পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রায়গড় ও সম্বলপুর জেলা, কোদাবাগ জমিদারী ও গাঙ্গপুরের কতকাংশ এবং পশ্চিমে চন্দ্রপুর ও শকট । দক্ষিণে মহানদী পর্য্যস্ত বিস্তৃত স্থানে উত্তমরূপ চাষবাস হয় । উত্তর ও পুৰ্ব্বাংশ পৰ্ব্বতময় ও বনসমাকীর্ণ। ঐ সকল বনে শালবৃক্ষই প্রধান, সেগুণকাষ্ঠ নাই বলিলেই হয়। স্থানে স্থানে তসরের গুটী, লাক্ষা ও ধুন। জন্মে। মহানদী এবং তfহার তেড়ী, খান ও কেলু নামক শাখাত্রয় স্থানীয় জলসরবরাহের একমাত্র উপায়। চাউল, ইক্ষু, কার্পাস, সরিষা, গম ও ছোলা এখানকায় প্রধান উৎপন্ন দ্রব্য। কাপাস ও তসর হইতে এখানে একপ্রকার বস্ত্র প্রস্তুত হইয়া থাকে। লোহ ও কাংস্তনিৰ্ম্মিত পাত্রেয় সামাস্ত কারবার ও আছে । সম্বলপুর হইতে বিলাসপুর পর্য্যস্ত বিস্তৃত একটী রাস্ত। এই রাজ্যের भ५j ग्निां क्रिोब्राँtछ् । এখানকার সর্দারবংশ গোড় জাতীয়। প্রবাদ, এই বংশের #ফুর দরিয়াওসিংহ নামক জনৈক ব্যক্তি মহারাষ্ট্রদিগকে দাহায্য করায় ‘রাজা’ উপাধি প্রাপ্ত হন। বড়গড় নামক স্বাধীন সামন্তরাজ্য এক্ষণে ইহার অন্তৰ্ভুক্ত হইয়াছে। রায়গড়ের সামন্তরাজের অধীনে আরও ৪ জন সর্দার আছেন । উহাদের মধ্যে আনৃঙ্গারসিংহ ১২ থানি, অমরসিংহ ও খানি, ঠাকুর রঘুনাথসিংহ ৩• খানি এবং ঠাকুর পরমেশ্বরসিংহ ৩০ খানি গ্রাম শাসন করিয়া থাকেন । উস্থার সকলেই ब्रांछांद्र अग्निौब्र । ২ উক্ত রাজ্যের প্রধান নগর । অক্ষা ২১° ৫৪' উঃ এবং দ্রাঘি• ৮৩ ২৪ পূঃ । নগরে রাজপ্রাসাদ বিদ্যমান আছে। রায়গড়, বোম্বাই গ্রেসিডেন্সীর কোলাবাজেলার অন্তর্গত একটা নগর ও গিরিদুর্গ। সাধারণে রায়রি নামেই প্রসিদ্ধ ছিল। যুরোপীয়ের এই চুর্গের অবস্থান ও দুর্ভেদ্যতা লক্ষ্য করি। **tto Gibraltar of the East of itsa welশিবাজী এই দুর্গে তাছার রাজ্যকালের শেষ ষোড়শবৎসর (১৬৬৪-১৬৮৭ খৃ: ) বাস করিয়াছিলেন। তখন ब्रॉब्रभफ़ ब्रांछथानेौ मांना उंौनयूकिtऊ छूरुिङ इहे ब्राझिण । সহাদ্রির উত্তরঘাটশৈলের এক বিচ্ছিন্ন খণ্ডের উপর এই দুর্গ স্থাপিত। এই অধিত্যকাদেশ ও মূলপৰ্ব্বতের চূড়। পরম্পরে ২ মাইল ব্যবধান। পাদমূলস্থ উপত্যকাবি ভাগ ১ মাইল পরিসরযুক্ত হইবে। দুর্গাধিষ্টিত অধিত্যকাদেশ পূৰ্ব্বপশ্চিমে ১॥• মাইল দীর্ঘ এবং উত্তরদক্ষিণে ১ মাইল বিস্তৃত । পশ্চিম ও দক্ষিণমুখে দুইটমাত্র প্রবেশপথ বিদ্যমান আছে। है चtब्रठिझ फूर्ण atरुt*द्ध मांब्र गग्नण ब्रांरहाँ नां३ । अभि*পশ্চিম ও পূৰ্ব্বপৰ্ব্বতগাত্র এরূপ সৰুল ও লক্ষ ভাং। [ 68° J

