পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোম-সাম্রাজ্য [ 8ના ] রোম-সাম্রাজ্য - র অৰু্যদয়ে রোম হইতে পলারিত রোগ, এক সহস্ৰ নিউমিডিয়া অশ্বারোহী সেনা লইয়া ইউরিয়ায় উপনীত হইলেন। তথায় তাহার দলস্থ প্রাচীন ঘোৰ্বন্ধ তাহার ছত্রতলে যাইয়া সংমিলিত । হইল। আকাল মধ্যেই তিনি ও সহস্ৰ সেন সংগ্ৰহ করিয়া জেলিকিউলাম অবরোধ করিলেন ও পরে রোমের প্রবেশদ্বারের সন্মুখে সিন্নার সহিত মিলিত হইলেন । .. সেনেট প্রথমে যুদ্ধার্থ প্রস্তুত হইলেন, কিন্তু রাষ্টবশতঃ ইসৱ ও অর্থসাহায্য পাঠাইলেন। এদিকে অধিকক্ষণ যুদ্ধ করিতে পারিলেন না। কাজেই পরাভব স্বীকার । করিতে হইল। সিন্ন পুনরায় কন্সল পদ লাভ করিলেন এবং ! রাজদ্রোহিতাদণ্ডে নিৰ্ব্বলিত মেরায়াস, পুনগৃহীত হইলেন। | তখন সিয়া ও মেরায়া সসৈন্তে রোমনগরে প্রবেশ করিলেন। মেরায়াস্নগরে প্রবেশ করিয়াই তাহার প্রতিহিংস পিপাসা শাস্তু করিলেন। প্রসিদ্ধবাগ্মী আন্টোনিয়াস ও অক্টেবিয়াস নিহত হইলেন। বিৰেষিলের রক্তপাতে রোম-রাজপথ রঙ্গিত হইল । এই ভয়াবহ হত্যাকাণ্ডে রোম ভীষণমূৰ্ত্তি ধারণ করিয়াছিল। । এবার শত্ৰুশূন্ত রোমে মেরায়াসের স্বপক্ষীয়গণ তাহাকে এই | বৃন্ধাবস্থায় ৭ম বার কন্সলপদে বরণ করিলেন, কিন্তু কএক সপ্তাহ ব্যতীত তিনি ঐশ্বৰ্য্যসম্ভোগ করিতে পারেন নাই। ৪৬ খৃষ্ট .পূৰ্ব্বাঙ্গের প্রারম্ভেই তাহাকে ভবলীলা শেষ করিতে হয়। সিন্না | উছার পর ৩ বৎসর কাল পূর্ণ প্রতিপত্তির সহিত রোমশাসন করিলেও বাস্তবিক পক্ষে রোমের শাসনসম্পৰ্কীর উন্নতির পথ । সমাক্ রুদ্ধ হইয়াছিল। তিনি সাল্লার আগমনভয়ে সৰ্ব্বদাই শঙ্কিত ছিলেন। এই জন্ত ৮৬ খৃঃ পূঃ কন্সল ভালেরিয়াস্ । ফ্লাকাস সাল্লাকে স্থানভ্রষ্ট করিবার অভিপ্রায়ে প্রেরিত চন, , কিন্তু দুৰ্ভাগ্যক্রমে তিনি স্বীয় সৈন্ত দ্বারা নিকোমিডিয়া নামক । স্থানে নিহত হন । -- কৃষ্ণসাগর-তীরবর্তী এলিয়া-মাইনরের মধ্যে মিথি দেতিসে সমৃদ্ধিশালী রাজ্য অবস্থিত ছিল। ৫ম মিথি দেতিসের গুপ্তহত্যার পরে ষষ্ঠ লিখি দেতিস্ ১২শ বৎসর বয়সে সিংহাসনে আরোহণ করেন। ইনি শস্ত্র ও শাস্ত্র পাণ্ডিত্যে ভুবনజ్లి বিখ্যাত ছিলেন। ২৫টী বিভিন্ন ভাষায় তাহার বিশেষ ব্যুৎপত্তি ছিল। তিনি ক্রমে ক্রমে স্বীয় বাহুবলে চারিদিকে রাজ্যসীমা বাড়াইতে ; আরম্ভ করিলেন । এই সময়ে বিধাইনিয়ার রাজা ২য় নিকোমিডসের মৃত্যু হইলে তৎপুত্র ৩য় নিকোমিডাস সিংহাসনে | আরোহণ করিলেন ; কিন্তু মেথিদেতি উক্ত বংশীয় জন্ত এক জনকে সিংহাসন দিতে কৃতসঙ্কল্প হইয়া একদল সৈম্ভ প্রেরণ করিলেন। তাহাতে ৩য় নিকোমিডল পলাইয়া