পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈাম-সাম্রাঞ্জা झ१-८मबङाब्र भमिग्नषांब्र ठेन्चाठ श्ण ! भूर्क ७*ी जांछि भिनिऊ श्रेष्ठ ८ब्रांबब्रांहणाद्र यउि* श्हेब्राहिण, uषम श्रांद्र झु३नै छाड़ि रुँहद्रङ ििनङ इहेब्र जर्सीमाकरणा ७eफ्नै छोडि इरेंज ! আফ্রিাতিক সাগরের পূর্বাংশে ইন্নিবীরগণ বাস করিত। ইহার জলদমাতা দ্বারা সমৃদ্ধ হইয়াছিল। ইহাদের উপদ্রবে ইতালীর উপকুল ভাগ নিরাপদ ছিল না। রোমের সেনেট ইল্লিরীর-প্লাজ আগ্রনের নিকট দূত পাঠাইলা এই উপদ্রব নিবারণের জষ্ঠ প্রার্থনা করিলেন। রাজা তাহাতে ক্ৰক্ষেপ করিলেন না, বরং দূতগণ নিহত হইল। অবিলম্বে রোমক-সৈন্ত আদ্রিয়াতিক উত্তীর্ণ হইয়া যুদ্ধযাত্রা করিল ( ২২৯ খৃ: পূ: )। সেই সময়ে আগ্রনের মৃত্যু হওয়ায় টিউট নামী তাহার বিপ্লবী পত্নী দিমেত্ৰিয়াস্ নামক একজন গ্রীকের মন্ত্রণায় রাজ্য শাসন করিতেছিলেন। দিনেত্রিয়স্টউটাকে পরিত্যাগপূর্বক করসাইরা" নামক দ্বীপ রোমকদিগকে অৰ্পণ করিলেন। টিউট নিরুপায় হইয়া রোমকদিগের প্রস্তাবিত সকল বিষয়ে সন্মতি দিলেন । এই প্রকারে আদ্রিয়াতিক উপকূল জলদসু্যশূন্ত হওয়ায় গ্রীকগণ অত্যন্ত সন্তুষ্ট হইয়া রোমকদিগকে ধন্যবাদ জ্ঞাপনার্থ দূত পাঠাইল। এই যুদ্ধ শেষ না হইতেই গলগণের সহিত আবার যুদ্ধ বাধিল । গত ৪০ বৎসর গলগণ শাস্তভাবে ছিল। আবার ইহার উগ্ৰমূৰ্ত্তি ধারণ করিল। গলগণের পুৰ্ব্ব আক্রমণ ও রোমের ধ্বংসসাধন স্মরণ করিয়া ইতালীবাসী প্রমাদ গণিলেন। দৈবজ্ঞেরা সাইবিলাইন পুস্তক আলোচনা করিয়া কহিলেন, রোম দুইবার শক্র কর্তৃক আক্রান্ত হইবে। এবং ইহাও ঘোষিত হইল যে, দুইজন গলকে ফোরামে জীবিত অবস্থায় গোর দিলে রোমের বিপদ কাটিয়া যাইবে । অবিলম্বে বিরাট সৈন্যদল সজ্জিত হইল। ১৫• • • • পদাতিক ও ৬• • • অশ্বারোহী যুদ্ধার্থ চলিল। ইটরিয়ার অন্তর্গত টেলামন নামক স্থানে ভীষণ যুদ্ধ সংঘটিত হইল (২২৫ খৃ: পূ:)। ৪•••• গলসৈন্তের রক্তে সমরক্ষেত্র প্লাবিত হইল। ১• • • • গলসৈন্ত বন্দী হইল। রোমকগণ বোআই প্রদেশ হইতে পো নদীর তীর দেশ পৰ্য্যস্ত অধিকার করিলেন। ২২৩ খৃঃ পূঃ, রোমক কন্সল ফ্লেমিনিয়াস নদী পার হইয়া অগ্রসর হইলেন এবং ইনমুবারদিগকে একটা যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত করিলেন। এই সময়ে কণিলিয়াস সিপিও এবং ক্লডিয়াস্ মার্সেলাস্ রোমের কন্সল নিযুক্ত হইলেন। তাতার ইনস্বত্বারদিগকে তাড়াইয়া পো-নদীর অপর তীরে রাজ্যবিস্তারের জন্য ধাবিত হইলেন। মার্সেলাস স্বহস্তে ভিরিডোমেরাস্ নামক ইনসাব্রিয়ান সর্দারকে বধ করিয়া তাহাদিগকে পরাজিত করি हैब्रिध्नौइन बूक { ২২১ খৃঃ পূঃ ) ২৩ 1 রোম-সাম্রাজ্য লেন। লিপিও তাহাজের রাজধানী মিলান অধিকার করিলেন। তাহার রোমের অধীনতা স্বীকার করিল। প্লাসেন্টিয়া এবং ক্রিমোনায় ছুইটী রোমক উপনিবেশ স্থাপিত হইল (.