পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজপুত [ ৩৬৬ ] রাজপুত সর্দাররূপে বিস্তৃত সম্পত্তি লাভ করিয়াছিলেন । ঐ সকল প্রাচীন সর্দারবংশ হইতে রাজপুতঞ্জাতির এক একটি শাখা কল্পিত হহয়াছে । ইহারাহ এগণে ভারভীয় প্রাচীন ক্ষত্রিয়ঞ্জাতির ৰপ্তমান প্রতিনিধি বলিয়া গৃহীত । উত্তর-পশ্চিম প্রদেশে যুদ্ধবিগুবিশারদ বলিয়া ইহারা বিশেষ সন্মানিত এবং রাণী, ঠাকুর, ছfএ প্রভূতি উপাধিতে ভূষিত । এই সকল রাজ বা রাজবংশের উৎপত্তিসম্বন্ধে ভিন্ন ভিন্ন আখ্যায়িক ভাটমুখে কীৰ্ত্তিত হইয়াছে। বীরচেত। রাজপুতগণ যমুন ও নৰ্ম্মদতাঁর-মধ্যবৰ্ত্তী যে বিস্তীর্ণ ভূভাগে রাজত্ব করিয়াছিলেন, তাহা রাজবাড়, রাজস্থান বা রাজপুতনা নামে খ্যাত । প্রত্নতত্ত্ববিৎ কানিংহাম্ প্রাচীন রাজপুতনার তিনটী বিভাগ নির্দেশ করিয়াছেন । ইহার পশ্চিমবিভাগে রাঠোরগণশাসিত বিকানের ও মারবাড় প্রদেশ, যদুবংশ ভটিপরিচালিত জয়শালমৗররাজ্য, কচ্ছবাহদিগের জয়পুর ও শেখাবর্তী-প্রদেশ এবং চৌহান-সম্প্রদায়ের আজমাঢ়রাজ্য ; পুৰ্ব্ববিভাগে নরক-কচ্ছ বাহাদগের আলবাররাজা, জাটরাজাদিগের ভরতপুর ও ঢোলপুর, যাদবগণের করেীলীরাজ্য, এতদ্ভিন্ন ইংরাজাধিকৃত গুরগাঁও, মথুরা, ও আগ্রাঞ্জেলা এবং | গোয়ালিয়র রাজ্যের উত্তরাংশ এক সময়ে রাজপুতদিগের অধিকারে ছিল । ষাদোন বংশগণের তোমরগড়, কচ্ছবাহগড়, ভদেীরগড়, খিচিবাড় প্রভৃতি নাম আজি ও তাহার সাক্ষ্য প্রদান করিতেছে। দক্ষিণবিভাগে চৌহানগণের অধিকৃত বুদী, কোট, মে বা র ও মলিবরাঞ্জা । রাজস্থানের প্রাচীন ইতিবৃত্তের আলোচনা করিলে জানা যায় যে, আলবারের আরাবল্পী শৈলমালা ও যমুনার মধ্যবর্তী ভূভাগের পশ্চিমাংশে মংহ, পূৰ্ব্বে শূরসেন এবং দক্ষিণে দশার্ণরাজ্য ছিল । বৰ্ত্তমান আলবার, জয়পুর, ভরতপুর, বৈরাট ও মাচারী প্রদেশ সেই প্রাচীন মৎস্তদেশের অন্তভুক্ত । কর্ণান, মথুরা ও বায়ানাপ্রদেশ পুরসেনের অন্তর্গত। ইহার পুৰ্ব্বদিকে অস্তুৰ্ব্বেদ ও রোল্লিখও লষ্টয়া পঞ্চাল রাজ্য। এই শূলাসনগণ যাদব বা যদুবংশী বলিয়া বিখ্যাত। শূরসেনগণের অধিকৃত বিস্তীর্ণ রাজ্যের কতকাংশ এখন ও করেীলীয় যাদবরাজার শাসনাধীন রহিয়াছে । যাদবগণ প্রথমে মগধের মেীয্যরাজ বংশের পদানত হন । অতঃপর ভারতীয় শকক্ষত্রপ রাজুবুল ও তৎপুত্র সোনাস যাদবগণকে পরাভূত করিয়া আপনাদের আধিপত্য বিস্তার করেন। গুপ্তরাজবংশের অভু্যদয়ে যাদববংশীয় রাজপূতগণ কিছুকাল হীনবল হষ্টয় পড়ে। ৬৩৫ খৃষ্ঠাশে চীনপরিবাজক হিউএনসিয়াং মথুরাধিপতিকে