামীগণ এখনও তাহাকে অতিশয় ভক্তি শ্রদ্ধা করিয়া থাকেন। অযোধ্যার নবাব আসফ উদ্দৌলার রাজত্বকালে রায় নিহালচাদ মৃত জগজীবনের সন্মানার্থ একটা সুন্দর মন্দির নিৰ্ম্মাণ করিয়া দেন । এখন প্রতিবর্ষে কাৰ্ত্তি ক ও বৈশাখের সংক্রাস্তির দিন কোটবা গ্রামে মেলা হয়, তাহাতে অনেক যাত্রী জগজীবনের সম্মানার্থ ও পবিত্রসলিলা অভিরাম-তলীও নামক কুণ্ডে স্নান করিবার জন্য কোটবায় গিয়া থাকে । এখনও কোটবা গ্রামে জগজীবনের বংশধর বাস করিতেছেন, নিম্নে বংশাবলী দেওয়া হইল । ཐ”ཚོ་།། দাস | | कर्नय বাল পতাদাস সভা কা বােস্থান Fr गायनमार्ग | | – জবাহিরদীস অযোধ্যাদাস গুরু প্রসাদ অমানদাস नाइपिनतान ! | ইন্দ্ৰদমনদাস যশস্করণদাস अशब्रोक्नगिअ, भरा अङ्ग র্তাহার জ্ঞানগর্ড উপদেশ । জগজ্জন (পুং ) জগতাং জন: ৬তং । চৈতন্যদেবের জ্ঞাতিবংশীয় একজন ४बषाद कवि, ईशद्र भिडांद्र.मांभ ब्रामबौवम । [ ६5ङछल्लष्ठ শব্দে ৪•৮ পৃষ্ঠা দেখ। ] ইনি স্বরচিত মনঃসন্তোষিণীর শেষে এই মাত্র পরিচয় দিয়াছেন— “পূৰ্ব্বে কুসীয়ারানদী পশ্চিমে কৈলাস । দক্ষিণেতে বৃন্ধগোপেশ্বরের নিবাস ॥ উত্তরে কাকিনী নদী এই চতুষ্কোণ । শ্ৰীহট্টদেশের মধ্যে গুপ্তবৃন্দাবন। অন্তকালে শ্ৰীচাকা দক্ষিণ দেশখ্যাতি । মিশ্র বংশান্বিত প্রভূ যাহাতে বসতি | যে স্থানেতে জন্ম মোর হৈল পুণ্যফলে । ভক্তিহীন হৈয়া জন্ম গেলেন বিফলে ॥” জগতের লোক । জগজ্জয়মল্ল, নেপালের একজন রাজা। ৮২২ নেপালী সংবতে ভাস্করমল্প অপুত্ৰক কালগ্রাসে পতিত হইলে তাহার মহিষী পতির দুরসম্পৰ্কীয় জগজ্জয়মল্লকে সিংহাসন প্রদান করেন । ইনি ৩০ বর্ষ রাজত্ব করিয়া ৮৫২ নেপালী সং (১৭৩২ খৃষ্টাৰে ) ইহলোক পরিত্যাগ করেন। মৃত্যুর পর তাহার মধ্যম পুত্র জয়প্রকাশ সিংহাসনে অভিষিক্ত হন । জগঝম্প, ভারতবর্ষীয় বাহিদ্বরিক যন্ত্র বিশেষ। ইহা পূজা ও বিবাহাদি উপলক্ষে ব্যবহৃত হয়। পূৰ্ব্বে ইহা যুদ্ধকালে বাদিত হইত। ইহার চৰ্ম্মাচ্ছাদনী চৰ্ম্ময়জুদ্বারা সম্বন্ধ থাকে, ধ্বনি কোষ মৃত্তিকানিৰ্ম্মিত । বাদ্যকর গলায় এবং সন্মুখে রাখিয়া বাজাইতে থাকে । ইহা তামা যন্ত্রের সহিত ব্যবহৃত হয় । জগৎ (পুং ) গচ্ছতি গম্কিপৃ নিপাতনাং দিহং ভুগাগমশ । ১ বায়ু । ২ মহাদেব । “বিমুক্তে মুক্ততেজশ্চ শ্ৰীমান শ্ৰীবদ্ধনোজগৎ ।” ( ভারত ১৩১৭৷১৫১ ) ( ত্ৰি ) ৩ জঙ্গম । ( মেদিনী ) ( ক্লী ) ৪ বিশ্ব । পৰ্য্যায়—জগতী, লোক, পিষ্টপ, ভুবন । “যদা স দেবো জাগৰ্বি তদেদং চেষ্টতে জগৎ ।” ( মসু ১৫২ ) জগৰ্তী (স্ত্রী) গচ্ছতি গম অতি নিপাতনে সাধু শতৃবদ ভাবাৎ ততো উীপু। (বর্তমানে পৃষদরুহম্মহজ্জগচ্ছতৃবচ্চ উন্ম ২৮৪ ) ১ ভুবন । “উপরুদ্ধাঞ্চ জগতাং তমসেব সমাবৃতাং ” ( রামা ২৬৯৷১১ ) ২ পৃথিবী। আর্যভটের মতে পৃথিবীর গতি আছে বলিয়া ‘জগর্তী’ নাম হইয়াছে । যাহারা পৃথিবীকে অচল বলেন তাহীদের মতে ইহার গতি না থাকিলেও জগৎ অর্থাৎ সমস্ত জঙ্গমের অtধার বলিয়া ইহাকে ঐ নামে উল্লেখ করা হয় । “জগত্যাং পতিয়ামাস ভিত্ত্ব শূলেন বক্ষপি।” (মার্কপুং ৯২২)