পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রক্ত দাহ দ্বারা শিল্পীসঙ্কোচন করিবে । শৈত্যকাৰ্য্য দ্বারা রক্ত গাঢ় না হইলে তখন সন্ধান ক্রিয়া, সন্ধানকার্ষ্যে ফল ন৷ পাইলে পাচম, এই তিনপ্রকারে কোনরূপ ফল না শিলে দাহমক্রিয় কল্প কৰ্ত্তব্য। এইরূপে রক্তের দোষ নিঃশেষিত হইয়। রক্তস্রাব নিবৃত্ত হইলে ব্যাধি পুনরায় উৎপন্ন বা বদ্ধিত হইতে পারে না। দোষ থাকিতে রক্তস্রাব বন্ধ হইয়। গেলে পুনরায় আর রক্ত মোক্ষণ না করিয়া সংশমনাদি ঔষধ দ্বারা দোধের সংশোধন করিয়া লইবে, কারণ রক্তই শরীরের মুল এবং দেহধারণের প্রধান উপাদান ; সুতরাং দেহরক্ষক শোণিত সব্বতোভাবে রক্ষণীয় । বে ব্যক্তির রক্তস্রাব করা হইয়াছে, তাহার বায়ুবুদ্ধি হইলে তখন শীতল প্রসেকাদি দ্বারা উক্ত প্ৰকুপিত বায়ুর শমত করিবে। আর বেদনার সহিত যদি শোথ জন্মে, তবে ঈষদুষ্ণ ঘু শুদ্বার পরিষেক করিলে বিশেষ উপকার হয় । সাধারণ জীবরক্তসম্বন্ধে বৈজ্ঞানিক মত । অাহাৰ্য্যের তারতম্যানুসারে জীবদেহে বলবৰ্দ্ধক এক . প্রকার রসের সঞ্চার হয় । উহা শিরা প্রশিরাদিতে প্রবাহিত থাকিয়া দেহকে সজীব ও সত্তেজ রাখে। প্রাকৃতিক বিপৰ্য্যয়ে কোন কোন জীবদেহে ঐ রস রক্তাকারে পরিণতি প্রাপ্ত *di str: &4: & 5:ai : ( Liquor Sanguinis) কণিকাসমূহ (Corpuscles ) ভাসমান দেখা যায়। রক্তের তরলমংশে প্রধানত: জলের ভাগই অধিক ; ঐ জলে বিমিশ্রভাবে ফাইব্রিন, আলবুমেন, ক্লোরাইডুস অব সোডিয়ম্ ও পোটাসিয়াম, এবং ফস্ফেটস্ অব সোডা, লাইম ও ম্যাগ নেশিয়। বিদ্যমান থাকে। এতদ্ভিন্ন উহাতে কতকাংশ বস আছে, রাসায়নিকেরা উহাকে “এক্সট্রাf ষ্টভ ম্যাটার” বলিয়া থাকেন। রক্ত-কপিকাসকল সাধারণত: শ্বেত ও লাল বর্ণের হইয়। থাকে। শ্বেত কণিকাগুলি অপেক্ষাকৃত বিরস ও বৃহদাকার হয় এবং রক্তবর্ণ কণিকাসমুহ ক্ষুদ্রাকার হইলেও সংখ্যায় অধিক হইয় থাকে। উক্ত উভয় প্রকার কণিকাই অণুবিশিষ্ট ( Molecules ) । শ্বেত বা বর্ণহীন কণিকা হইতে লাল কণিকাগুলির উৎপত্তি হইলেও কশেরুকাস্থিযুক্ত জীবসভেম্বর (Wertibrate Animals ) দেহে উহার বর্ণবৈশিষ্ট্য সম্পাদিত হয়। পক্ষী, সরীসৃপ, ও মৎস্তাদির শরীরের রক্তকণিকাগুলি প্রায়ই ডিম্বাকৃতি ও থালার স্তায় চেপ্ট এবং মনুষ্য ও স্তন্যপায়ী জন্তুসাধারণের দেহে উহা গোলাকার হইতে দেখা যায়। ঐগুলি কুঞ্জপৃষ্ঠ হওয়ায় উছার মধ্যস্থল হইতে চারিধার অপেক্ষাকৃত স্থল