পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_rट्रडकूञ्ज-द्रव्रज्ञ বঘা -o-o-o-TTT प्र॰स्थ=झ___~~ নগর। সরয়ু ও গোমতী সঙ্গমে অবস্থিত। অক্ষা ২৯°৪৯২০ উঃ এবং দ্রাঘি" ৭৯৪৭৪e"পূং। কলিকাতা হইতে এই স্থান ৯১১ মাইল উত্তরপশ্চিমে এবং আলমোর হইতে ২৭ মাইল উত্তরপূৰ্ব্বে অবস্থিত। নগরট সমুদ্রপৃষ্ঠ হইতে প্রায় ৩ হাজার ফিট, উচ্চ। এই নগরের সহিত মধ্যএসিয়া ও তিব্বতের বিষ্কৃত বাণিজ্য আছে। প্রতি বৎসর মাঘ মাসে এখানে ভূটিয়া জাতির একটী মেলা হয় । ঐ স্থানে সমতল ক্ষেত্ৰজাত ও হিমালয়ের অত্যুচ্চ শৃঙ্গজাত দ্রব্যসমূহের বিনিময় হইয়া থাকে। প্রবাদ, মোগল সম্রাট, তৈমুর প্রথমে বগেসর উপত্যকাভূমে একটী মোগল উপনিবেশ স্থাপন করিয়াছিলেন। কিন্তু এক্ষণে সেই মোগল জাতির বাসের চিহ্ন মাত্র নাই। কেবল মাত্র পাৰ্ব্বত্য বেনিয়াগণ বাণিজ্য কার্য্যে লিপ্ত রহিয়াছে। বগোর, রাজপুতনার উদয়পুর রাজ্যের অন্তর্গত একটা নগর। উদয়পুর রাজধানী হইতে ৬৭ মাইল উত্তর পূৰ্ব্বে অবস্থিত। পূৰ্ব্বে ইছা মহারাণা সোহান সিংহের জমিদারীর অন্তৰ্ভুক্ত ছিল। ১৮৭৫ খৃষ্টাম্বো উহ। তাহার হস্ত হইতে কাড়িয়া লওয়া হইয়াছে। বগ্ন (*) কি ইতি। বচ, (বচেশ্চি। উণ, ৩৩৩) ইতি মুঃ গশাস্তাদেশ । ১ বক্ত, বাগ্মী, কথক। ২ বাবদুক । ৩ পখাদির চীৎকার। ৪ ভেকরব। "গবামাহনমায়ুর্বৎসিনীনাং মধুকানাং বধুরত্রাসমেতি।” ( ঋক্ ৭৷১০৩২ ) মধুকানাং বা শব্দ সমেতি সঙ্গস্থতে (সায়ণ) বগলা ( দেশজ ) খলি । বশ্বন (ত্রি) প্রিয়বাকাকথনশীল। স্তুতিবাক্য। (খঙ্ক ১।৩২২ ) “বশ্বনা বচনেন স্ততা” (সারণ) বন্ধনু (পুং) শব। (খৰ ৯৩৫ ) বব, ই ও গতি নিন্ম গত্যারম্ভ আক্ষেপার্থ। ভূ আৰু সক (বাথে ), অঙ্ক" চ সেট, । ই বক্ত্যতে । ঙ বক্তাতে । টকাকার দুর্গাদাস বলেন যে, কোন কোন ব্যক্তি জব অর্থেও বক্ততে পদ গ্রহণ করিয়া থাকেন। লিট, ববঙ্গে। লুঙ, অবস্তিত্বঃ । বঘ ( ) পতঙ্গবিশেষ। শলভ বা তৰং অহিত্যচরণশীল জীবভেদ । “তাঁপতে বখাপতে তৃষ্টজন্তু আশ্রণোত মে। ( অথৰ্ব্ব ৬৫।৩) "হে তৰ্দাপতে তদানাং হিংসকানাং আখুনাং স্বামিন্‌ হে BBBBBS DBBB DDBDD DBB BB BBBBBS BBS পূর্বাং হন্তে: “ডোন্তজাপি দৃপ্ততে’ ইতি উগ্রতাঃ। বই ভাগুরিয়রোপ ইতি অবশাস্ত আদিলোপ:। পৃযোদরাদি স্থাৎ যত্ব । ৰঘানাং পতঙ্গাৰীনাং অধিপতে কৃষ্টজন্তাঃ তীক্ষ- |" नरहे छूद्रः' { जोइन) [ e*~२ ] ৰঘেল বঘাত, পাব প্রদেশের অন্তৰ্ভুক্ত একটা