পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৬৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয়শালমের t ૭/8 ] . * ६ ** ༤ ” ས་ ......... . 丛、 ইতিহাস । জয়শালমেরের সর্বত্রই যন্থতাটরাজপুতগণের বাস । ইহারা সকলেই জাপলাদিগকে জুবিখ্যাত ৰন্থৰংশীয় বলিয়া পরিচয় দেয় । এখানকার অধিপতিও আপনাকে শ্রীকৃষ্ণের বংশধর বলিয়া পরিচয় দিয়া থাকেন । র্তাহীদের পুৰ্ব্বপুরুষগণ পঞ্জাৰ ও আফগানস্থান অঞ্চলে প্রবল প্রতাপে রাজত্ব করিতেন। মহাত্মা টড সাহেব রাজপুত ভাটের নিকট শুনিয়া এইরূপ লিখিয়াছেন— “যত্নবংশধ্বংস কালে শ্ৰীকৃষ্ণের পৌত্র বঞ্জ মধুর হইতে ২• ক্রোশ আসিয়াই পথে যদুবংশধ্বংস ও পিতৃনিধনবার্তা শ্রবণ করেন। এই কূৰ্যটন শুনিয়াই তিনি শোকে অধীর হইয়া প্রাণত্যাগ করিলেন। তৎপুত্র নব মথুরায় জাসির রাজা হইলেন । বঞ্জের অপর পুত্র ক্ষীর দ্বারকায় চলিয়া আসেন। র্তাহার দুই পুত্র জাড়েজ ও যুদ্ধভানু। রাজা নব উত্যক্ত হইয়া মরুস্থলীতে আসিয়া রাজ্যস্থাপন করিলেন । তাহার পুত্র মরুস্থলীরাজ পৃথ্বীবাহ প্রকৃষ্ণের রাজচ্ছত্র পাইয়াছিলেন। তৎপুত্র বাহুবলের সহিত মালবরাজ বিজয়সিংহের কস্তা কমলাবতীর বিবাহ হয় । রাজা বাহুবলের পুত্রের নাম সুবাহু । ইহাকে একবার ম্লেচ্ছরাজ আক্রমণ করেন। श्रयाश्द्र गश्ङि अबभैौब्रब्रांज भूकूष्मा ब्र कछांब्र विदांश् इग्न । সেই রাজবালাই বিষপ্রয়োগে স্বামীর প্রাণ হরণ করেন । তৎপুত্র ঋজু ১২ বর্ষ রাজত্ব করেন। তাহার সহিত মালবরাজ বীরসিংহের কস্তা সৌভাগ্যসুন্দরীর বিবাহ হয় । গর্ভাবস্থায় সৌভাগ্যসুন্দরী শ্বেতগজের স্বপ্ন দেখিয়াছিলেন, সেই জন্ত নবজাত শিশুর “গজ” নাম রাখা হইল। গজ যৌবনসীমায় পদার্পণ করিলে পূৰ্ব্বদেশাধিপতি যুদ্ধভান্থ কম্ভার বিবাহ দিবার জন্ত মরুস্থলীরাজের নিকট নারিকেল পাঠাইলেন । এই সময় সংবাদ আসিল যে যবনের আবার সমুদ্রতট আক্রমণ করিয়াছে । রাজা ঋজু সসৈন্তে যবনের বিরুদ্ধে যাত্রা করেন। সেই যুদ্ধে জাহত হইয় তিনি প্রাণত্যাগ করিলেন । গজ যুদ্ধভাঙ্গুর কন্যা হংসবতীকে বিবাহ করিয়া আনিলেন। তিনি খোরাসান-পতিকে দুইবার পরাস্ত করেন | তখন যৰনরাজ রোমপতির সাহায্য লইয়া যুদ্ধার্থ অগ্রসর হইলেন । দূত আসিয়া সংবাদ দিল— “কমিপৎ খুরাসানপৎ হয় গয় পুখুর পায় । চিত্ত ভেয়া চিৎলেগি শুন যত্নপৎ রায় ।” ब्रांज श्रज°डि इठिनूक मिज नॉ८म शजनैौ शर्भ निन्द्रॉन করাইয়া ছিলেন । এখন যবনদিগের আগমন সংবাদ পাইয়া 喙 ° $षु बमबtन शशtक कूप्कद्र तूच वणिज्ञा छ:मथ कविप्राप्इन। ধোলাগুয়ে গিয়া