পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুযিয়া কোম মনোযোগ করিলেন না । অধিকন্তু প্রসিয়া হৃতরাজ্য ফিরাইয়া দিয়া ফুেডারিকের সহিত সন্ধিস্থাপন করিলেন । তিনি স্বীয় পত্নী কাথারাইনের সহিত অত্যন্ত অসন্তোষের সহিত বাস করিতেছিলেন । শেষে কাথারাইনকে পরিত্যাগ করিয় মঠে আজীবন সন্ন্যাসিনী করিয়া রাখিবেন এরূপ সঙ্কল্প করিয়াছিলেন, কিন্তু সম্রাঞ্জী কাথারাইন স্থিরচিত্তে ভবিষ্যৎ অপেক্ষা করিয়াছিলেন । অবশেষে তিনি এক ঘড়যন্ত্রে লিপ্ত হইলেন এবং অবিলম্বে পেটারহফ, নামক স্থানের আবাসভবম পরিত্যাগপুৰ্ব্বক তিমি ২•••• লোকের অধিনায়কতা গ্রহণ করিলেন। হতভাগ্য সম্রাট সম্রাঞ্জার যুদ্ধোযোগ দেখিয়া বিমা বাক্যব্যয়ে রাজ্য ও রাজসিংহাসন পরিত্যাগ করিলেস। কিন্তু শীঘ্রই তিনি সেণ্টপিটসবর্গের নিকটবৰ্ত্তী স্থানে গুপ্তভাবে নিহত হইলেন। রাজকুমারী স্থামকফ এই ঘটনার হৃদয়গ্রাহী বিবরণ লিখিয়াছিলেন–র্তাহার মুখে শুনিয়া মিসেস ডব্লিউ ব্রাডফোর্ড নামক এক ইংরাজমহিলা ১৮৪৪ খৃঃ ঐ কাহিনী প্রকাশ করিয়াছেন । পূৰ্ব্বোক্ত প্রকারে এক জন্মণমহিলা কৌশলে রুষগণের কুসংস্কারের প্রতি পক্ষপাতিতা দেখাইয়া বিস্তীর্ণ রাষসাম্রাজ্যের অদ্বিতীয় অধীশ্বরী হইলেন। দুষ্ট বৎসর পরে কারারুদ্ধ ৬ষ্ঠ ইবান রক্ষি বর্গের দ্বারা নিহত হইলেন । এই সময় সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হষ্টল এবং যুরোপীয় শক্তিপুঞ্জ পোলগুবিভাগে নানা গোলযোগের অবতারণা করিতে লাগিলেন। ১৭৬৭খু: ফরাসীদিগের প্ররোচনায় তুরুষগণ খ্রিসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিল। পোলাওর সহিত রুধিয়ার সম্বন্ধচ্ছেদ করাই এই যুদ্ধের উদেণ্ড ছিল । রুষ সেনাধ্যক্ষ গলিটুজম্ প্রধান উজিরকে আক্রমণ করিলেন এবং ১৭৬৯ খৃঃ থোটিন নগর অধিকার করিলেন । পর বৎসরে রুমান্টলক্ষ ক্রিমিয়ার র্থ এবং তুরস্কের সহযোগীদিগকে পরাজিত করিয়া ১৭৭০ খৃঃ কাগুল নামক স্থানে ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ করিলেন। ১৭৭১ খৃঃ ভুলগরুকি ক্রিমিয়া অধিকার কfরলেন এবং আলেক্লিম অলফ জলযুদ্ধে এলিয়ামাইনরের নিকট তুরুষ্কদিগকে পরাস্ত করিলেন । এই জলযুদ্ধে রুব-সৈন্যগণ ইংরাজ কৰ্ম্মচারিগণের পরিচাঙ্গকতায় যথেষ্ট উপকৃত হইয়াছিলেন । ১৭৭৪ খৃঃ কুচুক-কৈনাউ নামক স্থানে সন্ধিপত্র স্বাক্ষরিত হইল। তুর্ক মুলতান ক্রিমিয়ার মোগলদিগের স্বাধীনতা জদাকার করিলেন। রুষগণ মুলতানের নিকট হইতে এই প্রদেশ গ্ৰহণ করিল। ক্রিমিয়া