পাৰ্ব্বতীয় সামন্তরাজ্য। সিমলা শৈলাবাসের পাশ্বদেশে অবস্থিত এবং অম্বালা বিভাগের কমিসনরের রাজকীয় তত্ত্বাবধানে পরিচালিত। ভূমি-পরিমাণ ৩৬ বর্গমাইল। এখানে প্রায় ১৭৮টা গ্রাম আছে। রাজ্যের মধ্যস্থ অক্ষা” ৩০°৫৫' উঃ এবং দ্রাঘি” | এখানকার সর্দার রাণা দলীপ সিংহ ( ১৮৮৫ ) রাজপুতবংশীয়। ১৮৫৯ খৃষ্টাৰে তাহার জন্ম হয়। ইনি ইংরাজরাজকে বাৰ্ষিক ২০০০ টাকা কর দিতেন ; কিন্তু কালকা ও সিমলার মধ্যবৰ্ত্তী কসৌলী ও সোলোন-সেনানিবাসের নিমিস্ত ইংরাজগবমেন্ট তাহার নিকট হইতে স্থান লওয়ায় রাজস্ব হইতে ১৩৯ টাকা বাদ দেওয়া হইয়াছে। বাঘল-রাজের স্তায় এখানকার সর্দারগণও ইংরাজ-গবমেন্টের সহিত সন্ধিসূত্রে আবদ্ধ। [ বাঘল দেখ ] বঘার ( বধিয়াড়), সিন্ধুনদের একটা শাখা। করাচী জেলার ঠাঠ নগরের দক্ষিণে অক্ষা” ২৪°৪৭′ উঃ সিন্ধুগাত্র হইতে বহির্গত হইয়া সমুদ্রাভিমুখে ধাবিত হইয়াছে। খৃষ্টীয় ১৮শ শতাকো এই নদী অতি বিস্তৃত ও বেগবতী ছিল। হালোর বন্দরের যাবতীয় পণ্যদ্রব্য এই নদীপথেই তৎকালে পরিচালিত হইয়। সমুদ্রোপকূলে সমানীত হইত। ১৮৪০ খৃষ্টাব্দে বালুকার চর পতিত হওয়ায় সিন্ধুর গতি পরিবৰ্ত্তিত হইয়াছে এবং এই নদীবক্ষ ক্রমশঃই শুষ্ক হইয়া পড়িতেছে। এই নদীর মোহান! স্থিত পিতি, পিতিয়ানী, জুন ও রেছাল শাখায় এখনও নৌকাযোগে গমনাগমন করা যায়। বঘেল, রাজপুত জাতির একটা শাখা। আদি সোলান্ধী বা চেলুক্য শ্রেণি হইতে এই শাখা সমুদ্ভূত। রেবাপতি মহারাজ রযুরাজ সিংহ রচিত ভক্তমাল নামক গ্রন্থে এই রাজপুত-শাখার সংক্ষিপ্ত ইতিহাস বিবৃত হইয়াছে,—তাহা হইতে জানা যায়, প্রসিদ্ধ সাধু কবীর পশ্চিমসমুদ্রে স্নান করিবার জন্ত গুজরাতে যাত্রা করেন । এই সময়ে চেলুক্য বা সোলান্ধী দেব গুজরাতের সিংহাসনে অধিষ্ঠিত। রাজা অপুত্রক ছিলেন,তিনি কবীরের নিকট পুত্রের জন্ত প্রার্থনা করেন। কবীরের আশীৰ্ব্বাঘে সোলাষ্ট্ৰীরাজের দুইটী পুত্র জন্মিল, তন্মধ্যে একটর আকার ব্যান্ত্রের মত ছিল। এই ব্যাস্ত্রাকার পুত্রের নাম হইল ব্যাস্ত্রদেব । রাজপুরোহিতগণ সেই দুৰ্ব্বক্ষণ পুত্রকে সমুদ্রে ফেলিয়া দিবার পরামর্শ দিলেন। রাজাও সমুদ্রে ফেলিয়া দ্বিৰার জন্ত অনুমতি করেন । এ কথা কবীরের কর্ণগোচর হইল। তিনি কুমারকে ফিরিয়া জানিতে কহিলেম এবং এই কুমারের নামে স্বতন্ত্র থাকের উৎপত্তি হইবে, তাছাও নির্দেশ করিয়া দিলেন । দৈববিড়ম্বনায় ব্যাঘ্রদেবেরও পুত্র হইল না, অবশেৰে কবীরের