পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাগ [ ७8१ --- ধ fন স য়ি গ ম ধ। মূৰ্ত্তি—কুনকুসুমসদৃশ সুন্দরদর্শন স্বস্থাবতী শরৎকালীন মেঘের দ্যায় গুল্ল বসন পরিধান করিয়া ব্ৰহ্মাণীর পরিচর্য্যায়ু নিবিষ্ট রহিয়াছে। হর্ষপুর-মালব কৌশিক হইতে জাত পঞ্চমবর্জিত হর্ষপুরীর গ্রহ, অংশ ষড় জ ও ন্যাস ধৈবত ; এই রাগিণী বিজয়সময়ে প্রযুক্ত হয়। স রি গ ম ধ নি ধ। মূৰ্ত্তি—বিলেপমদ্রব্যে দৃঢ়াকুরাগ, মুগ্ধস্বভাব, মনোহর মূৰ্ত্তিমতী, প্রৌঢ়া হৰ্ষপুরী নিশাবসানে রমণাস্তে স্বামীর মুখপানে একদৃষ্টে চাহিয়া রহিয়াছে। মাধবাদি—ধৈবতঃীন মাধবাদির গ্রহ, অংশ, স্থাসস্বর পঞ্চম, । ইহাতে মন্দ্র মধ্যম প্রযুক্ত হয়, এই রাগ মেঘাচ্ছন্ন দিবসে শৃঙ্গাররসে গীত হইয়া থাকে । কেহ কেহ ইহাকে মল্লারি বলেন । * f n f 1 মূৰ্ত্তি—কমনীয় মুৰ্ত্তি, গেীরবর্ণ, বৃদ্ধ মাধবাদি রাগ কৃষ্ণজিনাসনোপরি উপবিষ্ট হইয়। নারদ ও তুম্বুরু গন্ধৰ্ব্বের সহিত সঙ্গীতালাপ করিতেছে। হুঞ্জিক-পঞ্চমবর্জিত ভূঞ্জিকার গ্রহ, অংশ, দ্যাস স্বর ধৈবত, ইহাতে গমকযুক্ত ষড়,ঞ্জ ও মধ্যমের প্রয়োগ দৃষ্ট হয়। ] এই রাগিণী তৃতীয় প্রহরের পরে শৃঙ্গাররসে গীত হইয়া থাকে । ধ লি স রি গ ম ধ । মূৰ্ত্তি—নবদুৰ্ব্বাদলশ্বামল হুঞ্জিকার স্বামী বল প্রকাশপূৰ্ব্বক ছঞ্জিকাকে বিবস্ত্রা করিয়া আপনার উরুদেশে বসা হয়। দক্ষিণহস্তে তাহার গলদেশ বেষ্টন করত; বামহস্তে কুচমৰ্দ্দন করিতেছে । ঐকষ্ঠি কা—গান্ধারহীন ঐকষ্টিকার গ্রহ, অংশ, দ্যাসম্বর ধৈবত, এই রাগিণী বীররসে গেয়। ধ নি স রি ম প ধ। মূৰ্ত্তি—শুমাঙ্গ ঐকঠিক স্বামীর আর্দ্র কেশকলাপ, নিজ হস্তে নাড়িয়া শুদ্ধ করাতে হস্তোপরিস্থিত মুবর্ণ-বলয় সুমধুর ধ্বনি উৎপাদন করিতেছে । ভৌলা—পঞ্চমহীন ভেলার গ্রহ, অংশ, স্কাস স্বর গান্ধার, এই রাগিণী প্রাতঃকালে দেৰস্তুতিতে প্রযুক্ত হয় । গ ম ধ নি স রি গ । মূৰ্ত্তি—মনোহারিণী ভোলী রাত্রিকালে আপনার পুত্রটিকে স্বামীর ক্রোড়ে মুহুমুহু: প্রদান করিয়া নানা প্রকার মধুরালাপে আমোদ করিতেছে । তার—মধ্যমবর্জিত