কিছুদিন পরে রুষ-রাজ্যভুক্ত হইয় গেল। এতদ্ব্যতাত মুলতান, ডননীর মোহানার [ ৬৬৩ ] s রুষিয়া অাজফ, ও নিপর নদীর মোহনায় কিমবার্গ নামক বন্দর ও পোতাশ্রয় এবং ক্রিমিয়ার অন্তর্গত সমস্ত মুরক্ষিত দুর্গগুলি রুবদিগকে প্রদান করিল। ১৭৭১ - মস্ট্রেীনগরে প্লেগ প্রাচুভূত হইয়া সহস্ৰ সহস্ৰ লোকের প্রাণ নাশ করিল। আর্চবিশপ আস্ত্রোস সাধারণ স্বাস্থ্যের উন্নতিকল্পে উপায় অবলম্বন বিষয়ে দুই এক কথা বলিতে গিয়া উত্তেজিত জনতা কর্তৃক নিহত হইলেন । পুগাচেফ নামক এক কলাক অবিলম্বে এক বিদ্রোহের সুচনা করিল এবং আপনাকে তৃতীয় পিতর বলিয়া ঘোষণা করিল। বহুসংখ্যক লোক র্তাঞ্ছার দলপুষ্টি করিতে লাগিল। ক্রিমিয়ার মোগলগণও বিদ্রোহে যোগদান করিল। ২য় কাথারাইল বিদ্রোহ-দমনের জন্তু ধে সমস্ত সেনানী প্রেরণ করিয়াছিলেন, তাহারা প্রথমে পরাভূত হইল । বিদ্রোহিগণ রক্তপাত ও লুণ্ঠনে মহাবিভীষিকার সঞ্চার করিল। পুগাচেফ, কাজান প্রভৃতি নগরও অধিকার করিলেন । যদ্যপি হিনি বিবেচনার সহিত কাৰ্য্য করিতে পারিতেন, তবে কাথায়াইনকে সিংহাসন লইয়া ব্যতিব্যস্ত হইতে হইত। কিন্তু তাহার নিষ্ঠ,রাচরণ দলস্থ সহযোগীদিগকে বিরক্ত করিয়া তুলিল । অবশেষে তিনি বিবিকফ, দ্বারা পরাজিত ও স্ব বারফ, নামক স্থানে ধৃত হইলেন। তিনি লৌহপিঞ্জরে বদ্ধ হইয়া মস্কেীতে আনীত ও নিহত হইলেন । তদ্ভিন্ন অন্তান্ত চারিজন প্রধান বিদ্রোষ্ট্ৰীও প্রাণদণ্ডে দণ্ডিত হইল। এই প্রকারে কাথারাহনের যত্নে কাকদিগের সাধারণতন্ত্র বিলুপ্ত হইল। তাছার সময়ে ব্যবহারশাস্ত্র সঙ্কলিত ও বিধিবদ্ধ হইল । ইহাকে রুধিয়ার আইনসংগ্রহের ৬ষ্ঠ কাল বলিয়। সকলে কীৰ্ত্তন করেন। কিন্তু এই মোহন সংস্কারে ও ক্রীতদাস ও কৃষকগণের বিশেষ কোন উপকার হইল না। ১৭৬৭ খুঃ এক ঘোষণাপত্রে প্রচারিত হহল যে, তাহার তাহাদের প্রভুর বিরুদ্ধে কোন মন্তায় ও অবিচারের নালিশ করিতে পারিবে না। প্রভুগণ তাহাদিগকে ইচ্ছামত পাইবিরিয়ায় নিৰ্ব্বাসিত অথবা যথেচ্ছ ব্যবহার করিতে পাfরবেন। বাজারে দাসগণের ক্রয়বিক্রয় তখনও প্রচুর পরিমাণে প্রচ. লিত ছিল । বিচার-কার্য্যের সুবিধার জম্ভ প্রত্যেক প্রদেশে নান৷ উপবিভাগের বা জেলার স্বষ্টি হইল । কাথারাইন পাঞ্জিদিগের নিষ্কর ভূমি ও দাসদাসী প্রভৃতি লছয় কাৰ্য্যায়ুসারে প্রত্যেকের ধেজৱ নিৰ্দ্দিষ্ট করিয়া দিলেন । ১৭৮৩ খৃঃ ক্রিমিয়৷ কুম্বিয়ার অন্তভুক্ত হছল । ১৭৮৭ খৃঃ তুরুষ্কের পুনৰ্ব্বার যুদ্ধের স্বত্রপাত হইল। অটোমান স্থলত্তানের যুদ্ধোন্ধোগের