পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুকনৃউদ্দৌলায়াৎকাদ খা [ ७२¢ ] রুক্সকেশ রুকন উদ্দীন (শেখ ), জনৈক মুসলমান সাধু। আবুলফতে নামে পরিচিত। ইনি মুলতানবাসী বিখ্যাত মুসলমান সাধু সেথ বস্থাউদ্দীন জাকারিয়ার পৌত্র ও শেখ সদরউদ্দীন আরিঘোর পুত্র । ইনি ১৩১ খৃষ্টাব্দে স্বলতান আলাউদ্দীন সিকেনার সানির রাজ্য কালে জীবিত ছিলেন। রুকন্‌উদ্দীন ফিরোজ (স্বলতান ), দিল্লীর দাসবংশীয় নরপতি সুলতান সামসউদ্দীন আলতমাসের পুত্র। পিতার মৃত্যুর পর ১২৩৬ খৃষ্টাব্দের ১লা মে তিনি রাজসিংহাসনে আরূঢ় হন, কিন্তু স্বীয় যথেচ্ছ প্রকৃতিনিবন্ধন ছয়মাস কালের মধ্যেই অমাত্যগণ কর্তৃক রাজ্যচু্যত ও কারারুদ্ধ হইলেন। উক্ত বর্ষের ১৯শে নবেম্বয় সৰ্ব্বসাধারণের অভিমতে সুলতানা রিজিয়। রাজতক্তে উপবেশন করিয়াছিলেন। রুকনৃউদ্দীন কারাগারেই অবশিষ্ট জীবন অতিবাহিত করেন। রুকনউদ্দীন মসউদ্ধৃমসিহি, কবিতাৎ-উল ইলাহ নামে আরবী ভাষায় এক থানি হেকিমি গ্রন্থ প্রণেতা। ইনি একজন সুকবি, ১৫৮৫ খৃষ্টাব্দে বিদ্যমান ছিলেন। রুকনউদ্দৌলা য়াৎকাদ খ, কাশীরবাসী জনৈক মুসলমান, ইহার গ্রকৃত নাম মহম্মদ মুরাদ । মোগলসম্রাটু ফরুখসিয়ারের মাতা সাহিবা নিশবান যে স্থানে জন্মগ্রহণ করিয়াছিলেন, সেই স্থানই রুকনৃউদ্দৌলার জন্মভূমি। এই কারণে বাল্যাবস্থা হইতেই উভয়ের পরিচয় ছিল । যখন সৈয়দভ্রাতৃদ্বয়ের অত্যাচারে ফরুথ সিয়র উৎকণ্ঠিতচিত্ত হইয়া পড়িয়াছিলেন, তখন তাহার মাতা স্বীয় বাল্যবন্ধু মুর্যদের সহিত পুত্রের সম্মিলন করিয়া দেন। এই ব্যক্তি সৈয়দ ভ্রাতৃদ্বয়ের হস্ত হইতে সম্রাটকে মুক্ত করিয়া দিবেন এবং বিনা যুদ্ধে উক্ত ভ্রাতৃদ্বয়কে ইহলোক হইতে স্থানান্তরিত করিতে পারিবেন,এইরূপ আশ্বাসবাক্যে ও তোষামোদে সম্রাট, ফরুলিয়রকে বশীভূত করিয়া রাজ্যের একটী উচ্চ কৰ্ম্মচারীর পদ লাভ করেন। ক্রমে তিনি সম্রাটের অনুগ্রহে রুকনৃউদ্দৌলা উপাধি সহ ৭ হাজারী মনসবদার-পদ ও তদনুরূপ জায়গীর প্রাপ্ত হইলেন। সম্রাট, প্রলোভনে মুগ্ধ হইয়া উত্তরোত্তর তাহার ঐশ্বৰ্য্যবৃদ্ধি করিতে লাগিলেন। তিনি নিজাম प्लेन्মুলকের নিকট হইতে মুরাদাবাদ বিচ্ছিন্ন করিয়া অষ্টান্ত ভূসম্পত্তির সহিত একটা সুবৃহৎ সুবাদারী সংগঠনপূর্বক রুকনের ছন্তে র্তাহার রক্ষণভার অর্পণ করিলেন। এই কারণে অনেকেই ফরুখসিয়ারের উপর চটিয়া উঠিলেন। সৈয়দদ্বয় ১৭১৯ খৃষ্টাম্বে সম্রাটু ফরুখ পিয়রকে সিংহাসনচ্যুত কাঞ্চ রুকন উদ্দৌলাকে