রোমের শরণাপন্ন হইলেন। রোমকগণের সাহায্যে নিকোমিডাস পুনরায় স্বরাজ্য প্রাপ্ত হইয়া রোমকগণের প্ররোচনায় মিথি দেতিসের রাজ্য আক্রমণ করিলেন। কিন্তু মিথিল্িেতস অবিলম্বে তাহাকে আক্রমণ করিয়া পরাজিত করিলেন এবং বিথাইনিয়া, হইতে তাড়াইয়া ধিলেন। তদনন্তর তিনি ফ্রিজিয়া ও গালেসিয়া অৰিকারপূর্বক এসিয়ান্থ রোমক প্রদেশ আক্রমণ করিলেন। কন্সল একুইলাস, মিথি দেতিলের হস্তে বন্দী হইলেন । তৎপরে মিথি দেতিস, পাশ্লামাস, অধিকারপূর্বক স্বাধিকৃত প্রদেশমধ্যস্থ সমস্ত ইতালী ও রোমবাসীদিগকে বধ করিতে আজ্ঞা দিলেন। তামুলারে ৮০০০০ রোমক একদিনে নিহত হইল। মিথি দেতিসের জয়লাভে গ্রীসবাসিগণ বিদ্রোহী হইয়া রোমের অধীনত অস্বীকারপূর্বক তাহার সাহায্যাৰ্থ অগ্রসর হইল। এমন সময়ে সারা সসৈন্তে গ্রীসের অন্তর্গত এপিরাসে আগমন করিলেন এবং আথেন্স ও পিরিয়াস অবরোধ করিলেন। সারা অল্পদিনের মধ্যে আথেন্স অধিকার ও লুণ্ঠন করিলেন। মিথিলেতিসের সৈন্তাধ্যক্ষ আৰ্চেলাস, বিশাল সৈন্যদল লইয়া ৰিওড়িায় সাল্লার সম্মুখীন হইলেন। চেরোনিয়া নামক স্বানে ভয়ঙ্কর যুদ্ধ হইল। কিন্তু এই সময় এক নূতন বিপদের স্বত্রপাত হইল। মেরায়াস পক্ষীয় ব্যক্তিগণ ভালেরিয়াস ফ্লাকাসকে একদল সৈন্তসহ গ্রাসে মিথি দেতিস ও সাল্লার সহিত যুগপৎ যুদ্ধ করিতে প্রেরণ করিয়াছিলেন। ফিন্থিয় নামক সেনাপতির ষড়যন্ত্রে ফ্লাকাস, নিহত হইলেন। পরে ফিন্থিয়া সেনাপতি হইয়া মিথি দেতিসের বিরুদ্ধে কএকটা যুদ্ধ করিরা তাহাকে পরাস্ত করেন (৮৫ খৃঃ পূঃ )। এদিকে অর্কোমেনাস, নামক স্থানের যুদ্ধে সাল্লা জাৰ্চেলাসকে সম্পূর্ণরূপে পরাজিত করিলেন। তখন মিথি দেতিস নিরুপায় হইয়া সন্ধির প্রার্থনা করেন (৮৪ খৃঃ পূ: )। তদনুসারে মিথি দেতিস, এসিয়া খণ্ডের বিজিত প্রদেশ সকল রোমকদিগকে প্রত্যপণ করিলেন এবং ৭• খানি মুসজ্জিত রণতরী রোমকদিগকে দিলেন ও যুদ্ধের ব্যয়স্বরূপ ২• • টালেন্ট প্রদান করিলেন । সাল্লা সন্ধি স্থাপিত করিয়া মেরায়াস পক্ষের প্রেরিত ফ্লাকাসের হত্যাকারী সেনাপতি ফিৰিয়ার বিরুদ্ধে সৈন্য চালনা করিলেন। তাহাতে ফিৰিয়ার সৈন্তগণ তাহদের সেনা পতিকে পরিত্যাগপূর্বক সাল্লার আশ্রয় গ্রহণ করিল। ফিম্বিয় আত্মহত্যা করিলেন। সাল্লা তখন ইতালী-যাত্রার উযোগ করিতে লাগিলেন । সাল্লা এলিয়া-বিজয়কালে অপরিমিত ধনরত্ন সঞ্চয় করিয়াছিলেন। এতদ্ব্যতীত তিনি যুদ্ধে ব্যাপৃত থাকিয়াও গ্রীস হইতে টিওস নগরের 'এপেলিকন নামক বিরাট গ্রন্থালয় রোমে আনয়ন করিয়াছিলেন, ঐ পুস্তকালয়ে আরিষ্টটল এবং থিওফ্রাষ্ট্রীলের গ্রন্থনিচয় মুরক্ষিত ছিল । *