পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গালয় অনুরূপে বর্তমান রঙ্গালয়সমূহ গঠিত হইয়। আদিতেছে ) ধ্বংসাবশেষ ১৮৬২ খৃষ্টাম্বে প্রত্নতত্ববিদগণের যত্নে প্রোথিতাবস্থা হইতে সাধারণের নয়নগোচরে উপস্থাপিত করা হয়। তখন ও তাছার প্রোসিনিউমৃ, আৰ্চেষ্ট্র ও নিম্নস্থ বসিবার আসনশ্রেণী সুরক্ষিত ছিল । উছার আকার দেখিয়া অনুমান করা যায় যে, ঐ রঙ্গভূমিতে এককালে ৩৯ হাজার লোক সমবেত হইত্তে পারিত। ঐ রঙ্গালয়ে সাধারণ লোকের আসনের অগ্রভাগে আথেন্সের প্রধান প্রধান ধৰ্ম্মধাজকগণের বসিবার উপযোগী ৬৭টা মৰ্ম্মর প্রস্তয়-নিৰ্ম্মিত সিংহাসন ছিল। সিংহসনোপরি ধৰ্ম্মযাজকগণের নাম খোদিত হইয়াছে। উৎকীর্ণ বর্ষাঙ্ক লক্ষ্য করিলে অকুমান হয় যে ঐ মৰ্ম্মরাসনগুলি এক সময়ে নিৰ্ম্মিত হয় নাই। অগষ্টাসের রাজারম্ভের পূর্ব হইতে হাড়িয়ানের রাজত্বকালের মধ্যে সময় সময় ঐ সিংহাসনগুলি প্রস্তুত হইয়াছিল । রঙ্গালয়ের দর্শনমণ্ডপ দর্শকের মর্যাদামুসারে বিভক্ত হইত। এই রঙ্গালয়ে ঐক্কপ ১৩টা ভাগ ছিল। প্রত্যেক ভাগের আসনশ্রেণী অনুচ্চ প্রাচীর স্বারা পরিবেষ্টিত। অর্চেষ্ট্র হইতে সমগ্র অডিটোরিয়মূও ঐরূপ প্রাচীর দ্বারা সম্পূর্ণরূপে পৃথক্ ছিল । আথেন্স ভিন্ন গ্রীসের অন্তান্ত নগরসমূহের ও রঙ্গালয় ছিল, তন্মধ্যে মেগালোপোলিস, নিডাস, সাইরাকিউস, আর্গোস ও এপিদৌরাসের রঙ্গমঞ্চ উল্লেখযোগ্য। বলিতে কি, খৃষ্টপুৰ্ব্ব ৪র্থ শতাদের শেষ ভাগে গ্রীসের প্রায় প্রধান প্রধান সমস্ত নগ্নবুেই এরূপ একটা অভিনয়াগার প্রতিষ্ঠিত হইয়াছিল । রোমকদিগের আধিপত্যকালে প্রায় সমুদায় পুরাতন নাট্যমন্দির সংস্কৃত হইয়াছিল এবং স্থান বিশেযে নুতন রঙ্গগৃহ স্থাপিত হইয় দেশীয় অধিবাসিবুনের ভোগমুখ ও বিলাসপরতার পূর্ণ পরাকাষ্ঠ প্রকটিত করিয়াছিল। ঐ সকলের নিদর্শন স্বরূপ পস্ফিলিয়ার অন্তর্গত আস্পেনাস্ নগরের রঙ্গালয় সেই অতীতকীৰ্ত্তির পরিচয় দিতেছে। ঐ গৃহ খৃষ্টীয় দ্বিতীয় শতাৰে নিৰ্ম্মিত হইলেও এখনও ভাঙ্গিয়া চুরিয়া নষ্ট হয় নাই। উহ! প্রাচীন গ্রীক রঙ্গমঞ্চের অমুকরণেই নিৰ্ম্মিত হইয়াছিল। এই আস্পেনাস-রঙ্গালয়ের ষ্টেঙ্গের পশ্চাদ্বী দেওয়ালে ( Scena ) তিনসার স্তম্ভ বিরাজিত আছে। রোমনগরীর সুপ্রসিদ্ধ কোলোসিয়ম্-রঙ্গবাটিকার স্থায় এই রঙ্গালয়েও কাষ্ঠের মাচ। বাধিয়! দৰ্শনমগুপের উপর কেম্বিলের পাল আচ্ছাদন দিবার ব্যবস্থা হইয়াছিল । Scenaপ্রাচীরের সমস্থর, সমর্শীর্ষ ও শ্রেণীবদ্ধ করিয়া কাষ্ঠস্তম্ভ সকল প্রোথিত করিয়া তাহার উপর মাচা রক্ষিত ছিল। ঐ মাচার কাঠগুলিতে র্যাপীর মত