পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদেশ (মোলশাসন-অবস্থা) [ ৪৫৭ ] বঙ্গদেশ ( মোগল-শাসন-অবস্থা ) রাজিক, আলী মীর্জ, ইস্কার কার সৈয়দ নাসির আলী মাদ, I আলফ আলী মীর্গ, সৈয়দ য়াকুব আলী মীর্জ ও মহনি আলী মীর্ণে। মোগলশাসনে বাঙ্গালায় অবস্থা। দিল্লীর মোগলসম্রাট্রগণের অধীন সুবাদারদিগের শাসনকাল হষ্টতে ইংরাজ কোম্পানিগণের প্রাধান্ত বিস্তার পর্য্যন্ত এই মুদীর্ঘ কালে বাঙ্গালার ভাগ্যাকাশে বিশেষ কোন পরিবর্তন সাধিত হয় নাই। বাঙ্গালার ইতিহাস পাঠে তৎকালীন দেশের অবস্থা সহজেই হৃদয়ঙ্গম হইতে পারে, নিম্নে অতি সংক্ষেপভাবেই তাহ বিবৃত হইল। দাউদ খাঁর মৃত্যুর পরেও প্রায় ৩৬ বৎসর পাঠানপ্রভাব বাঙ্গালা হইতে বিদূরিত হয় নাই। তদনন্তর বাধ্য হইয়া তাহারা মোগলশাসনের বশীভূত হয়। এই সময়ে পুৰ্ব্বদক্ষিণ বাঙ্গলায় পর্তুগীজের বিলক্ষণ উৎপাত আরম্ভ করে। দেশীয় জমিদারদিগের মধ্যেও অনেকে রাজসরকারে নিয়মিত রাজস্ব প্রদান না করিয়া সময় সময় বিদ্রোহ সমুপস্থিত করিয়াছিল। সম্রাট আকবর শাহের রাজত্বকালে পূৰ্ব্বদেশে "বারভূঁয়া”র প্রাদুর্ভাব হয়; তন্মধ্যে যশোহরের রাজা প্রতাপাদিত্য, ভূষণার মুকুনারায়, চন্দ্রদ্বীপের কন্দপনারায়ণ রায়, ভুলুয়ার লক্ষ্মণ মাণিক্য, বিক্রমপুরের চাদ রায় কেদার রায়, ভাওয়ালের ফজল গাজি, খিজিরপুরের ইশা খা, সতৈলের রাষ্ট্র রামকৃষ্ণ, চাদ-প্রতাপের চাদ গাজি প্রভৃতি নয় জনের নাম বিশেষভাবে উল্লেখ যোগ্য। ঐ জমিদারদিগের দেওয়ানী ও ফৌজদারী শাসন ক্ষমতা ছিল। তাঙ্গাদিগের স্বতন্ত্র সৈঙ্গ, গড় ও বিচারালয় ছিল । তাহার প্রজাদিগের নিকটে গাজন আদায় করিতেন এবং সুবাদার পরাক্রান্ত হইলে তাঙ্গার ; সমীপে দেয় রাজস্ব প্রেরণ করিতেন, নতুবা বলপ্রয়োগ ভিন্ন তাহাদিগের মিব , হইতে রাজস্ব সংগ্ৰহ হইত না । কথন কথন তাহারা বিদ্রোহেরও স্বচনা করিতেন এবং সুবাদারগণ তাহাদিগের সহিত যুদ্ধ করিতে বাধা হইতেন । [বারভূয়া দেখ।] সরফরাজ খ ও সিরাজদ্দৌলা ব্যতীত বাঙ্গালার অপর সকল কুবাদারই দিল্লীর বাদশাহকর্তৃক নিযুক্ত হইয়াছিলেন ; সফরাজ খানও মুরশিদাবাদের সিংহাসন অধিকার করিয়া দিল্লীর অম্বুমতি প্রার্থনা করিয়াছিলেন; কিন্তু তিনি বাদশাহের মনোনীত আলীবীকস্তৃক নিহত হন। নাদির শাহের আক্রমণে দিল্লীশ্বরের ক্ষমতা অনেক খৰ্ব্ব হয়। ঐ সময়ে বর্গির হাঙ্গামার ও রাজকৰ্ম্ম চারদিগের বিদ্রোহে নবাব আলীবর্দী খায় প্রকৃত অর্থব্যয় হইয় থাকে। এ কারণে কিঞ্চিৎ উপঢৌকন ব্যতীত তিনি দিল্লভে নিয়মিত রাজস্ব প্রেরণ করিতে পারেন নাই। সিরাজ উদ্দৌলা | এক বৎসর যাত্র রাজত্ব কুরিয়াছিলেন। রাজসংক্রান্ত সান-প্রকার XVII 