পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজসিংহ [ ৩৯৫ ] রাজসূয় এইরূপে উপযু্যপরি রাজপুভকর্তৃক নিগৃহীত এবং মছারাষ্ট্রশক্র শম্ভ{জীর নিকট আকবরের গমনে মহাশঙ্কান্বিত হইয়া সম্রাট অরঙ্গজেব রাণী রাজসিংহের সহিত সন্ধি করিতে বাধ্য হইলেন । তাহার আদেশে সেনাপতি দেলদার খার অধীনস্থ জনৈক রাজপুত কৰ্ম্মচারী রাণ রাজসিংহের সহিত লাক্ষাৎ করিয়া সন্ধির প্রস্তাব করিলেন এবং জানাইলেন, যদি অপর কেহ সন্ধির প্রস্তাব করে, তাহাতে সম্রাট স্বীকৃত হইতে পারেন। তদনুসারে রাণার পিতৃব্য শুরসিংহ উপরোক্ত রাজকৰ্ম্মচারী পদ্মসিংহের প্রার্থনাপত্র জ্ঞাপন করেন । সন্ধিপত্রে সম্মতিদানপুৰ্ব্বক সম্রাট চিতোরের ও মারবাড়ের অধিকৃত প্রদেশসমূহ ছাড়িয়া দেন । আহত রাণী রাজসিংহ এই সংবাদ পাইবার পূৰ্ব্বে ১৬৬১ খৃষ্টাব্দে মানবলীল সম্বরণ করেন। তাহার নিৰ্ম্মিত রাজসমুদয় নামক বৃহৎ জলাশয় আজিও তাহার কীৰ্ত্তিজ্ঞাপন করিতেছে । রাজসিংহ, চোরবাড়ের বৃত্রিংশবংশীয় জনৈক সর্দার (১৪৪৯ সম্বৎ ) রাজা লক্ষ্মণসিংহের পুত্র। রাজসিংহ, গড়াদেশের একজন নরপতি। রাজসিংহ, গাঙ্গবংশীয় কলিঙ্গরাজ ইন্দ্রবন্মের নামান্তর। রাজসিংহ (২য় রাণ), মেবারের জনৈক নরপতি। ইহার পিতা রাণা প্রতাপ (দ্বিতীয়) ১৭৫২ খৃষ্টাব্দে মেবার সিংহাসনে । অধিষ্ঠিত হন। কুমার রাজসিংহ অম্বররাজ জয়সিংহের দেীচিত্র। ইনি পিতার মৃত্যুর পর রাজচ্ছত্রতলে উপবিষ্ট হন। নামমাত্র রাজা থাকিয় ইনি সাত বৎসরকাল রাজত্ব করেন। এই সময়ে ১৮১২ সম্বতে রাজা বাহাদুর, ১৮১৩ সম্বতে মলছর রাও হোলকয় ও বিটুঠল রাও এবং ১৮১৪ সম্বতে রাশাজী বুৰ্ত্তির মেবার লুণ্ঠন করেন। এতদ্বিগ্ন ১৮১৩ সম্বতে সদাশিব রাও, গোবিন্দ রাও কহোজী যাদব নামক মহারাষ্ট্রনেতৃগণ ক্রমান্বয়ে তিনবার সামরিক ব্যয়নিৰ্ব্বাহের জন্ত মেবারের ধনরত্ন লুণ্ঠন করিয়া লইয়া যান। এইরূপে নানা অত্যাচার ও উৎপীড়নে মেবার রাজ্য ক্রমশঃ বিধ্বস্ত ও ধনশূন্ত হইয়া পড়ে। রাণী রাঠোরজাতীয় জনৈক অধিনায়ক-কন্যার পাণিপীড়ন দ্বারা আত্মদৈস্তাবস্থা পরি বৰ্ত্তনের কামনা করেন। এই সময়ে তিনি ব্রাহ্মণ করসংগ্রাহকদিগের নিকট হইতে অর্থ সাহায্য প্রার্থনা করিতে বাধ্য হইয়াছিলেন। অকালে তিনি কালকবলে পতিত হওয়ায় তাহার পিতৃব্য অরিসিংহ ১৭৬২ খৃষ্টাব্দে মেবার সিংহাসন অধিকার