পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাবণ

  • ৫৬৩ ]

রাবলগণপতি

  • -*

নিশ্চয় করিয়া তখtয় লক্ষণকে ধাইতে আদেশ দেন। সীতাকে অরক্ষিত অবস্থায় রাখিয়া যাইতে লক্ষ্মণ প্রথমে অস্বীকৃত হইলে সীতা তাহার প্রতি নানাপ্রকার কটুবাক্য প্রয়োগ করেন। সীতার কটুক্তিতে বিরক্তচিত্ত হইয়া লক্ষ্মণ তাহাকে পরিত্যাগ করিতে বাধ্য হন। রাবণ তখন সীতাকে গৃহে একাকিনী অবস্থিত দেখিয়া অতিথিবেশে তাহার দ্বারে আসিয় তাহাকে হরণ করেন । রাবণ সীতাকে হরণ করিয়া লইয়! যাইতেছেন, জানিতে পরিয়া জটায়ু রাবণকে আক্রমণ করেন, রাবণের সহিত তখন জটায়ুর ঘোরতর যুদ্ধ হয়। এই যুদ্ধে রাবণ জটায়ুর পক্ষছেদ করিলে তিনি ভূ গলে পতিত হন। রাবণ তখন পাতাকে লইয়। নিরাপদে লঙ্কায় গমন করেন। [ রাম ও সীতা দেথ । ] রাবণ সীতাকে হরণ করিয়াছেন জানিতে পারিয়া রামচন্দ্র সুগ্ৰীবের সহিত মিত্রতাস্থাপনপূৰ্ব্বক বালি রাজাকে বধ করেন, এবং বানরসৈন্ত সহায় করিয়া সমুদ্রে সেতুবন্ধনপুৰ্ব্বক লঙ্কারাজ্যে উপস্থিত হন । বিভীষণ রাবণকে সীতা ফিরাইয়া । দিতে বলেন, কিন্তু রাবণ বিভীষণের হিতকথা না শুনিয়৷ বিভীষণ অপমান ও দুঃখে রামরাম বিভীষণকে মি লাভ করিয়৷ তাস্থাকে অপমান করেন । চন্দ্রের সহিত মিলিত হন । প্রবল বিক্রমে রাবণের সহিত যুদ্ধ রাবণ রামচন্দ্রের সহিত যুদ্ধে ক্রমে ষ্টীন বল হইতে লাগিলেন । রাবণ রামচন্দ্রের বলবি ক্রম সহ করিতে ন পারিয়৷ অকালে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ করেন, কুম্ভকৰ্ণও রামচন্দ্রের সহিত যুদ্ধ করিয়া নিহত হন। পরে মেঘনাদ প্রভৃতি রাবণের পুত্র ও পৌত্ৰাদি সকলই বিনষ্ট হইল । পুত্রপৌত্ৰাদি ও সৈন্ত সকল বিনষ্ট হওয়ায় রাবণ নিতান্ত হীনবল হইয় পড়েন । রাবণ এই যুদ্ধে মৃত্যু নিশ্চয় করিয়া প্রবল বিক্রমে রামচন্দ্রের সহিত যুদ্ধে প্রস্তু *" উভয় বীরে ত্রিভুবন ধ্বংসকর তুমুল সংগ্রাম চলিতে লাগিল। এই যুদ্ধ দেখিতে দেবতা, দানৰ, যক্ষ, পিশাচ প্রভৃতি উপস্থিত হইল। ক্রমে সপ্তরীয় অতিবাহিত হইল, কেহই কান্ধকে পরাজয় করিতে সমর্থ হইলেন না । তখন দেবরাজ প্রেরিত মাতলি রামচন্দ্রের নিকট উপস্থিত হইয়। কছিল, দেব ! অদ্য ইহার বিনাশকাল উপস্থিত, অষ্ট কোন অস্ত্রে ইহার নিধন হুইবে না, আপনি ইহার বধের জন্তু ব্ৰহ্মাস্ত্র নিক্ষেপ করুন । তথন রামচন্দ্র মহৰ্ষি অগস্তাপ্রদস্তু অমোঘ ব্রহ্মদত্ত অস্ত্র গ্রহণ করিলেন। সেই অস্ত্রের বেগে পবন, ফলকে হতাশন ও তপন, সৰ্ব্বাঙ্গে ব্রহ্ম, শুদ্ধক্ষে মেরু ও মৃন্দরের অধিষ্ঠারী দেবতায় অবস্থান করিতে লাগিলেন । । a- - ཟ བ་ _---- - ཟས་ করিতেছিলেন । রামচন্দ্র এই অস্ত্র নিক্ষেপ করিলে রাবণ বজুহিত বুগের দ্যায় রথ হইতে ভূতলে পতিত হইয়া প্রাণ পরিত্যাগ করিলেম । রাবণ নিহত হইলে অন্তরীক্ষে শুভসূচক দেবদুন্দুভি বাদিত হইল ; নভোমণ্ডল হইতে মনোহর ও অনন্তস্থলভ পুষ্পবৃষ্টি পতিত হইয়। রামচন্দ্রের রথকে বিকীরিক্ত করিল। পৃথিবীর ভার হ্রাস হওয়ায় পৃথিবী মুস্থ হইলেন । ( রামায়ণ ) রাবণ, ১ অর্ক প্রকাশ নামক বৈদ্ধক গ্রন্থ প্রণেতা। ২ ঋগ্বেদ ভাষ্য ও খ্রীস্থ ও ভাষ্যরচয়িত।। ৩ সামবেদ ভাষ্যকার । রাবণগঙ্গা ( স্ত্রী ) রাবণেন কৃত। গঙ্গ। সিংহলদেশে গ্রাবাহিত নদী বিশ্যে। ( গরুড়পু• ৭০ম অ• ) রাবণবংশী, পশ্চিমবঙ্গবাসী জাতিবিশেষ। রাবণশৰ্ম্ম ( চম্পাতি ), বর্যকৃত্যরচয়িত । রাবণহত্র, তারসংযুক্ত বাদ্যবস্থfবশেষ। রাবণ হ্রদ (পুং ) হিমালয়ের উত্তরপাশ্বস্থ একটা হ্রদ। পুণ্যতীৰ্থ মানসসরোবরের অদূরে অবস্থিত । এখানকার পুণ্যবারি প্রবাহ হইতে শতদ্রুনদ উদ্ভূত হইয়াছে। রাবণরি ( পুং ) রাবণন্ত অরি: শক্রঃ। শ্রীরাম। “বন্দে লোকাভিরামং রঘুকুলতলকং রাঘবং রাবণায়িম্।” ( भएांनाछेद } রাবলি ( পুং ) রবণস্যাপত্যমিতি রাবণ ( অত ইএ, । প। ৪।১।৯৫ ) ইতি ইএ । রাবপেৰু জ্যেষ্ঠ পুত্র হস্রজিৎ । “রাবণি শত্রুঞ্জিন্মেঘনাদে মনোনীসুতঃ ” ( ছেম ) ২ রাবণের পুত্র মাত্র । রবিন (ত্রি) রাতাতি র দানে বনিপু, আহুতি ও দক্ষিণার দাতা। “আদদে রাবলি” শুক্লযজু• ৬৩৯ ) রাবাসি রা দানে রাতা ত র বা বনিপ, মাহুতীনাং দক্ষিণনাঞ্চ দাভা ভবসি (বেদদীপ) রাবল, ১ হিমালয়স্থ প্রসিফুীর্থ বদ রানীণ মন্দিরের পুরোহিতগণের উপাধি । ইহঁরা সকলেই মলবারবাদী নম্বুরী ব্রাহ্মণ । ২ রাজপুত সামস্তগণের উপাধিবিশেষ। রাজপুণ্ঠ- . প্রসিদ্ধ মেবাররাজগণ ও এই সন্মানসূচক উপাধিগ্রহণ করি তেন। পরে তাহারা সংস্কৃত রাণ। পপ ব্যবহার কল্পেম । মারবাড় রাজবংশ এখনও মহারাবল উপাধিতে সন্মানিত । দল্প পুরের অাহেরিয়াবংশ, ভাবনগরের রাজধাংশ এবং জয়শালমীরের ধদুবংশ সকলেই গৌরবজ্ঞাপক খাবল উপাধিতে ভূষিত। এই উপাধি সম্ভবতঃ শকজাতির ছিল । পুৰ্ব্বে শকসর্দারগণ এই উপাধি ধারণ কল্পিতেন। (Tod. I. p. 28) রাবলগণপতি, মুহুর্তগণপতি ও লম্বন্ধগণপতি প্রণেতা । রাবল হরিশঙ্কর সুরির পুর।