পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষ [ ७88 ] বর্ষ "এই বিষয়ে ভাগবতে এইরূপ শ্লোক পাওয়া যায় :– প্রিদৱতরুতং কৰ্ম্ম কোংকুকুৰ্য্যাম্বিনেশ্বরম। যে নেমিনিন্নৈরকরোচ্ছায়াং মন্‌ সপ্তবারিধীন। ভূসংস্থানং কৃতং যেন সক্লিগিরিবনাদিতিঃ । সীমা চ ভূতনিবৃত্ত্যে দ্বীপে দ্বীপে বিভাগশ: ॥” _ ( ভাগবত ৫।১ অঃ ) প্রিয়ন্ত্রত যথাকালে পরমার্থচিন্তায় মগ্ন হইলেন। পিতার অনুশাসনে পুত্র অগ্নীপ্ৰ ধৰ্ম্মানুসারে জনৃদ্বীপবালী প্ৰজাগণেয় প্রতিপালন করিতে লাগিলেন। অীএ অঙ্গর পূর্বাচিন্তির পাণিগ্রহণ করেন। পূৰ্ব্বচিত্তির গর্ভে রাজর্ষি অগ্নীপ্ৰ হইতে নরট পুত্র উৎপন্ন হয়। তাহাজের নাম, বথা—নাভি, ‘কম্পুরুষ, হরিবর্ধ, ইলাবৃত, রম্যক, হিরন্ময়, কুরু, ভদ্রাখ ও কেতুমাল। অীজের এই সকল পুত্র মাতার অনুগ্রহে স্বভা ৷ বতঃই দৃঢ়হে ও বলশালী হইয় উঠেন। জীএ ঐ পুত্রগণের মধ্যে যথাকালে পৃথিবী ভাগ করিয়া দেন। পুত্ৰগণ । বিভাগক্রমে নিজ নিজ নামানুসারেই জৰদ্বীপের এক একটা । বর্ধ অধিকার করির লরেন। উক্ত বর্ষাধিপতিগণের পটার । নাম যথাক্রমে মেরুদেবী, প্রতিরূপা, উগ্ৰদংষ্ট্র, লতা, কা, -খাম, মারী, ভদ্রা ও বেদদীধিতি। এই রমণীগণ সকলেষ্ট মেরুর কল্পী । দ্বীপসমূহের মধ্যে জম্বীপই প্রখম । ইহার দীর্ঘতা নিযুক্ত । যোজন এবং বিস্তার লক্ষযোজন, এই দ্বীপ কমলপত্রের দ্যায় চারিদিকে সমান বর্মুলাকার। এই দ্বীপে নয়ট বর্ষ আছে। ইহাদের মধ্যে ভদ্রাখ ও কেতুমাল বর্ষ ভিন্ন প্রত্যেকের বিস্তার ; নয় সহস্ৰ যোজন। ঐ নববর্ষ আটটা সীমা পৰ্ব্বতে পরম্পর श्रृंक्रङ्गक्रएो बिख्ख् । বর্ধসমূহের মধ্যে ইলাবৃত নামক বর্ষ অভ্যন্তর বর্ষ। উছার ; মধ্যস্থলে পৰ্ব্বত-কুলের রাজা সুবর্ণময় সুমেরু গিরি বিরাজমান। ঐ সুমেরুর উচ্চতা উক্ত দ্বীপের বিস্তারপরিমাণের ठूग गफ्रशबन। फेशब्द बज्रक रिक्त पनि९ गहद्ध যোজন, এবং মূলে সহস্ৰযোজন বিস্তৃত। ভূমির মধ্যভাগেও | ভক্ত সহস্ৰযোজন দেখা যায়। উক্ত পৰ্ব্বত ঐ প্রকারে ভূমওল. রূপ প্রকাও কমলের কণিকায়বৎ প্রতিভাক্ত । ইলাবৃতবর্ষের উত্তরভাগে উত্তরাদি দিকক্রমে ক্রমশ: নীল, খেত, শৃঙ্গৰান এই তিন পৰ্ব্বত এবং যথাক্রমে রম্যক, প্রিশ্নয় ও কুরু নামৰ বৰ্ষজয়ের সীমা পৰ্ব্বত স্বরূপ। উক্ত তিন পৰ্ব্বত পূৰ্ব্বদিকে দীর্ঘ। উছাদের উভয় পার্থে লবণ সমুদ্র বিস্তৃত । ইছাদের বিস্তার সিহস্ৰযোজন। অগ্রস্থিত পৰ্ব্বত ৰু ইভে পয়ৰী পৰ্ব্বত কেবল একাদশ অংশ দৈর্ঘ্য পরিমাণে হ্রস্ব । এইরূপে ইলাবৃত