পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नित्रiलझ ( रुश्रीनि ) [ ১৯৬ ] রঙ্গালয় ( বঙ্গীয় ) টিকিট মোট টাক। দিয়াৰ ইহার কিনিতে পান নাই । এই বিক্রয় দেথিয়৷ ভুবন বাবু উত্তেজিত হইয় উঠেন। বেঙ্গল থিয়েটারের সম্মুখে দাড়াইয়া তিনজনে পরামর্শ স্থির করেন, | একট। নাট্যশালা বাধিতেষ্ট হইবে। ভুবন বাবু তখনও নাবালক হইলে ও টাকা দিতে প্রস্তুত হইলেন। ইহার পর একটা ছোট দল লইয়া ধৰ্ম্মদাস বাবু চুচুড়ার ব্যারাকে স্তাশানীল থিয়েটার নাম দিয়া “মোহাস্তের এই কি কাজ” অভিনয় করেন । ১৮৭৩ খৃষ্টাব্দের ২৯ সেপ্টেম্বর সোমবারে গ্রেট ন্যাশানাল থিয়েটারের ভিত্তি স্থাপিত হয়। ধৰ্ম্মদাস বাবু তখনকার লুইস থিয়েটারের (বর্তমান রয়াল থিয়েটারের আদর্শে ) এই নাট্যশাল প্রস্তুত করান। ভিত্তিস্থাপনের দিন সভা হইয়াছিল, অনেক মাদ্যগণ্য লোক উপস্থিত ছিলেন । তাহার পরে ১৮৭৩ খৃষ্টাব্দের ৩১ ডিসেম্বর শনিবার গ্রেট ন্যাশানাল থিয়েটার খোলা হয়। ইহার কিছুদিন পূৰ্ব্বে ৭ঠ ডিসেম্বর তারিখে ম্যাশানাল থিয়েটারের প্রথম বার্ষিক অধিবেশন হয়। রাজা কালীকৃষ্ণ দেব বাছাছুর সভাপতি হইয়। ছিলেন। নবগোপাল মিত্র, মনোমোহন বসু ও অৰ্দ্ধেন্দু বাবু বস্তুত করিয়াছিলেন ; তখন ৪ উভয় দল স্বতন্ত্র ছিল। অদ্বেন্দু বাবু এক ধৰ্ম্মদাস বাবুদের সঙ্গে যোগ দিয়া গ্রেট ন্যাশানাল থিয়েটার নাম গ্রহণ করেন এবং মতিবাবু, বেলবাবু প্রভৃতি ন্যাশানাল থিয়েটার নামে স্বতন্ত্র রছিলেন । বার্ষিক উৎসব একত্র হইল বটে, কিন্তু কাৰ্য্যাবলীর মধ্যে স্বতন্তু ভাবে উভয় দলের নাম উল্লিখিত হইয়াছিল । গ্রেট ন্যাশন্যাল থিয়েটারের পক্ষ হইতে সংস্কৃত শ্লোকে আশীৰ্ব্বচন পাঠ এবং ন্যাশান্যাল থিয়েটারের পক্ষ হইতে সঙ্গীত দ্বারা কাৰ্য্যারম্ভ হইয়াছিল। তাহার পর ১৮৭৪ খৃষ্টান্ধে বেঙ্গল থিয়েটারের অতুকরণে গ্রেট ল্যাশানালে স্ত্রী-অভিনেত্রী লইবার প্রস্তাব হয় । এই স্বত্রে অৰ্দ্ধেন্দুবাবু ও মতি বাবুর মধ্যে মত ভেদ হওয়ায় অৰ্দ্ধেন্দু বাবু স্বতন্ত্র দল করিয়া ঢাকা, বগুলা, কৃষ্ণনগর প্রভৃতি স্থানে গমন করেন। পরে ভুবনবাবুর আগ্রছে উভয় দল একত্র হইয়। গেল। তখন বেগু অভিনেত্রী ল ওয়া হইয়। গিয়াছে । ১৯ সেপ্টেম্বর (১৮৭৪) “সম্ভা কি কলঙ্কিনা" খোলা হয়। এই থিয়েটারে প্রথমে ছয়জন অভিনেত্রী ল ওয়া হইয়াছিল। তখন ম্যানেজার ধৰ্ম্মদাস বাবু, সেক্রেটারী নগেন্ত্র বাবু, শিক্ষক অৰ্দ্ধেন্দু বাৰু। কিছুকাল পরে দশচক্রে ভুবনৰাবুর অবস্থা-বিপৰ্য্যয় ঘটিলে গ্রেট ন্যাশানাল থিয়েটার উঠিয়া ষান্ধ। নাট্যশালা ভাড়৷ দেওয়া হয়। প্রথমে গিরীশ বাবু, তাছার পর তাহার শুালক