পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামদাস স্বামী [* 8१७ ] রামদাস স্বামী বাঈ তাছাকে বুঝাইয়। তাছার মত ফিরাইলেন। ইছার পর तिबांtझ्द्र प्रिन हिग्न इद्देश दियांएझ भत्रणाठेक भाॐकारण পুরোহিত রামদাসকে সাবধানে উচ্চারণ করিতে বলিলেন । রামদাস জিজ্ঞাসা করিলেন, ইহার অর্থ কি ? পুরোহিত বলিলেন, “শিব তোমার মঙ্গল করুন । তুমি সাবধান হও । এ পর্য্যস্ত এক ছিলে, এখন একটা গুরুভার তোমার উপর নিপতিত হইল।” এই কথা গুলিবামীর রামদাস সভামণ্ডপ হইতে পলায়ন করিলেন। কোথায় গেলেন সে দিন কেহ তাহার সন্ধান পাইল না। রামদাস পলায়ন করিয়া নাসিক জেলার অন্তর্গত তাকড়ী নামক স্থানে গমন করিলেন । তথায় একটা পৰ্ব্বতের গুছায় থাকিয়া উপাসনা করিতে লাগিলেন। তিনি দুই প্রহর পর্য্যস্তু পুরশ্চরণ করিতেন ; তাহার পর পঞ্চবট গিল্প। ভিক্ষা করিয়া শ্রীরামচন্দ্র কে নিবেদন করিয়া পরে অবশিষ্ট সময় ব্যাখ্যা, ভজন এবং কীৰ্ত্তন করিয়া কাটাইতেন। এখানে উদ্ধব নামে একট বালক তাহার শিষ্যত্ব স্বীকার করিয়াছিল। এখানে তিনি একটা স্বাদশবর্ষব্যাপী পুরশ্চরণ করিতে প্ৰবৃত্ত হইলেন। ইহা সমাপ্ত হইবার কিছু পূৰ্ব্বে, শ্রীরামচন্দ্র তাহাকে দেখা দিলেন, এবং পূৰ্ব্বকার অনুজ্ঞা স্মরণ করাইয় তাহাকে এষ্ট আদেশ করিলেন, রাজা শিবাজীকে সহায়তা করিবার জন্য তাঙ্কাকে এখন কৃষ্ণানদীর তীরে যাইতে হষ্টবে । পুরশ্চরণ সমাধা হইলে পর, রামদাস সমগ্র ভারতবর্ষ ও লঙ্কাদ্বীপ হইয়া নান তীর্থ দর্শন করিয়া পঞ্চবটীতে গমন করিলেন। তিনি ধৰ্ম্মব্যাখ্যা করিয়া ও কোন স্থানে শ্রীরামচন্দ্র ও হনুমানের মূৰ্ত্তি প্রতিষ্ঠিত করিয়া হিন্দুধৰ্ম্মের উন্নতিসাধন করাইলেন। ইহার পর তিনি জন্থক্ষেত্রে গিয় তাহার মাতা ও জ্যেষ্ঠ ভ্রাতার সহিত দেখা করেন এবং তাহাদিগকে র্তাহার ভ্রমণ বুক্তাস্ত শুনাইয়। পরিতৃপ্ত করিলেন । তৎপরে উদ্ধবকে সঙ্গে লইয়া কৃষ্ণানদীর অভিমুথে চলিলেন। ১৫৫৬ শকে (১৬৩৪ খৃষ্টাব্দে) রামদাস স্বামী পঞ্চবটী ছাড়িলেন। পথিমধ্যে, কএকটা প্রসিদ্ধ তীর্থ স্থান দর্শন করিয়া তিনি মাস্থলীতে আসিলেন, এবং এই স্থানটী তাছার বাসোপযোগী স্থির করিলেন। তিনি দিবাভাগে এখানে থাকিয়া স্নান ও পুজা করিড়েন, এবং রাত্রিতে জরাও * নামক পৰ্ব্বতে গিয়া ভগবানের ধ্যানে নিমগ্ন থাকিতেন । এইরূপে নানা যিজন বনে, গিরিগুহায় ও নদীতীরে গিয়া थानशाग्ननांग्न छौयन अङियाश्ङि कब्रिtङ जांशिtणन । uहै ত গুলাদি আনিতেন । ভোজন করিতেন । S DDDHH BBB BBD BBB