বর্ষের দক্ষিণে নিষধ, হেমকূট এবং হিমালয় নামে তিন পৰ্ব্বত বিদ্যমান। ঐ তিন পৰ্ব্বত উল্লিখিত নীলাদি পৰ্ব্বতের স্তায় পূৰ্ব্বদিকে আয়ত এবং প্রত্যেকে তিন সহস্ৰযোজন উন্নত। উক্ত পৰ্ব্বতত্রয় যথাক্রমে হরিবর্ধ, ৰিপুরুষবর্ধ এব: ভারতবর্ষের সীমা পৰ্ব্বত। এইরূপে উক্ত ইলাবৃত বর্ষের পূর্ব ও পশ্চিমদিকে যথাক্রমে মাল্যবান ও গন্ধমাদন পৰ্ব্বত অবস্থিত। এই পৰ্ব্বত টুইট-উত্তরে নীল ও দক্ষিণে নিষধ পৰ্ব্বত পর্যন্ত দীর্ঘ ও দুই সহস্ৰযোজন বিস্তীর্ণ। এই দুই পৰ্ব্বতই যথাক্রমে কেতুমাল ও ভদ্রাখবর্ষের সীমাপৰ্ব্বতরূপে ৰিয়াজিত। স্বমেরুর চারিদিকে মন্দর, মেরুমদার, সুপার্শ্ব ও কুমুদ নামে চরিট অবষ্টন্ত পৰ্ব্বত বিদ্যমান। ঐ পৰ্ব্বতগুলির প্রত্যেকটর বিস্তার ও উচ্চতা দশহাজার যোজন। উক্ত চারি পর্বতের মধ্যে পূৰ্ব্ব ও পশ্চিম দিকের পর্বত দক্ষিণোত্তরে বিস্তৃত এবং দক্ষিণোত্তর দিকের পর্বত পুৰ্ব্বপশ্চিমে আয়ত। উক্ত চারি পৰ্ব্বতে যথাক্রমে আম্র, জম্ব, কদম্ব ও বট এই চারিটি বৃক্ষ আছে। ঐ সকল তরুর বিস্তার শতযোজন। উহারা পাৰ্ব্বত্য পতাকাবৎ একাদশ শত যোজন উচ্চ। উহাদের শাখা সকল সেইরূপ শত যোজন বিস্তৃত। উক্ত বৃক্ষ চারিটর নিকট চারিটি হ্রদ আছে । তাহার মধ্যে একটা দুগ্ধজল, দ্বিতীয়ট মধুজল, তৃত্যুট ইক্টরস জল, চতুর্থট শুদ্ধজল। এই চারিট হ্রদেরই জল অতি মনোহর । উপদেবগণ এই হ্রদজলসেবনে স্বাভাবিক মহিমমত্তিত হইয়াছেন , ঐস্থানে উল্লিখিত চারিট হ্রদ ভিন্ন চারিট উদ্ধানও আছে । তাহাদের নাম,–নন্দন, চিত্বরথ, বৈভ্রাজক ও সৰ্ব্বতোভদ্র । ঐ সকল উদ্যানে স্বরবরের সুরসুন্দরীগণসহ মিলিয়া একসঙ্গে বিহার করিয়া থাকেন। এইরূপ বিহারকালে গন্ধৰ্ব্বগণ র্তাহা, দের মহিমা গান করেন । মলয় পৰ্ব্বতের ক্রোড়দেশে দেখুত নামে একটা বৃক্ষ আছে। তাহার উচ্চতা একাদশ শত যোজন। ঐ বৃক্ষের অগ্রভাগ হইতে নিয়ত রাশি রাশি অমৃত ফল পড়ে। সেই সকল ফল পৰ্ব্বতের চূড়ার মত স্থল। ফলগুলি যখন ফাটিয়৷ বায়, তখন তাহার গন্ধ অতি মধুর। ফলগুলির অরুণবণ প্রচুরতর স্ববাস রসে এক নদী জন্সিয়াছে। ঐ নদীর নাম অরুণোদা। অরুণোদা নদী মন্দরশৈলের শিখরদেশ হইতে বাহির হইয় পূর্বদিকে ইলাবৃত বর্ষ প্লাবিত করিতেছে। কারs অহচরী যক্ষাঙ্গনীগণ ঐ রসের সেৰিকা, তাই তাহলে অeে अ*ौंद्र cगोशच् । ठांशंरक्द्र भजनशै बाष्ट्र शब्रा काििक्रक Woፉ cशोखम श्रोटमोनिङ रुम्न । জৰ ক্ষের কল সকল গজগাত্ৰবৎ অতি স্থল। তাদের बैबथनि अडि रच। cगरे गरूण कन स्क इहेरठ भक्विा