হইয়া থাকে। এই কারণে [ ১০৩ ] ब्रङ অণুবীক্ষণযন্ত্রের সাহায্যে দর্শনকারীর চক্ষে মধ্যভাগ উহার বীজস্বরূপ (Nucleus ) বলিয়। বিবেচিত হয়। মনুষ্যশরীরে যে সকল রক্তকণিকা দেখা যায়, তাহ। প্রধানত: ১. হইতে -- ইঞ্চ পরিমাণের হইয়া থাকে ; কিন্তু সরীস্বপাদির শরীরে উহা সৰ্ব্বাপেক্ষা বৃহৎ হয়। উক্ত শ্রেণীর (Proteus ) জীবশরীরস্থ কণিকাগুলি r2, ইঞ্চ ব্যাসের হয় এবং অণুবীক্ষণাদি কাচযন্ত্রের সাহায্য ব্যতিরেকে দৃষ্টি করিলে উছার দীর্ঘত্ব সহজেই উপলব্ধি করা যায়। • রাসায়নিকের পরীক্ষা দ্বারা নির্ণীত হইয়াছে যে, ঐ সকল রক্তকণিকায় ১••• অংশের মধ্যে ৩১২ ভাগ কঠিন দ্রব্য (Solid Matters), বলা ও এক্সষ্ট্রাক্টিভ এবং কতক পরিমাণে *ts" onto' (Mineral Matters) fafe's sists catfööfna (Globuline) s fontsoa (Homatine ) নামক পদার্থবিশেষের সংমিশ্রণে উহার বর্ণেরও পার্থক্য সংঘটিত হইয়াছে । গ্লোবিউলিন গুলি দেহ হইতে বিচ্ছিন্ন হইলে বিভিন্নাকারের দান বাধিয়া থাকে । মনুষ্যদেহ এবং মাংসাশী পশুমাত্রের শরীরস্থ শোণিত পলাকারে ( Prismatic form ) দানা বাধে। ইন্ট্র ও ছুছুন্দরীর ত্রিকোণাকৃতি (tetrahedral ) are Fišfą Histo sięcyrtott Ffs ( hexagonal ) হষ্টয়া থাকে। হিমাটিন নামক পদার্থে ৪৪ ভাগ অঙ্গার, ২২ ভাগ উদজন, ৩ ভাগ যবক্ষারজন, ৬ ভাগ অক্সিজেন ও ১ ভাগ লোহ মিশ্রিত আছে । দেহ ভিন্ন করিয়া রক্ত বাহিল্পে আনিলে, অথবা রক্তস্রোত:সমূহ (Blood-vessels ) হইতে রক্ত ভিন্ন পথে আসিয়া কোন স্থানে সঞ্চিত হইলে রক্তের রূপান্তর ঘটে। ঐ সময়ে ফেব্ৰিণ নামধেয় তত্ত্বসমুহ স্ত্যানীভূত হইয়া কঠিনতা প্রাপ্ত হয় এবং রক্তকণিকাসমূহ পরস্পরে সম্বন্ধ হইয়া জমাট বাধিয়া যায় । ūgīo ‘āş’ (Clot = crassamentum ) {& রক্ত এইরূপ জমাট বাধিয়া গেলেও উহার জঙ্গীয় অংশে শুক্লাংশ ও লাবণিক পদার্থসমূহ (Saline Matters ) বিথমান থাকে, তখন যে রক্তের ‘কলতানি’ বা জলীয় অংশ নির্গত হয়তে থাকে, তাহাকে মস্ত ( Serum ) বলা যায়। রক্তে বিভিন্ন পদার্থের অবস্থানের তারতম্যtঠুসারে রসরক্তের (Serum ) ও স্ত্যানীভূত রক্তের (clot ) পার্থক্য পরিমাণ অবধারিত হইতে পারে । এতদ্ভিন্ন উহা হইতেই জমাট রক্তের দৃঢ়তা এবং সেই পরিবর্তন জন্য সময়ের নুনাধিক্য উপলব্ধি করা যায়। যদি ফাইব্রিন তত্ত্বর আধিক্য থাকে, তাহা হইলে জমাট বাধিতে বিলম্ব লাগে। পরিমিত তাপ