পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বম্বেল অনুগ্রহে তাহার একটী পুত্র জন্মিল। ব্যাঘ্রদেশের নামানুসারেই উrগর বংশপরম্পর “বখেল” বা " বাবেল” নামে খ্যাত হইল । বাস্ত্রদেবের পুত্রের নাম জয়সিংহ। পিতামহের আদেশে তিনি বহু সৈন্যসামন্ত লষ্টয়া দিগ্বিজরে বাহির হইলেন। নৰ্ম্মদাকুলে আসিয়া তিনি গোড়দেশ অধিকার করিলেন। এখানে সুদ্ধির খেরার বৈশরাজপুতকস্তার সহিত র্তাহার বিবাহ হইয়া গেল। তাহার বংশধর করণসিংহ ও কেশরীসিংহ দিগ্বিজয় উপলক্ষে নানা স্থান জয় করিয়া মুসলমান নবাবের অধিকারভুক্ত গোরখপুর দখল করিয়া বসিলেন। তাহান্ধের পর মল্লার সিংহ, সারঙ্গ দেব ও ভীমল দেব যথাক্রমে রাজ্যভোগ করেন। ভীমলের পুত্র ব্রহ্মদেব গহরবাড় রাজপুতগণের সহিত সন্মিলিত হন। তাহার পরবর্তী প্রতাপশালী উত্তরাধিকারীর নাম বীরসিংহ । প্রবাদ, তাহার লক্ষ অশ্বারোহী ছিল । বীরসিংহ মুসলমানের হস্ত হইতে কিছু দিনের জন্ত প্রয়াগতীর্থ উদ্ধার করেন । সে সংবাদ পাইয়া বাদশাহ সসৈন্তে চিত্রকুটে বীরসিংহের সম্মুখীন হইলেন । বাদশাহ তাহাকে ডাকিয়া কহিলেন, আমার প্রজাগণের শান্তিভঙ্গ করিতে তোমার ভয় হইল না । বীরসিংহ উত্তরে জানাইলেন, ক্ষত্রিয়ের লিঙ্কাধিকার থাক চাই । দুষ্টের দমন শিষ্টের পালনই ক্ষত্রিয়ধৰ্ম্ম । বাদশাহ তাহার বীরত্বে মুগ্ধ হইয় তাহার পুত্র বীরভাতুকে “রাজা” উপাধি দান কৰেন । বাদশাহের উৎসাহবাক্যে ধীরসিংহ ১১ জন রাজাকে জয় করেন ও বন্ধোগড়ে গিয়া বাস করেন । দক্ষিণে তমসা পর্য্যন্ত র্তাহার জয়ধ্বজ শোভিত হইয়াছিল। তিনি অন্তিমকালে পুত্ৰহস্তে রাজ্যভার দিয়া প্রয়াগে গিয়া জীবন বিসর্জন করেন। বীরভাঙ্গু কচ্ছবত্ব-রাজকন্যার পাণিগ্রহণ করিয়া যৌতুকশ্বরূপ রতনপুর রাজ্য লাভ করেন। প্রত্নতত্ত্ববিদ কনিংহাম সাহেবের মতে ৫৮০ হইতে ৬৮৩ সংবৎ পৰ্য্যন্ত ৰঘেকাগণ শোণ ও তমসার উপত্যকায় আধিপত্য বিস্তার করিয়াছিলেন। তৎপরে কলচুরি, চন্দেল, চাহমান, সেঙ্গর ও অবশেষে গোড়গণ ঐ স্থান দখল করিরা বসে। ফরুখাবাদের ৰঘেলেরা বলেন যে, মাধোগড়ে তাহাদের পূর্ব পুরুষের বাস ছিল। কনোজপতি জয়চক্সের সময়ে তাহার এদেশে ম:লিয়া বাস করেন। এখানকার বম্বেলপতি ছত্রশাল বুটশ নবমন্টের বিরুদ্ধে অস্ত্র ধারণ করায় বঘেল রাজ্য বাজেয়াপ্ত হয় । গুচাদের বাগ হেতুষ্ট রেবারাজ্য “বঘেল” বা “বাঘেলখও নামে খ্যাত হয় । যমুনার দক্ষিণে ববেলের পরিহার ও গহরবাড় রাজপুতের ঘরে কন্ঠ দিয়া থাকে এবং বৈশ, গৌতম ও গহরবাড়ের কন্স লইয়া থাকে। 