পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুষিয়া হুইবে না । লাটিন, গ্ৰীকৃ, ইতালীয় ও তুকী ভাষার মিশ্রণে ইহাদের ভাষা গঠিত। ইহারা বিশেষ পরিশ্রমের সহিত ভূমিকৰ্ষণ ও শস্ত বপন করিণী থাকে। পূৰ্ব্বে সম্রান্ত ধনীপুরদিগের নিকট ইহার ক্রীতদাসরূপে গণ্য ছিল, কিন্তু শতাধিক বর্ষ হইল ইছারা সেই চীন সম্বন্ধ হইতে বিমুক্ত হইয়াছে। ইহাদের মধ্যে কয়েকটা সার্বিয় বা রেজ বংশ আসিয়া মিশিয়াছে। একাটারিনোশ্লাফ, বিভাগেও এই জাতির উপনিবেশ দেথা যায়। ফিনলগু উপসাগরের উভয় তীরবাসী ফিন বা ৎস্বদে জাতির খাদা নাক ও চেপ্টা মুখাকৃতি লক্ষ্য করিয়া জাতিতত্ত্ববিদগণ উহাদিগকে করিয়া থাকেন ; কিন্তু স্বল্পকেশী ও নীল চক্ষুবিশিষ্ট দেথিয় কোন কোন জাতিতত্ত্ববিদ উহাদিগকে ককেশীয় জাতির মধ্যে আসন দিতে বত্ববান । ফিনলগু-উপকুলবাসী ফিন্‌জাতি ক্লষিজীবী ও গোমেষাদির পালক । ইহাদেরই অন্ততম শাখা যাহার ৬৫° উঃ অক্ষাংশে যা ইয়া বাস করিতেছে, তাহদের বাসভূমি লাপলও এবং তদেশবাসী ফিনগণ লাপল গুীর নামে খ্যাত । ইহার কেবল মাত্র বলগা হরিণ পালন দ্বারাই জীবিকা নিৰ্ব্বাহ করে । ইহাদের সংধ্য ক এক সহস্ৰ মাত্র । ফিনলও উপসাগরের দক্ষিণভূভাগে এস্থিশ বা এস্থোনীয় জাতির বাস । এক মাত্র কৃষিই ইহাদের প্রধান অবলম্বন । ইহাদের প্রচলিত ভাষা অনেকাংশে ফিনদিগের মত । ১৮১৮ খৃষ্টাব্দ পর্য্যস্ত ইহার স্থানীয় সামস্ত বা ভূম্যধিকারিগণের নিকট দাসত্বশৃঙ্খলে আবদ্ধ ছিল। পরে সম্রাটু আলেক্সান্দার ইহাদিগকে মুক্তিদান করেন। ইহাদের সংখ্যা ৫ লক্ষের ও অধিক । এস্থোনীয়দিগের বাসভূমির দক্ষিণে (৫৮' উঃ অক্ষাংশে ) সশিস নদীর উভয় কুলে লিবি বা লিবোনীর নামক একটা ক্ষুদ্র জাতির বাস আছে। উহার কৃষিজীবী ও ফিন্‌-ভাষায় কথা কয় । উপরোক্ত ৎসুদে জাতির পুৰ্ব্ববিভাগীয় শাখা পশ্চিম বিভাগ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র। কোন সময়ে ও কিরূপ ঘটনালোতে পরিচালিত হইয়। ইহার ফিল্‌ জাতির বাসভূমি ফিল্লও পরিত্যাগপূর্বক প্রায় ৫ শত মাইল ব্যবধানে রুব জাতির এই সুবিস্তৃত বাসভূমি অতিক্রম করিয়া যুরাল পৰ্ব্বতমালার পশ্চিম চালে ও মধ্য বল গা নদীর তীরে আসিয়া বাল कब्रिप्रारइ, डाह जानिबाग्न उ*ाब नाहै । ईशष्म अभएषा সিরিয়ানে, শাম্বার, ভোগুলে, বোভিধাকে, চুৰাগ, চেমি XVI মোগলবংশসস্তুত