পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজাভিষেক রাজধ্বন (পুং ) রাজঃ অধ্ব। রাজপথ। রাজানক (পুং ) ক্ষুদ্র রাদ। সামঞ্জরাজ। রাজামুজীবি (ত্রি) রাজ্ঞী অমুল্পী। রাজোপজীবী । রাজ কাৰ্য্য করিয়া যিনি জীবিক অর্জন করেন। "যথাকুবর্তাি তব্যং হাম্মনে রাজোপঞ্জীবিলী । তথা তে কথয়িষ্যাম নিবোধ গদতো মম ॥” (মৎস্তপু• ২১৬ অe) রাষ্ট্রান্ন ( ক্লী) রাজযোগ্যং অল্পমূ, অন্নানাং রাজা ইতি বা অন্ধ,দেশোদ্ভব শালিবিশেষ । পৰ্য্যায়—নৃপান্ন, রাঙ্গার্হ, দীর্ঘশূকক, ধান্তশ্রেষ্ঠ, রাজধান্ত, রাজেষ্ট,দীর্ঘকুরক। ইহার গুণ—জিদোষয়, স্বস্নিগ্ধ, মধুর, লঘু দীপন, বলকারক, পথ্য, কাস্তি ও বীৰ্য্যবদ্ধক । ( রাজনি• ) রাজ্ঞঃ অল্পং । ২ রাজস্বামিক অল্প । রাজান্ন ভোজন করিতে নাই। মমুতে লিখিত আছে রাজান্ন ভোল্গুন করিলে তেজোহানি হুইয়৷ থাকে। "রাজান্নং তেজ আদত্তে শূদ্রান্নং ব্রহ্মবচ্চসম্। আয়ু: সুবর্ণকারান্নং যশক্ষণাবকর্তিন: ॥” ( মন্ত্র ৪ । ২১৮) রাজ্যভিষেক ( পুং ) রাজ্ঞ: অভিষেক: ৬তৎ। রাজাদিগের অভিষেক । রাজগণ যথাবিধানে অভিষিক্ত হইয়। রাজদণ্ড গ্রহণ করিতেন । এই অভিষেক অতিশয় সমারোহের সহিত অনুষ্ঠিত হইত। এই অভিষেক প্রণালী অতি সংক্ষিপ্তভাবে আলোচিত হইল। রামায়ণ, মহাভারত প্রভূতিতে দেখিতে পাওয়া যায়, রাজ রাজদণ্ড গ্রহণ করিবার পুৰ্ব্বে যথাশাস্ত্র অভিষিক্ত হইতেন। বিষ্ণুধৰ্ম্মেত্তের, অগ্নিপুরাণ ও দেবপুরাণ প্রভৃতিতেও এই অভিষেক-প্ৰণালী দৃষ্ট হয়। মমৃতে লিখিত আছে যে, ব্রাহ্মণগণ ক্ষত্রিম্বদিগকে যথাবিধানে অভিষিক্ত করি দিতেন, এই অভিষিক্ত ক্ষত্রিয় স্বায়ামুসারে সমস্ত প্রজাদিগকে রক্ষণাবেক্ষণ করিতেন । এাজ পালন করাই অভিষিক্ত ক্ষত্রিয়ের প্রধান ধৰ্ম্ম । "ব্রাহ্মং প্রাপ্তেন সংস্কায়ং ক্ষত্রিয়েণ যথাবিধি । সৰ্ব্বস্তান্ত যথাস্থায়ং কর্তব্যং পরিরক্ষণম্।।” (মধু) ব্রাহ্মং সংস্কারং ব্রাহ্মণৈ: কৃতমভিষেকং ( কুলুক ) অভিষেকের কাল—এই অভিষেক উত্তম দিন দেখিয়ু৷ করিজে হইত, অদিনে বা কুক্ষণে এই অভিষেক বিশেষ নিধিদ্ধ । বিষ্ণুধৰ্ম্মোন্তরে লিখিত আছে যে, হঠাৎ ঘদি রাজার মৃত্যু হয়, এবং তৎপরেই যদি অভিষেকের কাল ন৷ থাকে, তাছা হইলে যিনি রাজদণ্ডগ্রহণের অধিকারী, তাছাকে সামান্ত ভাবে অভিষেক করিতে হইবে। "মৃতে রাঞ্জি ন কালনিয়মোছত্র বিধীয়তে” (ৰিকুধৰ্ম্মোত্তর) চৈত্রমাস, পৌষমাদ, ভাদ্রমাস, মলমাস এবং বর্ষ ঋতুতে অভিষেক নিষিদ্ধ। শনি, রবি ও মঙ্গল ভিন্ন বারে ; চতুর্থ, ; [ ৩৯৮ ] রাজাভিষেক ও নবমী ভিন্ন তিথিতে এবং শ্রবণ, অশ্বিনী, পুষ্য ও জ্যেষ্ঠ। নক্ষত্রে