পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৫৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রায়কোট [ ৫৩৯ ] রায়গড়

    • If i s often I (Sinapis ramosa) a fasta: fa”for otos (Judgment, order, decision) রায়, বোম্বাইপ্রেসিডেন্সীর ঠানাজেলার শালসেট উপবিভাগের অন্তর্গত একটা বন্দর। ইহা ঘোরবন্দর পরমিটের অস্তভূক্ত। রায়, পঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার একটা তহীল। ইরাবতী নদীর উভয়কূলে বিস্তৃত। ভূপরিমাণ ৪৭৬ বৰ্গ মাইল। ং উক্ত তস্থলীলের অন্তর্গত একটী গওগ্রাম ও বিচার দর। রায়ক, আসাম প্রদেশের গারোপাহাড় জেলার অন্তর্গত একটা গওগ্রাম। সোমেশ্বরী নদীতটে অবস্থিত। এখানে পুলিসের ফাড়ি আছে। এখানে মৎস্তব্যবসায়ীর বাসই অধিক । স্নায়ক, বোম্বাইপ্রদেশের রেরাকান্থা বিভাগের অস্তগত একটা ক্ষুদ্র সামস্ত রাজ্য । বর্তমান দুইজন সর্দারের অধিকারভুক্ত । ইহার বড়োদার গাইকোবাড়কে ১২০০ টাকা কর দিয়া থাকেন। রায়কোট, পঞ্জাব প্রদেশের লুধিয়ান জেলার জগর ওন তহসালের অন্তৰ্ভুক্ত একটা নগর। পূৰ্ব্বে ইহা একটা সমস্তরাজ্যের রাজধানী ছিল । অক্ষা • ৩**৩৯ উঃ এবং দ্রাঘি০ ৭৫’৩৫' পূঃ । এই নগরে ইতিহাস প্রসিদ্ধ রায়কোটের রায়বংশ রাজত্ব করিতেন। ইহার রাজপুত ছিলেন, পরে ইসলাম ধৰ্ম্ম গ্রহণ করেন। খৃষ্টীয় ১৪শ শতাপে ইঃাদের শোধাবীৰ্য্যখ্যাতি চতুদিকে ব্যাপ্ত হইয়া পড়ে।

১২২৩ খৃষ্টাব্দে এই বংশের প্রতিষ্ঠাত তুলসী দাস নামক জনৈক রাজপুত জয়শালমার হইতে ফরিদকোটে আসিয়া বাস করেন । তিনি ইসলামধৰ্ম্মে দীক্ষিত হইয়। শেখ-চাছু নাম গ্ৰহণ করিয়াছিলেন। র্তী স্থারই বংশধরগণ শাহজাহানপুর ও তালবনী নগর স্থাপন করিয়া আপনাদের প্রভুত্ব বিস্তার করিয়া যান। সম্রাট, আলাউদ্দীন (সৈয়দরাজ ১৪৪৫ হইতে ১৪৭৪ খৃঃ) উtহাদিগকে “রায়” উপাধি দেন। ১৬২ খৃষ্টাব্দে তাহার লুধিয়ান অধিকার করিয়। আপনাদের রাজ্য শাসন বিস্তার করেন। খৃষ্টীয় ১৮শ শতাকে তাহদের রাজ্যসীম শতদ্রুর পরপার পর্য্যন্ত বিস্তৃত হইয়াছিল। শিথশক্তির অভুত্থান ঘটিলেও এখানকার রায়রাজগণ খৃষ্টীয় ১৯শ শতান্ধের প্রারম্ভকাল পর্য্যন্ত আপনাদের রাজ্যাধিকার অক্ষুণ্ণ রাখিতে সমর্থ হইয়াছিলেন। ঐ সময় তাহারা হরিয়াণার বিখ্যাত বীর ও সৌভাগ্যাম্বেধী ইংরাজ যুবক জর্জ টমৃগের সাহায্য গ্রহণ করিয়াছিলেন। ১৮৯২ খৃষ্টাব্দে এপানকার শেষ স্বাধীন নরপতি রায় এলায়াস্ ইহলোক পরিত্যাগ করেন