পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গালয় (যুরোপীয় ) [ ১৬৩ ] রঙ্গালয় (যুরোপীয় ) ( R ) dècas: cwtsh fangsa dock xi dessous Htta থ্যাচ । উহাও তিন চারি তলে বিভক্ত এবং প্রোসিনিউমের সমান গভীর। উহার অভ্যস্তরদেশে দৃশুপট উঠাইবার zi RjaliğHIR Gz olt;-+= ( windlasses i gril) দিয়া দশকমণ্ডলীর সমক্ষে হঠাৎ আবিভূত হইতে অথবা চকিতে অপস্থত হইবার জন্য বহুসংখ্যক উত্তোলনীর (lifts) ব্যবস্থা করা আছে। এই সকলের মধ্যে ইংলণ্ডায় রঙ্গালয়ের ?ার-টুপ (Star-trap) রন্ধু,পথ বিশেষ কৌশলে ও বুদ্ধির সহিত সম্পাদিত হইয়াছে। উহাতে আকস্মিক তিরোধানের নিমিত্ত কোন অভিনেতাকে মেজের উপর কাটা গৰ্বে নামিয়া যাইতে হয় না। অভিনেতা সেই স্থানে আসিয়া দণ্ডায়মান ছষ্টবামাত্রই তাহার শরীরের ভার দ্বারা ছিদ্রপথের আবরণ ভয় হইয়। অচিরে অভিনেতার অন্তৰ্দ্ধান ঘটিয়া থাকে। ঐ qrsal catté; sootă (trap-door of thin board) নমনীয় ঠাল-বন্ধনীর দ্বারা এরূপভাবে সম্বদ্ধ যে, অস্তুদ্ধানের অব্যবহিত পরেই তাছা পুৰ্ব্বাবস্থা প্রাপ্ত হইয়া থাকে। দশক ইছার কৌশল কিছুতেই উপলব্ধি করিতে পারে না। সীতার পাতাল প্রবেশ এই রূপে সম্পাদিত হইলে এরূপ সুন্দর দেখায় যে, যেন ঐ ঘটনা কোন ভৌতিক ক্রিয়াবলে নিম্পাদিত छ्शे प्रitछ् । এইরূপ “ভাম্পায়ার ট্রাপ” নামক পথে অভিনেতা (যেন কোন দৈবশক্তি প্রভাবে স্বদৃঢ় দুর্গভিত্তির মধ্যে ) সহজেই প্রবেশ করিতে সমর্থ হইয়াছে বলিয়া অনুমিত হয়। ইংল েগুর প্রসিদ্ধ প্রসিদ্ধ রঙ্গালয়ে নাট্যরঙ্গের আবগুণীয় উপাদান সমূহ এরূপ বৈজ্ঞানিক ভিত্তিতে ও সুকৌশলে প্রতিষ্ঠিত হইয়াছে যে, তাহ বর্তমান যুরোপের যাবতীয় নাট্যালয়েই সাদরে স্থান १iं] १tरःद । ( ৩ ) প্রোদিনিউমের উদ্ধদেশ হইতে সমগ্ৰ ষ্টেজের উপরিভাগে যে বিস্তৃত স্থান থাকে, তাহার নাম "files' বা Cintre । উহা কথন কথন প্রোমিনিউমের দ্বিগুণ উচ্চ হইয়া থাকে। এই স্থানও কএকটি তলে বিভক্ত। এখানে দৃশ্যপট ঝুলাইবার জন্য স্বতন্থ পাককল সাজান আছে। উস্থা দ্বারা পটগুলিকে না ভাজিয়া বা না ভাঙ্গিয় একবারে দৃষ্টির বহির্ভাগে উঠাইয়া ল ওয়া হয়। এই সকল কার্য্যের জন্ত এই তিনটা স্থানে এরূপভাবে দড়ি, ঠার ও অন্যান্য আবগুর্কীয় কল সাজান হষ্টয়াছে যে, তাহ দেখিলে আশ্চৰ্য্যাম্বিত क्लट्टेtस्ठ इग्न । পূৰ্ব্ব প্রথানুসারে দুই পার্শ্ব হইতে দুইখানি খণ্ডপট টানিয়া মধ্যস্থলে আনিয়া মিলাইলে দর্শকের সমক্ষে একটা