পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ििछै [ ৬১৯ ] ब्रिट्टैि দিবা, সন্ধ্য ও রাত্ৰিদণ্ড—জ্যেষ্ঠার শেষ পাচদণ্ড এবং মূলার আদি তিনদও, দিবাভাগে হইলে দিবাগও ; অশ্লেষার শেষ পাচদও এবং মঘার প্রথম তিনদও রাত্রিভাগে হইলে রাত্রিগণ্ড । রেবতীর শেষ পাচদও, এবং অশ্বিনীর প্রথম তিনদণ্ড সন্ধ্যাকালে হইলে সন্ধ্যাগও নামে অভিহিত হইয় থাকে। গণ্ডব্লিষ্টফল—সন্ধ্যাগণ্ডে জন্ম হইলে জাতবালকের নিজের মৃত্যু, রাত্ৰিগণ্ডে মাস্তার মৃত্যু, এবং দিবাগণ্ডে পিতার মৃত্যু ছইয়া থাকে। কিন্তু ইষ্ঠাতে একটু বিশেষ এই যে, দিবীগণ্ডনক্ষত্র রাত্রিতে এবং রাত্রিগও নক্ষত্র দিবাতে ও সন্ধ্যাগও নক্ষত্র দিব বা রাত্রিকালে হইলে উক্ত গণ্ডব্লিষ্ট হয় না। গগুরিষ্টির ভোগকাল—রেবতী নক্ষত্রে জন্ম হইয়া গগুদোষ হইলে তাহার রিষ্টিকাল আড়াই বৎসর, অশ্বিনীনক্ষত্রে দশমাস, জ্যেষ্ঠার দেড় বৎসর, মুলার ৬ বৎসর, মঘার ৪ বৎসর ও অশ্লেষার এক বৎসর রিষ্টিকাল নির্ণীত হইয়াছে, এই সময়ের মধ্যে অশুভ ঘটিয়া থাকে। গগুযোগে জাত শিশুর বিধান—উক্ত গগুরিষ্টিতে যাহার জন্ম হয়, তাহাকে পরিত্যাগ করাই বিধেয়, অথবা ৬ মাস উত্তীর্ণ ন হইলে পিতা তাহাকে দেখিবেন না । গগুরিষ্টিভঙ্গ-যদি দিবীগণ্ডে কোন কস্তা এবং রাত্রিগণ্ডে পুত্র জন্মগ্রহণ করে, তাছা হইলে তাহদের উভয়ের মধ্যে কাহারও গণ্ডদোষ হয় না অর্থাৎ জ্যেষ্ঠার শেষ পাচদও, এবং মুলার আদি ৩ দও, এই ৮ দণ্ড দিবাগও,ইহাতে কোন কন্যা এবং অশ্লেষার শেষ পাচদণ্ড এবং মঘার আদি তিনদও রাত্রিগও, ইছাতে পুত্র জন্মিলে তাহার গগুরিষ্টি হয় না । দিবাগওনক্ষত্র রাত্রিতে ও রাত্রিগণ্ডনক্ষত্র দিবাভাগে হইলেও গণ্ডদেtয় হয় না। গগুতিথিরিষ্টি—প্রতিপদ, অমাবস্তা, ষষ্ঠী, নবমী, এবং স্বাদশী এই সকল গণ্ডতিথি, এইজন্য ইহাকে তিথিল্লিষ্টি কহে । এই সকল তিথির মধ্যে যে কোন তিথিতে জন্মগ্রহণ করিলে জাতক ইন্দ্ৰভুল হইলেও জীবিত থাকে না। গগুরিষ্টিতে জন্ম হইলে যথাবিধানে তাহার শান্তি করা আবখ্যক । শাস্তির বিধান এইরূপ-কুস্কুম, চন্দন, কুড়, অথবা গোরোচনা স্কৃতের সহিত মিশ্রিত করিয়া চারিট কলসে রাখিতে হইবে, এবং সহস্রাক্ষ মন্ত্র পাঠ করিয়া ঐ সকল দ্রব্যে বালককে স্নান করাইবে, দিবাতে জন্ম হইলে পিতার সহিত এবং রাত্রিকালে মাতার সহিত এবং সন্ধ্যায় জন্ম ইলে পিতা ও মাতার উভয়ের সহিত স্নান করাইতে হয়। তৎপরে স্বতপূর্ণ কাংগুপাত্র, ধেনু ও হিরণ্যদান এবং