তারার গ্রহ, অংশ, স্থাসম্বর নিষাদ, এই রাগিণী যুদ্ধকালে দিবারাত্রি গেয় । | রাগ fन न ग्नि * * १ नि । মূৰ্ত্তি—তড়িৎসম অরুণ বর্ণবস্ত্রপরিধান তার নাট্যমন্দিরে সস্তানগণকে মৃত্যবিষয়ে নানাবিধ হাবভাবাদি শিক্ষা ৫াদান করিতেছে। মালগোঁড়—পঞ্চমহীন মালবগৌড়ের গ্ৰছ, অংশ, ন্যাসস্বর মধ্যম, এই রাগ বীররসে প্রযুক্ত হয় । म ५ नि न *ि १ म । মূৰ্ত্তি—বি প্রকুলোদ্ভব, শু্যামবর্ণ, যুব মালবগেীক্ষ বীণাহন্তে নারদসংহিতার নানা কথার মালোচনা করিতেছে । আভারী—ঋষভহীন অtভারীর গ্রহ, অংশ, ন্যাস, স্বর ধৈবত, এই রাগিণী শোকের সময়ে গেয় । १ नि म १j भ* ५ ।। মূৰ্ত্তি—গোপবল্লভ। আভীরা দধিমন্থন করাতে তাছার মেখলা ও কঙ্কণ অফুটধ্বনি উৎপাদন করিতেছে এবং মুথfরবিন হইতে স্বেদা ঝরিতেছে । মধুকরী-গান্ধারহীম মধুকরীর গ্রহ, অংশ, ভাস স্বর ধৈবত ৷ ५ नि न ग्नि भ ° ५ ।। মূৰ্ত্তি—মধুকিরার সৰ্ব্বাঙ্গ পুষ্পাচ্ছাদিত, চক্ষু অৰ্দ্ধমুদ্রিত, বর্ণ চম্পকসদৃশ, করতল অতি রমণীয় এবং মুখকমলের মধুলোভে ভ্রমরনিচয় মত্ত হইয়। চতুর্দিকে মনোহর ধ্বনি করিতেছে । ছায়া-মধ্যম রহিত ছায়ার গ্রহ, অংশ, দ্যাসস্বর ষড়,জ, এই রাগিণী শৃঙ্গার ও বীররসে প্রযুক্ত হয় । স রি গ প ধ নি স । মূৰ্ত্তি—নীলোৎপলদলগুমি, মুক্তকেশী, দিগম্বরী, স্বৰ্য্যপ্রিয়। ছায়। গলে স্বৰ্য্যকান্তমণি ধারণ করিয়৷ অতি ভীষণ আকার ধারণ করিয়াছে । মধ্যমাদি, মল্লার, দেশপালী, মালব, হিন্দোল, ভৈরব, নাগধবনি, গোগুকিরা, ললিতা, ছায়, তোড়ী, বেলাবলী, প্রতাপসৈন্ধবী ইত্যাদি প্লাগ রাগিণী ঔড়বজাতি মধ্যে গণ্য । আধিপদে তুরস্কগোড়, গাদ্ধার, পুলিনী ও মেঘরঙ্গিক গৃহীত হইয়াছে। ব্যাধিনাশ, শত্রুনাশ, ভয়নশি, শোকনাশ, গ্ৰহশান্তি ও অর্থ উপার্জনে ঔড়ব রাগ গান করা বিধেয় । ইহুদিগের মধ্যে প্রায় সকলেরই স্বরগ্রামাদি পুর্কে উক্ত হয়েছে, তবে যে কয়েকটির বিষয় উক্ত হয় নাই, তাহাদিগের বিষয় এস্থলে বিবৃত হইল । মাগধবনি-টঙ্কাবংশসমুদ্ভূত ঋষভ পঞ্চমহীন মাগধবনির এছ, অংশ, ন্যাস স্বর ষড়ল, এইরাগ দিবাভাগে বীররসে গেয় ।