পূর্ণ চিত্র দেখান যাইত । এই wingগুলিকে ঠেলিয়া गईग्र যাইবার জন্ত উপরে কাঠের ফ্রেম ও নিম্নে ষ্টেজের মেজের উপর খাদ কাটা থাকিত। এক্ষণে কোন রঙ্গালয়েই ঐরুপ প্রথায় দৃষ্ঠপট ঠেলিয়া লইয়। যাওয়া হয় না। উপর হইতে পট ঝুলাইয়া অথবা দুর্গ, গির্জ, এমন কি, সুবিস্তৃত রাজবক্স চিত্রসাহায্যে প্রস্তুত করিয়া দর্শকসমক্ষে উপনীত করাই বর্তমান নাট্যাচার্যগণের অভিপ্রেত। কতকগুলি থওচিত্র অঙ্কিত করিয়৷ তাহাদের দুই দুই খণ্ডের পরস্পর সংযোজনা দ্বারা ষ্টেজের সম্মুখে ঐ সকল দৃশ্ব সম্পাদন করা বিশেষ চিত্তাপহারক নহে, . কিন্তু পূৰ্ব্বোক্ত প্রকার প্রোথিত দৃগু দ্বারা সহজেই দশকের একটা প্রকৃত perspective চিত্রের ছায়া অঙ্কিত করিতে *ांद्रां १ांग्र ! এক্ষণে বিলাতে সকল রঙ্গালয়েই যন্ত্রকৌশল স্থাপনের প্রয়াস দেখা যায়। ষ্টেজের মেজে স্থল কাষ্ঠের পরিবর্ষে এখন অপেক্ষাকৃত পাতলা লোহার পাতে প্রস্তুত হওয়ায় এবং পাক-কলাদি লেছনিৰ্ম্মিত হওয়ায় স্থান সঙ্কুলান পক্ষে বিশেয সুবিধা ঘটিয়াছে এবং অল্প সময়ের মধ্যে কাৰ্য্যসম্পাদনের সাহায্য হইয়াছে। জগতের মধ্যে সৰ্ব্ব প্রধান ও বহু ব্যয়ে নিম্পন্ন পারে নগরীর সুপ্রসিদ্ধ "এাও অপেরা হাউস” স্থাপত্য-সৌন্দর্য্যে শীর্ষস্থান অধিকার করিলে ও কল*oto (mechanical appliances) asso, oto oralলয়ের সহযোগিতায় পশ্চাদপদ হুষ্টয়া পড়িয়াছে। গর্ভাঙ্কের এক দৃশুের পর অন্ত গভাঙ্কের দৃশু আনয়ন সময় সাপেক্ষ দেখিয়া নিউইয়র্ক নগরের মেডিসন স্কোয়ার থিয়েটারে সম্প্রতি একটি অভিনব উন্নতি সাধিত হইয়াছে। তথাকরি নাট্যাচাৰ্য্যগণ এক অভিনয়ের পর পুনরায় ষ্টেজ যাজাইতে বিলম্ব হয় বলিয়৷ দুইট ষ্টেজ গঠন করিয়া লইয়াছেন। যখন উপরিতলের ঠেঙ্গে অভিনেতৃগণ আসিয়া স্ব স্ব অংশ অভিনয় করিতে থাকেন, তখন তাহারই ঠিক নিম্নস্তলের ষ্ট্রেজের দৃষ্ঠপটাদি সংযোজনা করিয়া যথাযথরুপে সাজান হইয়া থাকে। প্রথম অঙ্কের অভিনয়ের পর দৃশুপট পতিত হইতে হইতেই উহা উপরে উঠিতে থাকে এবং মৃত্তিকানিম্নস্থ দ্বিতীয় ষ্ট্রেঞ্জ সেই সঙ্গে উপরে উঠিয়া তাহারই স্থান অধিকার করে। এই দুইটা ষ্টেজের মেজ এরূপ নিখুত তুল্যমানে পক্ষিত (accurately balanced by heavy counterpoise of weights) হষ্টয়াছে যে সামান্ত শক্তিদ্বারা এরূপ স্ববৃহৎ খণ্ডকে অনায়াসেই চালনা করা যাইতে পারে। লগুনের পাণ্টোমাইম অভিনয়ে যেরূপ যান্ত্রিক কৌশল প্রদর্শিত হইয়া থাকে, জগতের আর কোন সুসভ্য দেশে