পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গালয় (বঙ্গীয় ) হইয়াছিল। কুমার উপেক্স কৃষ্ণ দেব, কুমার অমরেন্স কৃষ্ণ দেব, কুমার ব্রজেন্দ্র কৃষ্ণ দেব, কুমার উদয়কৃষ্ণ দেব, গোপাল চন্দ্র রক্ষিত, চন্দ্ৰ কাণী ঘোষ, ও কাণী কৃষ্ণ বস্ব প্রভৃতি ইহার উদ্যো ক্র । ১২৭১ সালে ৬/চমৎকারকৃষ্ণ ঘোষের বৈঠকখানায় ইহাদের আখড়াই প্রথম বসে। এই সময়ে প্রিয়মাধব বসুমল্লিক, প্যারীমোহন দাস, মণিমোছন সরকার প্রভৃতি যোগ দেন। মাইকেলের "একেই কি বলে সভ্যতা” অভিনয় হয় । [ २१४ ] | | | শোভাবাজারের “থিয়েট ক্যাল সোসাইটি”সাধারণ না হষ্ট- , লে ও ইহার কার্ধ্যাদি সোসাইটির উপযুক্ত নিয়মে সুশৃঙ্খলার সহিত নিৰ্ব্বাহ হইত। তজ্জন্ত সভাপতি, সম্পাদক প্রভৃতি কৰ্ম্মচার ও নিযুক্ত হইয়াছিলেন । ৮চন্দ্র কালী ঘোষ ইহার সভাপতি এবং ডাক্তার yউমেশচন্দ্র মিত্র ইহার সম্পাদক ছিলেন । প্লাজ! দেধীকৃষ্ণের বাড়ীতে ইহার অভিনস হইত। তিনটি প্রকাশু অভিনয় হইয়াfছল । কবিৰয় vহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইহার অভিনযুদর্শনাথ উপস্থিত হইয়াছিলেন । তখনকার প্রধান সংবাদপত্র হিন্দু-পেটিয়টে ইহার বিবরণ প্রকাশিত হইয়াছিল । অভিনেতৃবর্গের নাম— নববাবু মণিমোহন সরকার । কালীনৰু কুমার উপেক্সকৃষ্ণ দেব । 夺苔 প্যারীমোহন দাস ( বৈষ্ণব ) মাতঙ্কি ֆ খগ্নিগণ 曾 যাবtঞ্জী প্রিয়মাধব বসু মল্লিক । বৈদ্যনাথ 8 জীবনকৃষ্ণ দেব। চৌকীদার সার্জন কালীকৃষ্ণ বসু । বীরবিলাসিনী ( ১ম ) হরলাল সেন । 靖 ( २ग्न ) কুমীর অমরেন্দ্রকৃষ্ণ দেব। প্রসন্নময়ী J鲁 মুটে কুমার উদয়কুঞ্চ দেব। ৰুমলী (১) 3] ॐ (२) গোপালচন্দ্র রক্ষিত । বাবু (১) 、 હૈ (૨) কুমীর হরেন্দ্রকৃষ্ণ দেব। স্বীরবীন ֆ কালিদাস সাঙ্কাল ; ब्राभकूभां★ भूt९°५॥iग्न । উমেশচন্দ্র মিত্র ( ডাক্তার ) পয়েtধী-( নৰ্ত্তকী ) নিতস্বিনী ( ঐ ) মালী ( বেলফুলওয়াল ) বরফওয়tল। অতুলকৃষ্ণ দেব । গৃহিণী জয়কৃষ্ণ বসু । হরকামিনী কুমার ব্রজেক্সকৃষ্ণ দেৰ। মৃত্যুকালী * ৰয়েঞ্জকৃষ্ণ দেব । শোভাবাজার রাজবাটীর এই দলে পরে “কৃষ্ণকুমারী” অভিনয় হইবে বলিয়া আখড়াই আরম্ভ হয় । এই সময়ে ৰাগবাজার মদনমোহুল-তলানিবাসী ৮নীলমণি চক্ৰবৰ্ত্তী ब्रत्रांलग्न (यत्रीझ ) মহাশয়ের পুত্র প্রযুক্ত গোপাল চত্র বর্তী মহাশয় বন্ধুতাস্থলে যাতায়াত