পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজপিপল [ ৩৬৪ ] রাজপুত ৭৪. পুং । ভূপরিমাণ ১৫১৪ বৰ্গ মাইল । ইহার উত্তরসীমার নৰ্ম্মদ মদী প্রবাহিত । সাতপুর। পৰ্ব্বতমালার একটি শাখ। এই রাজ্যের প্রায় সমস্ত স্থান ব্যাপিয়া আছে। উছ। রাজপিপল-শৈলমাল নামে পরিচিত । পাৰ্ব্বত্য বনবিভাগে নানাজাতীয় বৃক্ষ জন্মে । তুলা, তামাক, ইক্ষু প্রভৃতি নানাদ্রব্যের চাষ হয়। রতনপুরের fনকট লোহ ও মূল্যবাদ প্রস্তরের খনি আছে। করঞ্জন নামক নদী নানচল শৈলাংশে উদ্ভূত হইয়। রাজ্যের মধ্য দিয়৷ নৰ্ম্মদায় আসিয়া মিশিয়াছে। উজ্জয়িনীরাজ সদাব্রতের পুত্র চোকারাণার বংশধর বলিয়৷ এখানকার সর্দারগণ আপনাদের পরিচয় দিয়া থাকেন। তাহার বলেন, চোকারাণ পিতার সহিত কলহ করিয়া পিপলায় আসিয়া বাস করেন। চোকারাণ পণারবংশীয় রাজপুত ছিলেন । প্রেমগড় ( বর্তমান পরিম) নিবাসী গোছেগবংশীয় রাজপুত মথেরাঞ্জের সহিত তাহার একমাত্র কথার বিবাহ হয় । মথেরাজের ছুঙ্গারজী ও গেমরিসিংহজী নামে দুই পুত্র হয়। ছুঙ্গারজি ভাটনগর স্থাপনপূৰ্ব্বক রাজ্য পরিচালনা করেন এবং গেমা রসিংহ পিতৃসম্পত্তির অধিকারী হন। প্রায় ১৪৭০ খৃষ্টান্ধ হইতে এখানে গোহেলবংশীয় রাজগণের শাসন বিস্তুত হয় । আহ্মদাবাদের মুসলমানরাজের নিকট পরাভূত হইবার পর, এখানকার সর্দারগণ অtলখক মত উক্ত রাজ সরকারে ১০ • • পদাতি ও ৩ শত অশ্বারোহী সেনা পাঠ ছয় সাহায্য করিতে স্বীকৃত হন। ১৫৭৩ খৃষ্টাব্দে আকবর শাহ কত্ত্বক গুজরাত-বিজয় পৰ্য্যস্থ ঐক্লপ ব্যবস্থা থাকে । অকবর শাহ সেনা-সাহায্যের পরিবত্তে বার্ষিক ৩৫৫৫-২ টাকা কর ধাৰ্য্য করিয়াছেন। মোগল। মুটি আরঙ্গজেবের রাজ্য কাল পয্যন্ত ( ১৭০৭ খৃ: ) তাহার রাজ কর দিয়াছিলেন । অত:পর মোগলশাসনের বিশৃঙ্খলায় মুযোগ বুঝিয় সদারগণ রাজ কর প্রেরণ রহিত করিয়াছেন। খৃষ্টীয় ১৮শ শতাদের শেষভাগে দামাঞ্জী গাইকোবাড় ইহার কতকাংশ অধিকার কারয়। লম্নেন । তিনি প্রথমে বাধিক ৪৮০৮০ টাকা করে রাজাকে ঐ স্থান ছাড়ি৷ দেন। অতঃপর উহার ৯২• • • টাকা কর বাড়ান হইয়াছে। এই ক্ষুদ্র সামন্তরাজ্যের উপর গাইকোবাড়র উপযুপিরি অত্যাচার এবং গৃহবিবাদ দর্শন করিয়া ইংরাজ রাজ উহার শৃঙ্খলাবিধান জন্ত মধ্যস্থ হহলেন। ১৮২১ খৃঃান্ধে উত্তরাধিকারিগণের বিবাদ ভঞ্জন করিয়া ইংরাজরাঙ্গ বৈরিশাrঙ্গীকে সিংহাসনে বসাইলেন। ১৮৬৭ খৃষ্টাৰে ইংরাজ রাজেয় অনুমতিক্রুমে বৈরিসালজার পুত্র গম্ভীরসিংহজী রাজা হন। ২ উক্ত রাজ্যের