DD BB B BBBD DBB BBB S XVI ᎼᎼᎼ সময়ে রাজা শিবাজী রায়গড়ে আগমন করেন । তথায় রামদাস স্বামীর মুখ্যাতি তাহার কর্ণগোচর হইয়াছিল । এই সাধু পুরুষকে দশন করিবার জন্ত তিনি সমুৎসুক ইষ্টলেন। তিনি চাপড় নামক স্থানে অবস্থিতি করেন শুনিয়া তথায় আসিলেন। সেই সময়ে চাপড়ের দেবমন্দিরে ধ্রুবচরিত্র উপলক্ষ করিয়া কথা হুইতেছিল। রাজা বিবেচনা করিলেন স্বামীজী তথায় উপস্থিত আছেন। কিন্তু সেখানে তাহাকে দেখিতে পাইলেন না । ষাছাহউক, রাজা ধ্রুৰেয় চরিত্র কথা শুনিতে লাগিলেন । এষ্ট কথা শুনিয়া তাহার প্রতীতি জন্মিল যে সদগুরুর নিকট হইতে মন্ত্র না লষ্টলে ধৰ্ম্মসাধন হইতে পারে না। তখন হইতে তিনি অতিশয় ব্যাকুল হইলেন। মনে আর শাস্তি পাইলেন না । কপী সমাপ্ত হক্টলে চাপড় হইতে প্রতাপগড়ে আগমন করিলেন । এখানে মহিষমৰ্দ্দিনী দেীর একটা মন্দির অাছে । এই মন্দিরে দেবীর সমক্ষে তিনি ধন্ন দিয়া বসিলেন এবং প্রার্থনা করিলেন যে, কোন সাধু পুরুষের তিনি শরণাগত হইবেন ? এই অবস্থায় রাজা নিদ্রাগত হইলেন, স্বপ্নে দেখিলেন দেবী তাহাকে বলিতেছেন যে, তিনি রামদাস স্বামীর নিকট গমন করিলে র্তাহার মনোরথ সিদ্ধ হইবে। দেবী ইহাও বলিলেন যে, উiহারই উপকার সাধন জন্য এই মহাপুরুষ ধরাধামে অবতীর্ণ হষ্টয়াছেন। শিবাজী প্রভাতে উঠির পুনরায় চাপড়ে গমন এবারও স্বামীজীর কোন সন্ধান পাইলেন না । প্রতাপগড়ে ফিরিয়া অসিলেন, কিন্তু তাছার মন কিছুতেই স্বস্থির হইল না। স্থানে স্থানে লোক পাঠাষ্টলেন, কিন্তু কেহই স্বামীজীর তত্ত্ব বলিতে পারিল না । রাজা পুনরায় দেবীর সমক্ষে ধয়া দিয়া রহিলেন । কিয়ৎক্ষণ পয়ে তাহার নিদ্রা আসিল । স্বপ্নে দেখিলেন যে, একজন মহাপুরুষ তাহার মস্তকে হাত দিয়া আশীৰ্ব্বাদ করিয়া বলিতেছেন, “বৎস ! আমার নিবাস গোদাবরীর তীরে, কিন্তু তোমার মঙ্গলসাধন জন্য আমি দেবতার আদেশে কৃষ্ণানদীর তীরে জালিয়া অৰস্থিতি করিতেছি। আমি এতদিন এখানে আসিয়াছি, কিন্তু তুমি श्राभाद्र मकान न ७ नाहे । शांझ इडेक, लांभि छनिग्रांछ्ि তোমার দেবতার প্রতি মচলা ভক্তি । এখম তোমার কর্তব্য এই যে, স্বেরূপ রাজ কাৰ্য্য করিতেছ সেই মত কল্পিতে থাক । কিন্তু, ধৰ্ম্মের প্রতি দৃষ্টি রাখিবে। এখন আর্য্যধর্শ্বের অতি হীনাবস্থা । যাহাতে তাহ উন্নত হয় তৎপক্ষে বিশেষ যত্ন করিবে ।” এইরূপ বলিয়। মহাপুরুষ অন্তর্হিস্ত হইলেন । নিদ্রা ভঙ্গ হইলে, শিৰাজী স্বপ্রবৃত্তাগুটী মনোমধ্যে আলোচনা করিতে লাগিলেন। তিনি বুঝিতে পারিলেন ষে এই করিলেন ।