স্কন্ধাৰায় স্থাপন করিলেন। উভয় স্বাঙ্গ সম্মুখীন । হইলেন । নিশীয় খোয়ালানপতি জর্জীর্ণয়োগে প্রাণত্যাগ করিলেন। সেকদার শাহ সসৈতে যুদ্ধক্ষেত্রে মামিলেন। खङ्गांमक शूरू ह३ण । किड़ यांव८षब्रादे श्रांछ अञ्चलकौ अण6न করিলেন। ৩০০৮ বোধিষ্ঠরাৰে বৈশাখ মাসে রবিৰায়ে বস্থপতি भ्रांछनैौब्र निशझांनान ॐतरवर्णन कब्रिtणन । लिनि कां★ौद्रপতিকে যুদ্ধে পরাস্ত করিয়া তাহার কঙ্কার পাণিগ্রহণ করেন, তাহার গর্তে গঙ্গের শালিবাহন নামে এক পুত্র জন্মে । শালিবাহনের দ্বাদশবর্ষ বয়ঃক্রমকালে ঘৰমের খোরাসান হইতে জালিয়া আবার যাদবরাজ্য আক্রমণ করে । এই সময় ভাবীकल जानियाग्न मछ ब्रांछ श्रण डिम नेिन कूणय्क्वैौब्र भगिरग्न अदস্থান করেন। ৪র্থ দিবসে কুলদেবী দেখা দিয়া তাহাকে বলেন, “এই যুদ্ধে গজনী তোমায় হস্তচু্যত হইবে বটে, কিন্তু তোমার বংশধরেরাই ম্লেচ্ছধৰ্ম্ম গ্রহণ করিয়া ভবিষ্যতে এই স্থানে আধিপত্য করবে। তোমার পুত্র শালিবাহনকে শীঘ্ৰ পূৰ্ব্বাঞ্চলে হিন্দুরাজ্যে পাঠাইরা দাও ।” তদনুসারে রাজা শালিবাহনকে স্থানান্তর করিলেন । তিনি পিতৃব্য শিবদেবকে রাজধানীতে রাখিয়া যবনদিগের বিরুদ্ধে যাত্রা করিলেন। যুদ্ধে গজের মৃত্যু হইল। যবনরাজ গজনী অধিকার করিতে আলিলে শিবদেবও ৩০ দিন ধরিয়া যুদ্ধ করিয়া শেষে শাক্যজ্ঞের অনুষ্ঠান করিলেন । সেই যুদ্ধে নয় হাজার যাদববীর প্রাণ বিসর্জন করিয়াছিলেন। শালিবাহন সেই দুর্ঘটনার পরে পঞ্জাবে অাগমন করেন। এখানকার ভূমিয়াগণ র্তাহাকে রাজা বলিয়া গ্রহণ কল্পিল । তিনি ৭২ বিক্রমণকে শালিবাহনপুর স্থাপন করিলেন । র্তাহার ১৫টা পুত্র বলল, রসালু, ধৰ্ম্মাঙ্গদ, বৎস, রূপ, সুন্দর, লেখ, যশস্বর্ণ, নিম, মত, গঙ্গায়ু ও যজ্ঞায়ু। ঐ ১৫ জনই এক একটা স্বাধীনরাজ্য স্থাপন করেন । বলন্দের সহিত তোমরবংশীয় দিল্লীপতি জয়পালের বিবাহ হয় । দিল্লীপতির সাহায্যে শালিবাহন গজনী উদ্ধার করেন এবং তথার জ্যেষ্ঠ পুত্র বলন্দদেবকে রাথিয়া আসেন । শালিবাহনের পর বললা পিস্তৃঅধিকার প্রাপ্ত হন, তাহার অপর ভ্রাতারা পাহাড়ের পাৰ্ব্বত্যপ্রদেশে আধিপত্য বিস্তার করেন। বলদ নিজেই রাজকাৰ্য্য দেখিতেন তাহীর সময়ে যবনের আবার গজনী অধিকার করিয়া বসে । বলম্বোর সাত পুত্র জন্মে,–ভটি, ভূপতি, কন্নর, জিঞ্জ, সরমোর, মহিষরেখ ও মঙ্গরাও। ভূপতির পুত্ৰ চকিতে হইতেই চকুত্তাই জাতির উৎপত্তি হইয়াছে । চকিতের ৮ পুত্র দেৰসিং, ভৈরব সিং, ক্ষেমকর্ণ, নাহর, জয়পাল, ধয়লিং, বীজলী-খা, শাহ সম্মাদ । | बणना छकि८ङङ्ग ॐग्न १जनैौब्र श्रांश्-िऊा (अंभांन क८ञ्चन ।