করিতেন। ১২৬৪ সালের শেষে যখন কৃষ্ণকুমারী খুলিবার উদ্যোগ হয়, সেই সময়ে vকালিদাস সাঙ্গলের সহিত রাজাদিগের মনোমালিন্ত হওয়ায় তিনি এবং গোপাল বাবু দল ত্যাগ করিয়া আসেন। শেষে উভয়ের চেষ্টায় গোপালবাবুদিগের বাড়ীতে এক নাট্যসম্প্রদায়ের প্রতিষ্ঠা হয় । কালিদাদ বাবু নিজে নলদময়ন্তী নাটক রচনা করেন এবং তাছারই আথড়াই আরম্ভ হয় । গোপাল বাবুর নাট্য চেষ্টা যে, এই প্রথম ফুরিত হয় তাহা নহে। ইহার বৎসরেক পুৰ্ব্বে সিমলানিবাসী জয়গোপাল মিত্র ও নবগোপাল মিত্র মহাশয়ের শ্ৰীবৎসচিন্তা-যাত্রার দল করিয়াছিলেন । সেই ধারার গাওন গোপালবাবুদিগের বাড়ীতে একবার হইয়াছিল। এই ধারা শুনিয়াই গোপাল বাবুর অভিনয়-স্পৃহা বলবতী হয় এবং শোভাবাজার-রাজবাটীর কৃষ্ণকুমারীর দলে যোগ দেন । তাহার পর লিজবাটীতে গিয়েটারের দল ৰসাষ্টয়া,মছা উৎসাহে শিক্ষা দিতে থাকেন। কৃতকৰ্ম্ম কালিদাস সাদ্যাল মহাশয়ই এখানে শিক্ষকতা করেন। গোপালবাবু নিজে ও শিথাইতেন । ১২৭১ সালের মধ্যকালে (১৮৬৪ খৃষ্টাব্দের শেষে) মলদময়ন্তীর অভিনয় হয় । এই সম্প্রদায়ের অভিনেতাদিগের নাম,— নল গোপালচন্দ্র চক্রবর্তী । বিদূষক কালিদাস সাঙ্গাল । মন্ত্রী নন্দলাল বল্যোপাধ্যায় ) ভীমসেন গগনচন্দ্র চক্রবন্ত্রী। কঙ্কুকী শুীমাচরণ চক্রবর্তী। ব্যাধ রসিকলাল বন্দ্যোপাধ্যায়। 3 গিরীশচন্দ্র মিত্র । ঋষি গিরীশচন্দ্র ঘোৰ । স্বীরবীন অভয়চরণ পীল । নট ক্ষেত্রমোহন বসু । দময়ন্তী ( ১ ) অ1শুতোষ চট্টোপাধ্যায় । ( २# ) শিবচন্দ্র চট্টোপাধ্যায় । সখিত্রয় গোপালচন্দ্র মজুমদার, আনন্দলাল মিত্র, হরিদাস সরকার । নটা হরিশচন্দ্র কর্তৃকার । এই দল চারিবৎসর চলিয়াছিল । দুই বৎসর “নলদময়ন্তী” অভিনয় হইয়াছিল । চৌদ্দ বা পোনের বার ইহার অভিনয় হয়। ইহার মধ্যে বৰ্দ্ধমানের রাজবাটীতে, ভাটপাড়ার ভট্টাচাৰ্য্যদিগের বাড়ীতে, শিবপুরে চৌধুরীদিগের বাড়ীতে ধে সকল অভিনয় হয়, তাছ। অতি উৎকৃষ্ট হুইয়াছিল । ভাটপাড়ার অভিনয় সৰ্ব্বাপেক্ষ উৎকৃষ্ট হয়। এতদ্ধির পাথুরিয়াঘাটায় বীরবৃসিংহ মল্লিকের বাড়ীতে, লক্ষ্মীনারায়ণ মুখো

  • বেঙ্গল থিয়েটারের সুপ্রসিদ্ধ হস্তিরসের অভিনেতা স্থূলকায় গিরীশবাবুই এই ব্যক্তি ৷ vবিহারীবাবুর প্রথম অভিনয় vকালীসিংহের বাড়ীতে, জার উtহার সহযোগী গিরীশবাবুর প্রখন অভিনয় বাগৰাজারে।