পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विक्र[क्ष्झ নামাকুসারে সমাধা করেন । এই থিয়েটার মাজ ও প্রাচীন রোমক-স্থাপত্যের সাক্ষ্যদfন করিতেছে। প্লিনির প্রাকৃত ইতিবৃত্তে একটী অস্থায়ী রঙ্গমঞ্চের উল্লেখ wtt* i •• •|**J%It* M. Æmilius Scaurus ata* জনৈক পূর্ববিভাগীর রাজকৰ্ম্মচারীর ব্যয়ে গ্রস্তুত ঐ রঙ্গবাটিকায় কিছুকালের জন্য মহাসমারোহে অভিনয়কাৰ্য্য সম্পাদিত হয়। ঐ গৃহে প্রায় ৮০ হাজার লোকের বসিবার আসন ছিল। উহার ৮ বৎসর পরে অর্থাৎ ৫০ খৃষ্ট পুৰ্ব্বাদে C. Cario স্বার স্কুইট কাষ্ঠনিৰ্ম্মিত রঙ্গমঞ্চ একট পিভট দণ্ডের (pivot) উপর এরূপ ভাবে সংস্থাপিত হইয়াছিল যে প্রাতঃকালে উক্ত দুইটা রঙ্গালয়েই স্বতন্ত্রভাবে অভিনয় কর যাহত এবং বৈকালে তাহাদিগকে ঘুরাইরা এরূপ ভাবে আন | হুইত যে, ছুইটী একযোগে একটা রঙ্গভূমি (nmphithentre ) হইয় পড়িত। অধিকাংশ ঐতিহাসিকই এই অত্যন্তু ত রঙ্গমঞ্চস্বয়ের অস্তিত্ব স্বীকার করিতে চাহেন না। পুরোক্ত রঙ্গালয়ের দর্শকসংখ্যা গণনা দ্বারা এবং ব্যয় বাহুল্য আলোচনা করিলে রাজকৰ্ম্মচারীর পক্ষে উছ৷ অসম্ভব ব্যাপার বলিয়াই অসুমিত হয় । প্রাচীন রোমকগণ সময় সময় চুইট রঙ্গালয় পাশাপাশি করিয়া নিৰ্ম্মাণ করিতেন। একটতে কেবলমাত্র গ্ৰীক এবং অপরটাতে লাটিন ভাষায় লিখিত নাটকাদিরই অভিনয় হইত। সম্রাট ছাদ্রিয়ানের টিভোলী উষ্ঠানস্থ ও পম্পিয়াই নগরীর রঙ্গালয় ইহার দৃষ্টান্তস্থল। এক সময়ে রোম-রাজ্যে নাট্যাভিনয়ের এরূপ সমাদর বাড়িয়া উঠিয়ছিল যে, প্রায় প্রত্যেক সমৃদ্ধিশালী নগরীতেই একটা না একটী রঙ্গালয় প্রতিষ্ঠিত হইয়াছিল। ঐ গুলি রোমক প্রথানুসারে অৰ্দ্ধচন্দ্রাকৃতি অর্চেষ্ট্রীযুক্ত করিয়াই নিৰ্ম্মিত হয়। রোমের শাসনাধীন গ্ৰীক নগরাদিতে যে সমস্ত রঙ্গমঞ্চ স্থাপিত হুইয়াছিল, তাকার সকল গুলিই প্রায় গ্ৰীক ছাদে নিৰ্ম্মিত ; যেহেতু ঐ সমস্ত রঙ্গালয় নিৰ্ম্মাণকার্য্যে প্রধানতঃ গ্ৰীকস্থপতিই নিযুক্ত ছিলেন । টেরোমিনিয়ম, আস্পেন্দাস ও মাইরার রঙ্গালয়ই উছার নিদর্শনস্থল । আথেন্স-নগরীর সমীপবৰ্ত্তী এক্রোপোলিস শৈলের দক্ষিণপশ্চিমে হিরোদেস এতিকাসের যে রঙ্গালয় দৃষ্ট হয়, তাহার অদ্ধগোলাকৃতি আচেষ্ট্র। থাকিলেও তাহা উপরোক্ত কোন প্রকার রঙ্গালয়ের নিন্মাণ পদ্ধতির অমুকরণে নিৰ্ম্মিত হয় নাই। সম্রাটু হাদ্রিয়ানের রাজত্বকালে হেরোদেস এতিকাস নামক কোন ধনবান গ্ৰীক কর্তৃক বহু অর্থ ব্যয়ে এই রঙ্গালয় । নিৰ্ম্মিত হইয়াছিল। তিনি স্বীয় পত্নী IRegillaয় নামানুসারে [ هنا لا ] রঙ্গালয় ঐ রঙ্গালয়ের Regillum নাম রাখেন । রঙ্গালয় নিৰ্ম্মাণ ব্যতীত তিনি আথেন্স মহানগরীর শোভাবুদ্ধির জন্ত বহু অর্থ ব্যয় করেন । রিগিলাম রঙ্গমঙ্গের দর্শনমণ্ডপ পৰ্ব্বতের সামুদেশ কাটিয়া নিৰ্ম্মিত। উহাতে প্রায় ৬ হাজার আসনযুক্ত সোপানশ্রেণী রক্ষিত হইয়াছিল। সুপরিচিত দিওনিসাস দেবের নামে উৎসর্গীকৃত রঙ্গালয়ে গমনাগমনার্থ এই রঙ্গালয় হইতে একটা বিস্তৃত ছাদযুক্ত রাস্ত আছে। পার্গামাসবাদী দ্বিতীয় ইউমিনি ঐ ভগ্ন প্রায় পথের জীর্ণসংস্কার করাইয়াছিলেন। প্রাচীন গ্ৰীকদিগের দ্যায়, রোমক-রঙ্গালয়ের অর্চেষ্ট্রাভাগ একমাত্র বাদক ও গায়ক দলের উপবেশন স্থান বলিয়া ধার্য্য ছিল না, সভ্য ( সিনেটর ) ও অপরাপর সম্রাস্ত ব্যক্তি এখানে আসন পাইতেন। রোমকগণ প্রাচীন গ্ৰীক জাতির অনুকরণ করিলেও রঙ্গালয়ের ষ্টেজ ও দৃগুপট সম্বন্ধে অনেক ংস্কার করিয়া যান। বিটুৰিয়াস তিন প্রকার ঠেলা দৃশুপটের (moveable scenexy) č(ğ& &#Í3¥ITqñ,–(») f&(313ff G নাটকের উপযোগী দৃপ্ত ও স্তস্তাদি পরিশোভিত রাজকীয় প্রাসাদদি ; (২) হাস্যরসপূর্ণ প্রহসনাদির উপযোগী দৃশুসমূহ—জানালাদি পরিশোভিত ক্ষুদ্র কুটার ; (৩) ব্যঙ্গকাব্যের (satyric drama) উপযুক্ত দৃপ্তাদি—কৃষক জীবনস্বলন্ত পথ, ঘাট, মাঠ, ধান্তক্ষেত্র, পৰ্ব্বত, গুহা ও বৃক্ষাদি । রঙ্গালয়ের মধ্যযুগের ইতিহাস বর্ণনা করিতে হইলে, সৰ্ব্বপ্রথমে ইংলণ্ডের স্ব প্রসিদ্ধ নাটককার ও মহাকবি সেক্সপীয়ার এবং সমসাময়িক ঘটনাপরম্পর লিপিবদ্ধ করা আবগুক । প্রথমে পবিত্র দৃগুপটাদিযোগে অলৌকিক ক্রিয়। প্রদর্শনরূপ-ব্যাপার বিশেষ দ্বারাই ইংলণ্ডের সর্বজন-মনোরম নাটকাভিনয় হইত। ইহার জন্য কোন স্বতন্ত্র গৃহ প্রস্তুত করিতে হইত না, কোন স্থানে অস্থায়ী চাল বাধিয়া অথবা গির্জাঘরেই এই সমস্ত অভিনয় কাৰ্য্য সম্পন্ন হইত। খৃষ্টীয় ১৬শ শতাঁদে এই সকল ধৰ্ম্মমূলক নাটকের অভিনয়াস্বাদ পরিবর্তিত হইবার সুত্রপাত হয়। ইংলণ্ডেশ্বরী এলিজাবেথের রাজ্যকালে তাহ চারিদিকে এরূপ প্রচারিত হইয় পড়ে যে, তাহা ইংলণ্ডের সাহিতে্যুতিহাসে একটী নব জ্যোতিঃ প্রদান করে। নাটকের সমুদরের সঙ্গে সঙ্গে সেই নাটকীয় ভাষা নানা স্থানে বিকীর্ণ হইয়া এরূপ ব্যক্তিগত অাদরের বস্তু হুইয়। উঠে যে, একদিন সমগ্র ইংলণ্ডের নিম্নশ্রেণীর অভিনেতৃ-লাধারণ পথে, ঘাটে, তাম্বুতে, কাঠের চালাগৃহে ও সরাই প্রভৃতি বৃহদাকার অট্টালিকায়, মুবিস্তৃত্ত প্রাঙ্গণে উক্ত ভাষায় লিখিত নাটকাদি গ্রন্থ সাদরে অভিনয় করিতে থাকে । এইরূপে