পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামপ্রসাদ রায় এক একটী পার্শ্বনাথ মুৰ্ত্তি খোদিত। এতদ্ভিন্ন এখানে স্থানে স্থানে অনেক পাশ্বনাথ মুৰ্ত্তি পড়িয়া রছিয়াছে। মন্দিরের অনেকাংশের খিলানদি ভগ্নাবস্থায় পতিত, কতক বা ধ্বস্ত হইয়া গিয়াছে। " প্রতিবৎসুর চৈত্র ও আশ্বিন মাসে এই মন্দিরের সন্মুখে একটা মেলা বলে। প্রায় ১• সহস্ৰাধিক লোক এই উৎসবে সমবেত হইয় থাকে। রামপুগ (পুং ) রাম রমণীয়ঃ পূগঃ । গুবাকবিশেষ, পৰ্য্যায়— কামান, মুনিপুগ, মুরেবট। (ত্রিকাশ ) রামপূৰ্ব্বতাপনীয় (রা) রামতাপনীয় উপনিষদের পৃষ্ঠাংশ। রামপ্রসাদ, তিথিনির্ণয়, যজ্ঞসিদ্ধান্তসংগ্রহ ও রত্নাকরীধিতি স্নচল্পিতা । রামপ্রসাদ তর্কালঙ্কার, বৈষম্যকৌমুদী নামে অমরকোষ টীকা প্রণেতা । রামপ্রসাদ তর্কবাগীশ (পুং ) একজন বিখ্যাত পণ্ডিত । রামপ্রসাদ রায় (লালা), একজন প্রতিষ্ঠাপন্ন বৈদ্ধসন্তান । ৱেদগর্ভ সেনের প্রথম পুত্র নীলকণ্ঠ সেন জপসা গ্রামে বাস করেন। তাহার ৪র্থ স্থানীয় গোপীরমণ সেনঙ্গ নবাবসরকারে খাসতহলীলদার ছিলেন, এজন্য তিনি “খাসনবীদ” উপাধি লাভ করেন। তঁহরে যপ ক্রমে ছয়পুর জন্মগ্রহণ করে, তন্মধ্যে ২য় পুত্র কৃষ্ণরাম না ওরার দেওয়ান ও ৪র্থ পুত্র রামমোহন চাদপ্রতাপ মহালের তত্ত্বসীলদারী কার্য্য করিয়া যথাক্রমে দেওয়ান” ও “ক্রোড়ী’ উপাধি লাভ করেন। ( ইষ্টইণ্ডিয়। কোম্পানীর ৫ম রিপোর্ট ঢাকা ) কৃষ্ণরাম অল্পকাল কাৰ্য্য করিয়াই গতায় হন ৷ ‘ তাহার তিনপুর, ১ দুর্গাপ্রসাদ ২ রামপ্রসাদ ৩ রুদ্রমণি । - কৃষ্ণরামের পর বেদগৰ্ভবংশে রাজবল্লভই এই সময় ঢাকার কানুনগোয় সেরেস্তা অতিক্রম করিয়া নাওরার মোহরের পদে নিযুক্ত হন। পরে নবাবের দেওয়ান ও মন্ত্রিসভার সভ্যপদ পৰ্য্যস্ত প্রাপ্ত হইয়াছিলেন। তৎকালের প্রচলিত রাজবিধিমতে উচ্চবংশের লোকেই প্রধান কার্য্যে নিযুক্ত হইতেন, এ কারণ মহারাজ রাজবল্লভ ঘথন নাওয়ার পেস্কারপদে নিযুক্ত হন, সেই সময় তাহাকে ও ঐরূপ নিদর্শন দেখাইবার चांख्र श्छ। ब्राणदल्लङ छांछिडांठl.८म ऽब्रांन झरुः ब्राम ब्रांरब्रब्र টুলনন্দ ও ৰাদশাহদত্ত দেওয়tলী 籍 দেথাইল্প ঐ কার্য্যে প্রবেশ লাভ করেন। এই সময় রাম প্রসাদ রাজীভর পূৰ্ব্বপদ নাওয়ার মোহরের কার্ধ্য পাইলেন ।

  • भि: विडग्रेिण कुठ बांधग्नभश्च देठिहांtण ¢**ीब्रभ१ ७ ऊषूवरौद्र एग्ननां५

