পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৌম-সাম্রাজ্য [ ১৭ } রোম-সাম্রাজ্য ৪০৪ খৃঃ পূঃ রোমের শাসন-প্রণালীর পুনরায় পরিবর্তন হইল এবং ৩ জন মিলিটারী টিবিউন” বা সামরিক বিচারক নিযুক্ত হইলেন। পূৰ্ব্বে কন্সলগণ কেবল পেটিশিয়ান দল হইতে মনোনীত হইতেন, এক্ষণে প্লেবিয়ান জল হইতেও সামরিক বিচারক নিয়োগের ব্যবস্থা হইল । এতদিন পর্য্যন্ত রোম রাজ্য নিদিষ্ট সীমাবদ্ধ ছিল । এক্ষণে রোমকগণ এউরিয়া অধিকার করিয়া তথায় এবং অন্যান্ত স্থলে উপনিবেশ স্থাপনে মনোনিবেশ করিলেন । সুতরাং রাজ্যপরিধি প্রসারিত হইতে লাগিল। ৩৯৪ খৃঃ পুঃ রোমকগণ ভিয়াই রাজ্য একেবারে বিধবস্ত করিলেন । দশবৎসরব্যাপী ভয়ঙ্কর যুদ্ধের পরে রোমকগণ জয়লাভ করেন। এই সময়ে দৈববাণী দ্বারা ঘোষিত হয় যে, যাহার ৬০•০ ফিটু সুড়ঙ্গ খনন করিয়া আলান্‌ হ্রদের জল সমুদ্রে সংযোগ করিয়া দিতে পারিবে, তাহারাই যুদ্ধে জয়ী হইবে। তদনুসারে রোমের ডিক্টেটর ফিউরিয়া কামিল্লাস উক্ত সুড়ঙ্গ নিৰ্ম্মাণ করেন । অস্তাবধি উক্ত সুড়ঙ্গ বিদ্যমান আছে। তৎপরে এটাস্কান রাজ্য একেবারে ধ্বংসপ্রাপ্ত হইল। এই যুদ্ধে জয়লাভ করিয়া কামিল্লাস মহা আড়ম্বরে শ্বেতাশ্বসংযুক্ত রথে রোমে প্রবেশ করিলেন। জুনোদেবতার প্রতিমূৰ্ত্তি রোমে আনীত হইয়৷ তদুপরি এক বিরাট মন্দির নিৰ্ম্মিত হইল । ৩৯১ খৃঃ পূঃ কামিল্লাস নিৰ্ব্বাসিত হইলেন এবং গলগণ অসংখ্য সেনাদল লইয়া রোমনগর ধ্বংস করিতে যাত্রা করিল। ব্রেন্নাস নামক গলসেনাপতি রোমকে শ্মশানে পরিণত করিবার সঙ্কল্প করিলেন । রোমকগণের অনেকে আসন্ন বিপদ দেখিয়া নানাস্থানে পলায়ন করিল। গলগণ রোম অবরোধ করিল। আল্লিয়া নামক স্থানের ঘোরতর যুদ্ধে সহস্ৰ সহস্র রোমসৈন্ত ধরাশায়ী হইল । তখন অবশিষ্ট অধিবাসিগণ পুরোহিত ও ভেষ্টাল কুমারীগণসহ কাপিটোলে আশ্রয় লইলেন । গলগণ রোমে প্রবেশ করিয়া নরহত্যায় এবং অগ্নিপ্রদানে নগর মহা শ্মশানে পরিণত করিল। কেবল মানিলেয়াসের সাবধানতায় কাপিটোল শক্ৰহস্ত হইতে রক্ষা পাইল । তজ্জন্ত তিনি বীর আখ্যায় ভূষিত হইয়াছিলেন । অবশেষে ১০ • • স্বর্ণমুদ্রা পাইয়া গলগণ রোম পরিত্যাগ করিল। কিন্তু পথিমধ্যে রোমকসৈন্ত কর্তৃক আক্রান্ত হইয় ধ্বংসপ্রাপ্ত হইল । তৎপরে রোমবাসিগণ রোমে প্রত্যাগত হইল এবং পুনরায় গৃহাদি নিৰ্ম্মাণ করিতে লাগিল । কামিল্লাসনিৰ্ব্বাসন হইতে আসিবা পুনরায় সাধারণ তন্ত্রের ডিক্টেটর নিযুক্ত হইলেন । ৩৬১ খৃঃ পূঃ, গলগণ পুনরায় রোম আক্রমণ করেন। কিন্তু আৰ্ণোনদী তীরন্থ যুদ্ধে মানিলিয়াসের