পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুষিয়া তাহাতে নগরের শোভাসমৃদ্ধির হ্রাস ঘটিল, সেই পৰ্য্যন্ত নবগোরোদ সংর শ্ৰীহীন হইয়। পড়িয়াছে। ১৪৮৯ খৃষ্টাব্দে পস্কোফের প্রধান সন্থর ব্যংক রুধরাজের অধিকারভুক্ত ও সেই সঙ্গে সাধারণতন্ত্রও বিলুপ্ত হইল। ১৪৬৪ খৃষ্টাব্দে রয়ঙ্গানের সামস্তকে নিজ ভগিনী অৰ্পণ করিয়া কৌশলে তাহার সামন্তরাজ্য নিজ অধিকারভুক্ত করিয়া লইলেন। এইরূপে তিনি ত্বেরনামক সামন্তরাজ্য নিজ শাসনাধীন করিয়া রুষদেশ হইতে সামন্তশাসন পথ একপ্রকার বিলুপ্ত করিলেন। কিন্তু ক্লৰপতি ইবান বৈঞ্জস্তীসম্রাটের পাণিগ্রহণ করিয়৷ দ্বিশীর্ষ জয়ধ্বল্প ব্যবহার করায় রুষের চিরশত্র মোগলদিগের সছিক্ত তাহার সংঘর্ষ উপস্থিত কষ্টল । মোগলপতির মহাশক্তি চূর্ণ বিচুর্ণ হইল। তাহারই ধ্বংসাবশেষের উপর কাজান এবং সরাই বা অস্ত্রাধান সাম্রাজ্যের প্রতিষ্ঠ । ১৪৭৮ খৃষ্টাব্যে মোগলপতি আহম্মদ খাঁ দূতের হস্তে নিজ প্রতিকৃতি পঠাইয়া দিলেন । রুষপতি পূৰ্ব্বপ্রথানুসারে সেই চিত্রের নিকট মস্তক অবনত না করিয়া মোগলজুতের সমক্ষে তাহী পদদলিত করিলেন । এ সংবাদ অবিলম্বে মোগলপতির নিকট পৌছিল ও ত্বরায় যুদ্ধবাৰ্ত্ত ঘোষিত ইল। উভয় পক্ষ সসৈম্ভে সম্মুখীন হইলেন । ইবান সম্মুখে মোগলদৈন্তসমুদ্র দেখিয়া বিচলিত হইয়াছিলেন, তিনি সন্মুখযুদ্ধে প্রবৃত্ত ন হইয়। পলায়নই শ্রেয় ভাবিয়া সসৈন্তে ফিরিলেন। এ দিকে মোগলসৈন্ত কোন দৈবদুর্ঘটনায় ভীত হইয়া পশ্চাৎপদ হইল। এইরূপে উভয়পক্ষ বিনা যুদ্ধে গৃহে ফিরিল । ইবনে রাজধানীতে ফিরিয়া আসিয়া আবার পররাষ্ট্র গ্রহণে মনোযোগী হইলেন । ১৪৭২ খৃষ্টাব্দে তিনি প্রেৰ্ষিয়া জয় করিয়াছিলেন, ১৪৮৯ খৃষ্টাব্দে ব্যংক ও তাছার দশ বর্ষ পরে উত্তরে পেচোর। পর্য্যস্ত অধিকার করিলেন। তৎপরে পোলওয়াজ আলেক্সান্মারের সহিত যুদ্ধে ঘটে। এই যুদ্ধে জয়লাভ করিয়া ইবা বেসন নদীতট পর্য্যন্ত বিভিন্ন ভূভাগ मथण कब्रिब्र णहेtणन । ”tग्न ऊँउम्न ब्रांछाघ्र गझि झ्झेण । ইবা পোলওপতিকে নিজ হেলেন নামী কন্যাদান করিলেন। কথা থাকিল, রুষরাজকঙ্কার ধৰ্ম্মকৰ্ম্মে পোলওপতি কোনরূপে হস্তক্ষেপ করিতে পরিবেন না । অবশেষে এই স্বত্রেই কৃষপতির সহিত পোলওয়াজের যুদ্ধ বাধিল । কাৰ্য্যকালে পোলণ্ডের সামস্তের পোলওপতিকে সাহায্য করিল না। বেদ্রোসা-যুদ্ধে পোলওয়াজ সম্পূর্ণরূপে পরাজিত হইলেন। যাহা হউক, ১৫•১ খৃষ্টাব্দে, ইসবোন্ধের নিকট সিরিজারণাক্ষেত্রে টিউটনিক মহাসামন্ত ছন্মাণের নিকট পরাজিত হইয়। क्लषन्न १ दिउtफुिछ श्ब्राहिं८णन । [ ৬৫২ ] রমিয়া v- -or -T পূৰ্ব্বেই বলিয়াছি, (১৪৭২ খৃষ্টাব্দে ) বৈজম্ভীরাজের ভ্রাতু-পুত্র সোফিয়ার সহিত ই বানের বিবাহ হয় । সোফিয়ার পিতা টমাস্ কনস্তান্তিন পালিওলেগিসের সহোদর। কনস্তাস্তিনোপলের পতনের পর ১৪৪৩ খৃষ্টাব্দে টমাস রোমে পলায়। আসেন। রুষরাঞ্জের সহিত সম্বন্ধ স্থাপিত হইলে বহুসংখ্যক গ্ৰীক বৈদন্তীয় আচার ব্যবহার লইয়া রুধরাজো উপস্তিত হইয়াছিল। র্তাহাজের সহিত বহুসংখ্যক খৃষ্টান ধৰ্ম্মগ্রন্থ রুষ রাজধানীতে আনীত হয়। ঐ সঙ্গে অনেক ইতালীয় স্থপতিও আসিয়াছিল। তন্মধ্যে বোলনের আরিষ্টটল কি ওরাবেস্তি সৰ্ব্বত্র প্রসিদ্ধ। মস্কেীনগরের অনেক প্রাচীর ও প্রসিদ্ধ অট্টালিক তাহারই মিৰ্ম্মিত । ইবানু কেবল যে বৈদেশিকদিগকে আদর করিয়া অনাইয়া বাস করাইয়াছিলেন, তাহা নহে ; তিনি জৰ্ম্মন, ভিনিশীয়, পোপ প্রভৃতি যুরোপীয় রাজশক্তির সহিতও সম্বন্ধ স্থাপন করিয়াছিলেন। ১৪৯৭ খৃষ্টাব্দে তিনি স্বদেবণিক অর্থাৎ আইন-পুস্তক প্রচার করিয়া রুষরাজ্যে শাসনগৃঙ্খলা স্থাপন করেন। তাছার জীবদ্দশায় তাহার জ্যেষ্ঠপুত্রের মৃত্যু হয়। তিনি মৃত্যুকালে আপন জ্যেষ্ঠ-পৌত্রকে রাজ্যভার না দিয়া দ্বিতীয় পুত্র বাসিলকে উত্তরাধিকারী মনোনীত করিলেন। বাসিল ইবনোবিচ, ১৫০৫ হইতে ১৫৩৩ খৃষ্টাব্দে পর্য্যন্ত পিতৃপ্রদশিত পপ অসুসরণ করিয়া প্রবল প্রস্তাপে রাজ্য শাসন করিয়াছিলেন। ১৫১০ খৃষ্টাব্দে তিনি পস্কোফের স্বাধীনতা লোপ করিয়াছিলেন, সেই সঙ্গে সলভ জাতির সাধারণতন্ত্র চিরদিনের জন্য বিলুপ্ত হইল। অতঃপর রমজান ও নবগোরোদসেভেরস্কি তাছার শাসনাধীন হইল । ইহার অল্পদিন পরেই তিনি সিজিম্মনাকে পরাজয় করিয়া স্মোলেনস্ক পুনরধিকার করিলেন । কিন্তু তাছার দুর্ভাগ্যক্রমে দুৰ্দ্ধখ মোগলগণ রুষরাজ্য আক্রমণ করিল। তিনি আপনার রাজধানী রক্ষা করিবার জন্ত মোগলের আমুগত্য স্বীকঞ্জ করিতে ও কর দিন্তে সন্মত হস্থলেন। যাহা হউক, মোগলগণের প্রস্থানের সহিত তিনি অতি কঠোরভাবে রাজ্য শাসন করিতে লাগিলেন । বৈদেশিক রাজগণের সহিত তিনি সন্ধিপত্রে আবদ্ধ হইলেন । জৰ্ম্মণস্লাজদূত ছয়বয়ষ্টাইন তৎকালের রুবরাজসভার সমৃদ্ধি উজ্জল ভাষায় বর্ণনা করিয়া গিয়াছেন। তৎপরে রুষ-সিংহাসনে ऊँौमधक्लङि हेवान् अछिषिस इहेtणन । cमहे गभरग्नग्न क्रव ইতিহাস নরশোণিতে লিখিত হইয়াছে। ৩য় ইবা ৰাগিল ও ৪র্থ ইবনে যথাক্রমে ১৫৩৩ হইত্তে ১৫৮৪ খৃঃৰ পৰ্য্যন্ত ভীম পরাক্রমে রাজ্যশাসন করিয়া গিয়াছেন। বাগিল মৃত্যুকালে তাহার দ্বিতীয় পত্নী হেলেন মিনস্কার তত্ত্বাবধানে இச் 權》