নবগ্রহপূজা বিধেয় । গগুরিষ্টি স্থির করিয়৷ তৎপরে পতাকিরিষ্টি নির্ণয় করিতে হয়। পতাকিরিষ্ট বালকের বিশেষ রিষ্টি, পতাকিরিষ্টি থাকিলে সে বালক কিছুতেই বাচে না। পতাকশন্ধে দেখ ] গওজাতব্যক্তি যদি দৈবাৎ বাচিয়া যায়, তাছা হইলে ঐ বালক অশেষ ঐশ্বৰ্য্যশালী হইয়া থাকে। পতকিরিষ্টির পর নবগ্রহ রিষ্টিস্থির নির্ণয় করিতে হয়। রবিরিষ্টি—যদি পাপগ্ৰহগণ কেন্দ্র বা ত্রিকোণে থাকে,আর শুভগ্ৰহ লগ্ন হইতে ষষ্ঠ, অষ্টম, ও দ্বাদশ রাশিতে থাকে, এবং হুর্য্যোদয় সময়ে জন্ম হয়, তাহা হইলে জাতক তৎক্ষণাৎ প্রাণত্যাগ করে, ইহাকে রবিরিষ্টি কহে । চন্দ্ররিষ্টি—পাপগ্রহদৃষ্ট চন্দ্রলগ্নের ষষ্ঠ, অষ্টম, বা দ্বাদশ স্থানে থাকিলে বালকের সঙ্কো মৃত্যু হয়, আর উহাতে শুভগ্রহের দৃষ্টি থাকিলে ৮ বৎসরে এবং শুভাশুভের দৃষ্টিতে চারি বৎসরে মৃত্যু হইয়া থাকে । পাপযুক্ত চন্দ্ররিষ্টি-লগ্ন, পঞ্চম, সপ্তম, অষ্টম, এবং দ্বাদশ স্থানের কোন একস্থানে চন্দ্ৰ পাপযুক্ত হইয়া অবস্থান করিলে এবং বুধ, বৃহস্পতি ও শুক্র ইহাদের কোন একট গ্রহের দৃষ্টি বা সংযোগ না থাকিলে বালকের অকাল মৃত্যু হয়। কিন্তু ইহাদের দৃষ্টি থাকিলে হয় না। পাপদ্ধয় মধ্যগত চন্দ্ররিষ্টি—যদি চন্দ্র দুইটী পাপগ্রহের মধ্যবর্তী হইয়। লগ্নের চতুর্থে, সপ্তমে কিংবা অষ্টম স্থানে কোন একস্থানে থাকে, তাহ হইলে দেবতা কর্তৃক রক্ষিত হইলে ও বালকের জীবন নাশ হয় । লগ্নক্ষণ চঞ্জরিাষ্ট—ঘবনাচার্য্যের মত এই যে, ক্ষীণচন্দ্রংগ্নে বা পাপগ্রহের সহিত কোন কেশ্রে অথবা অষ্টম স্থানে পাপগ্রহের সহিত মিলিত হইয়া থাকে, তাছা হইলে অবশুই জাতকের অকাল মৃত্যু হষ্টয়া থাকে। মঙ্গলরিষ্টি—যদি লগ্নে মঙ্গল থাকিয় শুভগ্রহ কর্তৃক দুষ্ট না হয়, কিংবা যষ্ঠ বা অষ্টম স্থানে শনির সহিত যুক্ত হয়, কিংবা সপ্তম স্থানে শনি মঙ্গল একত্রে থাকে, এবং শুভগ্ৰহ কর্তৃক দৃষ্ট না হয়, তাহ হইলে জাতকের সঙ্কো মৃত্যু ঘটিয়া থাকে। বুধfরষ্টি—যদি কৰ্কটরাশিতে বুধ থাকে, এবং উহ। যদি লগ্নের ষষ্ঠ বা অষ্টম স্থানস্থ হয়, এবং চন্দ্র কর্তৃক ঐ বুধ যদি দৃষ্ট হয়, তাহা হইলে জাতকের চারি বৎসরে মৃত্যু হয় । বৃহস্পতিরিাষ্ট—বৃহস্পতি যদি মেঘ বা বৃশ্চিক রাশিতে থাকিয় কোন লয়ের অষ্টম স্থানস্থিত এবং ঐ বৃহস্পতি যদি রবি, চন্দ্র, মঙ্গল ও শনিকর্তৃক দৃষ্ট হয়, আর শুক্রের সৃষ্টি না थांtक, ऊांह इहेरण खांङएकब्र ठिन द९ग८ब्रव्र भtश्वा श्रृङ्ख श्ब्र !