পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামশাস্ত্রী আরও লিথিয়াছেন— “তার মুখ দেখে মুখ ঢেকে র্কাদিলাম সঞ্জনি। অনায়াসে প্রবাসে গেল সে গুণমণি ॥” ইত্যাদি । ইনি ৪২ বৎসর বয়সে পরলোকগমন করেন। [কবি দেথ ।] রামবাজপেয়িন (পুং) জনৈক পদ্ধতিকার। কুওমণ্ডপসিদ্ধিরচয়িত বিটুঠল দীক্ষিত ও শূদ্রধৰ্ম্মতত্ত্বগ্রণেতা কমলাকর ভট্ট ইছার নামোল্লেখ করিয়াছেন। রামবাণ (পুং ) ইক্ষুভেদ রামবাণরস, আয়ুৰ্ব্বেদোক্ত রসোবধভেদ। রামবাণ (স্ত্রী) রাম রমণীয়া বীণ। বীণাবিশেষ। ‘কুন্ধী চ কচ্ছপ বীণা বাণ। তুমুল্ক নারদ । সারস্বতী কেলিকল রামবীণ কলাঞ্চিত ॥’ ( শব্দ রত্নাe ) রামব্ৰতিন (পুং ) ১ রামত্ৰতধারী। ২ ধৰ্ম্মসম্প্রদায়ভেদ। রামশঙ্কর, শূদ্রবিবেক প্রণেতা। ২ যন্ত্রচিন্তামণিটীকা সমরসায়বিবরণ রচয়িত । রামশঙ্কররায়, দীক্ষসেতু ও সারাৎসায়সংগ্ৰহক নামক তন্ত্র রামশর (পুং ) রামদ্য শর ইব । শরবৃক্ষভেদ, পৰ্য্যায় রামকান্ত, রামবাণ, রামেষু, অপৰ্ব্বদন্ত, দীর্ঘ, নৃপপ্রিয়। ইহার মূলগুণ— ঈষদুষ্ণ, রুচিপ্রদ, অমরস, কষায়, পিত্তকারক ও কফবাতমাশক । ( রাজনি• ) ২ রামচন্দ্রের বাণ । রামশৰ্ম্মন (পুং) উশাদিকোষ-রচয়িত। রামশরণ পাল, কর্তাভজা-মতগ্রবর্তক, আউলেটদের পর ইনি গদীতে অধিষ্ঠিত হন । [ কৰ্ত্তা ভঙ্গ। দেখ । ] রামশাক্সিন, নরহরিতীথের সন্ন্যাসাশ্রম গ্রহণ করিবার পুৰ্ব্ব নাম। ১২১৪ খৃষ্টাকে এই পণ্ডিতবরের দেহাত্যয় ঘটে। রামশাস্ত্রী, একজন মহারাষ্ট্রীয় পণ্ডিত। উপাধি পুৰ্ব্বণী । সাতারার নিকটবৰ্ত্তী মহোলীগ্রাম তাহার জন্মস্থান । সংস্কৃতশাস্ত্রে সম্যক্‌ বুৎপত্তিলাভার্থ তিনি যৌবনে পদার্পণ করিয়াই বারাণসী ধামে গমন করেন। এখানে শাস্ত্রালোচনায় তাহার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় । অবশেষে ১৭৫৯ খৃষ্টাৰে পুণানগরে পণ্ডিত বালকৃষ্ণ শাস্ত্রীর মৃত্যু ঘটিলে তিনি বারাণসী হইতে পুণায় অানীত এবং পেশব মাধবরাওর অtদেশে রাজকাৰ্য্যে ব্ৰতী হন । তিনি রাজদরবারস্থ শাস্ত্রিগণের মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ ছিলেন। সময় পেশ বা মাধবরাও রাজ কাৰ্য্য সম্পাদন করিতেন । মাধবরাও কোন সুবিজ্ঞ ব্রাহ্মণের নিকট যোগাভ্যাস कtछन । ७१भा ठिनेि अejांगदt* ८षाशमt झहेश्व पनिघ्नl আছেন, এমন সময় রামশাস্ত্রী তথা জালিয়া উপনীত হন। wo [ ৫১০ ] রামশিষ্য তাহাকে প্রবৃত্তিনিরোধপূৰ্ব্বক যোগাসনে উপবিষ্ট দেখিয়। রামশাস্ত্রী সেদিন সেস্থান পরিত্যাগ করিয়া চলিয়া যান। পরদিন প্রাতঃকালে বারাণসী যাইবার বন্দোবস্ত করিয়া তিনি পেশবাসকাশে রাজকাৰ্য্য হইতে অবসর গ্রহণের বাসন৷ জানাইলেন। মার্কাও স্বীয় অপরাধ স্বীকারপূৰ্ব্বক ক্ষমাপ্রার্থনা করিলেন এবং বলিলেন যে, তিনি এমন কোন গৰ্হিত কৰ্ম্ম করেন নাই যে ভদ্বার। তিনি ( শাস্ত্রী ) এরূপ বিরূপ হইয়াছেন । ইহার উত্তরে শাস্ত্রী বলিলেন যে, যে ব্রাহ্মণ শাস্ত্রামুমোদিত ক্রিয়াকাও হইতে অপস্থত হইয়া কৌশলপুৰ্ব্বক রাজসিংহাসনারোহণ করিয়াছেন, তাহার পুত্রনিৰ্ব্বিশেষে এঙ্গাপালনই উপযুক্ত প্রায়শ্চিত্ত। যদি তুমি এক্ষণে সে কৰ্ত্তব্য উপেক্ষা কর, তাছা হইলে এই মুহুর্তেই মসনদ পরিত্যাগপুৰ্ব্বক ধৰ্ম্মকৰ্ম্মে জীবন উৎসর্গ কর । শাস্ত্র যাহা শিক্ষা দেয়, আমিও তাহা সম্পূর্ণরূপে অমুমোদন করি । অতঃপর মাধবরাও তাছার পরামর্শদাতা অমাতjবর রামশাস্ত্রীর তিরস্বারের যাথার্থ্য উপলব্ধি করিয়া যোগাভ্যাস পরিত্যাগ করিতে কৃতসংকল্প হইলেন । রামশাস্ত্রী স্বদেশবাসীর উন্নতির নিমিত্ত অসাধারণ অধ্যবসান্সে যে সকল কাৰ্য্য সম্পাদন করিয়া গিয়াছেন, তাছা মনে করিলে, মনে স্বতঃই ভয় ও ভক্তির উদয় হইয়া থাকে । সন্ত্রান্ত ও ধনশালী ব্যক্তিগণ মন্দকার্য্য করিয়া তাছার ভয়ে ভীত হইতেন। তাহার বাক্যের গুরুত্ব ও সারবত্ত সকলেই বিশেষরূপে অক্ষুধাবন করিয়াছিল । অনেকে তাহাকে ধনলোভে প্রলোভিত করিতে চেষ্ট পান, কিন্তু তিনি এরূপ উদারপ্রকৃতির লোক ছিলেন যে কথনও কাহার নিকট কপদকও গ্রহণ করিতেন না। তাছার বেশভূষা বা আহারের কোনই বন্দোবস্ত ছিল না এবং তিনি কখনও সে অভাব অমুক্তৰ করেন নাই। নিত্য যাহ। জুটিত, তাহাহ তিনি আহার করিতেন । কখন আছাৰ্য্যের জন্য একদিন পূৰ্ব্বেও কিছু मश्विं বঞ্চিাতেন ন। শাস্ত্রে প্রকৃত ব্রাহ্মণের ষে সকল পালনীয় নিয়ম লিপিবদ্ধ হইয়াছে, তিনি তৎসমুদায়ের অসুবত্তী হইয়া দিনাতিপাত কল্পিতে সক্ষদ। সচেষ্ট থাকিতেন । তাহার পরামর্শ মতে অনেক [ মহারাষ্ট্র শব্দ দেখ । ] | রামশিক্ষা (দেশজ) যন্ত্রবিশেষ । ইহা মাঙ্গলিক কায্যে ব্যবহৃত হয় ৷ কীৰ্ত্তনকালে বৈষ্ণবগণ এই যন্ত্রের ব্যবহার করিয়া থাকেন । এই ধঃ তাম্র বা কাংস্যে নিৰ্ম্মিত হয়ে থাকে । রামশিলা, তীর্থভেদ। স্বন্দপুরাণের মানসখণ্ডে রাম শিলামাছাত্ম্যে ইহার বিস্তৃত বিবরণ আছে। রামশিষ্য, তৈত্তিরাষ্ট্রোপনিষঙ্গযুদ্রাপিকারচয়িত্ত।