পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৬১১

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


छत्रबांशष्ट्रब्र wummumflammeuun - পুত্র এবং মন্ত্ৰিগণের সহিত ষড়যন্ত্র করিয়া ১৮৪৬ খৃঃ অঃ ১৪ই সেপ্টেম্বর তারিখে গগনসিংক্ষে গোপনে ৰিনাশ করেন । স্থত্যাগংৰাজশ্রবণে রাণী ক্রোধান্ধ হইয়। তৎক্ষণাৎ কোট ( नरaांध-नखांशृङ् ) অভিমুখে ধাবিত্ত श्झेरनन । সকলকে সম্বৰেত করিবার নিমিত্ত বংশীধ্বনি করা হইল। জঙ্গবাহছুর সর্বপ্রথমে কোটে সসৈন্তে উপস্থিত হইয়। রাণীকে বলিগেন ষে তিনি এবং গগনসিং উভয়ে রাণীর প্রধান কৰ্ম্মচারী, জুতরাং তাছার জীবনও নিরাপদ নহে ; এজন্য এই হত্যtকাণ্ডের সবিশেষ অনুসন্ধান সৰ্ব্বতোভাবে কৰ্ত্তব্য । সকলে সমবেত হইলে রাণী হত্যাকারীর অনুসন্ধানের আদেশ দিলেন। বীরকিশোর পাড়ের প্রতি সন্দেহ করিয়া তাহাকে তৎক্ষণাৎ শৃঙ্খলাবদ্ধ করা হইল, সে পুনঃ পুন: দোষ অস্বীকার স্বয়াতে রাণী ক্রুদ্ধ হইয়া অভিমান রাণার প্রতি তৎক্ষণাৎ তাহার শিরচ্ছেদের আদেশ করিলেন। অভিমান রাণ রাজার অনুমতির অপেক্ষা করিয়া তাহার প্রতি দৃষ্টি নিক্ষেপ করিলে রাজা প্রধান মন্ত্রীকে অনুপস্থিত দেখিয় তাহার আগমন প্রতীক্ষা করিতে বলিলেন এবং কিয়ৎকাল পরে কোট পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন । প্রধান মন্ত্ৰী ফতেজঙ্গ আসিয়া বিচারের নিমিত্ত পুনঃ পুন: অনুরোধ করায় রাজী ক্রমশঃই অধিকতর ক্রুদ্ধ হইতে লাগিলেন । এই সময় হইতে ভয়ানক হত্যাকাও আরম্ভ হইল । জঙ্গবাহাদুর রাণীর ইঙ্গিত ক্রমে গুলি বর্ষণ করিতে লাগিলেন, ফতেজঙ্গ, অভিমান রাণ ও দলভঞ্জন ভূমিশায়ী হইলেন। চতুর্দিকে ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল। যুদ্ধ-শেষে রাণী সস্তুষ্ট হইয়া জঙ্গবাহাদুরকে প্রধান মন্ত্রী এবং প্রধান সেনাপতিপদে প্রতিষ্ঠিত করিলেন । * এই সময়ে জঙ্গ বাহাদুর রাণীর অত্যন্ত বিশ্বাসী হইয়া পড়িলেন । যুবরাজকে নিহত করিবার উদ্দেশে রাণী তাহাকে সৰ্ব্বদাই অকুরোধ করিতেন ; কিন্তু তিনি নানা কৌশলে তাহার অনুরোধ এড়াইয়। বিলম্ব করিতে লাগিলেন । কিয়দিবস পরে বীরধ্বজ বসনিয়ং রাণীর নিকটে গিয়া যুবরাজের প্রতি জঙ্গের গোপনে আস্থরক্তির কথা প্রকাশ করিয়া জঙ্গকে হত্যা করিবার নিমিত্ত ষড়যন্ত্র করে । কিন্তু পণ্ডিত বিজয়য়াজ নামে জঙ্গের একজন হিতৈষী ব্যক্তি তাহা জানিতে পারিয়া সমুদয় কথা জঙ্গের নিকটে প্রকাশ করিয়া দিলেন । যড়যন্ত্র ব্যর্থ হইল। বসনিয়তদিগের অনেকের প্রাণদও হইল। সন্ধ্যাকালে যুবরাজের অনুমতিক্রমে জঙ্গবাহাদুর রাণীর নিকট জ্ঞাপন করিলেন