পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজাভিষেক [ లిసిన ] রাজাভিষেক করিয়া কিঞ্চিৎ উপরিভাগে ছেদন করিবেন । তদনন্তর "গ্রীষ্মন্তে ভূমে বর্ষাণি’ ইত্যাদি মন্ত্রে ভূমিকে প্রণাম করিয়া যথাবিধানে বেদী নিৰ্ম্মাণ করিতে হইবে । বেদীর মধ্যে কুণ্ড বা স্থগুিল প্রস্তুত করিয়৷ এই বেদীর উপর আর একটা মহাবেদী প্রস্তুত করিতে হয়। ঐ মহাবেদীর মধ্যে "ঐধাস্তে ভুমে বর্ষাণি’ ইত্যাদি মন্ত্রপাঠ করিয়া গৰ্ত্ত করিতে হয়। ঐ গৰ্ত্ত পুনৰ্ব্বার, যথাবিধানে মন্ত্রপাঠ করিয়া অন্ত মৃত্তিক দ্বারা পুরণ করা বিধেয় । এই মহাবেদীর উপর বালুক বিস্তৃত করিয়া স্থগুিল প্রস্তুত করিতে হয়। এই স্থগুিলে যথাবিধানে রেখাদি করিয়া তাহার সংস্কার বিধেয় । এই সকল কাৰ্য্য বৈদিক মন্ত্র পাঠ করিয়াই করিতে হয়। বাহুল্যভয়ে মন্ত্র সকল লিখিত হইল না, কোন কোন স্থলে মন্ত্রের প্রথমাংশ মাত্র উদ্ধত হইল। পরে এই স্থণ্ডিলে অগ্নিসংস্কার করিয়া তদনন্তর প্রজ্বলিত অগ্নির ঈশানকোণে একটা সুবর্ণনিৰ্ম্মিভ কিংবা রজতনিৰ্ম্মিত বা তাম্রনিৰ্ম্মিত জলপুর্ণ কলসস্থাপন করিয়া তাহা গন্ধ, পুষ্প, সৰ্ব্বৌষধি, দুধ, পঞ্চপল্লব, পঞ্চস্বরূ, ( পঞ্চক যায় ) পঞ্চগব্য, পঞ্চামৃত, সপ্তপ্রকার মৃত্তিক, ফল, পঞ্চরত্ন, সুবর্ণ ও যুগ্ম বস্ত্র এই সকল দ্রব্য দ্বারা যুক্ত করিতে হইবে । এই সজ্জিত কলস যবপুঞ্জ বা তণ্ডুলপুঞ্জের উপরে স্থাপন করিতে হয় । ইহার সম্মুখে অগ্নির পুর্ব্বভাগে গোচৰ্ম্মপরিমিত স্থান গোময় দ্বারা লিপ্ত ও তাহাতে এক অচ্ছিন্ন বস্ত্র পাত্তিত করিয়া তদুপরি পঞ্চবর্ণগুড়ির দ্বারা অষ্টদলপদ্ম অঙ্কিত করিতে হয়, এই পদ্মের মধ্যে সুবর্ণনিৰ্ম্মিত ইন্দ্র প্রতিম প্রতিষ্ঠা করিয়া যথোপযুক্ত উপুচার দ্বারা যথাবিধানে পুজা করিতে হয়। পুঞ্জা সমাপ্ত হইলে যজমান সমিধগ্রহণপূর্বক পঞ্চাছতিপ্রদান করিয়া ব্রহ্মস্থাপন কল্পিবেন । ব্রহ্মস্থাপনের পর ছেত্তি যথাবিধানে হোমাদি করিবেন। এইরূপে শাস্তিকাৰ্য্য সমাপ্ত হইলে রাজা পত্নীর সহিত উপবিষ্ট হইবেন এবং কুটুম্বসমূহ তাহাকে বেষ্টন করিয়া বসিবেন। তৎকালে উপবিষ্ট রাজাকে পুরোহিতগণ শাস্তিকলসস্থিত জলদ্বারা অভিষেক এবং পরে আশীৰ্ব্বাদ করিবেন। রাজাভিষেক পদ্ধতিতে এই অভিষেক ও আশীৰ্ব্বাদের বহুতর মন্ত্র আছে, বাহুল্যভয়ে ঐ সকল মন্ত্র লিখিত হইল না, এইস্থলে সামান্ত ক্রমমাত্র প্রদর্শিত হইল । রাজা অভিষেকের পর সব্বাঙ্গে সৰ্ব্বৌষধি লেপন করিয়া পবিত্র জলে স্নান করিবেন । পরে শুভ্ৰবস্ত্র ও শুভ্ৰমাল্যাদি পরিধানপুৰ্ব্বক সপত্নীক হইয়া আচাৰ্য্য