23& জটিল কার্ধে ধ্যাপৃত থাকায় মোগল-সম্রাটের গতি গুহার কোন সম্বন্ধ ঘটে নাই। [ সিরাজ উদ্দৌলা দেখ। ] খৃষ্টীর ১৬শ শতাব্দীর শেষভাগে এবং ১৭শ শতাব্দীর প্রারও সময়ে এদেশে পর্তুগীজদিগের গ্রাভাব ঘটে। ১৬৩২ খৃঃ জন্ম इहेtङ३ ॐाशनिरशग्न ७धडां* डूनि श्हेरङ थाएक् । ऊषनखन्न निकcब्र शांभिजा कब्रिवांद्र अश्मठि *ाहेब्रा ४७७8 भूहेॉक श्tष्ठ इंशत्वांज्रদিগের প্রতাপ উত্তরোত্তর বাড়িয়া উঠে এবং ক্রমে তাছার অর্থ ও ক্ষমতা বলে দেশীয় লোকের যোগে এতদ্দেশের সর্বময় কর্তা श्रॅग्न ॐन । [ हेरब्रांछ cनश । ] মোগলদিগের শাসনকালে কেবলমাত্র রাজা টোডরমল ও রাজা মানসিংহ নামক দুই জন হিন্দুৰীয় ৰাঙ্গালার স্ববাজার হন। তৎকালে রাজকীয় উচ্চতম পদে ও অষ্টান্ত প্রধান কৰ্ম্মেও হিন্দুরা নিযুক্ত হইতেন। পরবর্তিকালে যশোবন্ত রায় ঢাকার দেওয়ান এবং আলমটাদ বাঙ্গালার সহকারী জে ওয়ান ও মন্ত্রিসভার সভ্য হইয়াছিলেন। জগৎশেঠও মন্ত্রিসভার সভ্যপদ প্রাপ্ত হম। যখন সিরাজ উদ্দৌল সিংহাসনচ্যুত হন, তখন রাজা মোহনলাল সেনাপতি ও পূর্ণিয়ার শাসনকর্তা, রাজা রায়দুল্ল দেওয়ান, • রাজ রামনারায়ণ পাটনার শাসনকর্তা এবং রাজা রামরাম সিংহ মেদিনীপুরের শাসনকর্তারূপে বর্তমান ছিলেন। ভূতপূৰ্ব্ব দেওয়ান জানকী রাম, রায় রায় চিন্ময় রায় ও রাজা রাজবল্লভ প্রভৃতির পরিচয় ইতিহাস পাঠকমাত্রেরই অবিদিত নাই। [ তত্ত্বৎশৰো বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য । ] স্বাধীন পাঠানদিগের রাজত্ব সময়ে বঙ্গদেশে শ্রীচৈতন্য মহাপ্রভু, রঘুনাথ শিরোমণি প্রভৃতি অসাধারণ প্রতিভাশালী ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছিলেন । মোগলধীন সুবাদারদিগের শাসনকালে সেরূপ কাহারও আবির্ভাব ঘটে নাই । তৎকালে সংস্কৃত কাব্য ও সাহিত্যের এবং দ্যায়শাস্ত্রাদির যেরূপ আলোচনা ও বিস্তার ঘটিয়াছিল, এ যুগেও তাছা বিশেষভাবে লয় প্রাপ্ত হয় নাই ; বরং সংস্কৃতালোচনার অবনতির স্বত্রপাত হইতেছিল বলা যায়। চৈতন্তযুগের শেষ সময়ে বাঙ্গালা পদরচনা ও সংস্কৃত গ্রন্থাদির পদ্যাম্বুবাদ আরম্ভ হয় । উহার পরে ক্রমে কবিকঙ্কণের চণ্ডী, কাশীদাসের মহাভারত এবং শেষোক্ত সময়ে রামগ্ৰসাদের পদাবলী, ভারগুচক্সের অন্নদামঙ্গল প্রভৃতি গ্রন্থ লিখিত হইয়াছিল। কবিকঙ্কণাদি কর্তৃক বাঙ্গালী ভাষা ক্রমশঃ মাঙ্গিত হষ্টয় পদরচনা সম্বন্ধে ভারতচঙ্গেয় হস্তে উহা বিলক্ষণ উন্নতি ও পুষ্টিলাভ করিয়াছিল। মৈদায়িকদিগের মধ্যে জগদীশ তর্কালঙ্কল্প, গদাধৰ ভট্টাচাৰ্য্য, মধুরানাথ তর্কবাগীশ, ভৰানন শিক্ষাগুৰাগীশ, ०८ङ्गळ"zच ३३ ईeिs cकां→ानैो दे दब्रिरे गत्र अह* स्थान ( nows ) i عم