শূদ্রবংশোদ্ভব বলিয়। উল্লেখ করিয়াছেন। কএক শতাব্দ পরে যাদবরাজপুতগণ বয়ান ও মথুরা পুনরধিকারপূৰ্ব্বক ক্রমে রাজপুতনার পুর্ববিভাগে রাজ্য বস্তার করেন। কনোজরাজ হর্ষবৰ্দ্ধনের ( ৬০৭-৬৫০ খৃ: ) মৃত্যুর পর, দিল্লীতে তোমরগণ,খজুরাহুতে বুন্দেলগণ,চিতোরে শিশোদিয়গণ, নক্সবার ও গোয়ালিয়রে কচ্ছবাহগণ মস্তকোত্তোলন করিয়া রাজপুতশক্তির জীবন্ত প্রভাব চারিদিকে ব্যাপ্ত করেন । অতঃপর মুসলমানগণের সহিত যুদ্ধে পরাজিত হইয়। রাজপুতগণ নানাস্থানে যাইতে বাধ্য হন । রাজপুতঞ্জাতির এই উপনিবেশ হইতে সম্ভবতঃ বিভিন্ন কুল ব থাকের স্বষ্টি হইয়াছে। স্বৰ্য্যবংশী রাজপুতগণের মধ্যে গহলোত, রাঠোর ও কচ্ছবাক নামে তিনটা থাক আছে । গহলোত্ত-বংশের ২৪টা শাখা, তন্মধ্যে শিশোদিয়কুল বিখ্যাত। বাপ্পাংংশধর উদয়পুরের রাণাগণ এই বংশীয় । রাঠোরগণ কুশের বংশধর বলিয়া পরিচিত, ইহাদের মধ্যে ২৪টি শাথ দৃষ্ট হয়। যোধপুরের রাজপুতরাঞ্জার এই বংশসমুদ্ভুত। কচ্ছবাহগণ কুশকে আপনাদের আদি পুরুষ বলেন। জয়পুরের রাজারা এষ্ট বংশীয় । ইহাদের মধ্যে ১২ট ঘর আছে । চন্দ্র বংশয়ের যদুকেই আদিপুরুষ বলিয়া কল্পনা করেন। ইহাদের মধ্যে ও ৮ট শাখা দৃষ্ট হয়। কচ্ছ প্রদেশ ও জয়শালমীরের ঝারেজ ও ভট্টিগণ প্রভাবান্বিত । অগ্নিকুলের মধ্যে পরমার, পরিহার, চালুক্য ও চৌহান নামে চারিট থাক এবং সেই প্রত্যেক থাকে যথাক্রমে ৩৫, ১২, ১৬ ও ২৪টা শাখা গঠিত হইয়াছে। ছত্রিশট ক্ষত্রিয়কুলের মধ্যে উপরোক্ত থাক ব্যতীত আরও কতকগুলি থাকের উল্লেখ পাওয়া যায়, নিম্নে তাঙ্কাদের নাম ಸ್ಯತ হইল : চৌর বা চাবড়, তক্ষক, জাট, হুণ, কাঠ, বট্ট, ঝালামকহন, গোহিল, সৰ্ব্বয় বা সরি, অন্স, জেটুব, কমল্পী, দবি, গোর, দোদ, গডুবাল, চনেল, বুদেল, বড়গুজর, সেনগার, শিকারবাল, বাঈ, দহিয়া, জোহিয়, মোহিল, নিকুম্ভ, রাজপতি, দাহিন্ধিয়া, দহিম ইত্যাদি। উপরে অগ্নিকুলের উৎপত্তিবিবরণ লিখিত হইয়াছে। চাহমান বা চৌহানকুলে হর, শনি-গুরু, খিচ ও দেবরাশ্রেণী প্রসিদ্ধি লাভ করে। দিল্লীশ্বর পৃথ্বীরাজ চৌহানকুলের মুখোজ্জল করিয়াছিলেন । প্রতীছার বা পরিহারদিগের মন্দাবরে রাজধানী ছিল। একসময়ে ইহাই মারবাড়ের প্রধান নগররূপে গণ্য ছিল । অতঃপর রাঠোরগণ মারবাড়ে আধিপত্য বিস্তার করেন। চৌলুক্য বা শোলাঙ্কিগণ এবং পরমার রাজগণ একসময়ে ভারতের ইতিহাসপটে যে বীরত্ব-চিত্র অঙ্কিত করিয়া গিয়াছেন, তাহ রাজস্থানের ইতিবৃত্ত-পাঠক মাত্রেরই অবিদিত নাই। [চেলুক্য, চৌহান, পরিহার ও পরমার দখ]