পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शत्रोंलग्न (बत्रैोग्न) [ ১৭৯ ] রঙ্গালয় ( বঙ্গীয় ) পাধ্যায়ের বাড়ীতে, ও বম্বপাড়ায় গিরীশচন্দ্র বদ্যোপাধ্যায়ের বাড়ীতে,ইহার অভিনয় হয়। এতদ্ভিন্ন গোকুল মিত্রের বাড়ীতে | ও গোপালবাবুর নিজ বাড়ীতে কয়েকবার অভিনয় হইয়াছিল । পাথুরেঘাটার জয়রাম বসাকের বাড়ীতে ইহার যে অভিনয় হয়, তাহাই ইহার ড্রেস রিহার্সাল । এই অভিনয়ের এত মুখ্যাতি হইয়াছিল যে, লোকে শকুন্তলা অভিনয়ের ন্তায় ইহার श्रान ब्र कब्रिड । भश ब्रांछ भशङाद् Éiन दांशtष्ट्रब्र ट्रेशद्र অভিনয় দেখিয়৷ এই প্রী ত ছন যে, তদবধি গ্রন্থকার ও অভিনেত কালিদাস বাবু মহারাজের বিশেষ অনুগ্রহের পাত্র হইয় পড়েন। কালিদাস বাবু বৰ্দ্ধমানের রাজসরকারে চাকুরী করিতেন। দুই বৎসর পরে এই দলে “হন্দু প্রভ।” নামে এক নাটক অভিনীত হয়। চট(মহেশতলা-নিবাসী গিরীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হঁহার প্রণে তা ; ইন্দু প্রভা ও পাচ সাতবার অভিনীত হইয়াছিল, তবে ইছা গোকুল মিত্রের বাট ও গোপাল বাবুর নিজ বাট ভিন্ন মন্তব্র অভিনীত হয় নাহ। এপর্য্যস্থ অনুষ্ঠাতা কোন ধনীর বাড়ীতে বা নিদিষ্ট স্থানে নাট্যাভিনয় সীমাবদ্ধ ছিল, অন্তর গিয়া অভিনয় করার প্রথা তৎকালে ছিল না। বাগবাজারের এই নলদময় স্ত্রীর দল প্রথম বিদেশে যাইয়ু সে প্রথা পরিবর্তন করেন। ইন্দুপ্রভ। গ্রন্থের বিচিত্রবাহুর অংশ গোপালবাবু গ্রহণ করিয়াছিলেন। এই দলের পরিচয় দিবার সঙ্গে সঙ্গে অার একট দলের পরিচয় এই স্থলেই দিতে হইতেছে। উত্তর কালে এই শেষোক্ত দলের সঙ্গে ৰঙ্গীয় রঙ্গালয়ের বিশেষ সংস্রব ঘটিয়াছিল। এই দলের অন্ততম অভিনেতা গিরীশচন্দ্র মিত্র ও আনন্দলাল মিত্র ৮গোকুল মিত্রের বংশধর। এই গিরীশ বাবু এক জন উত্তম সঙ্গীতজ্ঞ ব্যক্তি। নলদয়মন্তীয় সহিত যে একতানবাদ্য বাজিয়া ছিল, তাহার বাদকদল অভিনেতৃগণ হইতে ভিন্ন নছে। অবশেষে গিরীশ বাবু একটি স্বতন্ত্র বাদকদল গঠন করেন। এই দলে বাগবাজার ও খামবাজার-নিবাসী কতিপক্ষ যুবক যোগ দেন, তন্মধ্যে বসুপুড়ে নিবাসী ৮গিরীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র ৬ নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, yডাক্তার দুর্গাদাস করের দ্বিতীয় পুত্ৰ শ্ৰীযুক্ত রাধামাধব করের নাম উল্লেখ করিতে হইতেছে। এই দুই ব্যক্তিই ভবিষ্যতে বাঙ্গালার আদি সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠাতৃগণের মধ্যে প্রধান ব্যক্তি । এই বাদক দলে এক জন মুসলমান যুবক ধোগ দেন। তিনি হিঙ্গুল