পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্লীয়ষ্টয়া धै नैंमा ८"द दायौज्ञाsब्र गझ रु३८ङ tभाविनाप्नाम মামক এক দুষ্ট ড্রেক সাহেবের নামে পত্ৰ লই। উপস্থিত হইল । পত্ৰমৰ্ম্ম এই যে ইংরাজের সম্মতি দিলে পেশব একলক্ষ কুড়িহাজার অশ্বারোহী পাঠাই। বাঙ্গালী লুণ্ঠন করিতে পারেন। সুচতুর ক্লাইব সেই পত্ৰখানি নবাবের কাছে পাঠীইয়া দিলেন। এই পত্র পাইয়। ইংরাজগণের উপর মবাবের সন্দেহ দূর হইল। বাস্তবিক নবাব বুঝতে পারলেন মা যে, তিনি বিলগণ প্রস্তারিত হইলেন। যাহা হউক, মহাব, মরাঠাদিগের গতি বাধা দিবার জষ্ঠ স্থলভরামকে সসৈন্তে রাখিয়া মীরজাফরকে সসৈন্তে পলাশী হইতে ফিরিয়া আসিতে আদেশ পাঠাইলেন। এদিকে পলাশী হইতে মীরজাফরের লোক কলিকাতায় ইংরাজদিগের গুপ্তসভায় উপস্থিত হইল। প্রভূত বিত্তলাভের আশায় ইংরাজগণ ১৮ই মে তারিখের গুপ্তসভায় মীরজাফরকে সবাব করাই যুক্তিযুক্ত স্থির করিলেন। ৩৯এ মে মীরজাফর এবং তৎপরে ৩রা জুন রাজা দুর্লভরাম সসৈন্তে মুর্শিদাবাদে ফিরিলেন। জগৎশেঠের বাটতে গভীর নিশীথে ৩রা তারিখেই ষড়যন্ত্রকারিগণের গুপ্তসভা বসিল। চুল ভরাম ইংরাজগণের অসঙ্গত দাবীয় কথা শুনিয়া বলিলেন যে,ইংরাজের যত টাকা চাহিতেছেন, তত টাক। নবাবের কোষাগারেই নাই, সুতরাং তিনি এরূপ অসঙ্গত প্রস্তাবে সন্মত হইতে পারেন না। তবে স্নাঞ্চকোষে যাহা কিছু পাওয় हाइप्र, ठाश भौद्रडकद्र ও ইংরাজগণ উভয়পক্ষ সমানাংশে ভাগ করিয়া লইবেন। ওয়াটু৭ সাহেব তাখাতে সন্মত হইতে পারিলেন না। অবশেষে স্থির হইল যে, উভয়পক্ষের নিকট রাজা দুর্লভরাম নির্দিষ্ট টাকা হইতে শতকরা ৫ টাকা হিসাবে পাইবেন, প্তাহার তত্ত্বাবধানে রাজকোষ থাকিবে, এবং তিনিই টাকা বিভাগ করিয়া দিবেন। ৪ঠা জুন মীরজাফর সেই গুপ্ত ஆ সন্ধিপত্রে স্বাক্ষর করিলেন। আশ্চর্য্যের বিষয় যে, সিরাজ, ঐ সকল ষড়যন্ত্রের কথা ঘূণাক্ষরে না জানিলেও তিনি ঐ দিন মীরজাফরকে পদচ্যুত করেন এবং তাছার স্থানে খোঙ্গ হাদিকে প্রধান সেনাপতি নিযুক্ত করিলেন ।

  • একদিন পরেই সিরাজ গুপ্তমন্ত্রণার সন্ধান পাইয়া ...মীরজাফরকে তাছার বাটতেই আক্রমণ করিবার জন্ত প্রস্তুত "ইলেন। কিন্তু বহু সংখ্যক লোক মীরজাফরের পৃষ্ঠপোষক দেখিয়া তিনি সহসা কিছু করিতে পারিলেন না। বিপদের अॉनक कब्रिघ्नां नयांव मेंौग्नछाकद्रtद cगझ कब्रिगन ।