রাজ্যাভিষেক প্রশস্ত । অভিষেকের দ্রব্যাদি—মন্ত্রী, পুরোহিত, দৈবজ্ঞ ও কতিপয় প্রজ, যজ্ঞীয় বেদী, মুবৰ্ণকলস, চতুঞ্চোভিজ্ঞ পুরোহিত ব্রাহ্মণ ; পাৰ্ব্বত্যমৃত্তিক, বল্মীক মৃত্তিকা, গজদন্তমৃত্তিকা, সরোবর, হ্রদ, দেবালয়, ইম্রালয়, রাজ প্রাঙ্গণ, সমুদ্রসঙ্গম, নদীসঙ্গম, নদীকুল, বেশুদ্ধিার, গঙ্গবন্ধনস্থান, অশ্ববন্ধনস্থান, গোষ্ঠ ও রথচক্র এই সকল স্থানের মৃত্তিক; পঞ্চগব্য, ভদ্রাসন; সুবৰ্ণ, রজত, তাম্র ও মৃত্তিক নিৰ্ম্মিত কলস ; তাহাতে যথাক্রমে স্থত, দুগ্ধ, দধি ও জল পুর্ণ থাকিবে ; মধু, কুশ, সহস্র ছিদ্রযুক্ত কলস, সকল প্রকার মুগন্ধ দ্রব্য, সৰ্ব্ব প্রকার বীজ, পুষ্প, মাল্য, ফল, নবরত্ন, নদী জল, সরোবরঞ্জল,কুপজল, চতুৰ্দ্দিকৃস্থিত চতুঃসমুদ্রের জল, তদভাবে গঙ্গাজল, নিঝ রজল, ছত্রধারী, চামরধারী, বেত্ৰধারীদিগের নানাপ্রকার বাস্ত, সৰ্ব্বৌষধি, মহৌষধি, গীরিবৃক্ষের শাখা, দর্পণ,স্কৃতকুন্তু, উষ্ণায, শুভ্ৰবস্ত্র, নানাপ্রকার অলঙ্কার ও অস্ত্র, বিষ্ণু ও ব্রহ্মপুজার দ্রব্য, অষ্ট্রপট্ট, বৃষাদি সপ্ত প্রকার পশু, অশ্ব, হস্তী, রণ, দানার্থ, গাভা, তিল, স্বর্ণ, রৌপ্য, দুগ্ধ, দধি, স্থত, মোদক, মহাদানের দ্রব্য, সাঙ্গলিক দ্রব্য, বাণ, ধনু, খড়গ ও হোমের দ্রব্যাদি অভিযেকের পুৰ্ব্বে এই সকল দ্রব্য আহরণ করিতে হয়। অথৰ্ব্ববেদের গোপথব্রাহ্মণে রাজাভিষেক-পদ্ধতি অভিহিত হইয়াছে—“অথ রাজ্ঞোহভিষেকবিধিং ব্যাখ্যাস্তামো বিম্বপ্রভূতান সম্ভারসম্ভারান সস্তৃত্য ষোড়শ কলসান্‌ ষোড়শ বিধানি বন্মকন্ত চ স্মৃত্তিকামিত্যাদি ” ( গোপথব্রাe ) পৌরাণিক যে অভিষেক পদ্ধতি প্রচলিত আছে, এই অথৰ্ব্ববেদোক্ত পদ্ধতির সহিত উহার মিল দেথা যায়, অতএব প্রচলিত পৌরাণিক পদ্ধতিই বর্ণিত হইল । পূৰ্ব্বোক্ত দ্রব্য সকল আয়োজন করিয়া রাজা শুভদিনে ও শুভক্ষণে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশু ও শূদ্র এই চতুৰ্ব্বিধ প্রজাস্বারা অভিষিক্ত হইবেন । অভিষেকের দিন স্থির হইলে তাহার পুৰ্ব্বে কোন এক শুভদিনে রাজ পুরোছিতের দ্বারা ঐশ্রী’ নামক শাস্তির অনুষ্ঠান করিবেন। নিম্নোক্ত প্রণালী অনুসারে ঐস্ত্রীশাস্তি করিতে হয় । পুরোহিত অভিষেকের পূর্কে কোন এক শুভদিনে যথাবিধানে মাস, পক্ষ ও তিথ্যাদির উল্লেখ করিয়া ‘রাজাক্তিষেকাঙ্গভূতামৈন্ত্ৰীং শান্তিমহং করিধ্যামি এইরূপ সঙ্কল্প করিবেন। পরে গণপতির পুঞ্জ করিয়া হোত, আচার্য, ব্ৰহ্মা ও সদস্ত এই চতুৰ্ব্বিধ ঋত্বিককে বরণ কল্পিৰেন। অনস্তর কতকগুলি কুশা লইয়া ঔষধাৎ দাতু পৰ্ব্বং মুন্ত্রে ঐ কুশার মূলদেশ ত্যাগ