ফ্লায়ের নাম উল্লেখ আছে । XVI 岛 [ ৪৯৩ ] রামপ্রসাদ রায় অতঃপর যে সময়ে রাজবল্লভ হুসেন কুলী খায় সহকাfরমন্ত্রিপদে নিযুক্ত হন, সেই সময়ে রামপ্রসাদ মুর্শিদাবাদের নবাবের পেস্কারের পদে নিযুক্ত হইয়া ঢাকা হইতে তথায় চলি যান। রামপ্রসাদ এই সময়ে “ললি” উপাধি প্রাপ্ত হন। নিজামত সেরেস্ত হইতে র্তাহার যে ঐ উপাধি লাভ হইয়াছিল তাহার এইরূপ পরিচয় পাওয়া যায়। হলেনকুলী খার মৃত্যুর পর যখন রাজবল্লভ মুর্শিদাবাদে নিকাশ দাখিল জন্ম নিযুক্ত হন, তখন তিনি দাম প্রসাদের নিকট দেওয়ানী খালি থাকিবার কথা অবগত হইয়াছিলেন এবং তাছারই পরামর্শে নবাব নাজিমের সহিত সাক্ষাৎ করিয়া অভীষ্টসিদ্ধির পথ পরিস্কার করিয়া লন। এ সম্বন্ধে yউমাচরণ কানুনগে। শ্রেণী ত রাজবল্লভের জীবনচরিত হইতে কতকাংশ উদ্ধৃত হইলে : “পরে বিক্রমপুর জপসানিবাসী লাল রামপ্রসাদ সেন, যিনি জ্ঞাতিত্ব সম্পর্কে,রাজবল্লভের ভ্রাতু পুত্র,অথচ মুর্শিদাবাদনবাবসরকারের একজন কৰ্ম্মচারী ছিলেন । তিনি দে ওয়ান রাজবল্লভের মুর্শিদাবাদে আগমনবাৰ্ত্ত পাইয় তাহার সহিত সাক্ষাৎ করিলেন। উভয়ের স্ব স্ব দৈহিক কুশলসংবাদ জিজ্ঞাসান স্তর প্রসঙ্গ ক্রমে দেওয়ান রাজবল্লভ মুর্শিদাবাদের নবাবসরকারের বর্তমান অবস্থ জিজ্ঞাসা করিলে রাম প্রসাদ সেনের দ্বারা নবাবসরকারের আর আর অবস্থা এবং দেওয়ানী পদ অবসর থাকাতে তৎকর্মের ভার নায়েব ফোলদার সাহামতঙ্গঙ্গের প্রতি অৰ্পিত থাক। প্রভৃতি সমুদায় বৃত্তান্ত অবগত হন। সে যাহা হউক, পরে * * * * রাম প্রসাদ সেনের পরামর্শানুসারে স্বীয় কৰ্ম্মোদ্ধার মানসে প্রথমত নবাবনাজেমের সহিত সাক্ষাৎ করিয়া নানা কৌশলে নায়েবনাজেম বাহাদুরের নিকট কিঞ্চিং প্রতিপন্ন হইলেন।” পরে দেখা যায়, রাজবল্লভ ঐ পদ প্রাপ্ত হইয়া রামানন্দ সরকারকে সেরেস্তাদারী, ভ্রাতু-পুত্র রায় মৃত্যুঞ্জয়কে না ওরার দেওয়ানী এবং কনিষ্ঠ পুত্র কৃষ্ণদাসকে খালাসার দেওয়ানী কৰ্ম্মে নিযুক্ত করেন। এ ছাড়, রামপ্রসাদ সেনকে তিনি আপনার পরিষদ করিবার বাসনায় নবাবসরকারের কপী হইতে ছাড়াইয়া স্বকীয় মন্ত্রিত্বে নিয়োগ করিয়াছিলেন। ইহাতে স্পষ্টই বোধ হয়, রাজবল্লভ হুসেনকুলী থার মৃত্যুর পর নিবাইল মহম্মদের সহকারিপদ প্রাপ্ত হইয়। মুর্শিদাবাদে --دجيبتصـم سـامعـيـ. • “বিশিষ্ট অম্বষ্ঠশ্রেণী বসতির স্থান। * ফ্লপস মামেতে গ্রাম তথায় প্রধান । वैब्रभिधमांन ब्रां★ विश्वjाँठ छांशंtछ । বৈদ্যশ্রেষ্ঠ লাগাখ্যাতি गु॥ भिजांभाठ ॥” yামগতি রাজপ্রীত মাতিরিচত্রিক।