২১৮ খৃ: পূ: )। প্রত্যেক স্থানে ৬••• লোক উপনিধিষ্ট হইল এবং রোম হইতে আরিমিনিয়াম নামক গলনগর পর্যাপ্ত রাস্তা প্রস্তুত হইয়া উক্ত স্থান সকল রোমের সহিত সংযুক্ত হইল। রোমের রাজ্যপরিধি ক্রমে ক্রমে চারিদিকে প্রসারিত হইতে লাগিল । উত্তরে আল্পস পৰ্ব্বত পর্য্যন্ত রোমের জয়পতাকা উড়িল । সেই সময় হামিলকার স্পেনে সাম্রাজ্যের ভিত্তিপত্তন কুরিয়াছিলেন। তাহার অদ্ভুত প্রতিভার তথার রাজ্যসীমা শীঘ্ৰ বৃদ্ধি পাইতে লাগিল। হামিলকারের অন্তঃকরণে রোমকদিগের প্রতি প্রবল বৈরভাব সৰ্ব্বদা জাগরুক ছিল । তিনি স্বীয় নয় বৎসর বয়স্ক পুত্র হানিবলকে অগ্নিময়ী বজ্ঞবেদী স্পর্শ করিয়া শপথ করাইয়াছিলেন যে, যেন তিনি আজীবন রোমের প্রতিজাতবিদ্বেষ থাকেন এবং বৈরনিৰ্য্যাতনে প্রাণপণ চেষ্টা করেন। হামিলকার বাল্য হইতেই হানিবলকে যুদ্ধ বিষ্ঠায় সুশিক্ষিত করিতেছিলেন। হানিবল পিতার প্রতিজ্ঞ এবং রপাণ্ডিত্য প্রভৃতি গুণেরউপযুক্ত অধিকারী হইয়াছিলেন। হামিলকার স্পেনের অভ্যন্তরে ধীরে ধীরে রাজ্য বিস্তার করিতেছিলেন। ২২৮ খৃঃ পূঃ একটা যুদ্ধে হামিলকারের মৃত্যু হওয়ায়, তাহার জামাত হাস্ক্রবল সেনাপতিত্ব গ্রহণ করিলেন এবং স্পেনে নিউকার্থেজ নামে এক সুন্দর নগর স্থাপন করিলেন, উহার বর্তমান নাম কাটেজনা । তরুণ বয়স্ক হানিবল সেনানায়কের পদে নিযুক্ত হইলেন। ২২১ খৃঃ হাস্ক্রবল একজন ক্রীতদাসকর্তৃক গুপ্তভাবে হত হইলেন। তখন হানিবল সেনাপতি ও শাসনকর্তৃপদ পাইলেন । হানিবলের অন্তঃকরণে সৰ্ব্বদাই রোমরাজ্য আক্রমণের ইচ্ছা বলবতী ছিল। তক্ষন্ত তিনি অক্লান্ত পরিশ্রমে সৈন্যদিগকে সুশিক্ষিত করিতে লাগিলেন। হানিবল অদ্ভুত প্রতিভাবলে স্পেন মধ্যস্থ সমস্ত জাতিদিগের সাহায্য লাভে কৃতকাৰ্য্য হইলেন। এক্ষণে তিনি যুদ্ধের ছল খুজিতে লাগিলেন। পূৰ্ব্বে হাসড়বলের সহিত সন্ধিতে স্থিরীকৃত হইয়াছিল যে, এত্রে নদীর পূর্বসীমা পর্যন্ত রোমকগণের অধিকারে থাকিবে এবং নদীর পশ্চিমপারে কার্থেঞ্জীয় স্পেনের সীমাবদ্ধ হইবে। কিন্তু হানিবল এই সন্ধি অগ্রাহ করিয়া ২১৯ খৃঃ পূঃ নিজ রাজ্যের বহির্ভূত সেগাণ্টাম নগর আক্রমণ করিয়া ৮ মাস যুদ্ধের পরে অধিকার করিলেন। রোমকগণ মিত্ররাজ্যের সাহায্যার্থ এতদিন কিছুই করিতে পারিল না। রোমকগণ হানিবলের নিকট সন্ধিভঙ্গের কারণ জিজ্ঞাসা করিয়া দুইবার দূত প্রেরণ করিলেন। হানিবল তাহাতে কোন