করেন। রাজসিংহ, বিক্রমপটনের (উজ্জয়িনী) জনৈক রাজা। উজ্জয়িনীরাজ গঙ্গসিংহের পুত্র। ইহার সভাপণ্ডিত কৃষ্ণ ধূর্জটি ১৭১৪ খৃষ্টাঙ্গে সিদ্ধান্তচন্দ্রোদয় নামে গ্রন্থ রচনা করেন। রাজসিংহ, জনৈক হিন্দু নরপতি। ইংার আদেশে মহাদেৰ পণ্ডিত রাজসিংহ-মুধাশিক্ষু নামক গ্ৰন্থ প্রণয়ন করিয়াছিলেন। রাজসিংহ (কচ্ছবাহ ), রাজা উপাধিধারী জনৈক রাজপুতসর্দার। রাঙ্গ বিহারী মল্লের ভ্রাতুপুত্র ও রাজা অস্করণের পুত্র। ইনি সম্রাট, আকবর শাহ ও জাহাঙ্গীর বাদশাহের অধীনে সেনানায়কের কৰ্ম্ম করিতেন। ১৬১৫ খৃষ্টাব্দে ইহঁার মৃত্যু ঘটে। রাজসিক (ত্রি ) রজোগুণোদ্ভব, রাজস । রাজসা (স্ত্রী) রজস ইয়মিতে, রজস্ব-অণুজীপ । ( শস্বরত্ব • ) ২ রজোগুণসম্বন্ধিনী । “মূয়া ধৰ্ম্মমধৰ্ম্মঞ্চ কাৰ্য্যঞ্চাকার্য্যমেব চ। অযথাবৎ প্রজানাতি বুদ্ধি: সা পার্থ রাজসী ॥” (গীত। ১৮ ম•) রাজসুখ (রা) রাজার মধ। রাজস্থত (পুং ) রাজ্ঞঃ স্বত: । রাজপুত্র। স্ক্রিয়া টাপ । রাজক দ্য । রাজসুন্দরগণি (পুং) জনৈক জৈন ধৰ্ম্মাচাৰ্য্য। রাজসুন্দরী, গাঙ্গবংশীয় স্বপ্রসিদ্ধ নরপতি ১ম স্নাঙ্গরাজের BBD S DD DDS DBBBBB BBS BBBBBS চেড়িগঙ্গদেবের মাত । রাজস্ ( ত্রি ) রাজকৰ্ত্তা। রাজকারক। রাজসূলু (পুং ) রাজপুত্র, রাজতনয় । রাজসূয় ( পুং ) রাজ্ঞ। লতাত্মক: লেtা: স্থয়তে ত্রি, স্থ অধিকরণে কাপ, ‘রাজ্ঞাসোতব্য: রাজ্ঞা বা ইহ স্বয়তে ইতি কাশিক ( রাজস্থঃস্বৰ্য্যেত্তি। পা ৩। ১ । ১১৪ ) ইতি নিণাতমাৎ দীর্ঘ । রাজকৰ্ত্তব্য যজ্ঞবিশেষ। পৰ্য্যায়—নৃপাধ্বর, ক্রতুরাজ, ক্ৰতুত্তম । ( শঙ্করত্ন” ) অমরসিংহ এই শব্দ ক্লীবলিঙ্গ বলিয়া নির্দেশ করিয়াছেন। পুং ও ক্লাব এই চুই লিঙ্গেই এই শব্যের ভুরি প্রয়োগ দেখিতে *ों 8प्र! पृॉभ्र । এই যজ্ঞ কেবল রাজাদিগেরই কল্পিধার অধিকার অাছে। রাজ! এই যজ্ঞ করিয়া সম্রাটু’ উপাধিলাভ করিয়৷ থাকেন। সাধারণের এই যজ্ঞে অধিকার নাই । শতপথব্রাহ্মণে এই ধঞ্জের বিশেষ বিধান বর্ণিত হইয়াছে । আপস্তম্বশ্রেীতস্থত্রে লিখিত আছে যে, রাজা স্বৰ্গকামনায় রাজ্ঞ. সুয়্যজ্ঞের অনুষ্ঠান করিবেন। "রাজা স্বৰ্গকামে রাজস্থয়েন যজেত" ( আপস্তম্বশ্রেীতদু০ )

  • ङ१९डांश्र१भरङ ७ई यरखब्र यथान अत्र हे४ि, १७, সোম ও দীহোম ; অগ্ৰে পবিত্র নামক লোমযাগ, পরে অভিষেচনীয় ঘাগ, তৎপরে দশপয়যাগ ও কেশবপনীয়,

১ ঢুৰ্গ ।