  • բ

রায়গড় 哆 ੁਡ਼ਾ অতিক্ৰমপূৰ্ব্বক উপরে উঠিবার সাধ্য মনুষ্যশক্তিতে ছয় ভ। এই তিনদিক্ রক্ষণার্থ কৃত্রিম প্রাচীর বা পরিধার আবশুক হয় নাই। উত্তরপশ্চিম সীমায় প্রাচীর পরিবেষ্টিত এবং ফুর্গের দেওয়ালভাগে যেখানে পৰ্ব্বতগাত্রের অভাব পড়িয়াচে, সেই সেই স্থানে উচ্চ দেওয়াল গাথিয়া অভাব পূরণ করা হইয়াছে। দক্ষিণাত্য ও সমুদ্র উপকূলে গমনাগমনের সুবিধা शैफ़ॉछ, এই দুর্গ পূৰ্ব্ব হইতেই প্রসিদ্ধিলাভ করিয়াছিল।; খৃষ্টীয় ১২শ শতব্দে রায়রিতে একটী মহারাষ্ট্র সামন্তুবংশের রাজপাট প্রতিষ্ঠিত ছিল । খৃষ্টীয় ১৬শ শতাকে এখানকায় সর্দারগণ বিজয়নগরাধিপের অধীনত স্বীকার করেন । পঞ্চদশ শতাদের মধ্যভাগে দ্বিতীয় বাহ্মণীরাজ আলাউদ্দীনশাহ রায়রি সর্দারণের নিকট হইতে রাজস্ব আদায় করিয়াছিলেন। ১৪৭৯ খৃষ্টাব্দে এই নগর আহ্মদনগরের নিজামশালী রাজগণের রাজ্যভুক্ত হয়। ১৬৩৬ খৃষ্টাব্দে মোগল-সেনাপতি আহ্মদনগররাজকে পরাজিত করিয়া স্নায়রি-রাজ্য বিজাপুরের আদিল শাহী রাজগণের হস্তে সমর্পণ করেন । বিজাপুররাজবংশের অধিকারে এই স্থান ইসলামগড় নাম প্রাপ্ত হয়। র্তাহার। এই সামন্তরাজ্যের শাসনভার জঞ্জিরাবাণী সিদিগণের উপর দিয়া রাখেন। তখন এখানে এক দল মরাঠী সৈন্ত রক্ষিত ছিল । ১৬৪৮ খৃষ্টাব্দে রায়রি শিবাজীর করতলগত হয় । তিনি নানাস্থান অন্বেষণ করিয়া অবশেষে এইস্থান রাজধানীর উপযুক্ত বলিয়। মনোনীত করেন এবং রায়গড় নামে পরিবর্তিত করিয়া রাজধানী উপযুক্ত সৌধমালাদিতে বিভূষিত করেন। তাহার যন্ধে এখানে রাজগ্রাসাদ কোৰাগার, রাজকীয় কাৰ্য্যালয়, টাকশাল, শস্ত ভাণ্ডার, অস্ত্রাগার, বারুদথান,সেনাৰাস প্রভৃতি ৩ শত গ্রস্তরনিৰ্ম্মিত্ত অট্টালিক প্রস্তুত হইয়াছিল । তিনি এই পাৰ্ব্বত্য রাজ্যবাসী প্রজা ও স্বীয় কৰ্ম্মচারিবুদের খাদ্যাদির সুবিধার জন্য একটা অৰ্দ্ধক্রোশব্যাপী বাজার এবং জলসরবরাহের জন্তু পৰ্ব্বত কাটিয়া বা ইষ্টকাদির দ্বারা গাথিয়া কঞকট বৃহৎ চৌবাচ্ছা নিৰ্ম্মাণ করিয়াছিলেন । এই স্থান ক্রমশঃ ধনঞ্জনে পূর্ণ হইলে তিনি ইহার স্বরক্ষার বন্দোবস্ত করেন। ১৬৬৪ খৃষ্টাব্দে শিবাজী স্বরাত লুণ্ঠন করিয়া, সেই অর্থে রাজকোষ পূর্ণ করেন এবং নানা কাৰ্য্যে অর্থ ব্যয় করিয়া রায়গড় নগর রাজধানীর উপযুক্ত সমৃদ্ধিশালী ৰুরিয়ছিলেন। উক্ত বর্ষে তাঙ্কার পিতা শাহজীর মৃত্যুর गर, डिनि রায়গড়ে আদিম্ব ‘রাজা' উপাধি গ্রহণপূৰ্ব্বক স্বনামে মুদ্র अखड कब्रऐिब्रः ॐ5tब्र कtब्रन । ३७१8 श्रृंठेiएक qहे ब्राम्ररङ्ग