পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাগ অসুরক্ত গান্ধারিক প্রদোষসময়ে এক ছন্তে স্বামীর কণ্ঠদেশ ৰেষ্টনপূর্বক অপর হস্তে একটী বীণ ধারণ করিয়৷ রছিয়াছে। সুভগা-কবিতারসভাৰঞ্জ সুভগা নানাবিধ রসময়পদার্থ দ্বারা কৌতুক করিতেছে। গৌরী-খাম, দিব্যরূপ, রসবতী, প্রসন্নচিত্ত, শিৰসীমস্তিনী গৌরী কোকিলের ন্যায় কাকলীস্বরে বিবিধ প্রকার গান করিতেছে। কোমরিকা—বিচিত্রাঙ্গী, রাজবিলাসবেশধারিণী কৌমারিকা নিৰ্ম্মল কৌমুদীর আলোকে অতিশয় হৃষ্টচিত্ত হইয়৷ ভগবতীর পাদপদ্ম সেবা করিতেছে। বল্লারী—বেণীবন্ধোত্তমাঙ্গা, পীতবর্ণ বসন ও কাচলী পরিধান, তপ্ত কাঞ্চনের কাঞ্চী ও হারে অভিশোভিত। বল্লারী স্নিগ্ধ লাবণ্যে লোকের চিত্ত বিনোদন করিতেছে। বৈরাগী—মনস্বিনী বৈরাগী মনস্তাপে সন্তপ্ত হইয়৷ এক ' দৃষ্টিতে চাহিয়া ঘন ঘন দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিয়া বৈরাগ্য লক্ষণ প্রকাশ করিতেছে। হুহ্ম বুদ্ধি পণ্ডিতগণ বৈরাগীর এইরূপ মূৰ্ত্তি নির্দেশ করিয়া গিয়াছেন। বসন্ত্ররাগ । ইহার মূৰ্ত্তি-রত্নাকরবর্ণিত মূর্তিসদৃশ । তু? —জবাকুসুমসদৃশ রক্তবর্ণ, অতি সুশীলা তুড়ী গলদেশে মুক্তtহার ও দুই হস্তে দুইটি চুতাঙ্কুর ধারণ করিয়া অতি মনোহর নৃত্য করিতেছে। পঞ্চমী-খৰ্ব্বকায়, পঞ্চম বেদ অর্থাৎ গান্ধৰ্ব্ববেদে অভিজ্ঞ পঞ্চম পায়ে নুপুর পরিধান করিয়া নৃত্যাভিলাষে সঙ্গীতসভাতে গায়ক সম্প্রদায়ের সহিত গম্ভীরভাবে উপবেশন করিয়া আছে । ললিতা—চন্দ্রীনন, লোহিতপক্ষ্মনেত্রী, বরাঙ্গণ, ক্রীড়া ও রতিকালে অতি ধীরভাব ললিত। প্রভাতসময়ে আলুলাস্থিত কেশসমূহ সংযত করিতেছে। পটমঞ্জরী—শু্যামা, মুকেশী, পীনস্তনী, স্বরূপা পটমঞ্জরী পতিবিরহে অতি কাতর হইয়া ধরাতলে শয়ন করিয়া থাকাতে সখীবৃন্দের নিকট পরিহাদাস্পদ হইতেছে। গুঞ্জরী—মৃত্যকলাভিজ্ঞ গুর্জরী প্রদোবসময়ে স্বামিসখিানে গমনোংস্থক হইয়া কুর্ণোৎপলসংলগ্ন মধুত্রতের মনোহর মধুর গুঞ্জন শ্রবণ করিড়েছে। दिङाषा-अठि भष्माझांब्रिगै, व4शब्रफूविडl, ७ गमरछ ভাবাকুশল বিভাষা অতি বিবেচনা সহকারে নিজ শিষ্যবৃন্দকে अप्रैौपठ*ांछन्न