পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগন্নাথ [ ?v8 ] জগন্নাথ পোতায় অতি উৎকৃষ্ট কাৰ্য্য এবং সেই সঙ্গে যথেষ্ট কুরুচির পরিচয়ও আছে। ইহা পূৰ্ব্বপশ্চিমে ৫৮ ফিট ও উত্তরদক্ষিণে ४७ मिट्टे छूमिग्न ॐग्न भठेिठ, इंशग्न दाप्प्राशब्रि अठि प्रश्नाद्र নবগ্রহমূৰ্ত্তি আছে। ইহারও চারিট প্রবেশদ্বার, এখানে অন্নভোগ হয় বলিয়া ইহার পূৰ্ব্ব, দক্ষিণ ও উত্তরৰার সর্বদাই বন্ধ থাকে। びgi*電ぐ』* মূলমণির (भोहन नाप्लेजत्रिश्न তৎপরে নাটমন্দির। ইহা লম্বা চওড়ায় প্রায় ৮০ ফিট্‌ ! ইহারও চারিট প্রবেশ দ্বার ; পূৰ্ব্বদ্বারে জয় বিজয়ের ক্ষুদ্র মূৰ্ত্তি আছে। নাটমন্দিরের পশ্চাতে মোহন বা জগমোহন, ইহাও ৮০ ফিটু ভূখণ্ডের উপর গঠিত । মোহনের ছাদ ১২০ ফিট উচ্চ দেখিতে পিরামিডের মত। পশ্চাতে মূলমন্দির বা মহামন্দির, এই দেউলই মহারাজ চোড়গঙ্গ নিৰ্ম্মাণ করেন, অপর অংশ তাহার অনেক পরে নিৰ্ম্মিত হয় । এই মূলস্থানও ৮• ফিন্টু ভূমির উপর নিৰ্ম্মিত। এই মূলমন্দিরের চুড়া কলিকাতার মন্থমেন্ট অপেক্ষ উচ্চ, উচ্চতায় ১৯২ ফিট ; এই জন্য বহুদূর হইতেই ঐ চুড়া দৃষ্টিগোচর হইয় থাকে। মন্দিরের অগ্নিকোণে বদরীনারায়ণ, তাহার পশ্চিমে শ্রীরাধাকৃষ্ণমূৰ্ত্তি, উভয়ের মধ্যে পুরাতন পাকশালার দরজা, তাহার পশ্চিমে বটকৃষ্ণ,তাহার পশ্চিমে বটমূলস্থিত অষ্টশক্তির অন্যতম। মঙ্গলাদেবী (১৯ ) । উৎকলথগু, কপিলসংহিতা ও নীলাদ্রিমহোদয়ের মতে মঙ্গলার দর্শন ও পূজা করিলে মানবের (১৯) উংকলখওে ঐ অষ্টশক্তির নাম এইরূপ লাখত আছে— "মঙ্গল বটমূলে তু পশ্চিমে ५िमश्ल! एठु५ः । *श्वत्र शृष्ठेऊा:* छू नरश्ठिा नक्६मत्रणा ॥ अॐालनौ ठथ लच। कू६मब्रक्रिनि न६कि ठा । কালরাত্রি দক্ষিণস্তাং পুৰ্ব্বস্তান্তু মরীচিকা । क अ द्रांशrॉरgथt **5ाँ९ ? छब्र?t! यjश्वहिङt । এতাড়ির প্রক্সপাঞ্চিঃশক্তিভি: পরিরক্ষিত্তম্ ॥" बाँधृष्ण भन्न ला, गझिtम विभण, ऋषब्र •ान्छाड़ाप्ण मक्षमत्रला, खप्न नि:क अ६ानभौ ७ नच, नजि:न काशव्राजि, काणब्राजिङ्ग गणाप्ड छ७क्रग॥ ५१: श्ञैशि् चंद्रौढिश् ।। 