পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামদুলাল সরকার কর্ণাটক রাজ্যের নগুও দুর্গের স্থায় ইহাও একটা দুর্ভেদা তুর্গ বলিয়া গ্রসিদ্ধ। মহারাষ্ট্র-অভূখানের প্রারম্ভেই এই দুর্গ মহারাষ্ট্রঞ্জাতির হস্তগত হয়। পরে পেশবাগণ এই দুর্গ বর্তমান তুর্গাধিকারীর কোন পূৰ্ব্বপুরুষের ছন্তে অর্পণ করিয়া ৰান। ১৭৫৩ খৃষ্টাবে, রাজস্বের পরিমাণ অনুসারে এখানকার সর্দারগণ মহারাষ্ট্র-সরকারে ৩৫৯ জন আশ্বারোহী সেনা দিয়া সাহায্য করিতে বাধ্য ছিলেন। ১৭৭৮ খৃষ্টাম্বে ঐ নিয়ম পালিত হয়। পরে হাইদার আলী দুর্গ অধিকার করিয়া লন । ১৭৮৪ খৃষ্টাধে টিপুসুলতান পুৰ্ব্বনিয়ম ভঙ্গ করিয়া সাহায্যকারী সৈন্তসংখ্যা বৃদ্ধি করিয়া দিতে আদেশ করেন। দুর্গাধিকারী তাহার আদেশ উল্লঙ্ঘন করায় তিনি গোলাবর্ষণ দ্বারা দুর্গ জয় করিয়াছিলেন এবং ৭ মাস আলরোধের পর নগু ও ফুৰ্গেশ্বর বেঙ্কটরাওকে বন্দী করিয়া আনিয়াছিলেন । ১৭৯০ খৃঃ অঃ শ্রীরঙ্গপত্তনের অধঃপতনের পর বেঙ্কটরা ও মুক্তিলাভ করেন s পেশবাকর্তৃক দুর্গাধিকার প্রাপ্ত হন, পরে রামরাও ২৬••• টাকা রাজস্বের ভূমিসহ রামগড় দুর্গ লাভ করিয়াছিলেন। ১৮১৯ খৃষ্টাব্দে পেশব বেঙ্কটরাও ও নারায়ণ রাও নামক রামরাওর দুই পুত্রের মধ্যে উক্ত সম্পত্তির নূতন বন্দোবস্ত করিলেন। ১৮১৮১৯ খৃষ্টাব্দে পেশবা-শক্তির সম্পূর্ণ হ্রাস হুইলে আর একট বন্দোবস্তসূত্রে তাহার অধিকার অক্ষুণ্ণ ৰুtথ হইয়াছিল । ১৮৮১-৮২ খৃষ্টাব্দে এথানকার ব্রাহ্মণজাতীয় সঙ্গার পুত্র নাবালক থাকায় ইংরাজরাঙ্গ তাহার রাজ্যশাসন ভার গ্রহণ করেন । দক্ষিণাত্যবিভাগে ইনি একজন প্রথম শ্ৰেণীয় সর্দার বলিয়া গণ্য। ইহার সৈন্তসংখ্যা ৫৩ শত জন। ইহায় দত্তক গ্রহণে অধিকার আছে। tল সরকার ( কোড়ীয়া), কলিকাতাবাদী জনৈক १नाफ़ा दाख् ि। कजिकडिांद्र छेख्द्रशूलं ॐक%४ मममभद्र নিকটবর্তী রেকৃঞ্জানি গ্রামে দে বংশীয় কায়স্থকুলে রামদুলালের জন্ম। তাছার পিতা বলরাম সরকার তথাকার গ্রাম্য পাঠশালার গুরুমহাশয় ছিলেন । দরিদ্রতার গভীর গর্ডে নিমজ্জিত ৰাকিয় তিনি স্বীয় অদৃষ্টবশে ঐশ্বৰ্য্যখ্যাতির তুঙ্গশিখরে আরোহণ করিয়াছিলেন। প্রথমঞ্জীবনে দে মহাশয় দুলাল সরকার বলিয়। পরিচিত ছিলেন । ১৭৫১-৫২ খৃষ্টাব্দে বগীর উপদ্রবে উত্ত্যক্ত হইয়া বলরাম সন্ত্রীক বাসভূমি পরিত্যাগপুৰ্ব্বক পলায়ন করেন। বলরামের পত্নী গর্ভিণী ছিলেন। পথপৰ্য্যটনক্লেশে ক্রমশঃ তাহার প্রসব বেদন উপস্থিত হয় । কালবশে নির্জন প্রাস্তরের ৰূক্ষচ্ছায়াস্তে