পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ [ ७१७ ] রাজযজ্ঞ (পুং ) রাজকৃত যজ্ঞ । ಇಲ್ಲ! কর্তৃক দেবোদেশে প্রদত্ত উপহার । রাজয়ান (ক্লা ) পান্ধী। রাজার রক্ষিত শকটাদি। রাক্তযুদ্ধান (পূ) সেনাদল, যাহার অনুচর বা রক্ষীরূপে রাজার সাহ ঠ রণক্ষেত্রে গমন করে। রাজয়োগ (পুং ) যোগানাং রাজা শ্রেষ্ঠত্বাং রাজদস্তাদিত্বাৎ পূৰ্ব্বনিপাত। জ্যোতিষোক্ত যোগভেদ, এই যোগ থাকিলে মানব রাজার দ্যায় ধনশালী হইয়া থাকে, এইজন্ত ইহাকে রাজযোগ কহে । অতি সংক্ষিপ্তভাবে ইহার বিষয় আলোচনা করিয়া দেখা যাউক । “অৰ্থাত: সংপ্রবক্ষামি রাজযোগাদিকং পদম্। গ্রহাণাং স্থানভেদেন রাশিদৃষ্টফলাফলম্ ॥" ( পরাশরস• ) গ্ৰহগণের অবস্থান দ্বারা রাশিদৃষ্ট্রে রাজযোগাদির শুভাশুভ ফল নিশ্চয় হঠয়া থাকে । সংযোগে বিষ ও অমৃত এবং অমৃত ও বিষ হয়, তদ্রুপ গ্ৰহগণের পরস্পরের সংযোগে রাজযোগ ও দারিদ্র্যযোগাদি হইয়া থাকে । জ্যোতিৰ্ব্বি যবনেশ্বরের মতে পাপগ্ৰহ স্বীয় মুতুঙ্গ স্থানে থাকিলে জাত বালক পাপাশয় রাজা হয় । জীবশদ্মার মতে পাপগ্ৰছ উচ্চস্থিত হইলে রাজা হয় না, কিন্তু রাজতুল্য বিভবশালী হইয় থাকে। মঙ্গল, শনি, রবি ও বৃহস্পতি এই চারিট গ্রহ অথবা উক্ত গ্রহচতুষ্টয়ের মধ্যে যে কোন তিনট স্বীয় স্বীয় উচ্চ ভবনের উচ্চাংশে থাকিলে ঐ গ্ৰহাধিষ্ঠিত রাশি লগ্ন হইলে যাহার জন্ম হয়, সেই রাজা হহয়! থাকে। প্রথমতঃ রাজযোগ ষোড়শ প্রকার যথা—-চন্দ্র স্বক্ষেত্রগত অর্থাৎ কর্কটরাশিতে অবস্থান করিলে যদি ঐ সময় পুৰ্ব্বোত্ত গ্রহচতুষ্টয়ের মধ্যে কোন দুষ্টট বা একটি স্বতুঙ্গস্থ হয় এবং তুঙ্গলয়ে কোন বালকের জন্ম হয়, তাহ হইলে সেই বালক রাঞ্জ হইয় থাকে । মেষের দশমাংশে রবি, কর্কটের পঞ্চমাংশে বুহম্পতি, তুলার বিংশাংশে শনি ও মকরের ২৮ অংশে মঙ্গল স্থিতিকালে মেষ, কৰ্কট, তুলা ও মকর ইহাদের মধ্যে কোন এক লগ্নে জন্ম হইলে জাতবালক রাজ হইয়া থাকে । জন্মসময়ে চন্দ্র লগ্ন বা বর্গোত্তমে থাকিলে তাঁহাতে যদি চন্দ্ৰভিন্ন রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি এই ৬ গ্রহের কিংবা এই ৬ গ্রহের মধ্যে যে কোন পাচ বা চারি গ্রহের দৃষ্টি থাকে, তাহা হইলে জাতবালক রাজা হয় । কুম্ভরাশিতে শনি, মেষে রবি, বৃযে চঞ্জ, মিথুনে বুধ, সিংহে বৃহস্পতি, এবং বৃশ্চিকে মঙ্গল থাকিলে ধে বালক জন্মে, এবং ঐ কুন্ত, cमष, दूष ५३ ७िन ब्रा*िब्र ८६ ¢कानप्लेौ छन्राणध इग्न, ठांश হইলে জাতবালক রাজা হয় । অথবা তুলা রাশিতে শনি, বৃষে চন্দ্র, কন্যাতে রবি ও বুধ, বা তুলায় শুক্র, মেধে মঙ্গল ও কর্কটে বৃহস্পতি, অবস্থিতি করিলে যদি তুলা বা বুধ লগ্ন হয়, ठांश झट्रेtण द्रांछ८णj१ रुझे प्रl थॉtरा । মকরে মঙ্গল, ধমুতে রবি ও চন্দ্র এবং জন্মলগ্নে শনি থাকে, অথবা মকরে মঙ্গল ও চন্দ্র ও ধমুরাশিতে রবি এবং মকর যদি লগ্ন হয়, তাহা হইলে রাজযোগ হয় । বৃষে চন্দ্র, সিংহে রবি, বৃশ্চিকে বৃহস্পতি ও কুস্তে শনি থাকিলে যদি বুষ জন্মলগ্ন হয়, তাহ হইলে শ্রেষ্ঠ রাজযোগ হইয় থাকে। মকরে শনি, মানে চন্দ্র, মিথুনে মঙ্গল, কন্যায় বুধ ও ধমুতে বৃহস্পতি অবস্থিতি করেন, এবং মকরাদি লগ্ন হয়, তাহ হইলে রাজযোগ হয় । ধনুরাশিতে চন্দ্র ও বৃহস্পতি, মকরে মঙ্গল, মানে শুক্র ও কস্তাতে বুধ থাকে এবং কন্যা বা মীন জন্মলগ্ন হয়, তাহা হইলে রাজযোগ হইয়া থাকে । মীন জন্মলগ্ন, এবং হহাঁতে চন্দ্র, কুস্তে শনি, মকরে মঙ্গল, সিংঙ্কে রবি থাকিলে ও কর্কটজন্মলগ্ন এবং এই কর্কটে বৃহস্পতি, ও একাদশ স্থানে চন্দ্র, শুক্ল ও বুধ, মেষে রবি থাকে, তাহ হইলে রাজযোগ হয়। যদি মকরে শনি, মেযে মঙ্গল, কর্কটে চন্দ্র, সিংহে রবি, মিথুনে বুধ ও তুলায় শুক্র থাকে, এবং মকর জন্মলগ্ন হয় ; বুধ যদি আপন উচ্চস্থানে অর্থাং কণ্ঠালগ্নে অবস্থিতি করেন, এবং মিথুনে শুক্র, মনে বুহম্পতি ও চম, মকরে শনি মঙ্গল বাস করেন, এবং কস্তা জন্মলগ্ন হয়, তাহ হইলে প্রবল রাজযোগ হয়। “ইতি নিগদিতযোগৈনীচবংশোদ্ভুবোহপি স ভবতি পতিরুব্ব্যাঃ কিং পুন৷ রাজস্বনুঃ । নরপতিকুলজাতে ৰক্ষ্যমাণৈশ্চ যোগৈভবতি নৃপতিরেবং তৎসমোহন্তস্ত সুমু: ॥” (বৃহজ্জাতক ) উক্ত রাজযোগ যাহার থাকিবে, সেই ব্যক্তি রাজকুলোদ্ভব ন হইলে ও রাজ হুইবে । রাজযোগের মধ্যে উক্ত যোগই শ্ৰেষ্ঠ রাজযোগ। যাহারই উক্ত প্রকার গ্রহসংস্থান দেখিতে পাওয়া যাইবে, তাহারই প্রকৃত রাজযোগ বুঝিতে হইবে। সামান্ত রাজযোগ--যে কোন তিন বা চারিট গ্রহ বলবান হইয়। আপন আপন উচ্চস্থানে বা মুলক্রিকোণে থাকে, তাছা হইলে রাজবংশোদ্ভবপুরুষ রাজা হয়, অপর ৫, ৬ বা ৭ট গ্রহ বলবান হইয়া আপন আপন উচ্চভৰনে বা মূলত্রিকোণে অবস্থিতি করিলে অন্তকুলোৎপন্ন ব্যক্তি রাজা হয়। গ্ৰহগণ বলবান না হইয়া দুৰ্ব্বল হইলে মানব রাজা इब्र नां, पिढ ब्रांजङ्गगा दगवान् इग्न । সিংহে রবি, মেযে চন্দ্র, মকরে মঙ্গল, কুম্ভে শনি ও ধন্থত্ত্বে