4१ चणॆ१खिं cश्यश्च निश्ा।। ५tंश्च । cमाझ्दक शूद्र हम । ऊाशग्न नेशांम८कोt* यांर्क८७८ब्रचग्न s তাহার দক্ষিণে বটমূলে বটেশ্বর লিঙ্গ । নারদ, ব্ৰহ্ম প্রভৃতি পুরাণে এই বটই অক্ষয়বট বা কল্পবৃক্ষ নামে বর্ণিত। এখানে জাসিয়া কল্পবৃক্ষকে তিনবার প্রদক্ষিণ করিয়া বিষ্ণুরূপে তাহার পূজা করিতে হয়। জগন্নাথক্ষেত্র বৌদ্ধমূলক বলিয়া ধাহাদের বিশ্বাস, তাহারা বলেন বেন্ধের বোধগয়াস্থ বোধিক্রমের শাখা লইয়া গিয়া নানাস্থানে সযত্বে রোপন করে, এই অক্ষয়ৰটও সেইরূপে স্থাপিত হইয়া থাকিবে । কিন্তু অনুমান ভিন্ন বিশেষ প্রমাণ না থাকায় সমীচীন বলিয়া বোধ হইল না, বুদ্ধের অভু্যদয়ের পূর্ববর্তী মহাভারতাদি গ্রন্থে অক্ষয়বটের উল্লেখ থাকায় আমরা এই অক্ষয়বটকেও বৌদ্ধস্থাপিত বলিতে পারিলাম না । মাকণ্ডেয়েশ্বরের উত্তরে ইস্ত্রাণী, বটেশ্বরের নৈখতে সূৰ্য্যমূৰ্ত্তি, তাহার পশ্চিমে ক্ষেত্রপাল, তৎপশ্চাতে মুক্তিমণ্ডপ । রাজা প্রতাপরুদ্র চৈতন্যদেবের অবস্থিতিকালে ৩৮ ফিট ভূমির উপর এই মুক্তিমণ্ডপ প্রস্তুত করাইয়াছিলেন । সময়ে সময়ে এই মণ্ডপে নানাদেশীয় পণ্ডিতগণ আগমন করেন ও যাত্রীদিগকে শাস্ত্রব্যাখ্যা শুনাইয়া থাকেন । মুক্তিমণ্ডপের পশ্চিমে নরসিংহমূৰ্ত্তি। তাহার পশ্চিমে মণ্ডপ, এখানে দেবের অমুলেপনাদি ঘর্ষিত হয়। তাহার পশ্চিমে গণেশ ও বায়ুকোণে ভূষওঁীকাকের মূৰ্ত্তি । গণেশের পশ্চিমভাগে একটা কুণ্ড । উৎকলখও, কপিলসংহিতা প্রভৃতি গ্রন্থে এই কুণ্ডের স্নানমাহাত্ম্য বর্ণিত আছে। উক্ত কুণ্ডের পশ্চিমভাগে অষ্টশক্তির অন্যতম বিমলা দেবীর মন্দির, মন্দিরটা দেখিলেই অতি পুরাতন বলিয়া বোধ হয়। উৎকলস্থ তান্ত্রিকগণ বলিয়া থাকেন যে বিমলাই ক্ষেত্রের প্রকৃত অধিষ্ঠাত্রী আস্তাশক্তি, জগন্নাথ তাহারই ভৈরব । বাস্তবিক এখনকার অপর সকল শক্তিমূৰ্ত্তি অপেক্ষ বিমলা প্রধান ও প্রাচীন, তাহ মৎস্তপুরাণ পাঠে জানা যায় (২৩) । আশ্বিনমাসের মহাষ্টমীর অৰ্দ্ধরাত্রে জগন্নাথের শয়নের পর এই দেবীর সম্মুখে ছাগবলি হয়, এ ছাড়া ক্ষেত্র মধ্যে আর কোথায়ও ছাগবলি হইতে পারে না । বলরামের উৎকৃষ্ট ভোগায়ে বিমলার ভোগ হইয়া থাকে। বিমলার উত্তর ও দক্ষিণভাগে রাধাকৃষ্ণমূৰ্ত্তি । পশ্চিমম্বারের দক্ষিণভাগে ভাওগণেশ, এই দ্বারের উত্তরগায়ে গোপীনাথ মুর্তি, তাহাৰু উত্তরে মাখমচোরার মূৰ্ত্তি, তাহার উত্তরে সরস্বতী ও নীলমাধব মূৰ্ত্তি । नैौणभाक्षtदब्र छेड८ब्र शक्रौद्र भनिब्र, हेशद्र शर्टम श्रठि সুন্দর ; জগন্নাথের মত এই মন্দিরও ভোগমওপ,নাটমন্দির, (९*) "णबाबार मनणा नाम विमणा नृक्षाउथ " (भ९७५ ००• *:)