বাঙ্গালার ডাৰী ক্রোড়িয়ালু জন্মগ্রহণ করেন। [ 8१S ] রামদুলাল সরকার ब्रामझुगाण दंगाकोप्गहे लिङ्माछूशैन श्न। छैशब्र মাতামহী বালকের ভরণপোষণ ভার গ্রহ করেন। এক সময়ে তাহার মাতামহীকে কখন ভিক্ষাবৃত্তি’দ্বার, কখন উপदiश् झद्रिप्र। यतः १न ३। श्लिौद्धि बणिषन कब्रिध्र। मिमिमं উদরায়ের সংস্থান করিতে হইয়াছিল। অবশেষে তিনি ৰছ আমাসের পর, কলিকাতা নিমতলাবাসী বিখ্যাত বণিকু মদমমোহন দত্তের বাটতে পাচিকার-কায্যে নিয়োজিত হুম। ধনীর অতুল ঐশ্বৰ্য্যের মধ্যে পাচিকার সহিত তাছার দৌহিত্রও আশ্রয় পাইল । এতদিনের পর, ভগবানের কৃপায় তাহাদের অন্নকট বিদূরিত হইল। মদনবাবু স্বীয় পুত্ৰগণের সহিত বালক রামদুলালেরও শিক্ষার বন্দোবস্ত কল্পিয়া দিলেন । বিদ্যাভাসে রামদুলালের অধ্যবসায় দেখিয়া পিতার নিকট লাঞ্ছিত হইবার ভয়ে মদনবাবুর পুত্রগণ তাছার সহিত বিরূপ আচরণ করিতে লাগিল। মঙ্গলবাবু এ বিষয় অবগত হইয়া এই অনাথ বালককে নিরাপদ রাখিবার জন্য স্বীয় আপিলে লইয়া গিয়া বসাইয়। রাখিতেন । এই সময়ে রামদুলাল সীমান্ত মাত্র বাঙ্গাল এবং জাহাজের কাপ্তেন, মেট, মালিম্ প্রভৃতির সহিত কথাবার্তা কহিবার উপযোগী ইংরাজী ভাষা আয়ত্ত্ব করিয়াছিলেন । এই আপিসে পদার্পণ হইতেই তাছার অদৃষ্টাকাশ পরিষ্কার হইতে থাকে। আপিসে অবস্থানকালে রামদুলালের সর্বজনপ্রীতিকর আচরণে মুগ্ধ হইয়। মদনবাবু তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হন । তিনি দরিদ্র সন্তানকে বৃথা বসাইয়া রাখিয়া সময় ক্ষেপের পরিবর্কে মাসিক ৫ টাকা বেতনের বিল-সরকারের পদে তাহাকে নিযুক্ত করেন। এই কাৰ্য্যে স্বীয় প্রভূর মনোরঞ্জন করিয়া অত্যন্ন কাল মধ্যেই তিনি স্বীয় কৃতকশ্বের পুরস্কার স্বরূপ ১০ টাক। বেতনে সিপ সরকারের পদ লাভ করেন। এই সময়ে তাহাকে একবার কোন বিশেষ*কার্য্যের জন্য আপন afară la gă al Messrs Tulloh & Co, fiinţii श्रृंह উপস্থিত থাকিতে হয়। ঐ সময় একখানি জলমগ্ন জাহাজের আমূল ইতিবৃত্ত অবগত न ह्हेंग्रां७ अ*िन भनद्र ८५ग्रांप्ण »8 झांखांद्र ऐांकाइ मै श्वानि ক্রয় করিয়া ফেলিলেন। রামদুলাল যে কার্ধ্যের অভ প্রভুর নিকট হইতে টাকা আনিয়াছিলেন,তাহাতে সেই টাকা ভুক্তান না দিয়া, প্রভুর বিনায়ুমতিতে সেই টাকা দিয়া এক অভিনব णtएडग्न गन्श्रखि ५द्रिन कब्रिtणम । ठथन किमि श्रीष्मी छांनिष्ठ পারেন নাই যে, এরূপ কার্য্যে তাহার লাভ বা ক্ষতি কি হইবে, অথবা তাহার গ্রন্থ তীখৰে বিৰূপ লাংনা করিবেন। বাগ্যে: