পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজসাহী [ راسرارہ ] রাজসাহী লর্ড কর্ণওয়ালিসের সময় আনন্দনারায়ণ লস্করপুর পরগণার রাজা ও তাহাঙ্গ সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত হয়। তাহার এক উত্তরাধিকারী রাজেন্দ্রনারায়ণ বৃটিশগবর্ণমেণ্টের নিকট “রাজা বাহাদুর" উপাধি পান। তৎপুর্কে পুঠিয়ার রাজা ভুবনেন্দ্রনারায়ণও নিজ পৈতৃক অংশ ব্যতীত অনেক নুতন জমিদার খরিদ করেন। তাছার পুত্র জগন্নারায়ণ ১২১৪ সালে ময়মনসিংহ জেলার পুথরিয়া পরগণা, রাজশাহী জেলার কালীগাও, কালীপপ ও কাজিহাট। পরগণা এবং নদীয় জেলার ভবাননাদিয়াড় খরিদ করিয়া যথেষ্ট্র অtয় বৃদ্ধি করেন। তিনি কাশীতে দেবালয়, অভিথিশালা ७ शा? uरु९ श्रृंग्रां५itग कजुनौडौ८ग्न ५कणै। अठिशिं★ांटा। স্থাপন করিয়াছিলেন। তিনি ও বৃটিশগবর্ণমেণ্ট হইতে রাজা বাহাদুর উপাধি লাভ করেন। তাছার মৃত্যুর পর তৎপত্নী রাণী ভুবনময়ী দেবী শিবস্থাপন ও বহু দান করিয়া খ্যাতি লাভ করেন । তৎপরে M১• আনীর কৃষ্ণেস্ত্রনারায়ণ ও তৎপুত্র ভৈরবেঞ্জনারায়ণ রায়ের মাম করা যাইতে পারে। কৃষ্ণোঙ্গনারায়ণ সাতিশয় সদাশয় ছিলেন। তিনি লালগোলার রাণী তারিণী দেবীর পক্ষে জামিন হইয়াছিলেন। পরে রাণীর দত্তক . পুত্র অসিদ্ধ হইলে রাজা কৃষ্ণেন্দ্রনারায়ণের উপর ওয়ালীলাৎ বাবদে দেড়লক্ষ টাকার অধিক ডিক্ৰী হয় ; তজ্জন্ত তৎপুত্ৰ ভৈরবেন্দ্রেয়ও বহু সম্পত্তি নিলাম হুইয়। ধায় । তথাপি তিনি किछूमांGा दि5णिङ श्न नश् ि॥ टैंtशंग्न गब८ग्न नांtछैitद्रद्र মহারাজ আনন্দনাথ ও দীঘাপতিয়ার রাজা প্রমথনাথ রাস্থের মনান্তর হয় ; ভৈরবেন্দ্র উভয়কে রামপুরবোয়ালিয়ার বাটতে নিমন্ত্ৰণ করিয়া উভয়ের বিবাদ মিটাইয়া দেন । ভৈরবেক্সের নাবালক অবস্থায় কতকগুলি সম্পত্তি সদর খাজনা না দেওয়ায় বিক্রয় হইয়া যায়। এই সময় তাহার দত্তকের মোকদ্দমা চলিতে আরম্ভ হয়, তাহাতেও বহু দেন হইল । তিনি সাবালক হইলে পুখরিয়া ফেরত পাইলেও ঋণদায়ে জড়িত হইয় পড়েন, তাহাতে তিনি সমুদয় সম্পত্তি হস্তান্তরিত করিতে বাধ্য হন । ग्नtu! ब्रांप्छठप्रमांब्रॉब्रt*ग्न द१८* *८द्र"नांब्रांछ१ ब्रांब्र छभूগ্রহণ করেন, তিনি বেশী দিন জীবিত না থাকিলেও রাজ্যডার গ্রাপ্তির অল্পকাল মধ্যে পুঠিয়া, ৰোয়ালিয়া, কাপাসিয়া, জামিয়া, বাণেশ্বর, আড়ানী প্রভৃতি স্থানে স্কুল স্থাপন করিয়া নিজ প্ৰজাগণের মধ্যে শিক্ষা বিস্তার করেন। রাজ জগন্নারায়ণ ब्राcब्रन c*ोअ ब्राछ। cगांtशठनाब्रtब्र१ ब्रारब्रब्र अग्र २२8१ गांप्न, भूङ्का >२७० नॉष्णब्र २२७१ &वर्णt८९ । ॐांशग्न भएछ dयंजांय९गण ५ অঞ্চলে অtয় দেখা যায় না। তিনি নীলকরের অভ্যাচায় হইতে প্রজাদিগকে উদ্ধার করিবার জন্ত প্রাণপণ করিয়াছিলেন । র্তাহারই পত্নী প্রাতঃস্মরণীয়। রাণী শরংমুন্দরী । এই আদর্শচরিত্র। রমণীর দানশীলতা, পয়দুঃখকাতরতা ও অশেষ সদগুণের পরিচয়ে রাজসাহীবাসী অনেকেই মুগ্ধ ; তিনি ভোগবিলাসকে পদদলিত করিল্প পরোপকারের জন্ত নিজ জীবন উৎসর্গ করিয়া গিয়াছেন। দিল্লীর দরবারে তিনি “भशबाकू: উপাধি প্রাপ্ত হন, কিন্তু তিনি খেলাতগ্রহণ করেন নাচ, তদুপলক্ষে গৰমেণ্টকে জানাইয়াছিলেন যে, তিনি হিন্দুবিধবা, তাছার পক্ষে এ সম্মান গ্রহণীয় নহে। ১২৯০ সালে তিনি আপন দত্তক পুত্র যতীন্দ্রনারায়ণ রায়ের হস্তে রাজ্য ভার অর্পণ করেন । কিন্তু বেশী দিন তাহার রাজ্যভোগ ঘটে নাই । কাশীধামে তিনি মাতৃদর্শনে গমন করেন, তথায় তাহার পীড়। হয়। তিনি ছয়মাস গর্ভবতী রাণী হেমন্তকুমারীকে রাখিয়। ১২৯৯ সালের ফাল্গুনমাসে কাশী প্রাপ্ত হন । পুত্ৰশোকাতুর মহারাণী শরৎমুন্দরী নানা তীর্থ ভ্রমণ করিয়া শোকাপনোদনের চেষ্টা করেন। ১২৯৩ সালে ২৫ এ ফাঙ্কনে সেই আদর্শমহিলt কাশীধামে শিবলোক প্রাপ্ত হন । नjööfग्नद्रांस । কামদেব মৈত্র পুঠিয়ারীজের অধীন বারুইহাটীয় তহলীলদার ছিলেন। তাছার তিনপুত্র-রামজীবন, রঘুনন্দন ও बिसूबांभ ।। ५३ डिन जांठाग्न भाषा ब्रपूनन्छनई अङि दूकिमान् ও প্রতিভাশালী ছিলেন। কিংবদন্তী আছে যে, রঘুনন্দন পুঠিয়ার রাজা দর্পনারায়ণ ঠাকুরের পূজার ফুল তুলিয়৷ , দিতেন। একদিন ফুল তুলিতে তুলিতে ঘুমাইয়া পড়েন। এই সময় একটী সর্প ফণী বিস্তার করিয়া তাছাকে রৌদ্র হইতে রক্ষা করে। দর্পনায়tয়ণ তাহা দেখিয়াছিলেন । তিনি রঘুনন্দনকে ডাকিয়া বলেন, “রঘুনন্দন ! তুমি রাজচক্রবর্তী হইবে। প্রতিজ্ঞা-কর, আমার বংশকে কখন রাজ্যচু্যত করিতে পরিবে না।” রঘুনন্দন তখন স্বপ্নেও ভাবেন নাই যে, তিনি রাজা হুইবেল । সুতরাং অনায়াসেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ হইলেন। রঘুনন্দনের বিস্তাম্বুদ্ধির পরিচয় পাই৷ রাজ। দর্পনারায়ণ ঠাহাকে নবাবদরবারে মোক্তাল্প ৰ উকীল করিয়া পাঠাইলেম । রঘুনন্দনেরও উন্নতির পথ মুগম হইল। তিনি অল্পদিন মধ্যেই মুসলমানী আইনকামুন শিখিয়া ফেলিলেন । অল্পদিন মধ্যেই সকল নবাব-কৰ্ম্মচারীর সহিতই তাহার আলাপ পরিচয় হইল। শীঘ্রই তিনি নাএব কামুনগোর পদ পাইলেন । সে সময় কামুনগোয় দস্তখত না থাকিলে কোন ছিলাৰ নিকাশের কাগজ বাদশাহ দরবারে গৃহীত হইত না। আজিম ওসমানের সহিত মুর্শিদ কুলীর মনোমালিন্স