পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अन्नवांशंकूश्न و مw • • ] अत्रयांशकून ৰীয় কুমার বালনরসিংহের জ্যেষ্ঠপুত্র। বাঙ্গনয়লিংছ অত্যন্ত झबस्छख हिष्णन दणिग्रां ॐांशंङ्ग द९*ांयणैौ कांखि फेनांषि লাভ করিয়াছিলেন। বামবাহাদুল্প সিংহ, বদরী-নরসিংহ প্রভৃতি खङ्ग इांघ्यिव्रब्र अtक् छांशि चांखांश्व विबब्र* श्रi७ब्रः षोघ्न । उद्म८था बॉमन्दांश्झन्न छत्रदक अङाख कॉलबiनिरष्ठम ५द९ অনেক সময়ে তাহার প্রাণরক্ষা করিয়াছিলেন । জঙ্গের খুল্ল পিতামহ ভীমসেন গোর্খাৰংশীয় চতুর্থ রাঙ্ক রণবাছাকুরের সময়ে ১৮৯৪ খৃঃ নেপালের রাজমন্ত্রী পদে অধিষ্ঠিত হইয়া বহু দিবস অভূতপূৰ্ব্বক্ষমতার সহিত রাজকাৰ্য্য পৰ্য্যবেক্ষণ করিয়াছিলেন । তাহার সময়ে রাজ্যের অনেক উন্নতি সাধন হুইয়াছিল। ১৮৩২ খৃঃ ভীমসেনের প্রধান সহায় মহারাণী ত্রিপুরাসুন্দরীর মৃত্যুর পর হইতে ঠপ্লাদিগের ক্ষমতা হ্রাস পাইতে লাগিল । রণবাহান্থরের পৌত্র এবং ষোধ-বিক্রমের পুত্র রাজেন্দ্রবিক্রম এই সময়ে নেপাল সিংহসনে অধিষ্ঠিত । ঠপ্লাদিগের পরম শত্রু পাড়েগণ মানা কৌশলে তাঁহাকে স্ববশে আনিয় তাহাদিগকে সমুদ্রয় রাজকার্য্য হইতে বঞ্চিত করিল । জীমসেনের বিরুদ্ধে নানারূপ মিথ্যা অভিযোগ আনায় নিতান্ত উৎপীড়িত হইয়া তিনি অবশেষে ১৮৩৮ খৃষ্টাব্দে আত্মহত্যা করিলেন । ইতিপূৰ্ব্বে ভীমসেনের ভ্রাতুষ্পুত্র মৰ্ত্তবর সিংকে একরূপ নিৰ্ব্বাসিত করা হইয়াছিল । রাজেন্দ্র-বিক্রমের দুই রাণী । বড় রাণী পাড়েদিগের প্রধান সহায় । তাহার সাহায্যেই পাড়েগণ ঠপ্লাদিগের উচ্ছেদ সাধনে সমর্থ হইয়াছিল। বড় রাণীর জ্যেষ্ঠপুত্র সুরেন্দ্রবিক্রমকে যুবরাজ করা হইল। পাড়েগণ ও চৌম্রাগণ এ সমরে নেপালের প্রধান প্রধান পদে অধিষ্ঠিত । ১৮৪১ খৃঃ অন্ধে বড় রাণীর মৃত্যু হইল। তখন চৌম্ভাবংশীয় ফতেজঙ্গ চোস্ত্র প্রধান মন্ত্রী ছিলেন । রাজ্যে যারপর নাই বিশৃঙ্খলত ঘটিতে লাগিল । রাজা কোনও কার্ধ্যের তার আপনার উপরে লইতে অনিচ্ছুক ; তাহার ইচ্ছ। তিনি রাজা থাকিবেন, যুবরাজ সমস্ত কাৰ্য্য করিবেন অথচ দায়িত্ব কাহাকেও স্পর্শ করিবে না। আবার যুবরাজ নিতান্ত উদ্ধতস্বভাব, সামান্ত কারণে নানা ছলে প্ৰজাগণের উপর অসহ উৎপীড়ন করিতেন। কাহারও ধন প্রাণ নিরাপদ ছিল না। এরূপ অবস্থায় রাজ্যের প্রধান প্রধান প্রজাগণ একত্র হইয়৷ ১৮৪২ খু: ডিসেম্বর মাসে রাজার নিকটে এক আবেদন করিল। তদনুসারে রাজা ছোট রাণীর উপর সমস্ত রাজকাৰ্য্যের কার অর্পণ করিলেন। ইতিমধ্যে পাড়েগণ নানা কারণে রাজার ক্রোধভাজন হইয়া উঠে, বিশেষতঃ ছোটয়াণী তাহাদিগের ■» উপরে