পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঘুনাথ শিরোমণি রঘুনাথ শাস্ত্রিণ পার্ববর্তীকর, রাধবাচায্যের ছাত্র। ইহার রচিত স্থায়রত্ন ও শঙ্করপাদভূষণ নামক গ্রন্থদ্বয় বিশেষ আদৃত। এতদ্ভিন্ন কুটঘটিতলক্ষণ, কুটাঘটিতলক্ষণ, চক্ৰবৰ্ত্তিলক্ষণ, দ্বিতীয়স্বলক্ষণ, পঞ্চবাদটীক, প্ৰগলভলক্ষণ, প্রথমস্বলক্ষণ, মিশ্রলক্ষণ, ব্যাপ্তিপঞ্চক, সামান্তনিরুক্তিদ্বিতীয়লক্ষণ ও সীমান্তনিরুক্তি প্রথমলক্ষণ প্রভৃতি কয়খানি তৎ প্রণীত খণ্ড ক্ষায়গ্রন্থ ও দেখিতে পাওয়া যায়। ইনি কিছুকাল পুণার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিযুক্ত ছিলেন। রঘুনাথ শাহ, মওলা জেলার গোগুবংশীয় জনৈক সামন্ত রাজা। ১৮৫৭ খৃষ্টাব্দের সিপাহী বিদ্রোহে যোগদান করায়, ইংরাজ-রাজের আদেশে তিনি নিহত হন এবং তাহার সম্পত্তি ইংরাজ-সরকারে বাজেয়াপ্ত করা হয়। উক্ত ঘটনার পঞ্চদশ বর্ষ পরে ইংরাজ-গবর্মেন্ট অমুকম্পাপুরঃসর তাহার বিধবাপত্নীকে বার্ষিক ১২০ টাকা খোরাকী দান করেন। রঘুনাথ শিরোমণি, নবদ্বীপবাসী জনৈক প্রসিদ্ধ নৈয়ায়িক । খৃষ্টীয় পঞ্চদশ শতাদের শেষ ভাগে তিনি নবদ্বীপে প্রাদুর্ভূত হন। এক চক্ষুহীন ছিলেন বলিয়া তিনি সাধারণে ‘কাণভট্ট শিরোমণি’ এবং স্বীয় অসাধারণ প্রতিভার জন্ত বিদ্বৎসমাজে “তার্কিকচুড়ামণিভট্টাচাৰ্য্য’ বা শিরোমণি নামে আখ্যাড হইয়াছিলেন । দুঃখের বিষয়, মিথিলা ও নবদ্বীপে প্রচলিত কএকটা কিংবদন্তী ব্যতীত এই অসামান্ত ধীশক্তিসম্পন্ন পণ্ডিতাগ্রণীর জীবনীসংগ্রহের আর উপায় নাই। রঘুনাথের জন্ম সম্বন্ধে নবদ্বীপবাসীর ধারণা যে তিনি নবদ্বীপেই জন্মগ্রহণ করিয়াছিলেন ; কিন্তু বৈদিক সংবাদিনী নামক কুলগ্রন্থে প্রকাশ,—তাহার জন্মস্থান শ্ৰীহট্ট। উক্ত গ্রন্থে লিখিত আছে যে, কাভ্যায়ন গোত্রীয় গোবিন্দ চক্রবীর পুত্র রঘুপতির সহিত রাজা স্ববিদনারায়ণের কষ্ঠ রঞ্জাবতীর ৰিবাহ হয় । এই রঘুপতির কনিষ্ঠ ভ্রাতাই স্বপ্রসিদ্ধ রঘুনাথ শিরোমণি । তাহার মাতার নাম সীতাদেবী। প্রায় ৪২৫ বৎসর পূৰ্ব্বে শ্ৰীহট্টের অন্তর্গত পঞ্চখণ্ডে তিনি জন্মগ্রহণ করেন। এই পঞ্চখণ্ডে তাহার পূৰ্ব্বপুরুষ শ্ৰীধরাচাৰ্য্য মিথিলা হইতে ৫৩ ত্রিপুরান্সে (৬৪৩ খৃষ্টাকে আসিয়া বাস করিয়াছিলেন। এই বংশে অনেক পণ্ডিত জন্মগ্রহণ করিয়াছিলেন। রঘুনাথের পিতাও একজন স্থপণ্ডিত ছিলেন, "তিনি শুদ্ধিদীপিকার ‘দীপিকা প্রভা’ নামী টীকা প্রণয়ন করেন। রঘুনাথের পিতার সাংসারিক অবস্থা ততদূর স্বচ্ছল ছিল না। র্তাহার মৃত্যুকালে রঘুনাথের বয়স তিন বা চারি বৎসর মাত্র, মুক্তরাং তখন হইতেই পুত্রের