পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণঞ্চিৎ সিংহ [ ২১৯ ] রণজিৎ সিংহ এই দূত-প্রেরণের উদ্দেশু। উকীলের প্রত্যাগমনকালে রণজিৎ সিংহ ৫ হাজার টাকা মূল্যের এক খানি খিলাত ৭ কতকগুলি দেশজাত মূল্যবান দ্রব্য বৃটিশ গবমেণ্টকে উপহার স্বরূপ প্রতাপণ করিয়াছিলেন। উক্ত বর্ষে মহারাজ অমৃতসরে গুজরসিংহ ভঙ্গির ভয় চুর্গের জীর্ণ সংস্কার করাইয়া গোবিন্দগড় নাম দেন । ঐ দুর্গে তাহার মূল্যবান সম্পত্তিসমূহ রক্ষিত হয় । ধনরত্ন ও দুৰ্গরক্ষার্থ ঐ স্থান দুই সহস্র সেন নিযুক্ত হইয়াছিল। দুর্গ প্রাকারস্থ উচ্চ ভূমি ২•ট বৃহৎ কামান দ্বারা সজ্জিত হইয়:ছিল । এই সময়ে মুলতানের নবাব পূৰ্ব্ব প্রতিশ্রত রাঙ্গ কর ন দেওয়ায়, বলপূর্বক রাজস্ব আদায়ের ও দ্য তিনি ৫ হাজার অশ্বারোহীসহ বাবু বাজসিংহ, যশ:সিংহ ভঙ্গি ও কুতপউদ্দীন থা । ক মুর ) প্রভৃতি সর্দারগণকে পাঠাইয়া দেন । ইহার তিন মাসের মধ্যে সমগ্র কর সংগ্ৰহ করিয়া উপস্থিত হইলেন এবং দে ওয়াল মাথম সিংহ আনন্দপুর-মথো বলের দক্ষিণস্থ সমুদায় ভূভাগ অধিকারপূৰ্ব্বক অস্কঞ্চেদী হঠতে ৬ লক্ষ টাক। নজ রাণ লই য়ু রাজসকাশে আগমন করিলেন । এই সময়ে আহ্মদ শাহ জমানের প্রিয় সচিব ঠাকুরদাসের পুত্র এবং শাহ সুজার রাজস্ব-সচিব ভবান দাস রাজদরবারের প্রতি বিরক্ত হইয়। লাহোরে উপনীত হন । মহারাজ সাদরে ত{হাকে আহবান করিয়া রাজস্ব-বিভাগের কঠুপদে নিয়োজিত করিলেন এবং করমচাদকে রাজমোহরের ( Lord of the Privy Seal j of focalzi রণজিতের রাজ্যপূহ এবং পররাজ্যপহরণ প্রবৃত্তি উগুরোস্তুর বান্ধত ইহতে দেখিয়া মালব ও সরহিন্দবাসী শিখগণ ভীত হইয় পড়িলেন। তাহার লাহোরপতির সব গ্ৰাসন। শক্তির অঙ্ক ভূত হইবার আশঙ্কার উপায়াস্তর নিদ্ধারণের iনমত্ত একটী সভা সংগঠন করিলেন । পাতিয়াল, ঋিণা ও না তার শিখসর্দারগণ সমান নামক স্থানে একত্র হইয়া পরামর্শ কfরলেন যে, রণঞ্জিতের বঙ্গ তাস্বীকার অপেক্ষ অপরের সাহায্য গ্রহণপূর্বক আত্মরক্ষা করা শ্ৰেয়স্কর। তদনুসারে উক্ত বর্যের মার্চ মাসে ঝিলের পক্ষে রাজা ভাগসিংহ, কৈ থলের সদর ভাইলাল সিংহ, পাতিয়ালার দেওয়ান সর্দার চেনসিংহ এবং নাভারাজ প্রতিনিধি মীর গোলাম পেন দিল্লীতে গমন করিয়৷ ইংরাঙ্গ-প্রতিনিধির সহিত সাক্ষাং করিলেন। ইরাঞ্জপ্রতিনিধি মিঃ সেটন প্রত্যক্ষে লাহোরপতির বিরুদ্ধাচারী হস্তবেন না, কিন্তু সুবিধ পাইলে পরোক্ষে তাহাদের সাহায্য দান করিতে পায়িবেন একথা জানাইলেন । রণজিৎ সিংহ লাহোরে থাকি। এই সংবাদ পাইলেন। স্বজাতীয় গৃহশক্ৰগণ যাহাতে ইংরাঞ্জের সাহায্য লfৰু না করে, অথবা ইংরাজ পক্ষে মিলিত হইয়া সম্যক্ উন্নত শিখশক্তি পুঞ্জের প্রতিবন্ধকতাচরণ করিতে সমর্থ না হয়, এই উদ্দেগুসিদ্ধির জন্ত তিনি ইংরাজমুখাপেক্ষী ও ইংরাজের দ্বারদেশে দণ্ডায়মান সর্দারদিগকে সাদয়ে আহবান করিলেন। তাছাদের মনোমালিঙ্ক দূর করিবার জন্য অমৃতসরে একটী সভা আহূত হইল। রণজিৎ যথাসাধ্য র্তাজাদের আশঙ্কা দূর করিতে চেষ্টা করিয়াছিলেন । এই সময়ে যুরোপখণ্ডে ফরাসী সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের বিজয়দুন্দুভি চতুর্দিকে নিনাদিত ইষ্টতেছিল। ফরাসী সৈন্তের প্রচণ্ড বি ক্রমে পাশ্চাত্য রাজন্তবর্গ স্তম্ভিত হইয়াছিলেন । রুযসম্রাটের সহিত নেপোলিয়নের সন্ধি লক্ষ্য করিয়া ইংরাজরাজের মনে এক কাল্পনিক আশঙ্কা সমুপস্থিত হইল এবং পাছে তুর্ক ও পারসিকদিগের সাহায্যলাভ করিয়া ফরাসীসৈন্ত ভারত আক্রমণ করে, এই ভয়ে তাহার। বিব্রত হইয়৷ পড়িলেন। ভারত প্রতিনিধি লর্ড মিণ্টে। নেপোলিয়ানের সংকল্প-সংসিদ্ধির অন্তরায় ঘটাই বার জন্ত ভারত সীমাস্তুস্থিত রাজন্তগণের সহিত সদ্ভাবস্থাপন দ্বারা বুটশ বলবুদ্ধির প্রকৃষ্ট উপায় স্থির করিলেন। তদনুসারে তিনি মিঃ এলফিনষ্টোনকে কাবুলরাজদরবারে, পর জন্‌ মালককে তিহারাণে এবং ১৮০৮ খৃষ্টাব্দের আগষ্ট মাসে চালাস মেটপ ফিকে ( পরে লর্ড ) লাহোর-দরবারে মহারাজ রণজিৎ সিংহের নিকট প্রেরণ করেন । মহারাজ রণজিৎ এই সময়ের মধ্যে স্বীয় প্রভাব সমগ্র পঞ্চনদে এরূপ বিস্তৃত করিয়াছিলেন যে তথাকার সর্দারবর্গ ভয়ে বা ভক্তিতে তাহাকে পঞ্জাবের একচ্ছত্র অধিপতি বলিয়া স্বীকার করিয়াছিল । স্বজাতিসাহায্যে আপনাকে দৃঢ়বল জানিয়া তিনি একদিন শতদ্রু হয়তে যমুনাষ্ঠীর পর্য্যস্ত সমগ্র ভূভাগে শিখজাতির একটা বিস্তীর্ণ স্বাধীন সাম্রাজ্য স্থাপন করিতে কৃত সংকল্প হইয়া ছিলেন । মেটকাফ কসুর নগরে মহারাঙ্গের সহিত সাক্ষাৎ কারয় তাহার শfত্ত্ব প্রত্যক্ষ করিলেন । মহারাজ হংরাজদূতের সন্ধি প্রস্তাবে কোন অভিমত প্রকাশ করেন নাই । কারণ তাঙ্কায় মনে সেই সময়ে শতদ্রু-বিজয়পাসনা জাগিয়া উঠিয়াছিল। তিনি আজিজ,উদ্দীনকে ইংরাজ দুত সমভিব্যবহারে পশ্চাদমু৭গুন কারতে আদেশ দিয়া ফিরোজপুরে উপনীত হইলেন, এখানে নজরাণ লঙ্কয় ফরিদকোট ও মলেরকোটল জয় করেন । c५८दाठ झुइँच्ने श्वान श्झएड डिनि बइ ५मग्र¥ ७ कब्र ग९५९ করিয়াছিলেন। এখান হইতে তিনি অস্বাগ অভিমুখে প্রস্থান করেন, আলিবার সময় উভয় পাশ্বৰী দেশসমূহ লুণ্ঠন