খঙ্গহস্ত ছিলেন। ছোটরাণী স্বপুরকে সিংহাসনে প্রতিষ্ঠিত ক্ষরিবার মানসে শ্বিল্প করিলেন যে, ঠঞ্জাবংশীয় মর্তৰয়निश्रक भिकर्दीनम इहेज़ ऋक्षरच चांनग्नम कब्रिइ ७थथांम मद्भिश्रtन पञकिबिख कब्रिप्ङ *ांब्रिट्न ॐांशांग्न अछौडे निक इकेंद्रङ পারিবে। রাজাকে ৰশিল্প তিনি মর্তবয়সিংহকে ১৮১৩ খৃঃ অঙ্গে নেপালে আনাইলেন । রাজা প্রথমে তাহাকে প্রধান সন্ধিপদ প্রদান করিতে ইচ্ছুক ছিলেন না। কিন্তু স্বাক্ষর অঙ্গুরোধে পরে সম্মত হইলেন। জঙ্গবাহাদুর এই সময়ে খুল্লতাত মৰ্ত্তবরের সহিত লেপালে প্রত্যাগমন করেন । মৰ্ত্তধর নেপালরাজ্যে আসিয়াই ভীমসেনের নির্দোষিত। সপ্রমাণ করিয়া পাড়েদিগের শাস্তি বিধান করিলেন। পাড়ে এবং চৌম্রা সর্দায়গণ নিৰ্ব্বাসিত হইলেন । মন্ত্রিপদে প্রতিষ্ঠিত হইয়া যুবরাজ সুরেন্দ্রবিক্রমের পক্ষ সমর্থন করায় মৰ্ত্তবর রাণীর বিদ্বেষভাজন হইলেন, নানা কারণে রাজাও তাহার উপর চটিয়া গেলেন । রাজা এবং রাণী উভয়ে পরামর্শ করিয়া মৰ্ত্তবরকে গোপনে নিহত করেন। ১৮৪৫ খৃঃ অঙ্গে ১৭ই মে তারিখে মৰ্ত্তবর নিহত হন। এ হত্যাকাণ্ডে তাহার ভ্রাতু-পুত্র জঙ্গবাহাদুরও লিপ্ত ছিলেন । তিনি অনেকদিন পরে প্রকাশ করেন যে রাজা প্রাণদণ্ডের ভয় দেখাইয় তাহাকে একাৰ্য্যে প্রবৃত্ত করাইয়াছিলেন । মৰ্ত্তবরের মৃত্যুর পর পাণ্ডে ও চোঁন্ত্রাগণকে ফিরাইয়া আনিবার জন্ত দূত প্রেরিত হইল, যতদিন তাহারা আসিয়া না পৌছায় ততদিন জঙ্গবাহাদুর প্রধান মন্ত্রীর কার্য্য করিলেন এইরূপ স্থির হইল । তাহাকে ‘জেনরল' উপাধি দিয়া তিনট রেজিমেণ্টের অধিনায়ক করা হইল। ফতেজঙ্গ চৌস্ত্র ফিরিয়া মাসিয়া প্রথমত মন্ত্রিপদ গ্রহণে অসম্মত হন। তখন জঙ্গবাহাদুর, গগনসিং, অভিমান রাপা প্রভৃতি অনেকে মন্ত্রিপদের প্রাণী । প্রথমতঃ স্থির হইল যে সেনাবিভাগের কার্য্য জঙ্গবাহাদুর এবং অক্সান্ত বিভাগের কার্ষ্য গগনসিং করিবেন । পরে ১৮৪৫ খৃঃ অব্দে সেপ্টেম্বর মাসে ফতেজঙ্গ প্রধান মন্ত্রিত্ব গ্রহণ করিলেন এবং গগনসিং, অভিমান রাণ, দলভঞ্চনপাড়ে এবং ফতেজঙ্গ এই কয়েক জন লইয়া একটি মন্ত্রি সম্ভ স্থাপিত হইল । ফতেজঙ্গ ইহার সভাপতি হইলেন । জঙ্গবাহাদুর যুবরাজের পক্ষ সমর্থন করিতেন বলিয় তাহাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হইল না । কিন্তু তাহার বলবিক্রম ও বুদ্ধিকৌশল দেখিয়া প্রকাণ্ডে কেহ তাহার শত্ৰুত-সাধনে সাহস করিল না । মন্ত্রিসভার মধ্যে গগনসিংহের প্রভুত্ব সৰ্ব্বাপেক্ষা অধিক । গগনসিংহ রাণীর অতিশয় প্রিয়পাত্র, সৰ্ব্বদা রাণীর নিকট জাহার গতিবিধি । রাণীর চরিত্রে সন্দেছ হওয়াতে রাজা