বলিয়াই নির্দেশ । [ ७११, ] > * > রুষিয়া মিজ, মোদ ভাইন ও টেপসিয়ারে প্রভূতি কয়ট থাক C# ६ ६ग्न ! - ডুইন নদীর শাখ ব্যচেগদা নদী ও কাশ নদীর মধ্যস্থলে, বিশেষতঃ ব্যচেগদার উভয়কূলে ও সাইলোলা মদীর মোহান পৰ্য্যস্ত বিস্তৃত স্থানে পিরিযানে শাখার বাস । ইহার রুবিয়ার পূৰ্ব্বোত্তর সীমান্তে বনমালাসমাচ্ছাদিত পাৰ্ব্বত্য ভূভাগে চিরণ করিয়া ইচ্ছামত বন্যপশু শিকার করে এবং তদ্ধার জীবিক নিৰ্ব্বাহ করিয়া থাকে। ইহাদের ভাষা অনেকাংশে পাশ্মীরদিগের অনুরূপ। কথিত ভাষা রুষ । কাম ও ৰিঙ্গৎক। নদীদ্বয়ের মধ্যবৰ্ত্তী প্রদেশে সিরিয়ানে জাতির বাস ভূমির দক্ষিণে পাৰ্ম্মিয় জাতির বাস । ইহাদের ভাষার সহিত ফিল্দিগের ভাষার অনেকটা মিল আছে, কিন্তু সকলেই রুয ভাষায় কথাবাৰ্ত্ত কহিয়া থাকে । ইহারা পিরিয়ানেদিগের অপেক্ষ অনেকাংশে উন্নত । কৃষিবিদ্যা ব্যতীত ইহার বস্তৃপ শু শিকার ও উ ব্রু নদীদ্বয়ে মৎস্ত ধরিয়৷ জীবিক। নিৰ্ব্বাহ করে । যুরাল পৰ্ব্বতের ৫৮ হইতে ৬০° উত্তর অক্ষাংশ মধ্যবর্তী ঢালু প্রদেশে মধ্যকার বোগুলেগণ স্বচ্ছলো বিচরণ করে । ইহাদের মুথাকৃতি চক্রাকার, চিবুকাস্থি বিস্তৃত এবং মুখমণ্ডল শুশ্ৰুবিহীন । অনেকাংশে কালমাক জাতির দ্যায় দেথা যায় । ভাষাগত সাদৃশ্য লইয়া অনুমান করিলে ইহাদিগকে ৎস্বদে অথবা মগয়ার জাতি বলিয়। গ্রহণ করা যায় । যে হেতু উভয় ভাষার সহিতই ইহাদের কথিত ভাষার মিল আছে । বন্যপশু শিকার করিয়াই ইহার প্রধানত: জীবিকা নিৰ্বাহ করে। ইহার ক্ষুদ্র ক্ষুদ্র সমাজ বা দলে আবদ্ধ থাকিয়া স্থানে স্থানে বাস করে। কখনও কোথা ও ৫টা বা ৬টা পরিবারের অধিক বাস কfরতে দেখা যায় না । ইহার কোল স্থানে অধিক দিন বাস করে না । এক স্থানের আবশুকীয় ভোজ্যাদি নিঃশেষিত হইলে ইহারা অন্যত্র সরিয়া যায়। বর্তমান সময়ে ইহাদের মধ্যে কতকগুলি লোক খৃষ্টধৰ্ম্মের গ্রীক-সমাজের আশ্রয় গ্রহণ করিয়াছে, অবশিষ্ট লোক এখনও কুসংস্কারাচ্ছন্ন ঘোর পৌত্তলিক ( Heathen) i বোতিয়াক জাতি পাষ্ট্ৰীয়দিগের বাসভূমির পশ্চিমে বিয়ংকা ও কাম নদীর উৎপত্তি-স্থান-সন্নিহিত প্রদেশে বাস করিতেছে। ভাষা ও শারীরিক গঠনে ইহারা ফিনজাতির তুল্য, দেখিলে কিছুতেই পৃথক বলিয়া বোধ হয় না। ইহার কৃষিজীবী এবং গোমেধাদি ও মধুমক্ষিক। পালন ও বৰ্দ্ধনবিষয়ে বিশেষ যত্নশীল। স্বজাতির মধ্যে দোষ ও অত্য