、 [ थve ] दश আলাহাবাদ অঞ্চলের বযেলের অত্যন্ত আৰাধ্য ও জৈস্তাব বলিয়া পরিচিত । দি " হাৰি করিতে বিয়ত हग्न मां । - - বঘেলখগু, মধ্যভারতের অন্তর্গত একটা বিস্তীর্ণ ভূখণ্ড। বম্বেল जांङिब्र शांनङ्गभि शनिग्रा uहे बिशृङ छू१७ शरथनष७ • नाम প্রাপ্ত হইয়াছে। ইংরাজাধিকারে এই সামন্তরাজাপুর বযেলথও-এজেন্সী নামে পরিগণিত হয়। ভারতরাজপ্রতিনিধি ষড়লাটের অধীনস্থ মধ্যভারতের এজেণ্ট, এবং রেবারাজ্যের পরিদর্শক পলিটিকাল এজেন্টরূপে এখানকার শাসনকার্য নিৰ্ব্বাহ করিয়া থাকেন। ঐ পলিটিকাল এজেণ্ট সাতনা বা রেবানগরে অবস্থিতি করেন। ইহার উত্তর সীমার আলাহাবাদ ও মীর্জাপুর জেলা, পূৰ্ব্বে ছোটনাগপুরের অধীনস্থ সামন্তরাজ্যসমূহ, দক্ষিণে মধ্যপ্রদেশের বিলাসপুর ও মওলা জেলা এবং পশ্চিমে জব্বলপুর ও বুন্দেলখণ্ডের সামন্তরাজ্যসমূহ। ১৮৭১ খৃষ্টাৰ পৰ্য্যন্ত এই বিভাগ বুন্দেলখণ্ড এজেন্দীর অন্তভূক্ত ছিল। যুদ্দেল ও বঘেল জাতির কীৰ্ত্তিনিকেতন বলিয়া এই স্থান ভৌগোলিক ও ঐতিহাসিক সংস্রবে একতাবদ্ধ ছিল। কালে বুন্দেলাপ্রভাব থৰ্ব্ব হইল। ইংরাজগবমেণ্ট তাহদের পরস্পরের বিচ্ছেদ সাধন করিয়া ভবিষৎ শক্তিসংগ্রহের পথ অবরোধের চেষ্ট পান। তযুদ্দেশ্লেষ্ট উক্ত বর্ষে বঘেলথগু ভূভাগ লইয়া স্বতন্ত্র এজেন্সী প্রতিষ্ঠিত হয়। [ বুন্দেলখণ্ড ও যুদ্দেলা দেখ ] এই সমগ্ন দেশভাগের ভূপরিমাণ ১১৩২৩ বর্গমাইল । এখানে সৰ্ব্বসমেত ৪ট নগর ও ৫৮৩২ট গ্রাম বিদ্যমান। রেব, নগোদ, সৈহার, সোহাবল, কোঠী, সিন্ধপুর ও জগীর রাজ্য লইয়া এষ্ট এজেন্সী গঠিত হইয়াছে । [ তত্ত্বৎ শব্দ দেখ। ] ঐ সকল সামন্ত্ররাজ্যের মধ্যে কেবল মাত্র রেবারাজকেই ইংরাজরাঞ্জ সন্ধিপত্র দান করিয়াছেন। অপর সকলেই ইংরাজগবমেন্টের সনদ লাভে অনুগৃহীত। এখানকায় সামন্থগণ পণ্যদ্রব্যের বাণিজ্য জন্ত কোনরূপ শুরু গ্রহণ করেন না । বন্ধ কেটল্য। বক্রীতাৰ ভূ আন্ম। লট, বৰতে, লিট, বইছে। বঙ্কিত। লুড় অবস্কিষ্ট। বন্ধ (পুং ) বন্ধতীতি বঙ্ক-অৰ্চ, ১ নদীবক্র, চলিত কথায় নদীর বঁাক বা টেক বলে। مسلم. - --ജ ● (श बgशला छांfठब्र माम इईgठ 4हैं अ८भएलग्न अाम कब्र१ इईग्राrछ् । DLL DtBDD DDBBBBC BBBB BES DDDD BBD DDDS गूक्ताडिनूथ चानिब्र वन कडिडाcs, नजl६ चकबन लाश् *३ शैग्न छोटिरक किrअब जबूजइ कब्रिtछन । [ बtषळ tनंथ । ]