পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাশি 幣 বিন্দু অর্থাৎ স্বর্ঘ্যের উত্তরদিকে যাইবার শেষ সীম, আর | একটা দক্ষিণায়নান্ত বিন্দু, অর্থাৎ স্বর্ঘ্যের দক্ষিণদিকে যাইবার শেষ সীমাণ রাশিচক্রের ঐ বিন্দুস্বয়ের মধ্যে যে একটী কল্পিত রেখা অবস্থিতি করে, তাহার নাম অয়নাস্ত বৃত্ত। স্বৰ্য্য যে পথ দিয়া উত্তরদিকে গমন করে, তাহাকে উত্তরায়ণ এবং বে পথ দিয়া দক্ষিণদিকে যায়, তাহাকে দক্ষিণায়ন কহে। ১৩৮১ বৎসর পূৰ্ব্বে মাঘ ও শ্রাবণ মাসের প্রথম দিনে অয়ন পরিবর্তন হইত, অর্থাৎ ১লা মাঘে স্বর্যোর মকররাশিতে প্রবেশ হওয়া অবধি আষাঢ়ের শেষে স্বৰ্য্য মিথুনরাশির শেষাংশগত হওয়া পৰ্য্যন্ত এই সময় উত্তরায়ণ এবং ১লা শ্রাবণ স্বর্য্যের কর্কটরাশিতে প্রবেশ হওয়া অবধি পৌষের শেষে স্বৰ্য্য - রাশির শেষাংশগঙ্গ হওয়া পৰ্য্যস্ত এই কাল দক্ষিণায়ন বলিয়া গণ্য হইত। কিন্তু অধুনা উক্ত নির্দিষ্ট সময়ের প্রায় ২১ দিন পুৰ্ব্বে অয়ন পরিবর্তন হইয়া থাকে। সুতরাং ধমুরাশির প্রায় ৯ অংশে আরম্ভ হইয়া মিথুনরাশির প্রায়, ৯ অংশে উত্তরায়ণ শেষ হষ্টয়া থাকে। আর মিথুনরাশির উক্ত অংশে আরম্ভ হইয়া ধমুরাশির প্রায় ৯ অংশে দক্ষিণায়ন শেষ হয়। অতএব এ দেশের পঞ্জিকাতে উত্তর ও দক্ষিণায়নের আরম্ভ ও শেয যে সময়ে প্রদর্শিত হয়, তাহা ঠিক নহে। অধুন। রাশিচক্রের অনেক পরিবর্তগু ঘটিয়াছে। পূৰ্ব্বেই বলিয়াছি, গ্ৰহগণ রাশিচক্রমধ্যে পরিভ্রমণ করিতেছে। তন্মধ্যে রবি ও চন্দ্র গ্রহের শীঘ্ৰগতি, রাহু ও কেতুর বক্রগতি এবং অপর পঞ্চগ্রহের সরল, শীঘ্ৰ, মন্দ, বক্র, অতিবক্র, অতিচার ও মহাতিচার এই সপ্তপ্রকার গতি নির্দিষ্ট हद्देब्रॉ८छ् । সমস্ত গ্রহ রাশিচক্রে বামাবৰ্ত্তে অর্থাৎ মেষ হইতে বৃষ ও তৎপরে মিথুন এইরূপ পৰ্য্যায়ক্রমে ভ্রমণ করে, কিন্তু রাহু ও কেতু তদ্বিপর্য্যায়ক্রমে দক্ষিণাবর্তে অর্থাৎ মেষ হইতে মীন, তৎপরে কুস্ত এই প্রকারে গতিক্রিয় সম্পাদন করিয়া থাকে। রাশিচক্র ৩৬• অংশে বিভক্ত । রবিচক্রকে ৩৬৫ দিন ১৫ দণ্ড ৩১ পল ৩১ বিপলে এই রাশিচক্র অতিক্রমণ করে। ইছাই রবির বাধিকগতি, আর ৫৯ কলা, ৮ বিকল ১০ অণুকলা ইহার দৈনিক গতি । কিন্তু রাশিচক্রের বক্রিম হেতু হুর্য্যের গতি কখন অধিক শীঘ্র ও কখন মন্দ হইয়া থাকে, এজন্তু উক্ত গতিকে মধ্যগতি কহে । রবির দৈনিক শীঘ্ৰগতি ১ অংশ, ১ কলা, ৫ ৰিকল এবং উহা একমাস ধরিয়া প্রত্যেক ब्रfभि cछांश्नां कब्रिग्र! श्रृंt८क । চঞ্জ-চঞ্জ ২৭ দিন ১৯ দও ১৭ পল ৪২ বিপলে রাশিচক্র श्रृंद्रियभर्ण कट्टङ्ग uद६ > ० अश्* २० कण, ** विंश्! ऎश्iब्र [ ११¢ ] দৈনিক গতি। রাশিচক্রের বক্রতাপ্রযুক্ত হুর্য্যের স্থায় ঐ গতিয়ও । কখন কখন নুনাতিরেক হয়। চক্সের প্রত্যেক রাশিম্ভোগকাল ২।