লাঞ্ছনার সহিত কারারুদ্ধ করিলেন। পরিশেষে रूशिएक चtभषबि५ बज१ क्ब्रिां ॐशन ७४५नग५** ংবাদ অবগত হইয়াছিলেন। সম্রাট, মহম্মদ শাহের রাজ্যকালে রুকন উদ্দৌলার মৃত্যু হয়। রুকন কাশী ( হাকিম ), একজন বিখ্যাত মুসলমান কবি ও রাজবৈদ্ধ। ীিন প্রসিদ্ধ পারস্যপতি মহাত্ম শাহ আব্বাসের বিশ্বস্ত অনুচর ছিলেন । কোন কারশে পায়স্তপতির ক্রোধে নিপতিত হওয়ায় তিনি জন্মভূমি পরিত্যাগ করিয়া ভারতে আগমন করেন। এখানে আসিয়া তিনি মোগল-সম্রাটু অ কবরশাহের অধীনে নিযুক্ত হইলেন এবং যথাক্রমে জাহাঙ্গীর ও শাহজাহান বাদশাহের *রাজ্যকাল পর্য্যন্ত বিশেষ সুখ্যাতির সহিত রাজকাৰ্য্য সমাধান করিয়াছিলেন। শেষোক্ত সম্রাটের রাজত্বকালে বৃদ্ধাবস্থায় তিনি মক্কাতীর্থে গমন করেন । মক্কা-সম্বশনার্থ পারস্তে আসিয়া এখানে কিছুদিন বাসের পর ১৬৪৬ খৃষ্টাব্দে তিনি পরলোকগত হন। তাছার রচিত গ্রাহ্ম बाग् दप्रt९ *ों७द्रां सूfग्न । রুকিয়াবেগম ( মুলতান ), মোগল-সম্রাটু বাবর, শাহের পৌত্রী ও মীর্জা ছন্দলের কন্যা । ইনি মোগল-সম্রাট আকবর শাহের প্রধান মহিষী ছিলেন । দুর্ভাগ্যক্রমে ইহার কোন সন্তানাদি হয় নাই । জাহাঙ্গীর-তনয় শাহজাহান ভূমিষ্ঠ হইবার পর আকবর সেই বালককে স্বীয় প্রধান পত্নীর হস্তে সমর্পণ করিয়া তাহাকেই লালনপালনে নিয়োগ করেন । ইনি নূরজাহান বেগমের আশ্রয়দাত্রী ছিলেন। ১৬২৬ খৃষ্টাবে ৮৪ বৎসর বয়সে আগ্রানগরে ইহার মৃত্যু হয়। রুক্কাম (ত্রি) আলোক বা জ্যোতি। (তৈত্তিীয়স• ১২৩৩) রুকৃপ্রতিক্রিয়া (স্ত্রী) ক্লজ প্রতিক্রিয় নিরসনং। চিকিৎসা। রোগের প্রতিকার । ( অমর ) রুক (ক্লী) রোচতে শোভতে ইতি ক্লচ ( যুজিরুচিতিজাং কুশ্চ। উৎ ১ । ১৪৫ ) ইতি মক্, কবৰ্গশ্চাস্তাদেশ । ১ কাঞ্চন, স্বর্ণ। "রুকুনিষ্কলচন্ত্ৰে দ্বে ষোড়শাখশতানি চ । সংকৃত্য কেকয়ীপুত্ৰং কৈকেরো ধনমাদিশত ॥”(রামা ২৭-২১) ২ ধুস্তর। ৩ লোহ। ৪ নাগকেশর। ( পুং ) ৫ বর্ণ। (ত্রি ) ও দীপ্তিশীল । “দিৰি ব্লক্স ইবোপরি” (ঋক্ ৫৬১-১২)

  • কুকুঃ রোচমানঃ" ( সায়ণ ) ককাকবচ (পুং) যত্নবংশীয় রাজভেদ। কম্বলবর্হির পুত্র । (হরি

বংশ ৩৬ অ• ) ভাগবত মতে উশনার আত্মজ ( ভাগবত । ৯২৩৩৩), বিষ্ণুপুরাণ মতে উশন রাজার পৌত্র ও শিতে্যুর পুত্র। অপর নাম রুচক । রুক্সকারক (পুং ) রুক্সং স্বর্ণালঙ্কায়ং করোতীতি কু-(কৰ্ম্মণ্য । প৷ ৩২১ ) ইত্যণ, ততঃ স্বার্থে কল । স্বর্ণকায় । ( অমর ) রুক্সকেশ (পুং) ভীষ্মকয়াজের পুত্রভেদ। (ভাগৰত ১-৪২ অ') እ®ግ