পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুষিয়া পুত্র হবানকে উত্তরাধিকারী মনোনীত করেন। ইহার নাবালক অবস্থায় বাক্টরেণকে প্রতিনিধি নিযুক্ত করেন । কিন্তু অল্পদিনের মধ্যে বাইরেণ ক্ষমতাচুত হইয়া সাইবিরিয়ায় নিৰ্ব্বাসিত হষ্টলেন । কিন্তু তাহাতেও শান্তি স্থাপিত হইল মা । জৰ্ম্মণদিগের কর্তৃত্ব অপ্রিয়কর মনে করিয়৷ একদল পিতর দি গ্রেটের ক দ্য এলিজাবেথকে সিংহাসন দিবার সঙ্কল্প করিতে লাগিল। এলিজাবেথ সৈন্তগণের সন্তোষ-সাধনের নিমিত্ত তাহাদিগকে অনেক সুবিধা প্রদান করিলেন। এই সৈন্থগণের সহায়তায় এলিজাবেথের দল রাত্রির মধ্যে অপরদলস্থ সমস্ত ব্যক্তিকে কারারুদ্ধ করিল। আন্না, তাহার স্বামী ও ভাবী বালক সম্রাট, সকলেষ্ট কারারুদ্ধ হইলেন। এলিজাবেথ সিংহাসনে আরোহণ করিলেন। ৬ষ্ঠ ষ্টবান স্ক লুস্বর্গের কারাগারে বন্দী হইলেন । আল্লা পতিপুত্রের সহিত নিৰ্ব্বসিক্ত হইলেন । নিৰ্ব্বাসনেই তাহার মৃত্যু হইল । বাঙ্করেণ নিৰ্ব্বাসন হইতে পুনরায় রুধিয়ায় আসিতে আজ্ঞা পাইলেন। এলিজাবেথ পেট্রেভূনা (১৭৪১-১৭৬২ খৃঃ ) জন্মণ প্রভূত্ব পরিত্যাগপুৰ্ব্বক কুষমন্ত্ৰী সকল নিয়োগ করিলেন। সিংহাসনে আরোহণ করিষ্কাই এলিজাবেথ তাঙ্গার ভাগিনেয় l হ্যাষ্টিনের বর্তমান ডিউককে আহবান করিলেন । তিনি পিওর থিওডোরোভিচ নামে কোরলাগু শাসন করিয়াছিলেন । তিনি গ্ৰীক ধৰ্ম্মমতে দীক্ষিত কইয়াছিলেন । ১৭৪৪ খৃঃ, তিনি রাজকুমারী সোফিয়াকে বিবাহ করেন। সোফিয়। দ্বাক্ষাকালে কাথারাহন নাম গ্রহণ করিলেন। ১৭৪৩ খৃঃ রুষগণ সুইডেনের সহিত যুদ্ধে জয়লাভ করিয়া ফিনলও দেশে কিয়ুমেন-নদীর তটবর্তী সমস্ত ভূভাগ প্রাপ্ত হইলেন এবং আখের সন্ধিতে উক্ত যুদ্ধ মীমাংসিত হহয়। গেল। তৎপরে রুযিয়ার সহিত ফ্রেডরিক দি গ্রেটের সহিত যুদ্ধ সংঘটিত হয় ( ১৭৫৬—৬২ খৃঃ ) । ১৭৫৭ খৃঃ আগ্ৰাকৃসিন ৮৫ • • • কুষসৈন্ত লষ্টয়। রুষিয়ার সামান্ত উত্তীণ হইয় প্রলিয়ায় পুৰ্ব্বভাগ অধিকার করিলেন এবং গ্রসজাগেসডফ নামক স্থানে লেওয়াডেকে পরাপ্ত করিলেন। রুষ-সেনাপতি জয়লাভ সুলভ দেখিয়া অত্যাচারাদি না করিয়৷ তথা হইতে প্রত্যাবৰ্ত্তন করিলেন । কিন্তু ১৭৫৮ খৃঃ রুষ-সেনাপতি ফামর জর্ণডক নামক স্থানে ফ্রেডরিক কস্তৃক সম্পূর্ণরূপে পরাজিত হইয়াছিলেন। কিন্তু পরবৎসর ১৭৫৯ খৃঃ রুষ-সেনাপতি সাণ্টিকফ, পাণ্টাজন নামক স্থানে প্রাপীয়া দ্বগকে পরাস্ত করিলেন । কিন্তু ঐ বৎসরেই ক্রুনারস্ ডফ নামক স্থানে ফ্রেডরিক সম্পূর্ণরূপে পরাজয় লাভ করিলেন । এই যুদ্ধে তাহার ৮০৯• সৈন্য ও ১৭২ট কামান ক্ষয়প্রাপ্ত