भिक्रांप्रांन कब्रिप्ङ८ह । হিদোল-লীলাবিলাসে ভূপত্তিত এবং তৎক্ষণাৎ সখীগণ XVI [ ৩৪১ Խնց } রাগ কত্ত্বক উত্থাপিত হিদোল রাগ গীতরলে বিদগ্ধ রসিকগণের মন বিমোহিত করিতেছে । ময়ুরী—ময়ুরী রাগিণী ময়ূরের কে কারব শ্রবণে উৎসুক। ও ময়ূর-দর্শনে অতি আনন্দিত হইয়া ময়ুরগণের সহিত সৰ্ব্বদা নৃত্য করিতে অতিশয় ভালবালে । দীপিক-রক্তপুষ্পমালো মুশোভিতা ও অরুণবন্ত্রপরিধান। দীপিক লীমস্তে সিন্দূরবিন্দু ধারণ করিয়া সন্ধ্যাসমাগমে প্ৰদীপ হস্তে গৃহমধ্যে প্রবেশ করিতেছে । - দেশকারী—দেশকারী সখীগণের সহিত নির্জনে বসিয়৷ একখানি দর্পণে নিজ স্তনদ্বয়ে নখক্ষত চিহ্ন ভাবলোকন করিতেছে । পাহিড়-পাহিড়ী পত্তির বিদেশগমনবার্তা শ্রবণে প্রেমামুরাগে অতি কাতর হইয়া স্থানাগুর-গমনত পর স্বামীর চরণযুগল ধারণ করিয়া বিদেশগমনে নিষেধ করিতেছে । বরাড়ী—স্বাfমবিরহে অতি কৃশাঙ্গী, অশ্রুপৰ্য্যাকুললোচনা, থিদ্যমান বরাড়ী একখানি নীলবস্ত্র পরিধান করিয়া ধরণী ভলে পতিত থাকিয় স্বামীর সামুরাগ বাক্য সকল স্মরণ করিতেছে । মারহাট-মারহাট ক্রীড়াকালে স্বামীর হঠাৎকৃত অতি সামান্ত প্রথমাপরাধে মানিনী হইতে ইচ্ছুক হইয়াও অতি সরল স্বভাব প্রযুক্ত মান না করিয়া কেবল রোঙ্গন করিতে লাগিল । কর্ণাট রাগ । খেকোষীযধারী, মধুরকণ্ঠসদৃশ সুন্দরদেহ কাস্তিবিশিষ্ট কর্ণাটরাগ অশ্বে আরোহণ করিয়া অতি তীক্ষুধার কৃপাণহস্তে মৃগয়ার্থ গমন করিতেছে । রামকেলীমূৰ্ত্তি—অতি লাবণ্যবতী, করুণাদ্রচিন্তা, নান সুগন্ধ প্রস্থননিচয়ে ইষ্টপুলানিরত রামকেলী সৰ্ব্বদা "ঐরামরাম’ এই মহামন্ত্র জপ করিতেছে । গড়ামূৰ্ত্তি— দীণকট, বুছন্নিতম্ব, পীনস্তনী, নৃত্যগীতাদি কলাসমূহে বিপুল গড়া নৃত্যগীতাদি দ্বারা সমস্ত লোকের মন বিমোহিত করিতেছে । কামোদীমূৰ্ত্তি—পূৰ্ব্বে কামোদীর মূৰ্ত্তি যে ভাবে বর্ণিত হইয়াছে, এস্থলেও ঠিক সেই ভাবে বর্ণিত থাকাতে পুনরুল্লেখ করা গেল না । কল্যাণীমূৰ্ত্তি—শরীরের লাবণ্য ও লীলাতে অতি দুশোভন কল্যাণী স্বগৃহে নৃত্যু করিতেছে এবং তাহাতে অঙ্গে পরিছিত কেয়ূর, নুপুর ও ঘুঙুরের অতি মনোহরধ্বনি উখিত হইতেছে ।