পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলম্ভীরাজবংশ [ bab- 1 বলভীরাজবংশ cre • | 鄭蕾t月訊 •য়োপসিংহ • ཨ་ཤག་ ਾਂ ( cनमां*७ि ) (नश्tग्नांछ ) { भशब्रtछ &rछुष्ठि (मशग्नांछ) 聯 *क भशालकायूड ) । [ গুপ্ত সং ২•৭'] : ওঙ্কসেল মহারাজ ( ۹ د۹۹۹ م به ) & क्षब्रह्मम माझख्न मष्ट्राप्लेछ [ જીજી મt ૨ દર ] T | भिशानिएल थ#ॉमिका »न খংগ্ৰহ { ९« भ६ २४९ ] | | দেয়ঙ্কট 领称玛卒°臀 ধ্ৰুবসেল ২য় বালাদিত্য | [ গুপ্ত সং ৩১• ] *ि*ालिएठा २घ्र श्वब्रभुंइ वर्षांक्षि७, २p ॐदtनन ७अ | [ ৩৭৭ গুপ্ত সং ] মহারাজাধিরাজ भ६(अIक्लाभिु!छ णि।%ि ७ ধরসেন ৪র্থ | ૪જી મ: ૭૬૨ ] [ ७ख म९ ७२७ ]

  • शिजlर्मिष्ठा छ६ ( ७ख गt ७१२)

" °िशर्मिष्ठ1 ४भ ( ७« मt a ०७ ) ਆਿ eë (vetint ses ) ਆਿਗ १म अषधों ( ७६ नt as१ ) टाम*ानमहे मéथाईौन, ऊाशण्ठ २०१ जक झूहे झछ । ये আজকে কোন কোন প্রত্নতত্ত্ববিদ “বলভীসংবৎ" নামে নির্দেশ করিয়াছেন । সুপ্রসিদ্ধ মুসলমান-পণ্ডিত অলবেরুণী খৃষ্টীয় ১০ম শতাব্দীর শেষে লিখিয়া গিয়াছেন, যে "বল্লভ বংশ ধ্বংস হইলে ২৪১ শকাব্দে ঐ সংবৎ প্রচলিত হয় । কিন্তু আমরা দেখিতেছি যে, সেনাপতি ভটার্ক হইতে বলভীবংশের অভু্যদয় । এরূপ স্থলে তাহার জন্মের শতাধিক বর্ষ পূৰ্ব্বে কিরূপে বলভীরাজবংশের ধ্বংসের কথা স্বীকার করা যায় ? আমাদের বিশ্বাস, এক সময় বলভী সুরাষ্ট্রের শকরাঙ্কগণের অধিকারে ছিল । ২৪১ শকে বা ৩১৯ খুটাৰো শকরাজ্য ধ্বংস ও গুপ্তসাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় । ২৪১ শকাব্দেই গুগুসংবতের আরম্ভ । তাহার ৰং বর্ধ পরে সেনাপতিবংশের অভু্যদয় ঘটিলেও বলভীরাজগণ তাহাদের সন্মানিত গুপ্তসম্রাটগণের সংবৎ গ্রহণ করিতে বাধ্য হন। এরূপ স্থলে বলভীরাজ্য ধ্বংস হইতে বলতী-সংবৎ আরম্ভ হওয়ার প্রবাদ প্রচলিত হওয়া কিছু অসম্ভব নহে। উক্ত ২•৭ অঙ্কে+২৪১ = ৪৪৮ শকে (বা ৪২৬ খৃষ্টাব্দে) ১ম ধ্রুবসেন রাজ্য করিতেছিলেন । তিনি ও তৎপরবর্তী রাজগণের তাম্রশাসন হইতে জানা যায় যে, ठाशद्रा “*थग्भश*झ” वावशद्र पब्रिाउठम । भशब्रांछ, भशगाभख, भश&उँौशब्र, मशम७माग्रक ७ मशकॉर्डोक्लफ़ा। ये সকল উপাধিগুলি সম্ভবতঃ তাছাদের পুর্বপুরুষগণের রাজকায় পদ্ধ-নির্দেশক ছিল, অধস্তম বংশধরগণ সে স্কৃত্তিলোপ করা কর্তব্য মনে করেন নাই । ১ম গ্রুবসেন নিজে একজন বৌদ্ধ হইলেও তিনি অপর ধৰ্ম্মৰিন্ধেী ছিলেন না। বহু তাম্রশাসনে তাহার ভগিনী দুড়ঙ্গ পরমোপাসিকা’ নামে সন্মানিত হইয়াছেন। বলভীরাজ শিলাদিত্য ১ম ধৰ্ম্মাদিত্য সম্রাটু হর্ষদেবের নিকট পরাজিত হন। राणांलिङा २ग्न कॆवागमग्न ७०० जश्रु९ क्रिश्रुिठ ( ७२२ शू: অঃ ) তাম্রশাসন পাওয়া গিয়াছে। এই ধ্রুবসেনকে চীন-পরিব্রাজক হিউএন সিয়াং, “তুলু-হো-পো-ট’ বা ধ্রুবভট নামে পরিচিত করিয়াছেন । e তিনি ৰলভাপতিকে মালবপতি শিলাদিত্যের ভাগিনেয়, কান্তকুঙ্গপতি হৰ্ষবৰ্দ্ধনের পুত্রের জামাতা এবং ক্ষত্রিয় জাতীয় বলিয়া উল্লেখ করিয়াছেন। সেই বলভীরাজ পুৰ্ব্বে হিন্দুধৰ্ম্মীবলম্বী থাকিলেও ঐ সময় তিনি বৌদ্ধ ত্রিরত্নের উপাসক হইয়া বৌদ্ধধৰ্ম্ম অবলম্বনের সঙ্গে অতিশয় দয়ালু, বিস্কোৎসাহী ও ধাৰ্ম্মিক হইয়া পড়িয়াছিলেন। প্রতিবর্ষেই তিনি মহাধৰ্ম্ম-সভা আহবান করিতেন, শ্রমণদিগকে বহু ধনরত্ন ও উৎকৃষ্ট খাদ্য সামগ্ৰী দান করিতেন, আচাৰ্য্যদিগকে ৩ খানি পরিচ্ছদ, ভৈষজ্যাদি ও মূল্যবান মণিরয়াদি বিতরণ করতেন । বহু দূর দেশ হইতে যে সকল আচাৰ্য্য বলভী-সভায় উপস্থিত হইতেন, র্তাহার রাজার নিকট বিশেষ সন্মানলাভ করিতেন । তৎকালে বলভীরাজ্যের আয়তন ৬০০ • লি বা হাজার মাইল, ইহার রাজধানীর পরিমাণ ৩০ লি। এই জনপদের অধিবাসী, জলবায়ু, ও ভূসংস্থান মালব রাজ্যের মত। এই স্থান বহু জনাকীর্ণ, রাজধানী ধনী জনের প্রাসাদে সমাচ্ছন্ন, এখানে বহু কোটপতির বাস। নানা দুরদেশের রত্নরাশি এখানে সঞ্চিত। এখানে শতাধিক সঙ্ঘারাম এবং তাঁহাতে প্রায় ৩০০০ আচার্য্যের বাস । তাহারা সকলেই প্রায় সম্মতীয় শাখার হীনযান । শত শত দেবমন্দিয়ের ও অভাব নাই । চীনপরিব্রাজক এইরূপে বলভার পরিচয় দিয়া শেষে লিখিয়াছেন, তথাগত অনেক সময় এখানে পদার্পণ করিতেন, তজ্জন্ত অশোকরাজ তাহার স্মরণার্থ এখানে কএকটা স্মৃতিস্ত,প নিৰ্ম্মাণ করিয়াছিলেন। বলভীনগরের অনতিদূরে চীনপরিব্রাজক অর্থৎ আচারের প্রতিষ্ঠিত গুণমতি ও স্থিরমতির স্মৃতিনির্দেশক বৃহৎ সঙ্গারাম দেখিয়া গিয়াছিলেন। সম্রাট, হৰ্ষবৰ্দ্ধনের মৃত্যুর পর যখন বৰ্দ্ধনসাম্রাজ্য লইয়া গোলযোগ ঘটে, সেই সুযোগে ৪র্থ ধরসেন বহু রাজ্য জয় করিয়া “পরমভট্টারক পরমেশ্বর চক্রবর্তী মহারাজাধিরাজ” উপাধি গ্রহণ করেন। তিনি স্ত্রীপুরুষ উভয়কেই রাজকাৰ্য্যে সমান অধিকার মনে করিতেন । তাহার ৩২• বলভী-সংবতে (৩৪৯-এ • খুটাৰে) উৎকীর্ণ তাম্রশাসনে তাহার প্রিয় দুহিতা ভূপ দূতক অর্থাৎ দানপত্রের কার্য্য সংসাধনে প্রধান রাজপুরুষ বলিয়া পরিচিত ।