ভরণপোষণভার দুঃখিনী धाडाब्र ऎश्रब्र श्रान्ग्रिा •प्फ़ । अर्थकृच्छु,ठनिबकन छेडएग्नग्न [ s8७ ] রঘুনাথ শিরোমণি গ্রাসাচ্ছাদন কষ্টকর হওয়ায়, সহায় ও সম্পত্ত্বিহীন সীতাদেী ভিক্ষাবৃত্তি অবলম্বন দ্বারা আপনাদের জীবিকা নিৰ্ব্বাহ করিতে বাধ্য হইয়াছিলেন। কথিত আছে, প্রায় ১৩৯৯ শকাবো পাঁচবৎসর বয়সে তিনি মাতার আদেশে নিজগ্রামস্থ শিবরাম তর্কসিদ্ধাম্ভের টোলে অধ্যয়নার্থ গমন করেন । ব্যঞ্জনবর্ণ পরিচয়কালেই তিনি স্বীয় অধ্যাপককে দুইটী ‘জ’, দুইটী “ন’,দুইটা ‘ব’ ও ভিনটী ‘শ’এর কারণ জিজ্ঞাসা করিয়াছিলেন। এখানে অত্যয়কাল মধ্যে তিনি ব্যাকরণাদি শাস্ত্রে সুপণ্ডিত হইয়া উঠেন। তাহার একাদশ বর্ষ বয়ঃক্রমকালে রাজা স্ববিদনারায়ণের কৌশলে তীয় জ্যেষ্ঠ রঘুপতির সহিত রাজকন্তু রত্নাবতীর বিবাহ সম্পাদিত হইলে, অপরাপর জ্ঞাতিগণ বিশেষ বিরক্ত হইয়। ও বিদ্বেষ বশতঃ তাছাদের নিন্দাবাদ করিতে থাকেন। জ্ঞাতির অপমানজনক বাক্যে উত্তেজিত হইয়া বালক রঘুনাপ দেশ ছাড়িয়া নবদ্বীপে চলিয়া আইসেন। এই সময়ে নবদ্বীপের বড় নাম । শ্রীহট্টের বহু পণ্ডিত নবদ্বীপে আসিয়া বাস করিতেছিলেন। সীতাদেবীর ইচ্ছ। ছিল, পুত্রকে নবদ্বীপে লইয়। বিদ্যাশিক্ষায় নিয়োজিত করেন। তিনি প্রথমে সপুত্র গঙ্গাস্নানের বাসনায় মক্স দাবাদে আগমন করেন। এখানে উৎকট রোগে আক্রান্ত হইলে, তাহার সহযাত্রিগণ র্তাহাকে তদবস্থায় ফেলিয়া চলিয়া যায়। আরোগ্য লাভের পর, আপনাকে অসহায় দেখিয় তিনি জনৈক বণিক্কে পিতৃসম্বোধনপুৰ্ব্বক তাহার সমভিব্যহারে নবদ্বীপে উপনীত হন, তথায় আসিয়া তিনি প্রসিদ্ধ নৈয়ায়িক বাসুদেব সাৰ্ব্বভোমের আশ্রয় লাভ করেন। নবদ্বীপে প্রবাদ, রঘুনাথের পিতৃবিয়োগের পর দরিদ্র জননী ভিক্ষাবৃত্তির দ্বারা পুত্রের ভরণপোষণ করিতে থাকেন। ঐ সময়ে বাসুদেব সাধাভোমের টোলে নানা দূর দেশ হইতে ছাত্রবৃন্দ আসিয়। হায়শাস্ত্র অধ্যয়ন করিতেন। রঘুনাথের মাত ক একটা ছাত্রের গৃহ কাৰ্য্য সম্পন্ন করিয়া অতি ক৯ে আপনার ও পুত্রের জীবনরক্ষা করিতে বাধ্য হইয়াছিলেন । রঘুনাথের প্রতিভা তাহার পঞ্চম বর্ষেই পরিস্ফুট হইয়াছিল, এবং যে কারণে তিনি ভবিষ্যতে একজন মহাপুরুষ বলিয়া সাধারণে প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন, তাহারই পূৰ্ব্বাভাস তাহার বাল্যজীবনের কএকটা জনশ্রুতিতে প্রকাশ আছে। একদিন রঘুনাথ মাতার আদেশানুসারে বামুদেব সাৰ্ব্বভেীমের টোলে আগুন আনিতে যান। আগুনের জন্ত একটা ছাত্রকে পুনঃ পুন: উত্তাক্ত করায় সেই ছাত্র একহাত আগুন আনিয়া তাঁছার সম্মুখে ধরিত্র। বালক রঘুনাথ আগুন লইবার