ও পুরোহিতদিগকে নমস্কার এবং তাহাদিগকে বিবিধ দানম্বারা পুঞ্জ করিবেন। এই সময় নানা প্রকার মহাদানের বিধান আছে । এইরূপে ঐশ্রীশাস্তির অনুষ্ঠান করিয়া প্রকৃত দিনে রাজাভিষেকের অনুষ্ঠান করিতে হয়। অভিষেকের পুশ্নদিন রাজা উপবাস করিয়া থাকিবেন। পরে অভিষেকদিনে রাজা প্রাতঃস্নান ও সন্ধ্যাবন্দনাদি প্রাতঃকৃত্য সমাপন করিয়া অভিষেকমণ্ডপে উপস্থিত হইবেন। রাজ শুভ্ৰবস্ত্র ও মাল্যাদি-ভূষিত হইয়৷ পূৰ্ব্বাভিমুখে উপবেশনপূর্বক দেবত ও ব্রাহ্মণকে প্রণাম করিয়া মাস, পক্ষ ও তিধ্যাদির উল্লেখপুৰ্ব্বক “সকলরাষ্ট্রবগুভাকামঃ অহং সাম্বৎসরপুরোহিতাভ্যামাত্মানমভিষেচয়িযো’ এইরূপে সঙ্কল্প করিবেন। সঙ্কল্পের পর গণেশাদি দেবতার পূজা করিয়া সাম্বৎসর (দৈবজ্ঞ ) ও পুরোহিত প্রভৃতিকে বরণ করিয়া দিবেন। এই সময় চতুৰ্ব্বেদী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশু ও শূদ্র প্রভৃতি প্রধান প্রধান ব্যক্তিদিগকে মান ও দানাদির দ্বারা সৎকার করিয়া নিকটে বসাইবেন । পুরোহিত বেদীমধ্যে উপবেশন করিয়া যবপুঞ্জের উপর নবকলস স্থাপন করিয়া তাহা তীৰ্থজলাদি দ্বারা পূর্ণ করিবেন। এই সকল কলস মধ্যে সব্বৌষধি, সৰ্ব্বগন্ধ, সৰ্ব্বরত্ন, সৰ্ব্ব প্রকায় বীজ, ফল, গীরিবৃক্ষের শাখা ও ক্ষরিণীলতার পল্লব দিতে হইবে। এই নবকলসের সমীপে একট পঞ্চগব্যপূক্ত জলপরিপূর্ণ মুত্তিকাকলস, একটা ঘূতপূর্ণ সুবর্ণকলস, একটা দুগ্ধপূর্ণ রৌপ্যকলস, একটা দধিপূৰ্ণ তাম্রকায়, এবং মধুপুর্ণ মুস্তিককলস, তৎপাশ্বে কুশোদক পুর্ণ মৃত্তিকাক লল, শতচ্ছিদ্র গু. সুবৰ্ণ কলস; নদী দল, সরোবর জল, কুপজল এবং চ : সমুদ্র জল এই সকল জলপূর্ণ কলসও রাখিতে হইবে। কলস সকল উচ্চতায় ১৬ অঙ্গুলির কম হইলে হইবে না। এই সকল দ্রব্যসম্ভারের মায়োজন করা হইলে পুরোহিত আপৰ্ব্বণ গৃহোক্ত প্রণালী অবলম্বন করিয়া যথাবিধানে হোম কৱিবেন এবং হুতশেষ ঐ সকল কলসে রাথিয় দিবেন। রাজা পুরোহিতের দক্ষিণভাগে দৈবজ্ঞ, সদস্য ও মন্ত্রী প্রভৃতির সহিত উপবিষ্ট হইয়া থাকিবেন । হোমকালে যদি কোন দুলক্ষিণ দেখিতে পাওয়া যায়, তাহার ও শান্তি করা আবশুক । এইরূপে প্রধান হোম সমাপ্ত হইলে ঐন্দী শাস্তিতে যে সকল হোমের বিধি আছে, সেই সকল হোমের ও অনুষ্ঠান বিধেয় । হোম সমাপ্ত হইলে পর রাজা স্নানাদি দ্বারা শুদ্ধ হষ্টয়৷ পূৰ্ব্বকল্পিত স্নানশালায় গমন করিবেন । পুরোহিত ও দৈবক্স তখন তাহাকে নিম্নলিখিত প্রকারে অভিষেক করিবেন। পুরোহিত প্রথমে রাজার মস্তকে ‘সহস্রশীর্ষ ছত্যাদি ম{ে পৰ্ব্বভমৃত্ত্বিক। প্রদান, পরে কর্ণদেশে বঙ্গীক মুহিকা, ক্রমে