যে তিনি যুব রাজের পরমশক্র, নেপালরাজ্যে র্তাহার স্থান হইতে পারে | WI - ゞ(t○ { چه وه ] —- না শীঘ্ৰ নেপাল পরিত্যাগ করির পুত্ৰগণের সহিত তাহার । अश्रह्म फ़निग्रा शां७ब्रा जांबष्टक । ब्रागै७ बफ़शब वार्ष श्रेब्रांप्इ দেখিয়া ভয়ে কোনও দ্বিরুক্তি কৱিলেন না । ১৮৪৬ খৃঃ অঃ ২৩এ নবেম্বরে রাজা ও রাণী পুত্রদ্বয়ের সহিত নেপাল পরিত্যাগ করিয়া বারাণসী চলিয়া গেলেন । যুবরাজ নেপালে রাজপ্রক্তিনিধি হইয়। রাজকাৰ্য্য চালাইতে লাগিলেন । বসনিয়ৎ-যড়যন্ত্র প্রকাশ হইবার পরে রাজা জঙ্গবাহাদুরকে মহাসমারোহে প্রধান মন্ত্রিপদে পুনঃ স্থাপন কল্পিলেন । তাহাকে সম্মানসূচক নানা উপাধি দেওয়া হইল। এই সময় হইতে তাহার পারিবারিক উপাধি কুমারের পরিবর্তে রাণাজি হইল । জঙ্গের এখন অসীম ক্ষমতা, সমস্ত নেপাল এখন তাহার বশীভূত। - রাণী এবং তাহার সঙ্গীগণ বারাণসীতে পৌঁছিয়া কিরূপে পুনরায় নেপাল হস্তগত করিবেন, তাহার উপায় উদ্ভাবনের চিস্ত করিতে লাগিলেন। রাজাও কি কপ্লিবেন স্থির করিতে না পারিয়া চিন্তায় পড়িলেন । এইরূপে কিছুদিন অতীত হইলে রাজা বারাণসী পরিত্যাগ করিয়া সিগোলিতে আসিলেন। গুরুপ্রসাদ চেীন্দ্র নামে জনৈক ব্যক্তির দ্বারা নানারূপ ষড়যন্ত্রে রাজাকে সম্পূর্ণ বশীভূত করির রাণী পত্র স্বারা রাজার সহিত ষড়যন্ত্র করিতে লাগিলেন । এদিকে যুবরাজ এবং জঙ্গবাহাদুর পুনঃ পুনঃ পত্র দ্বারা রাজাকে নেপালে আসিতে লিখিলেন । কিন্তু তিনি রাণীকে লইয়া নেপালে যাইতে পাল্লিবেন না, একথাও তাহারণ তাহাকে স্পষ্ট বলিলেন । রাজা কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া কখনও জঙ্গের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, কখনও বা নানা মিষ্ট বাক্য দ্বারা তাহাকে সন্তুষ্ট করিবার চেষ্টা করেন। অবশেষে ১২ই মে তারিখে গুরুপ্রসাদ চৌত্র এবং কাজি জগৎরাম পাড়ে ধৃত হইল । তাহাঙ্গের নিকট হইতে একথও পত্র পাওয়া গেল । তাহাতে রাজার স্বাক্ষর ছিল। পত্রখানি ৮• • • সৈন্তু এবং ৫৬০ • • • • প্রজাকে উদ্দেশ করিয়া এই মৰ্ম্মে লিখিত হইয়াছিল- ষেন তাহার। যে কোনও প্রকারেই হউক প্রধান মন্ত্রী এবং তাহার আত্মীয় স্বজন সকলকেই বিনাশ করে। এতদিন পরে রাজার প্রকৃত অভিপ্রায় অবগত হইয়া জঙ্গবাহাদুর সমস্ত সৈঙ্গের সম্মুখে রাজাক পাঠ করিয়া তাহাদিগকে বলিলেন যে, “তাহারা আত্মোপাস্ত সমস্ত ঘটনা অবগত অাছেন, এখন রাজার এই আদেশ, তিনিই তাহার প্রধান মন্ত্রী এবং প্রজাবর্গের সম্মুখে উপস্থিত, তাহারা যাহা ভাল বুঝেন তাহাই করিতে পারেন।” সৈন্তগণ রাজাজ্ঞী যুক্তিযুক্ত বলিয়া মনে করিল মা। বরং