রাজধানী, প্রাচীন নগরভাগ দেবসত্ৰ৷ নামক শৈলমালার শিখরদেশে অবস্থিত। এখানে একটা ফুর্গ আছে। ঐ গিরিভুগে এখানকার সর্দারগণ ১৭৩০ খৃষ্টাব্দ পৰ্য্যন্ত বাস করিয়া গিয়াছেন। অতঃপর তাহার করজন নদীর অদূরে পর্বতশিখরোপরি রাজপিপলার নূতন রাজধানী স্থাপন করেন; এই স্থানও গিরিদুর্গদ্বারা পরিশোভিত হইয়াছিল। ভীল ব্যতীত এই পাৰ্ব্বত্যযুগে অপর কেহ উঠিতে পারে না। রাজপীলু (পুং ) রাজপ্রিয়: পীলুঃ। মহাপীলুবৃক্ষ। (রাজনি•) রাজপুত, রাজপুতনাবাসী গত্রিয়বণাত্মক জাতিবিশেষ। এই জাতীয় রাজস্যগণ স্বকীয় বীরত্ব ও উদার্য্যগুণে ভারতে যে অক্ষয়কীৰ্ত্তি স্থাপন করিয়া গিয়াছেন, তাহ ইতিহাসের প্রতিচ্ছত্রে উজ্জ্বল অক্ষরে প্রতিফলিত রহিয়াছে। রাণ। প্রতাপের অদম্য শক্তি, চিতোর-রাজকুলমহিষী পদ্মিনী প্রভৃতির সতীত্বকাহিনী প্রভৃতি রাজপুত-জীবনের উজ্জল দৃষ্টান্ত । এই রাজপুতগণ ভারতীয় সংস্রবে আসিয়া আপনাদিগকে স্বৰ্য্যবংশ, চঞ্জবংশ ও অগ্নিকুলসমুদ্ভুত বলিয়া প্রচারিত করিলেও প্রকৃতপক্ষে ভারতীয় প্রাচীন আর্য্যক্ষত্ৰিয়বংশসস্তুত নহেন। ঐতিহাসিক অমুসন্ধানে জানা যায় যে, একসময়ে শাকদ্বীপবাসী (Scythia ) শাকনৃপতিগণ ভারতসীমান্ত অধিকারপূৰ্ব্বক শক প্রাধান্ত স্থাপন করেন। এই শকগণ খ্রিয় ছিলেন। মসুসংহিতার ১০৪৩-৪৪ শ্লোকে লিথিত আছে যে, ব্রাহ্মণ ভাবে তাহার বুধলত্ব প্রাপ্ত হইয়া ছিলেন । হরিবংশ ও পুরাণাদির মতে, সগর হৈহয়দিগকে বিনাশ দ্বারা পিতৃহত্যার প্রতিশোধ লইলে, শকগণ বশিষ্ঠের আশ্রয় গ্রহণ করে । বশিষ্ঠের কথায় সগর শকদিগের মাথ৷ মুড়াই য়। ছাড়িয়া দেন । কিন্তু হুদুর শাকদ্বীপবাসী চাতুর্বর্ণসমাজভুক্ত শকক্ষত্ৰিয়গণ এরূপ নিগৃহীত হন নাই। র্তাহার বহু ক1ল পরে ভারতে প্রবেশ করিয়া ভারতীয় ক্ষত্রিয়গণের সহিত কুটুম্বসম্বন্ধ স্থাপন করিতে সমর্থ হইয়াছিলেন । সাধারণের ধারণ মঘাদিবর্ণিত চতুৰ্বর্ণের অন্তর্গত দ্বিতীয় গত্রিয়পূর্ণ ভারতে আর নাই । বৰ্ত্তমান রাজপুতগণ র্তাহীদের বংশধর নহেন । কিন্তু ব্ৰাহ্মণদিগের সহায় হইয়া যে সকল শক বা বাহিলক ভারতে প্রবেশ লাভ করিয়াছিলেন, তা তাদের যুদ্ধনীতিকুশলতা লক্ষ্য করিয়া অনুগ্রহপরবশ হইয়া ব্ৰাহ্মণগণ র্তাহীদের প্রতি ক্ষত্রিয়ত্ব আরোপ করিয়া ক্ষত্রিয়ের আসনদান করিয়াছেন। এই কারণে র্তাহার। সুর্য্য ও চন্দ্রবংশের দ্যায় শকদিগের বৈদেশিক উৎপত্তিবৃত্তান্ত লিপিবদ্ধ না করিয়া অগ্নি হইতেই এই ক্ষত্তিস্থকুলের উৎপত্তি স্বীকার করিয়া লইয়াছেন।