হয়। ফ্রেডরিক যুদ্ধে পরাজিত হইয় আত্মহত্যার [ ৬৬ই ] রুষিয়া ১৭৬০ খৃঃ রুষগণ বালিন নগরে প্রবেশ করে এবং বহুসংখ্যক নরহত্যা ও লুণ্ঠন দ্বারা চতুৰ্দ্ধিকে বিভীষিক বিস্তার করে। ফ্রেডারিক তদর্শনে বিবাদের সষ্ঠিত বলিয়াছিলেন, “বৰ্ব্বর রুষগণ আমাদিগের উপর কি ভীষণ অত্যাচারই করিতেছে। ইহার। দয়ামায়া ভূগর্ভে সমাহিত করিয়াছে ” পর বৎসরে রুষগণ পমারেনিয়া অধিকার করিল। ফ্রেডরিক বিনষ্টপ্রায় হষ্টলেন । কিন্তু ১৭৬১ খৃঃ এলিজাবেথের মৃত্যু হওয়ায় ফেডায়িক বিপদ হইতে উদ্ধার পাইলেন । এলিজাবেথ কুসংস্কারাচ্ছন্ন এবং অলস প্রকৃতির লোক ছিলেন । তাহার নৈতিকচরিত্র ভাল ছিল না। তিনি প্রিয়পাত্ৰগণের দ্বারা সতত চালিত হইতেন । পিতরের মৃত্যুর পর হইতে কোন উপযুক্ত সম্রাট রুষিয়ার সিংহাসনে আরোহণ করিতে পারিল না । কিন্তু এলিজাবেথের রাজত্বকালে রুষিয়া শনৈঃ শনৈ: উন্নতির পথে অগ্রসর হইয়াছিল । ১৭৫৫ খৃঃ ইবান মু বালফের উদ্যোগিতায় রুষিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মস্কেীতে প্রতিষ্ঠিত হয়। এই সময়ে ভাষা ও সাহিত্য বিশেষরূপে বিস্তার লাভ করিয়াছিল । এলিজাবেথের মৃত্যুর পরে তাছার ভাগিনেয় হলস্ট্রিনগটাপ ৩য় পিওর উত্তরাধিকারী মনোনীত হইলেন । সাধারণে প্রথমে সন্দেহ করিয়াছিলেন যে, তিনি জম্মণদিগের প্রতি সহানুভূতি প্রদর্শন করিবেন । কিন্তু তাহার প্রথম কাৰ্য্যাবলী সাধারণের মনোরঞ্জন করিয়াfছল । পরে জম্মণদিগের প্রতি তাহার অমুরাগ প্রকাশ পাইতে লাগিল । অবশেষে ১৭৬২ খৃঃ তিনি এক সাধারণ ঘোষণাপত্র প্রকাশ করিলেন যে, কুলীনগণকে রাজকাৰ্য্যে প্রবেশ করিতে বাধ্য করা হইবে ন৷ এবং এথল হইতে গুপ্ত মন্ত্রণাসভা তিরোহিত হইবে । তিনি প্রচলিত ধৰ্ম্মমতের গোড়ামী পরিত্যাগ করিয়া লুথরের ংস্কারে পক্ষপাতিত দেখাইতে আরম্ভ করিলেন। তিনি সৈন্যদল সংগঠনে জৰ্ম্মণ-রণকৌশল প্রবত্তিত করিতে চেষ্ট৷ করিতে লাগিলেন। ৩য় পিভরের আচার ব্যবহার বড় কদাকার ছিল । তিনি সৰ্ব্বদাই মদের নেশায় বিভোর চুইয়৷ থাকিতেন । অধিকন্তু তিনি অনেক প্রতিভাশালী ফরাসাদিগকে দেশ হইতে তাড়াইয়া দেন। ইহঁাদের দ্বার। রুষিয়ার নানা বিষয়ে উন্নতি হইতেছিল। ২য় ফ্রেডারিক, ধিনি রুধিয়ার মস্থিত পরাজয়ে এতদিন ম্ৰিয়মাণ ছিলেন, এক্ষণে রন্ধীয়রাঞ্জনীতির পরিধর্তনে মনে আনন্দ অনুভব করিতে লাগিলেন । - ------ সঙ্কল্প করেন । পিতর প্রাপীয় সম্রাটের একজন স্তাবক ছিলেন । ষ্ণুেডারিক পুৰ্ব্বপ্রােসর প্রদান করিয়াও রুযিয়ার সহিত সন্ধি করিতে প্রস্তুত ছিলেন, কিন্তু পিত্তর সেদিকে