গুল (Corbels) বসান। ষ্টেজের [ 50s ] রঙ্গালয় উপরিভাগ ঢাকা দিবার জঙ্ক ঢালু ছাদ ( pent roof) প্রস্তুত করা হইত। ঐ ছাদের নিম্নদেশ গৃহের সমতল ছাদের স্তায় দেখাইবার জন্ত তাহার কাঠতক দ্বারা আবৃত করিয়া লইত । উহাই ষ্টেজ-গৃহের উদ্ধাবল্পক (Ceiling), ঐ সিলিং ছাদে কাষ্ঠের বাপিবৎ গুল আটিয়া ষ্টেজের শোভা বৃদ্ধি করা হইয়াছিল। আম্পেন্দাস রঙ্গালয়ের পূর্ববর্তী সময়কার যতগুলি রঙ্গমঞ্চের উল্লেখ পাওয়া যায়, সকল গুলিতেই ছাদ নাই, মুক্তরাং সেই সকল রঙ্গগৃহসমানীত দশকবৃন্দের বিশেষ কষ্টভোগ " করিতে হুইত, তাহারা সম্পূর্ণরূপে স্বৰ্য্যকিরণ ও উত্তাপ হইতে অরক্ষিত ছিল। ইহার পর সিসিলী-দ্বীপের টেরোমিনিয়ম থিয়েটার এবং লাইসিয়ার অস্তগত মাছরার রঙ্গমঞ্চ বিশেষভাবে উল্লেখযোগ্য । এই দুইটী রঙ্গালয়ের কতক কতক ধ্বংসমুখে পতিত হইলে ও উহ। আদৌ ভগ্নাবশেষে পরিণত হয় নাই, উহা আজিও সুরক্ষিত থাকিয়া প্রাচীন জগতের অতীতকীৰ্ত্তি জ্ঞাপন করিতেছে । রোমকের প্রধানতঃ গ্রাক-রঙ্গমঞ্চের অনুকরণেই স্ব স্ব রঙ্গালয় প্রস্তুত করিত। বিশেষত্ব এই, গ্রীকদিগের অর্চেষ্ট্র। অদ্ধগোলাকৃতির কিছু অধিক, কিন্তু রোমকদিগের অর্চেষ্ট্র। অদ্ধগোলাকৃতি হইত। রোমকেরা যেখানে সেখানে ইচ্ছ।মত পাথরের খিলান-করা স্থায়ী রঙ্গালয় নিৰ্ম্মাণ করিত। সাধারণ-তন্ত্রের অভু্যদয় কালে রোমকের বিলাসিতার প্রবর্তক স্থায়ী রঙ্গালয়গুলি ভাঙ্গিয় ফেলা উচিত মনে করেন। এমন কি ১৫৪ খৃষ্টপূৰ্ব্বাব্দে সিপিওনামিকা (Scipio uasica) রোমকসভায় প্রস্তর-নিৰ্ম্মিত রঙ্গালয়সমূহ ধ্বংস করিবার জন্ত অনুরোধ করিয়াছিলেন। কাসিয়াস্ লঙ্গিনাস তাছার উদ্যেগু কার্য্যে পরিণত করিয়াছিলেন । এমন কি ৫৫ খৃঃপুৰ্ব্বাদে পোম্পি (Pompey) যখন প্রস্তর-রঙ্গমঞ্চ নিৰ্ম্মাণ করান, তিনি তাহ রক্ষা করিবার জন্ত সেই রঙ্গমঞ্চের উদ্ধে বীণাস্ দেবতার (Venus Wictrix) মন্দির প্রতিষ্ঠা করিতে বাধ্য হইয়াছিলেন । ঐ রঙ্গচত্বর যেন মন্দিরের সোপানশ্রেণীরূপেই গণ্য হইয়াছিল। বিটুবিয়াসের বর্ণনায় জান। যায় যে, ঐ চত্বরে ৪• হাজার দর্শকের বসিবার স্থান ছিল । এই রঙ্গালয় আবার রোমক-বীরগণের রুধিয়-ক্রীড়ার রঙ্গমঞ্চ, রূপেও ব্যবহৃত হষ্টত। এই রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার পরেই খেলোয়াড় (Gladiator)-দিগের হস্তে ৫• • সিংহ ও ২০টা হস্তী নিহত হয় । এই বৃহৎ রঙ্গমঞ্চের পাশ্বেই আয় ও দুষ্টট থিয়েটার নিদিতে হইয়াছিল। তন্মধ্যে একট জুলিয়াস সিজার আরম্ভ করেন এবং ১৩ খৃঃ পূৰ্ব্বাবে অগষ্টাস আপন ভ্রাতু-পুত্র মার্শেলাসের