দ্বারকানাথ দেব, তাহার পর কেদারনাথ চৌধুরী, তাংরি পর মহেশ্ম লাল বসু, তাহার পর কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় ভাড়। লইয়াছিলেন । তাছার পর উহা বিক্রীত হুহয় গেলে, প্র গুপচাদ জহুরী ক্রয় করেন। গিরীশ বাবু ম্যানেজার ছন । প্রতাপ জছীর মামলেই গিরীশবাবু নাটক লিখিতে আরম্ভ করেন । র্তা স্থার 安 নাটক রাবণ-বধ । তাই ার পর নগেন্দ্র - বাবুর ভ্রাতা কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দ্বারা গ্রলোভিত হইয়া গুরুমুখ রায় নামক এক ব্যক্তি থিয়েটার করিতে প্রস্তুত হইলে গিরীশ বাবু, অমৃতবাবু প্রভৃতি কয়েকজন মিলিত ইয়। ১৮৮৩ খৃষ্টাবে ষ্টার থিয়েটার ( ৬৮ নং বীডন ষ্ট্রীটে ) স্থাপন করেন। ১৮৮৩ খৃষ্টাব্দের ২৩ শে জুলাই ৪ার থিয়েটার খোলা হয়। গিরীশবাবুর দক্ষযজ্ঞ নাটক এখানে প্রথম অভিনীত হয়। গুরমুখ রায়ের মৃত্যুর পর ষ্টার থিয়েটারের প্রধান অভিনেতা শ্ৰী অমৃতলাল বন্ধ ও শ্ৰীঅমৃতলাল মিত্র, কৰ্ম্মাধ্যক্ষ শ্ৰীহরিপ্রসাদ বম্ব ও ধৰ্ম্মদাসত্বাবুর ভাগিনেয় শ্ৰীদামুচরণ নিয়োগী এই চারিজনে ষ্টার থিয়েটারের নাট্যশালা ক্রয় করিয়া লয়েন। তাছার পর যখন বাবু গোপাললাল শীল এমারল্ড, থিয়েটার প্রতিষ্ঠা করেন, তখন ইহার। স্টার থিয়েটারের বীডনীটের নাট্যশালা বেচিয় কর্ণওয়ালিস ষ্ট্রীটের বর্তমান নাট্যশালা প্রতিষ্ঠা করেন। ষ্টারের বর্তমান নাট্যশালার জমি ও বার্ট উভয়ই থিয়েটারের সম্পত্তি। এই নুতন বাট হইতেই অমৃতবাবু ইছার অধ্যক্ষত৷ করিতেছেন। ‘নদীরাম” এখানকার প্রথম অভিনীত পুস্তক। ষ্টারে কর্তৃত্ব লইয়। কোন পরিবর্তন ঘটে নাই। তবে গিরীশবাবু উত্তরকালে মান নুতন থিয়েটারে যাতায়াত করায় এবং মধ্যে মধ্যে ষ্টারে যোগ দেওয়ায় কিছু দিন এই সম্প্রদায়ে সুশৃঙ্খলে কাৰ্য্য করিবার পক্ষে অনেক বাধা ঘটিয়াছিল। ষ্টার বরাবর সমান আদর পাইয় প্রতিপত্তির সহিত সুশৃঙ্খলে কাৰ্য্য করিয়া এখন বর্তমান রহিয়াছে । ষ্টার থিয়েটার যখন বীডন ষ্ট্রীটে ছিল, সেই সময়ে ন্যাশা নাল থিয়েটারের নাট্যশালী ভুবৰ্ণ বাবু আর একবার গ্রেটভূtশানাল থিয়েটার নাম দিয়। অভিনয় করিবার ব্যবস্থা কfয়াছিলেন। কুমারসম্ভব ও আনন্দমঠ অভিনয় করিয়৷ এই চেষ্টা পুনরায় লুপ্ত হয়। ষ্টার থিয়েটার-দল পরে ঐ নাট্যশালা ক্রয় করিয়া উহা ভাঙ্গিয় ফেলেন। হাশানাল থিয়েটারের চিহ্ন এইরূপে লুপ্ত হয়। গ্রেট-ম্ভাশানাল-থিয়েটার স্থাপনাবধি বেঙ্গলে বিশেষ পরি বর্তন হয় নাই। গ্রেটন্যাশানালের নানা পরিবর্তনের ঘাত প্রতিঘাতে বেঙ্গলেও কিছু কিছু পরিবর্তন ঘটিয়াছিল। শেষে প্রস্তাপ জহুরীর হস্তে স্থাশানাল থিয়েটার কিছু দিনের জন্ত