অদ্ভুত বীরত্বে রোম XVII & রক্ষা পাইল । তজ্জন্ত তিনি টর্কটিাস নামক গেীরৰান্বিত উপাধি পাইয়াছিলেন। কিন্তু অকৃতজ্ঞ রোমবাসী পরে তাহার নিধন সাধন করিল। এই সময়ে পেটিশিয়ান ও প্লেবিয়ানদিগের স্বত্ব ও স্বামিত্ব লইয়া পুনরায় নানা গোলৰোগ উপস্থিত হইল । পরে ৩৬৭ খৃঃ পূঃ প্লেবিয়ানদলের এল-সেক্সটয়াস সৰ্ব্বপ্রথমে কন্সল হইলেন এবং বিচার-কাৰ্য্যের জন্ত “প্রিটর” বা এক জন নুতন ম্যাজিষ্ট্রেট নিযুক্ত হইলেন। কিছুকালের জন্য প্লেবিয়ান ও পেট শিয়ান পক্ষে শান্তি স্থাপিত হইল। ইহার পরে লাটিয়ামের প্রাধান্ত লইয়া রোমের সহিতু সামনাইট ও লাটনদিগের সহিত দুইটী ভীষণ যুদ্ধ সংঘটিত হয় । প্রথম সামনাইট যুদ্ধে (৩৪৩-৩৪১ খৃঃ পূঃ) রোমকগণ জয়লাভ এবং সামনাইটগণ তাহাদের অধীনতাস্বীকার করিল। লাটিনগণ দূতপ্রেরণ দ্বারা জ্ঞাপন করিতে বাধ্য হইল যে, তালদের মধ্যে হইতেও শাসনকর্তা এবং কন্সল নিযুক্ত হইবে। কিন্তু রোমকেরা তাহাতে আপত্তি করায় লাটিন সম্প্রদায়ের সহিত যুদ্ধ উপস্থিত হইল । ভেসেরিস এবং টি ফানাম নামক স্থানের যুদ্ধে রোমকগণ সম্পূর্ণরূপে জয়লাভ করিল (৩৪৭ খৃ: পূ: )। লাটিনগণের বার আন লোক মৃত্যুমুখে পতিত হইল। এই যুদ্ধে মানেলিয়াস টর্কটিাস সামরিক নিয়মলঙ্ঘনের জন্য ত্রটসের দ্যায় নিজ পুত্রের শিরশেদ করিতে অমানবদনে আদেশ প্রদান করেন । ৩৩০ খৃঃ পুঃ রোমকগণ ভলসিয়ানদিগের সহিত যুদ্ধে জয়লাভ *... করেন। রোমকদিগের পুনঃ পুনঃ শ্ৰীবৃদ্ধি ༣༥ ཀར་ཤ་ཟ་རྒྱུ་དང་ দেখিয়া সামনাইটগণ গ্ৰীকগণের সহায়তায় 弘 পুনরায় রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণ করিল। এই যুদ্ধ ২২ বৎসর চলিয়াছিল। প্রথম ৫ বৎসর রোমকগণই জয়লাভ করিতে থাকে এবং সামনাইটগণ হতাশ্বাস হইয়া যুদ্ধ পরিহারের সঙ্কল্প করে। পরে সি পটিয়াস নামক একজন সামনাইট বীরের অত্যন্ধুত সমর-কৌশলে সামনাইটগণের ভাগ্যচক্র ফিরিতে থাকে । তিনি “কন্ডাষ্টন ফক” নামক গিরিসঙ্কটে রোমকদিগকে এরূপ ভাবে পরাজিত ও অপমানিত করিয়াছিলেন, যাহার তুল্য ঘটনা রোমের ইতিহাসে আর ঘটে নাই । পণ্টিয়ালের সমরকৌশলে রোমসৈন্ত শৈলপথে সম্পূর্ণরূপে অবরুদ্ধ হইলেন । অবশুম্ভাবী বিনাশ দেখিয় রোমকগণ বুদ্ধিপূৰ্ব্বক আত্ম-সমৰ্পণ করিলেন। পণ্টিয়াসও দয়াপুৰ্ব্বক রোমসৈন্ত ও সেনাপতিদিগের প্রতি সঙ্গ্যবহার করিলেন । কন্সলম্বয় ও সেনাপতিদ্বয় অঙ্গীকার করিলেন যে, ৫ালের সামনাইটদিগকে রোমকদিগের সহিত সৰ্ব্ববিঘরে তুল্যাধিকার প্রদান করিবেন এবং ৬০ অশ্বারোহী প্রতিভূ লাটিন যুদ্ধ SB ఈ - వీచిe १: পুং