এবং তাছার মাঙ্গ নূর-উল-নিসার হস্তে রাজ্যশাসন क़ुॉग्न छर्छ कुछ । রায়গঞ্জ, ১৮০৬ খৃষ্টাব্দে মহারাজ রণজিৎসিংহ নাভা ও ঝিনাপতিকে পাতিয়ালারাজের বিরুদ্ধে সাহায্যার্থ শতদ্র অতিক্রম করিয়া রায়কোটে উপনীত হয়। তিনি রাণী নূর-উল-নিসাকে পরাজিত করিয়া তাহার রাজ্য স্বয়ং ও স্বীয় সহচরগণের মধ্যে বিভাগ করিয়া লন। রাণী নূরউলনিস রায়কোট এবং অপরাপর রাজবংশধরের সীমান্তু মাত্র জায়গীর প্রাপ্ত হম। ১৮৩১ খৃষ্টাকে নূরউলনিসার মৃত্যু হইলে রায় এলায়াসের বিধবা পত্নী* ভাগভারী সম্পত্তির উওরাধিকারিণী হন। ১৮৫৪ খৃষ্টাব্দে তাহার লোকা স্তরগমনের পল্প, ইংরাজ রাজের অনুমতি ক্রমে দওক পুত্র ইমামবক্স খ। “রায়" উপাধিসহ উক্ত সম্পত্তি লাভ করেন। রায়কোট ও মাল্লার রাজস্ব ব্যতীত তিনি ইংরাজগবর্মেটির নিকট হইতে বার্ষিক ২• • • টাক। মাসস্থার পাইয় থাকেন । রায়কোট্টই, মাঙ্গাজপ্রেসিডেন্সীর সালেম জেলার কৃষ্ণগিরি তালুকের অন্তর্গত একটা গওগ্রাম। অক্ষ ১২৩১ উঞ্চবং ? দ্রাঘি• ৭৮৫ পুং । ১৮৭৬-৭৮ খৃষ্টাব্দের ছুর্ভিক্ষ **, পেনসনভোগী সেনাবিভাগীয় উচ্চতম কৰ্ম্মচারিবৃন্দ এই নগরে সুখময় স্বাস্থ্যাবাস নিৰ্ম্মাণ করাহয়। বাস করিতেছিল। পরে মহামারীর ভয়ে অধিকাংশ অধিবাদী গৃহাদি পরিত্যাগপুৰ্ব্বক পলায়ন করে । এই নগরের উত্তরাংশে রায়কোট্টই গিরিদুর্গ প্রতিষ্ঠিত । উহ ‘বায়মঙ্গল’ যুগের একতম। সম্প্রতি উছাতে ইংরাক্সসেনাদল রক্ষিত হইয়াছে। এই দুর্গের পাশ্ব দিয়া স্বনামখ্যাত গিরিসঙ্কট। ১৭৯১ খৃষ্টাব্যে লর্ড কর্ণওয়ালিসের বিখ্যাত দক্ষিণাত্যযাত্রার সময় মেজর গাউড়ি এই স্থান অধিকার করেন । ১৭৯২ খৃ&াদের সন্ধি অমুসারে উহ। ইংরাজের অধিকারে আহসে । ১৭৯৯ খৃষ্টাব্দে গ্রীরঙ্গপত্তন অভিযানকালে জেনারল হারিসের অধীনস্থ ইংরাজ সেনাদল দুর্গ সমীপে ছাউণা করিয়াছিল। সমুদ্রপৃষ্ঠ হইতে ২৪৪৯ ফিটু ** ձ: ছুগের ধ্বংসাবশেষ অদ্যাপি বিদ্যমান আছে। বাঙ্গালার দিনাজপুর জেলার অন্তর্গত একট নগর । কুলি নদীর তীরে অবস্থিত। অক্ষা ২৫° ৩৬ ৪- উঃ এবং প্রাঘি, ৮৮ ৯ ৪৮' পূঃ । এখানে চাউল, পাট, চটের থলে ও বিভিন্ন শস্যাদির বিস্তুত কারবার আছে । নদীপথেই বাণিজ্যের প্রভাব অধিক । z রায়গড়, মধ্যপ্রদেশের সম্বলপুরজেলার অন্তর্ভুক্ত দেশর माभक्षुद्राछा । अभt० २** 8e रहेष्ठ २२ ७**खेः ७द९ দ্রাঘি, ৮০ হইতে ৮৩° ৩৫' পূঃ মধ্যে। ইহার উত্তরে ছোটনাগপুরের অন্তর্গত সুরগুজা ও গাঙ্গপুর রাজ্য, দক্ষিণে মহানদী