५क्रिक. ०१३ छून हेश्ब्रॉबरेगछ श्रें*ठ cगोरुitषांtर्भ চম্বননগর ইন্তে ৰাজা বলি। এ সংবাদ মিজ্যে বিটং [ 684 ) রায়দুলণ্ড ८*ब्रिङ श्ग । नवाद ४गछगामख् गईम| भगांगैौभप्छ দেখা দিলেন। দুর্লভরাম আপনার ১০ হাজার শিক্ষিত সেনা লইয়া রণক্ষেত্রে উপস্থিত হইলেন। নবাব দুর্লভরামের পুৰ্ব্ব নির্দিষ্ট প্রান্তরেই শিবিরসন্নিবেশ করিলেম । শিবিরের সম্মুখে আম্রকানন ও পরিখার মধ্যস্থলে মীরমদন ও মোহনলাগের সৈন্তদল, তাহার দক্ষিণপার্শ্বে ফরাসীনায়ক সিফের গোলন্দাজ দল, বামে পরিখার পরপর ত্বইতে প্রায় ।তুলালীগ্রাম পর্যন্ত অৰ্দ্ধচন্দ্রাকারে রাজা দুর্লভরাম, ইয়ারলতিফ ও মীরজাফরের সেনাদল, এইরূপে নবাবপক্ষে ৩৫ হাজার পদাতি, ১৬ হাজার অশ্বারোহী ও ৪০ট কামান এবং ইংরাজপক্ষে ৩১ শত জন মাত্র সৈন্য ছিল। ২৩এ জুন যুদ্ধ আরম্ভ হইল। দুর্লভরাম ও ইয়ারলতিফ মীরজাফরের ন্যায় সসৈন্তে 'রণপয়েধির লহরা গণনা করিতেছিলেন। প্রভুভক্ত মরমদন অকস্মাৎ আহত হইলেন। সেনাপতির এরূপ অকস্মাৎ মৃত্যুতে ভীরু নবাব বিচলিত হষ্টলেন, মীরজাফরকে ডাকাইয়া কাকুতি মিনতি জানাইলেন ;—এমন কি, তাহার পদতলে আপনার রাজমুকুট রাখিয়া বলিয়াছিলেন, “আপনার নিকট আত্মসমপণ করিলাম, আপনি আমার সন্মান ও জীবনরক্ষা করল ।” তৎকালে মোহনলাল বীরবিক্রমে ইংরাজদিগকে আক্রমণ করিয়াছেন, আর কিছুকাল যুদ্ধ চালাইলে নিঃসন্দেং জয়লাভ ঘটিত। কিন্তু মীরজাফরের পরামর্শে সিরাজ মোহনলালকে যুদ্ধ বন্ধ করিলার আদেশ পাঠাইলেন । প্রথমে বীর মোহনলাল তাহার কথায় কণপাত করেন নাই ; অবশেষে পুনঃ পুনঃ যুদ্ধ স্থগিত রাখিবার আদেশ পাওয়ায় অয়ে মরে মোহনলাল পশ্চাদপদ হইলেন। মীরজাফর নবাবকে ঐরুপ সৰ্ব্বনাশকর পরামর্শ দিয়া নিজ শিবিয়ে চলিয়া আদিলেন। মবাঘ রাজা দুলডিরামকে ডাকাইয়। পরামর্শ জিজ্ঞাসা করিলেন। মন্ত্রী পরামর্শ দিলেন ৰে সৈন্তগণ শিবিরে ফিরিয়া আমুক, আপনি রাজধানী যাত্র " করুন। আর এখানে থাকা কৰ্ত্তব্য নহে। সিরাজ দুলৰ্ডরামের পরামর্শই গ্রহণ করিলেন। এদিকে মোহনলালকে ফিরিতে দেখিয়া লৈষ্টগণ ভগ্নোৎসাহ হইয়া পলায়মের পথ খুঞ্জিতে লাগিল। ইংরাজেরাও সেই সময় মীয়ঞ্জাম্বয়ের পত্রে এই গুপ্তসংবাদ পাইয়া ভীমবেগে নবাবলৈষ্ঠ আক্রমণ করিল। এইরূপ কৌশলে মুষ্টিমেয় সৈন্য লইয়। ক্লাইৰ পলtণীবিজেত इहेtगन । कूण छब्रांम ७ मौग्नलांकtब्रभ्र बग्न दृप्लग्न ऊांशृठिोत्रि পরিবর্ধিত হইল। ২৫এ জুন স্নাঙ্গা স্থলভরাম ও मैौब्रजांक्षत्र রাজধানীতে ফিরিলেন। সঙ্গে সঙ্গে ওয়াটুস ও ক্লাইবের cन्tजोा।ौ ७ब्रान्न् अनिम्न फैशाहङ्ग गरिठ १९ब्राप्लग्न