পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ বৃহস্পতি অবস্থান করিলে এবং মেষ কিংবা সিংহ জন্মলগ্ন হুইলে রাজপুত্র, রাজা এবং মন্তবংশোদ্ভব ব্যক্তি ধনবান হয়। জন্মলগ্ন কুম্ভ, বুষে শুক্র, তুলান্তে চন্দ্র, এবং অবশিষ্ট গ্রহ যথাসম্ভব কুম্ভ, মেষ বা ধমুতে থাকিলে অথবা জন্মলগ্ন কর্কট, তুলাতে শুক্র, মনে চন্দ্র এবং অন্যান্ত গ্ৰহগণ যথাসম্ভব কস্তা, কর্কট ও বৃষগত হইলে রাজপুত্র রাজা অপরে ধনবান হয় । যদি জন্মকালে বুধগ্রহ বলবান হষ্টয়া লগ্নে অবস্থান এবং অপর একটি শুভগ্ৰছ অর্থাৎ বৃহস্পতি বা শুক্র বলবান হইয়৷ নবমস্থানগত হন, এবং অপর সকল গ্রহ দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, নবম, দশম ও একাদশ স্থানে থাকেন, তাহা হইলে রাঙ্ককুলোদ্ভব রাজা ও অন্তে ধনবান হয়। বৃষে চন্দ্র, মিথুন বৃহস্পতি, তুলায় শনি, মীনে রবি, মঙ্গল, বুধ ও শুক্র থাকে এবং বুষ যদি জন্মলগ্ন হয়, তাহ হইলে জাতবালক রাজ। হয়। লয়ে শনি, চতুৰ্থে বৃহস্পতি, দশমে স্বৰ্য্য ও চন্দ্র, একাদশে মঙ্গল, বুধ ও শুক্র থাকিলে রাজকুলোৎপন্ন রাজা ও অন্য ধনবান হইয়া থাকে। দশমে চন্দ্র, একাদশে শনি, লগ্নে বৃহস্পতি, দ্বিতীয় স্থানে বুধ ও মঙ্গল, চতুর্থস্থানে গু ক ও রবি, অথবা লগ্নে শনি ও মঙ্গল, চতুর্থে চন্দ্র, সপ্তমে বৃহস্পতি, নবমে শুক্র, দশমে রবি, রাজকুলোদ্ভব রাজা ও অন্তে এবং ও একাদশে বুধ পাকিলে ধনবান হয় । কৰ্ম্মস্থ কিংবা লগ্নস্থ গ্রহের অথবা উক্ত গ্রহের মধ্যে যে গ্রহ বলবান তাহার অন্তৰ্দ্দশাকালে রাজযোগজাত ব্যক্তির রাজ্য লাভ হয় । ও দশম স্থানে কোন গ্ৰহ নী থাকিলে জন্মকালে যে কোন গ্রহ বলবান থাকিবে, তাহার অন্তর্দশকালে রাজ্য প্রাপ্তি হয়। শত্রু ও নীচ গৃহগত গ্রহের অন্তর্দশ সময়ে রাজা প্রাপ্ত ব্যক্তি রাজ্যভ্রষ্ট হয় । যাহার জন্মকালে লগ্নে বুধ, বৃহস্পতি ও শুক্র এই তিন গ্ৰহ অবস্থিতি করে এবং সপ্তমে শনি, দশমস্থানে রবি থাকে, সে ৰ্যক্তি ভোগবান হয়, অর্থাৎ ধন না থাকিলেও যে কোনরূপ স্থখভোগে কালযাপন করে । যাহার জন্মকালে লগ্ন, চতুর্থস্থান, সপ্তমস্থান ও দশমস্থান শুভগ্রহের ক্ষেত্র হয়, এবং পাপগ্রহের ক্ষেত্রে বলবান পাপগ্রহ থাকে, সেই ব্যক্তি ব্যাধ ও দক্ষ্যগণের অধিপতি হয় । ( বৃহজ্জাতক ) “শত্রুক্ষেত্রগতৈঃ সৰ্ব্বৈবর্গো গুমগতৈরপি । রাজযোগ বিনগুস্তি বছভিনীচগৈগ্র eৈঃ ॥ চন্দ্রং বা যদি বা লগ্নং গ্রছে। নৈকোহপি বীক্ষ্যতে । তথাপি রাজযোগানাং ভঙ্গমাহ পরাশর ॥” (চুপিরাজ ) XVI సt [ ७११ ] রাজযোগ রাজযোগ ভঙ্গ—গ্ৰহগণ বর্গোত্তমগত হইয়াও যদি শত্রুগুছে বা স্বীয় নীচভ বনে থাকেন, তাছা হইলে রাজযোগ ফলপ্রদ হয় না। পরাশর বলেন যে, যদি লগ্নে বা চক্সে কোন গ্রহেরই नृष्टि १Itरू, ऊांश इहेtण ब्राछरदाश्र उत्र श्ग्र। इति श्रीब्र নবtংশে অবস্থিতি করিলে যদি তাহাতে চন্ত্রের ও পাপগ্রহের দৃষ্টি থাকে ও শুভ গ্রহের দৃষ্টি না থাকে, তাহা হইলে মানৰ রাজ্য প্রাপ্ত হইয়া ও পরে তাহা ভ্ৰষ্ট হইয়। বিশেষ দুঃখভোগ করিয়া থাকে। উব ও বজ্রপাত দিনে ব্যতীপান্তযোগে বা ধূমকেতুর উদয়কালে যাহার জন্ম হয়, সেই ব্যক্তির রাজযোগ থাকিলেও ছোহ। ফল প্লদ হয় না । যদি রবি পরম নীচ অর্থাৎ তুলার দশমাংশে ও জন্মকালে বৃহস্পতি যাহার পরম পঞ্চমাংশে অবস্থিতি করেন,তাহার রাজযোগ ফল প্রদ হয় না । কোন ব্যক্তির কুম্ভলগ্নে জন্ম হইলে যদি বৃহস্পতি অন্তগত থাকেন, তিনট গ্রহ স্বীয় স্বীয় নীচগৃহে অবস্থিতি করে, একটী গ্রহ ও উচ্চস্থানে না থাকে এবং দশমস্থানে পাপগ্ৰহ থাকে ও যtহার জন্মকালে ও ক্র কন্সার ২৭ অংশে অবস্থিতি করেন, যদি পঞ্চমস্থানে রাহু ও তাহার প্রতি চন্দ্রের দৃষ্টি থাকে এবং তৃতীয়স্থানে শনি ও একাদশস্থানে মঙ্গল ও কেন্দ্রভবনে কোন শুভ গ্রহ না থাকিয়৷ অস্তুগত হন, যদি কেম স্থানে কোন এাছের অবস্থান না থাকে ও শুভগ্ৰহগণ অস্তগত কিংবা নীচগৃহস্থিত থাকেন, অথবা চারিট গ্ৰছ শত্রুগৃহস্থিত হন, যদি সকল পাপগ্রহ কেন্দ্রস্থানে নীচগৃহে কিংব। শক্র ভবনে অবস্থিতি করে, তাহতে যদি কোন শুভগ্রন্থের যোগ বা দৃষ্টি না থাকে এবং অষ্টম, ষষ্ঠ ও দ্বাদশ স্থানে শুভগ্ৰহ থাকে, জন্ম কালে এক্ট সকল যোগ থাকিলে রাজযোগ ফল প্ৰদ হয় না । যাহার এই সকল যোগে জন্মগ্রহণ করে, সাধারণ দৃষ্টিতে তাছাদের কোষ্ঠীতে রাজযোগ থাকিলেও তাহার দরিদ্র হইয়া থাকে । এইজন্য রাজযোগবিচারস্থলে শত্রু, মিত্র, উচ্চ, নীচ প্রভৃতি পূৰ্ব্বোক্ত যোগ সকল বিশেষরূপে মিলাইয়া যোগ স্থির করা বিধেয়। প্রকৃষ্ঠ রাজযোগ হইলে তাহা কখনই নিষ্ফল হয় না । ( জাতকভিরণ ) সাধারণ রাজযোগ-সম্মকালে গ্ৰহগণ নিম্নলিখিত স্থানে থাকিলে সাধারণ রাজযোগ হয় । ১, ঘদি কেস্ট্র ও ত্রিকোণে পঞ্চগ্রহ তুঙ্গ কিংবা শুভ গৃহাধিপতি হইয় অবস্থিতি করে এবং তন্মধ্যে স্বাভাবিক রাজ্য-কারক গ্রহ অর্থাৎ শনি ও মঙ্গল থাকে, আর অপর কোন গ্রহ নীচস্থ না হয়। ২, ঘদি সমস্ত গ্রহ চাটি কেন্দ্রস্থানে থাকে। ৩, যদি লগ্নেয় गरjरम, विठौtब्र ७ बॉनप्* नमछ अंश थांटक । e, शनेि