থা। ওরফে হেম বাবু নামে পরিচিত ছিলেন। তিনি এক জন সঙ্গীতজ্ঞ ও রহস্যরসপটু অভিনেতা ছিলেন। উত্তরকালে ন্যাশানাল থিয়েটারে ইনি অডিনয় ও করিতেন এবং সঙ্গীত শিক্ষা দিতেন । যখন গিরীশ মিত্রের এই বাদকদল গঠিত হয়, সেই সময়ে ভবানীপুরে “অবৈতনিক নাট্য মন্দির" নামে একটি থিয়েটারের দল গঠিত হয়। এখানে উমেশচন্দ্র মিত্রের রচিত সীতার বনবাস নাটক অভিনীত হয়। ১২৭২ সালের চৈত্র মাসে (১৮৬৬ মার্চ মাসে) ৮নীলমণিমিত্রের বাটীতে (সর রমেশচক্স মিত্রদিগের পুরাতন বাটতে) ইংার প্রথম অভিনয় ছয় । এই অভিনয়ের সঙ্গে ভবানীপুরের তদানীন্তন প্রসিদ্ধ বাদক BB DDEBB BBB BBS BBBBB SBBB BBBBS याशक मक्थ्भाग्न पछिोइँच्न] झिुठान । এই সময়ে বাগবাজারের গিরীশচন্দ্র মিত্রের বাল্পনার দলের খুব স্বনাম হইয়াছিল। ভবানীপুরে yজগদানন্দ মুখোপাধ্যায়ের বাড়ীতে এই বাগবাজারের দল এক দিন বাজাহতে যান। বাজনায় স্থানীয় কেশব বাবুর দলের অপেগ বাগ - বাজারের দল স্বত্বশ অর্জন করিয়৷ আসেন । এই মুখ্যাতির পর নগেন্দ্র বাবু গিরীশ বাবুর দল ত্যাগ করিয়া বসুপাড়ায় নিজ বাটতে এক বাজনার দল বসান। রাধামাধব বাবু ও হিঙ্গুল খ? নগেন্দ্র বাবুর দলে মিলিত হন। ক্রমশঃ গিরীশ বাবুর দল ভাঙ্গিয় নগেন্দ্র বাবুর দল পরিপুষ্ট হইয় উঠে। এই বাগবাজারের একতান-বাদন দলের দুই এক বৎসর অগ্রে খামপুকুরনিবাসী ৮ভ্ৰজনাথ দেব “প্তামপুকুর একতানবাদল-সম্প্রদায়” নামে এক বাজনার দল করেন । ইহারই দলে প্রথম ক্ল্যারিওনেট বঁাশ বাজান আরম্ভ হয় । তথন ও কৰ্ণেট বাজান হহত না । তাত ও তারের যন্ত্র সমস্ত, পিকলে, ক্ল্যালেটবশি,জলতরঙ্গের বাটীও এই দলে একত্র বাজান হহত। এতদ্ভিন্ন শঙ্খ বাঙ্গাইয়। মুর দেওয়া হইত। ডিমুরে কনসার্ট BBB BBBSBBB BBBSS BSBBB gg BB DDDBB S যতক্ষণ বাজন হহত, শানাইয়ের পেধরা হিসাবে এই শাখে সেইরূপ মুর দেওয়া হইত। এই দল হইতে রাধামাধব বাবু ক্ল্যারিওনেট বাশী ক্রয় করিয়া আনেন । বাগবাজারের দলে এই বঁাশী বাজিত। ব্ৰজবাবুর বাজনার দল প্রথম চৈত্র মেলায় বাজাইয়াছিলেন। নাটক কার শ্রযুক্ত গিরীশচন্দ্র ঘোষ এই ব্ৰজবাবুর ভগিনীপতি। এই সময়ে নানাদিকে নাট্য-চেষ্টা জাগিয়া উঠিয়াছিল। পুৰ্ব্বে ধেমন কুলীন-কুপসৰ্ব্বস্ব ও শকুন্তলার একটা যুগ গিয়াছিল। এই যুগে সেইরূপ "পদ্মাবতীয়” আদর বাড়িয়াছিল। ১২৭০ সালে পাথুরেঘাটায় যুক্ত যতীন্দ্রমোহন ঠাকুরের (তখনও রাজা হন নাই ) বাড়ীতে একটী নাট্য সম্প্রদায় স্থাপিত হয় । যতীন্দ্রমোহনের পৈতৃক বাটতে (৬৫ নং *ाभूद्रशाफ्राग्न ) ऐशं★ ब्रश्रमक् श्ल्ल नांदे । *ाभूtद्रषाझेब्र