• সপাদ (সওয়া) চুই দিন মাত্র। এইজন্ত ২ ১ লক্ষত্রে এক রাশি হইয়া থাকে। मत्रण-श्रुं★ डे**एगभषिङ मत्रण ७०७ निन e४ म७ २ পল ২ বিপলে রাশিচক্র পরিভ্রমণ করে। উছার দৈনিক শস্ত্ৰ । গতি ৪৬ কলা ১৮ বিজ্ঞা, মন্দগতি ৪ কলা এবং মধ্যগতি ৩১ কলা, ২৭ বিকলা । মঙ্গল ৮০ দিন বক্র এবং ৪ দিন স্থিয় ভাবে থাকে। মঙ্গল বক্রভাব প্রাপ্ত না হইলে ১ মাস ১৫ দিন করিয়৷ প্রতিরাশি ভোগ করিয়! থাকে । বুধ-৮৭ দিন ৫৮ ও ৯ পল ১৭ বিপলে রাশিচক্র পরিণ ভ্রমণ করে, কিন্তু উহা অতীব ক্ষুদ্র ও সুৰ্য্যের অতিনিকটবর্তী থাকায় পৃথিবী সম্বন্ধে রবির ২৮ অঙ্গ - কলার মধ্যে डेझाग्न স্থিতি লক্ষিত হয়। স্বতরাং স্বৰ্য্য যে সময় যে রাশি গত ছয়, তাহার উক্তাংশের মধ্যে বুধ অবস্থিতি করিয়া থাকে। ইকার দৈনিক শীঘ্ৰগতি ৪ অংশ ও কলা ৩২ বিকলা ২১ অনুকলা,মধ্যগতি ৫৯ কলা এবং ৯ বিকল এবং ২৪দিন বক্রগতি ও ২ দিন স্থির স্থিতি হয়। যে সময় উহ। শীঘ্ৰগতি প্রাপ্ত হয়, তদবস্থায় ১৮ দিন করিয়া এক এক রাশি ভোগ করিয়া থাকৃে। বৃহস্পতি—বৃহস্পতি উপগ্রহচতুষ্টয়ে পরিবৃত হইয়া ১১বৎসর ১৯ মাস ১৫ দিন ৩৬ দও ৮ পলে রাশিচক্র পরিগুণ করিয়া থাকে। ইহার দৈনিক শীঘ্ৰগতি ১৪ কলা, ৫৬ বিকল, মন্দগতি ৪৩ বিকলা, মধ্যগতি ৪ কলা ৬৯ বিকল ৯ অতুকলা এবং ১২৯ দিন বক্রগতি ও ৯ দিন স্থিরস্থিতি । ইহার প্রত্যেক রাশিভোগের কাল নুনাধিক এক বৎসর। শুক্র-শুক্র ২২৪ দিন ৪২ দও ৩ পলে রাশিচক্র পরিভ্রমণ করে । ইহার দৈনিক শীঘ্ৰগতি ১ অংশ ১৬ কলা ৭ বিকল, ৪৪ অনুকলা এবং ৪২ দিন বত্রগতি ও ৪ দিন স্থিরস্থিতি । শনি-শনি সপ্ত উপগ্রহপরিবৃত কহয় ২৯ বৎসর ৫ মাস, ১৭ দিন ১২ দও ৩• পলে রাশিচক্র পরিভ্রমণ করে। ইহার দৈনিক শীঘ্ৰগতি ৮ কল ৫ বিকলা, মন্দগতি ১২ বিকল এৰং মধ্যগতি ২ কলা ২৩ বিকল । ১৪• দিম বক্রগতি ও ১৪ দিন স্থিরস্থিতি। প্রত্যেক রাশিভোগের কাল নুনাধিক ২ বৎসর ৬ মাস । রাহু-ছিও কেতু বক্রগতি দ্বার দক্ষিণাবর্তে ১৮ বৎসর ৭ মাস ১৮ দিন ১৫ দণ্ডে রাশিচক্র পরিভ্রমণ করে। ইহাদের দৈনিকগতি ৩ কলা ১১ বিকল । ইহার প্রতিষৎসর ১৯ অংশ ১৯ কল ৪৪ বিকল রাশিচক্ৰে সরিয়া থাকে ও ১ বৎসর ৬ মাস ২০ দিনে এক এক রাশি অতিক্রম করে ।